ilmweb
3.08K subscribers
504 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
তাওহিদেই সমাধান...
14
‘এই কিতাব বিশ্বজগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ। এতে কোনো সন্দেহ নেই।’
[ সুরা আস-সাজদাহ, ৩২ : ২ ]

#ilmweb
8
'অহংকার ও হিংসায় কলুষিত অন্তরে ইমানের হাকিকাত প্রবেশ করে না।'
___
ইমাম ইবনু তাইমিয়াহ
[ মাজমুয়ুল ফাতাওয়া : ১৩/২৪২ ]

#ilmweb
8
সুন্নাহ আঁকড়ে ধরা ও তাকওয়ার সাধনা ছাড়া যা কিছু প্রকাশ পায় সেটা যদি ওলি হওয়ার মাপকাঠি হয়, তাহলে ওলি, জাদুকর ও ভেলকিবাজির মাঝে কোনো পার্থক্যই নেই।
___
বই : নানা ধর্ম-মতবাদ ও ফিরকার মূলনীতি
লেখক : শাইখ ড. সাফর আল-হাওয়ালি

প্রকাশিতব্য, ইনশাআল্লাহ......
@ইলমওয়েব পাবলিশিং

#ilmweb
11
‘মূসা যখন যৌবনে পদার্পণ করল আর পূর্ণ পরিণত হল, তখন আমি তাকে হিকমত ও জ্ঞান দান করলাম; আমি সৎকর্মশীলদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি।’
[সুরা আল-কাসাস, ২৮ : ১৪]


#ilmweb
10👍1
'দুনিয়া আমলের স্থান আর আখিরাত প্রতিদানপ্রাপ্তির স্থান। এখানে যে নেক আমল করবে না, সে ওখানে গিয়ে আফসোস করবে।'
___
ইমাম আহমাদ (রাহিমাহুল্লাহ)
[ ইমাম বাইহাকি, আয-যুহদ : ২৮২ ]

#ilmweb
3
‘তুমি তোমার প্রতি ওয়াহীকৃত তোমার প্রতিপালকের কিতাব থেকে পাঠ করে শুনাও, তাঁর কথা পরিবর্তন করতে পারে এমন কেউ নেই, আর তাঁকে ছাড়া তুমি অন্য কোনো আশ্রয়স্থল পাবে না।’
[সুরা আল-কাহফ, ১৮ : ২৭]

#ilmweb
11👍1
প্রিয়জন হারানোর ব্যথায় সবাই কাঁদে, কষ্ট পায়। দুঃখগুলো স্মৃতির ফ্রেমে বারবার টোকা দেয়। অথচ এই যে ব্যথা, কষ্ট কিংবা কান্না সব কিন্তু নিজের সুখের জন্যই। নিজের প্রিয় বস্তু হারানোর জন্যই। নিজের সুখ কিংবা আনন্দের ঘাটতির জন্যই।

অথচ যে আজ কবরে শায়িত তার অবস্থা কী, এটা ভাবার সময়ই হয় না। সে আযাবে গ্রেফতার হয়ে গেল কি না, এ নিয়ে কজনই বা পেরেশান, কজনই বা ব্যথাতুর!

এটাই স্বার্থপর দুনিয়া। ভালোবাসা, কান্না, ব্যথা সবকিছুতেই স্বার্থপরতা।

#ilmweb
😢13👍74
‘হে ইমানদারগণ! তোমরা তোমাদের পিতা আর ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যদি তারা ইমানের চেয়ে কুফরীকেই বেশি ভালবাসে।’
[সুরা আত-তাওবাহ, ৯ : ২৩]

#ilmweb
8😢2
'তোমরা কি পানি সম্পর্কে চিন্তা করে দেখেছ যা তোমরা পান কর? তোমরা কি তা মেঘ থেকে বর্ষণ কর, নাকি আমিই বর্ষণকারী।'
[সুরা আল-ওয়াকিয়া, ৫৬ : ৬৮,৬৯]

#ilmweb
15👍1
‘আমি বিভিন্ন শহরের এক হাজারেরও বেশি আলিমের সাথে দেখা করেছি, তাঁদের কাউকেই আমি এ বিষয়ে মতভেদ করতে দেখিনি যে, দ্বীন হলো কথা ও আমল।’
____
ইমাম বুখারি (রাহিমাহুল্লাহ)
[ ইমাম লালাকায়ি, শারহু উসুলি ইতিকাদি আহলিস সুন্নাহ : ১/১৯৫ ]

