ilmweb
3.08K subscribers
504 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘তোমাদের প্রতি যে মুসীবত আপতিত হয়, তা তোমাদের কৃতকর্মেরই ফল। আর তিনি অনেক গুনাহই ক্ষমা করে দেন।’
[সুরা আশ-শুরা, ৪২ : ৩০]


#ilmweb
10👍1
'মুহাসাবার ঘাটতি ও প্রবৃত্তির অনুসরণে অন্তর মরে যায়।'
__
ইমাম ইবনুল কাইয়িম
[ আল-ইগাসাহ, খণ্ড : ১, পৃষ্ঠা : ১৫৭ ]

#ilmweb
😢7👍2
‘বলে দাও— আল্লাহ আমাদের জন্য যা নির্দিষ্ট করেছেন তাছাড়া অন্য কোনো কিছুই আমাদের ঘটবে না, তিনিই আমাদের অভিভাবক, আর আল্লাহর ওপরই মুমিনদের ভরসা করা দরকার।’
[সুরা আত-তাওবাহ, ৯ : ৫১]


#ilmweb
11👍2🔥1
‘আর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তবে জেনে রাখো আল্লাহই তোমাদের অভিভাবক। কতই না উত্তম অভিভাবক, কতই না উত্তম সাহায্যকারী!’
[ সুরা আল-আনফাল, ৮ : ৪০ ]

#ilmweb
5😢4
বাবা-মায়ের প্রতি কর্তব্যপরায়ণ হোন, প্রতিটি মুহূর্ত তাঁদের আগলে রাখুন। আসলে বাবা-মা দুটো চোখের মতো। তাঁদের দুজন কিংবা কোনো একজনকে হারালেও এই পৃথিবীর সৌন্দর্য আর দেখতে পাবেন না।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল

#ilmweb
12😢4👍1
সময়ের স্রোত বড় নিষ্ঠুর। কেউ অবকাশ পায় না।

#ilmweb
😢10
‘আসমানসমূহ ও জমিনে গায়েবী বিষয় আল্লাহরই। আর কিয়ামতের ব্যাপার তো চোখের পলকের ন্যায়। বরং তা আরও নিকটবর্তী। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান।’
[সুরা আন-নাহল, ১৬ : ৭৭]


#ilmweb
6👍2
সমাজের কাছে সম্মান না-খোঁজাটাই শান্তি আর সম্মানে বাঁচার জন্য যথেষ্ট।

#ilmweb
9👍1
‘আমি তো তোমাকে সব মানুষের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। কিন্তু অধিকাংশ মানুষ জানে না।’
[ সুরা সাবা, ৩৪ : ২৮ ]

#ilmweb
7👍1
মৃত্যুর স্মরণে গাফিল পৃথিবীবাসী। আর ওদিকে কবর ডাকছে।

#ilmweb
😢91👍1
‘ওহে মানুষ, তোমাদের এ বিদ্রোহ তো তোমাদের নিজেদেরই বিপক্ষে।’
[ সুরা ইউনুস, ১০ : ২৩ ]

#ilmweb
7
‘অতঃপর এই যালিমরা পরিবর্তন করে ফেলল সে কথা যা তাদেরকে বলা হয়েছিল, ভিন্ন অন্য কথা দিয়ে। ফলে তাদের ওপর আমি আসমান থেকে আযাব নাযিল করলাম, কারণ অবাধ্যতায় লিপ্ত ছিল।’
[সুরা আল-বাকারাহ, ২ : ৫৯]


#ilmweb
😢9
জুমাবারে করণীয় দশটি আমল
.
জুমার সালাত সম্মিলিত ইবাদত। মুসলিমরা প্রত্যেক শুক্রবার যুহরের সালাতের পরিবর্তে আদায় করে থাকেন। এ দিনে করণীয় :
১. নখ কাটা
২. সুরা কাহাফ তিলাওয়াত করা
৩. দুয়া করা
৪. গোসল করা
৫. পরিচ্ছন্ন ও উত্তম কাপড় পরা, মিসওয়াক করা এবং সুগন্ধি ব্যবহার করা।
৬. আগে আগে মসজিদে যাওয়া
৭. জুমার সালাত আদায় করা
৮. রাসুলের ওপর প্রচুর দরুদ পড়া
৯. মসজিদে হেঁটে যাওয়া
১০. মনোযোগসহ কান লাগিয়ে জুমার খুতবা শোনা
13👍1
‘বল—আমি কি তোমাদেরকে এমন লোকদের কথা জানাব, যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত? তারা হল সে সব লোক দুনিয়ার জীবনে যাদের চেষ্টা সাধনা ব্যর্থ হয়ে গেছে। অথচ তারা নিজেরা মনে করছে যে, তারা সঠিক কাজই করছে।’
[সুরা আল-কাহফ, ১৮ : ১০৩-১০৪]

#ilmweb
6😢4
‘তিনি তাঁর বান্দাদের তওবাহ কবুল করেন এবং পাপসমূহ ক্ষমা করেন। আর তোমরা যা কিছু করো তিনি তা জানেন।’
[সুরা আশ-শুরা, ৪২ : ২৫]

#ilmweb
13
'আল্লাহর (আল্লাহ-সম্পর্কিত) ইলম জগতের সবচেয়ে মধুর জিনিস।'
__
মালিক ইবনু দিনার (রাহিমাহুল্লাহ)
[ সিয়ারু আলামিন নুবালা : ৫/৩৬৩ ]

#ilmweb
14
‘জাহান্নামকে সেদিন আনা হবে। সেদিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু তখন এ উপলব্ধি তার কী কাজে আসবে?’
[সুরা আল-ফাজর, ৮৯ : ২৩]

#ilmweb
😢6
দুচোখের সামনে আখিরাতের জীবনটা রাখুন। আল্লাহ ছাড়া কারও কাছে মূল্যায়ন চাইবেন না। অন্যের ব্যাপারে নিরাসক্ত হোন। তাহলে প্রশান্তি এবং ইবাদতে একাগ্রতা লাভ হবে, ইনশাআল্লাহ। সফরসঙ্গী হিসেবে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কিরামের জীবনী অন্তরপটে থাকলেই যথেষ্ট।

#ilmweb
16👍1
‘নিশ্চয়ই যারা ইয়াতীমদের ধন-সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা তো তাদের পেটে আগুন ভক্ষণ করে ; আর অচিরেই তারা প্রজ্জ্বলিত আগুনে প্রবেশ করবে।’
[সুরা আন-নিসা, ৪ : ১০]


#ilmweb
‘মানুষ যখন কোনো কষ্টে পড়ে, তখন রবের দিকে ফিরে এসে তাঁকেই ডাকে।’
[সুরা আর-রুম, ৩০ : ৩৩]


#ilmweb
18