ilmweb
2.98K subscribers
448 photos
36 videos
195 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘তবে আমি বিশ্বাস করি, তিনিই আল্লাহ, আমার রব। এবং আমি আমার রবের সাথে কাউকে শরীক করি না।’

[ সুরা আল-কাহফ, ১৮ : ৩৮ ]

#ilmweb
‘তারা কি (চিন্তা করে) দেখেনি, কীভাবে আল্লাহ সৃষ্টি শুরু করেন, তারপর তার পুনরাবৃত্তি করেন? এটা তো আল্লাহর জন্য সহজ।’

[ সুরা আল-আনকাবুত, ২৯ : ১৯ ]

#ilmweb
‘সে আল্লাহকে ছাড়া এমন কিছুকে ডাকে যা তার কোন ক্ষতি করতে পারে না এবং যা তার কোন উপকারও করতে পারে না। এটাই হল সুদূর (চরম) বিভ্রান্তি।’

[ সুরা আল-হাজ্জ, ২২ : ১২ ]

#ilmweb
❝তোমার সবসময়কার দাওয়াহ, চেষ্টা ও সাহায্য যেন তাওহিদের প্রতি হয়, যদিও তুমি একা হও। আর অন্য সব রাস্তা বিপরীতদের জন্য ছেড়ে দাও। অধিকাংশদের দেখে ধোঁকায় পড়ো না।❞
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
[ ইমতাউন নাযর ]

#ilmweb
‘নুহ বলেছিল, হে রব! আমাকে সাহায্য করো, কারণ এরা আমাকে অবিশ্বাস করেছে।’

[ সুরা আল-মুমিনুন,  ২৩ : ২৬ ]

#ilmweb
‘হে ইমানদার! তোমরা পরিচিত না হয়ে এবং গৃহবাসীদেরকে সালাম না দিয়ে নিজেদের ঘর ব্যতীত অন্য ঘরে প্রবেশ করো না। এটাই তোমাদের জন্য উত্তম, যাতে তোমরা স্মরণ রাখ।’

[ সুরা আন-নূর, ২৪ : ২৭ ]

#ilmweb
‘হে আমার সম্প্রদায়! এ কেমন ব্যাপার, আমি তোমাদেরকে ডাকি নাজাতের দিকে, অথচ তোমরা আমাকে ডাকছ জাহান্নামের দিকে!’

[ সুরা গাফির, ৪০ : ৪১ ]

#ilmweb
❝জ্ঞাত বিষয় হলো, একমাত্র সত্যানুসন্ধানী লোকই সত্য গ্রহণ করে থাকে।❞
____
ইমাম মুহাম্মাদ ইবনু আবদিল ওয়াহহাব
[ মাজমুআতুত তাওহিদ আর-রিসালাতুল উলা : ৬৫ ]

#ilmweb
‘আমার যে বান্দারা ইমান এনেছে তাদেরকে বল, তারা যেন সালাত কায়েম করে এবং যে জীবিকা আমি তাদেরকে দিয়েছি, তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, সে দিন আসার আগে— যে দিন না চলবে কোনো ক্রয়-বিক্রয় কিংবা না থাকবে বন্ধুত্ব।’

[ সুরা ইবরাহিম, ১৪ : ৩১ ]

#ilmweb
‘তার এমন কোন বাহিনী ছিল না যারা তাকে আল্লাহর বিপক্ষে সাহায্য করতে পারে এবং সে নিজেও (আত্নরক্ষার মত) শক্তিশালী ছিল না।’

[ সুরা আল-কাহফ, ১৮ : ৪৩ ]

#ilmweb
❝শারহু কিতাবিত তাওহিদ মিন সাহিহিল বুখারি❞ সহিহ বুখারির কিতাবুত তাওহিদ অংশের ব্যাখ্যা।

এই ব্যাখ্যা শুরু করেছেন শাইখ আহমাদ মুসা জিবরিল। এর প্রথম লেকচারের অনুবাদ ইতিমধ্যে সুসম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা শাইখের পুরো লেকচার সবশেষে বই আকারে হাজির করার পরিকল্পনা নিয়েছি। আশা করি বাংলা ভাষায় আকিদাহশাস্ত্রে এক ঋদ্ধ সংযোজন হতে যাচ্ছে৷ আল্লাহ সহায়।

#ilmweb
‘যদি আসমান ও যমিনে আল্লাহ ছাড়া বহু ইলাহ থাকত তবে উভয়ই ধ্বংস হয়ে যেত। অতএব, তারা (তাঁর নামে) যা বলে, আরশের মালিক আল্লাহ তা থেকে পবিত্র।’

[ সুরা আল-আম্বিয়া,  ২১ : ২২ ]

#ilmweb
‘তাদেরকে ছেড়ে দাও, আহারে ও ভোগে তারা মত্ত থাকুক এবং আশা তাদেরকে গাফেল করে রাখুক, আর অচিরেই তারা জানতে পারবে।’

[ সুরা আল-হিজর, ১৫ : ৩ ]

#ilmweb
দ্বীন থেকে বিচ্ছিন্ন যেকোনো ধরনের প্রবণতাই সেক্যুলার প্রবণতা। আমাদের কাজ-কর্ম, কথাবার্তা, উপার্জন, বিনোদন যেকোনো ক্ষেত্রে দ্বীনবিচ্ছিন্ন থাকার প্রবণতাই সেক্যুলার প্রবণতার উদাহরণ। আল্লাহ আমাদেরকে সেক্যুলার প্রবণতা থেকে রক্ষা করুন। তাওহিদের ওপর অটল রাখুন।

❝বলুন—আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ সবই রব্বুল আলামিনের জন্য; তাঁর কোনো শরিক নেই, এ বিষয়েই আমি আদিষ্ট হয়েছি আর আমিই প্রথম মুসলিম।❞ [ সুরা আনআম, ৬ : ১৬২-১৬৩ ]

#ilmweb
‘তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তাহলে তা গণনা করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।’

[ সুরা আন-নাহল,  ১৬ : ১৮ ]

#ilmweb
‘যারা ইমানদার ও সৎকর্মপরায়ণ তাদের কৃতকর্মের আতিথেয়তাস্বরুপ তাদেরকে জান্নাতে বাসস্থান দেওয়া হবে।’

[ সুরা আস-সাজদাহ,  ৩২ : ১৯ ]

#ilmweb
‘হায় আমার দুর্ভাগ্য! আমি যদি অমুককে বন্ধুরুপে গ্রহণ না করতাম!’

[ সুরা আল-ফুরকান, ২৫ : ২৮ ]

#ilmweb
‘অতএব, তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করো সন্ধ্যায় (মাগরিব ও এশা) ও সকালে (ফজর)।’

[ সুরা আর-রুম, ৩০ : ১৭ ]

#ilmweb
‘আমাদের জাতির এই লোকেরা তাঁর পরিবর্তে বহু ইলাহ গ্রহণ করেছে, তারা তাদের ইলাহদের ব্যাপারে সুস্পষ্ট দলীল প্রমাণ পেশ করে না কেন? তার থেকে বড় যালিম আর কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে?’

[ সুরা আল-কাহফ, ১৮ : ১৫ ]

#ilmweb
‘আমি আমার দ্বীনকে কেবল আল্লাহর জন্য নিবেদিত করে তাঁর ইবাদত করি।’

[ সুরা আয-যুমার, ৩৯ : ১৪ ]

#ilmweb