#ilmweb
👍73
‘তিনি আমাকে সৃষ্টি করেছেন। অতঃপর তিনিই আমাকে হিদায়াত দিয়েছেন। আর তিনিই আমাকে খাওয়ান এবং পান করান। আর আমি যখন অসুস্থ হই তখন তিনিই আমাকে সুস্থ করেন।’
[সুরা আশ-শু'আরা, ২৬ : ৭৮-৮০]


#ilmweb
14
'তোমার প্রবৃত্তিকে শত্রুর চেয়েও কঠোরভাবে দমন করো।'
__
সালামাহ ইবনু দিনার (রাহিমাহুল্লাহ)
[ হিলইয়াতুল আওলিয়া : ৩/২৩১ ]

#ilmweb
🔥8👍1
‘যারা আল্লাহ ও তাঁর রসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেছেন আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন অপমানজনক শাস্তি।’
[সুরা আল-আহযাব, ৩৩ : ৫৭]


#ilmweb
12👍2🔥1😢1
সন্তান পরিচর্যায় মায়ের ভূমিকা

ইউটিউব লিংক : https://youtu.be/VbFxv7EhQ_Y
🔥2👍1
কর্মব্যস্ত জীবনেই আখিরাতের ফিকির করতে হয়। অবসর হয়ে ইবাদতগুজার হওয়ার বাসনা একপ্রকার ধোঁকা, বরং ব্যস্ততার মাঝেই ইবাদত খুঁজে নেয়া এবং যিকরে অন্তর ও জিহ্বাকে ব্যস্ত রাখাই ইবাদতের হাকিকাত। ইবাদতকে এভাবেই উপভোগ করতে হয়। নয়তো অবসর ও ঝামেলামুক্তির আশায় অলসতাই দীর্ঘ হবে।

#ilmweb
13😢5🔥1
তাওহিদের আকিদাহ-বিশ্বাসের সুস্পষ্টতা ও ব্যাখ্যা-বিশ্লেষণ, কুরআনের আলোকে এর সত্যতা প্রমাণ এবং তাওহিদুল উলুহিয়াহ ও তাওহিদুর রুবুবিয়াহর মাঝে পার্থক্যের পরিধি যতদূর, তাতে শাহ সাহেব (ওয়ালিউল্লাহ দেহলবি) এবং শাইখ মুহাম্মাদ ইবনু আবদিল ওয়াহহাবের চিন্তাধারা ও জ্ঞান-গবেষণায় বিরাট সাদৃশ্য পরিলক্ষিত হয়। এটি কুরআনের গভীর ও যথার্থ মুতালাআ (অধ্যয়ন), চেষ্টা-সাধনা এবং কুরআন-সুন্নাহ সম্পর্কে অগাধ ব্যুৎপত্তির ফসল, যা তৎকালীন সময়ে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়াহ এবং নিজ নিজ যুগে অন্যান্য গবেষক ও সংস্কারকদেরকে তদ্রুপ সাফল্য পৌঁছিয়েছে। তাঁদেরকে প্রকাশ্য ও দুগণ্ড দাওয়াতে তাওহিদের প্রচার-প্রসারে উদ্‌বুদ্ধ করেছে।
____
শাইখ সাইয়িদ আবুল হাসান আলি নাদবি
[ সূত্র : সংগ্রামী সাধকদের ইতিহাস, খণ্ড : ৫, পৃষ্ঠা : ২৭৩ ]

#ilmweb
7👍1
'আর যে রবের সামনে দাঁড়ানোর ভয় করে, জান্নাতে তার জন্য রয়েছে দুটো বাগান।'
[ সুরা আর-রহমান, ৫৫ : ৪৬ ]

#ilmweb
11🥰2
‘সুতরাং কষ্টের সাথেই আছে সুখ। নিঃসন্দেহে কষ্টের সাথে রয়েছে সুখ। অতএব, যখনই তুমি অবসর পাও, কঠোর ইবাদাতে রত হও।’
[ সুরা আশ-শারহ, ৯৪ : ৫-৭ ]

#ilmweb
8
'উয়াইস আল-কারনি বলেন—আমি বিশ্বাস করি না, যে ব্যক্তি নিজ রবের ইবাদতে প্রশান্তি ও একনিষ্ঠতা খুঁজে পায়, সে আর কখনো অন্য কিছুতে তা খুঁজে পাবে।'
___
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি

#ilmweb
#ilmweb_Publishing
👍10😢1