❝শারহু কিতাবিত তাওহিদ মিন সাহিহিল বুখারি❞ সহিহ বুখারির কিতাবুত তাওহিদ অংশের ব্যাখ্যা।
এই ব্যাখ্যা শুরু করেছেন শাইখ আহমাদ মুসা জিবরিল। এর প্রথম লেকচারের অনুবাদ ইতিমধ্যে সুসম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা শাইখের পুরো লেকচার সবশেষে বই আকারে হাজির করার পরিকল্পনা নিয়েছি। আশা করি বাংলা ভাষায় আকিদাহশাস্ত্রে এক ঋদ্ধ সংযোজন হতে যাচ্ছে৷ আল্লাহ সহায়।
#ilmweb
এই ব্যাখ্যা শুরু করেছেন শাইখ আহমাদ মুসা জিবরিল। এর প্রথম লেকচারের অনুবাদ ইতিমধ্যে সুসম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা শাইখের পুরো লেকচার সবশেষে বই আকারে হাজির করার পরিকল্পনা নিয়েছি। আশা করি বাংলা ভাষায় আকিদাহশাস্ত্রে এক ঋদ্ধ সংযোজন হতে যাচ্ছে৷ আল্লাহ সহায়।
#ilmweb
দ্বীন থেকে বিচ্ছিন্ন যেকোনো ধরনের প্রবণতাই সেক্যুলার প্রবণতা। আমাদের কাজ-কর্ম, কথাবার্তা, উপার্জন, বিনোদন যেকোনো ক্ষেত্রে দ্বীনবিচ্ছিন্ন থাকার প্রবণতাই সেক্যুলার প্রবণতার উদাহরণ। আল্লাহ আমাদেরকে সেক্যুলার প্রবণতা থেকে রক্ষা করুন। তাওহিদের ওপর অটল রাখুন।
❝বলুন—আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ সবই রব্বুল আলামিনের জন্য; তাঁর কোনো শরিক নেই, এ বিষয়েই আমি আদিষ্ট হয়েছি আর আমিই প্রথম মুসলিম।❞ [ সুরা আনআম, ৬ : ১৬২-১৬৩ ]
#ilmweb
❝বলুন—আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ সবই রব্বুল আলামিনের জন্য; তাঁর কোনো শরিক নেই, এ বিষয়েই আমি আদিষ্ট হয়েছি আর আমিই প্রথম মুসলিম।❞ [ সুরা আনআম, ৬ : ১৬২-১৬৩ ]
#ilmweb