প্রিয়জন হারানোর ব্যথায় সবাই কাঁদে, কষ্ট পায়। দুঃখগুলো স্মৃতির ফ্রেমে বারবার টোকা দেয়। অথচ এই যে ব্যথা, কষ্ট কিংবা কান্না সব কিন্তু নিজের সুখের জন্যই। নিজের প্রিয় বস্তু হারানোর জন্যই। নিজের সুখ কিংবা আনন্দের ঘাটতির জন্যই।
অথচ যে আজ কবরে শায়িত তার অবস্থা কী, এটা ভাবার সময়ই হয় না। সে আযাবে গ্রেফতার হয়ে গেল কি না, এ নিয়ে কজনই বা পেরেশান, কজনই বা ব্যথাতুর!
এটাই স্বার্থপর দুনিয়া। ভালোবাসা, কান্না, ব্যথা সবকিছুতেই স্বার্থপরতা।
#ilmweb
অথচ যে আজ কবরে শায়িত তার অবস্থা কী, এটা ভাবার সময়ই হয় না। সে আযাবে গ্রেফতার হয়ে গেল কি না, এ নিয়ে কজনই বা পেরেশান, কজনই বা ব্যথাতুর!
এটাই স্বার্থপর দুনিয়া। ভালোবাসা, কান্না, ব্যথা সবকিছুতেই স্বার্থপরতা।
#ilmweb
😢13👍7❤4
তাওহিদের আকিদাহ-বিশ্বাসের সুস্পষ্টতা ও ব্যাখ্যা-বিশ্লেষণ, কুরআনের আলোকে এর সত্যতা প্রমাণ এবং তাওহিদুল উলুহিয়াহ ও তাওহিদুর রুবুবিয়াহর মাঝে পার্থক্যের পরিধি যতদূর, তাতে শাহ সাহেব (ওয়ালিউল্লাহ দেহলবি) এবং শাইখ মুহাম্মাদ ইবনু আবদিল ওয়াহহাবের চিন্তাধারা ও জ্ঞান-গবেষণায় বিরাট সাদৃশ্য পরিলক্ষিত হয়। এটি কুরআনের গভীর ও যথার্থ মুতালাআ (অধ্যয়ন), চেষ্টা-সাধনা এবং কুরআন-সুন্নাহ সম্পর্কে অগাধ ব্যুৎপত্তির ফসল, যা তৎকালীন সময়ে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়াহ এবং নিজ নিজ যুগে অন্যান্য গবেষক ও সংস্কারকদেরকে তদ্রুপ সাফল্য পৌঁছিয়েছে। তাঁদেরকে প্রকাশ্য ও দুগণ্ড দাওয়াতে তাওহিদের প্রচার-প্রসারে উদ্বুদ্ধ করেছে।
____
শাইখ সাইয়িদ আবুল হাসান আলি নাদবি
[ সূত্র : সংগ্রামী সাধকদের ইতিহাস, খণ্ড : ৫, পৃষ্ঠা : ২৭৩ ]
#ilmweb
____
শাইখ সাইয়িদ আবুল হাসান আলি নাদবি
[ সূত্র : সংগ্রামী সাধকদের ইতিহাস, খণ্ড : ৫, পৃষ্ঠা : ২৭৩ ]
#ilmweb
❤7👍1
'উয়াইস আল-কারনি বলেন—আমি বিশ্বাস করি না, যে ব্যক্তি নিজ রবের ইবাদতে প্রশান্তি ও একনিষ্ঠতা খুঁজে পায়, সে আর কখনো অন্য কিছুতে তা খুঁজে পাবে।'
___
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি
#ilmweb
#ilmweb_Publishing
___
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি
#ilmweb
#ilmweb_Publishing
👍10😢1