জুমাবারে করণীয় দশটি আমল
.
জুমার সালাত সম্মিলিত ইবাদত। মুসলিমরা প্রত্যেক শুক্রবার যুহরের সালাতের পরিবর্তে আদায় করে থাকেন। এ দিনে করণীয় :
১. নখ কাটা
২. সুরা কাহাফ তিলাওয়াত করা
৩. দুয়া করা
৪. গোসল করা
৫. পরিচ্ছন্ন ও উত্তম কাপড় পরা, মিসওয়াক করা এবং সুগন্ধি ব্যবহার করা।
৬. আগে আগে মসজিদে যাওয়া
৭. জুমার সালাত আদায় করা
৮. রাসুলের ওপর প্রচুর দরুদ পড়া
৯. মসজিদে হেঁটে যাওয়া
১০. মনোযোগসহ কান লাগিয়ে জুমার খুতবা শোনা
.
জুমার সালাত সম্মিলিত ইবাদত। মুসলিমরা প্রত্যেক শুক্রবার যুহরের সালাতের পরিবর্তে আদায় করে থাকেন। এ দিনে করণীয় :
১. নখ কাটা
২. সুরা কাহাফ তিলাওয়াত করা
৩. দুয়া করা
৪. গোসল করা
৫. পরিচ্ছন্ন ও উত্তম কাপড় পরা, মিসওয়াক করা এবং সুগন্ধি ব্যবহার করা।
৬. আগে আগে মসজিদে যাওয়া
৭. জুমার সালাত আদায় করা
৮. রাসুলের ওপর প্রচুর দরুদ পড়া
৯. মসজিদে হেঁটে যাওয়া
১০. মনোযোগসহ কান লাগিয়ে জুমার খুতবা শোনা
❤13👍1
দুচোখের সামনে আখিরাতের জীবনটা রাখুন। আল্লাহ ছাড়া কারও কাছে মূল্যায়ন চাইবেন না। অন্যের ব্যাপারে নিরাসক্ত হোন। তাহলে প্রশান্তি এবং ইবাদতে একাগ্রতা লাভ হবে, ইনশাআল্লাহ। সফরসঙ্গী হিসেবে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কিরামের জীবনী অন্তরপটে থাকলেই যথেষ্ট।
#ilmweb
#ilmweb
❤16👍1