আহলুস সুন্নাহর আকিদাহ সার্বিকভাবে এক ও অভিন্ন। আকিদাহর সূত্রপাত হয় এক আল্লাহর ওপর ইমান দিয়ে। আল্লাহর মারিফাত হাসিল সকল জ্ঞানের মূল। আল্লাহ তাঁর পরিচয় ওহির মাধ্যমে বিবৃত করেছেন সুস্পষ্টভাবে। এখানে যুক্তি, চিন্তা, রায় বা কিয়াসের কোনো সুযোগ নেই। এক ও একক আকিদাহয় ভিন্ন চিন্তার সুযোগ নেই। আল্লাহ তাঁর নাম ও গুণাবলিতে একক ও অনন্য।
#ilmweb
#ilmweb
তাওহিদুল আসমা ওয়াস সিফাত
—শাইখ ড. আবদুল্লাহ আযযাম
.
.
সিফাতের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মাযহাবই আমাদের মাযহাব । এ ব্যাপারে আমরা সালাফদের আকিদাহই গ্রহণ করেছি। যার সারমর্ম হলো, কোনো প্রকার তাওয়িল (দূরবর্তী ব্যাখ্যা), তাতিল (নিষ্ক্রিয়করণ), তাহরিফ (বিকৃতি), তাকয়িফ (ধরন-নির্ধারণ) তামসিল (সাদৃশ্যকরণ) ছাড়াই আল্লাহর সুমহান গুণসহ তাঁর নাম একমাত্র তাঁর জন্যই সাব্যস্ত করা। আমাদের বিশ্বাস, সালাফরা গুণগুলো সাব্যস্ত করতেন, তাফউইদ (সিফাতের অর্থ না-জানার দাবি, অর্থাৎ সিফাতের অর্থ আল্লাহর কাছে ন্যস্তকরণ) করতেন না। আমরা বিশ্বাস করি, তাঁরা আল্লাহর নাম ও গুণাবলিকে মুতাশাবিহ (অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক) মনে করতেন না; বরং তাঁরা ওগুলোর অর্থ জানতেন, কিন্তু ধরন নিয়ে প্রশ্ন করতেন না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/আসমা-ওয়াস-সিফাত
—শাইখ ড. আবদুল্লাহ আযযাম
.
.
সিফাতের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মাযহাবই আমাদের মাযহাব । এ ব্যাপারে আমরা সালাফদের আকিদাহই গ্রহণ করেছি। যার সারমর্ম হলো, কোনো প্রকার তাওয়িল (দূরবর্তী ব্যাখ্যা), তাতিল (নিষ্ক্রিয়করণ), তাহরিফ (বিকৃতি), তাকয়িফ (ধরন-নির্ধারণ) তামসিল (সাদৃশ্যকরণ) ছাড়াই আল্লাহর সুমহান গুণসহ তাঁর নাম একমাত্র তাঁর জন্যই সাব্যস্ত করা। আমাদের বিশ্বাস, সালাফরা গুণগুলো সাব্যস্ত করতেন, তাফউইদ (সিফাতের অর্থ না-জানার দাবি, অর্থাৎ সিফাতের অর্থ আল্লাহর কাছে ন্যস্তকরণ) করতেন না। আমরা বিশ্বাস করি, তাঁরা আল্লাহর নাম ও গুণাবলিকে মুতাশাবিহ (অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক) মনে করতেন না; বরং তাঁরা ওগুলোর অর্থ জানতেন, কিন্তু ধরন নিয়ে প্রশ্ন করতেন না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/আসমা-ওয়াস-সিফাত
কোনো ব্যক্তি হক বা সত্যের ওপর থেকে কবরে গেলেও তার ভুলগুলো হক বা সঠিক হয়ে যাবে না। আবার কেউ গোমরাহিতে পূর্ণ হলেও তার হক বা সঠিক বিষয়টি গোমরাহে পরিণত হবে না। হক ও নুসুসের অনুসরারীদের সংখ্যা অল্প হলেও চিন্তার কিছু নেই। হক (সত্য) ও নুসুস (কুরআন-সুন্নাহ) নিজেই সমুজ্জ্বল। কারা সেই উজ্জ্বলতায় উজ্জ্বল হয়ে উঠতে চায়, সেটিই বরং প্রশ্ন।
#ilmweb
#ilmweb
উম্মাহর পতনযুগ চলছে। উম্মাহ সর্বত্র নির্যাতিত–নিষ্পেষিত। ইসলাম নামে যে এক দ্বীন এই পৃথিবীপৃষ্ঠে রয়েছে, তা যেন গোটা বিশ্বেই বিস্মৃতপ্রায়। উম্মাহর জন্য তাওহিদের পতাকা শক্তহাতে ধরে এগিয়ে এলেন এক আরব ধনকুবের। বেছে নিলেন পাহাড়ের জীর্ণশীর্ণ যুহদপূর্ণ জীবন। কুফর পরাশক্তির মসনদে এমন এক কাঁপন ধরালেন, উম্মাহ যেন সংবিৎ ফিরে পেল। আলোচনায় আবার আল্লাহর দ্বীন সমগ্র পৃথিবীব্যাপী। উম্মাহ পুনরায় আকিদাহর সবক নিল—এই দ্বীন বিজয়ের দ্বীন, এই দ্বীন শাসন করার দ্বীন। এই ক্ষণজন্মা প্রবাদপুরুষ যেন ছিলেন একাই উম্মাহ।
রাহিমাহুল্লাহ, রাহমাতান ওয়াসিয়াহ।
____
[আকিদাহর পরিশুদ্ধি বইয়ের স্মরণিকা পেইজ থেকে]
রাহিমাহুল্লাহ, রাহমাতান ওয়াসিয়াহ।
____
[আকিদাহর পরিশুদ্ধি বইয়ের স্মরণিকা পেইজ থেকে]
আত্ননিয়ন্ত্রণ যতই শক্তিশালী হবে হারামের প্রতি আসক্তি,কামনা -বাসনা ও নিকষকালো ফিতনার বিরুদ্ধে একজন মুসলিম তত বেশি অটল - অবিচল হবে। অনেকে ইবাদাতের ক্ষেত্রে ধৈর্যধারণ করে।কিন্তু পাপ কাজের মুকাবেলায় তার সে ধৈর্যধারণ থাকে না।আবার এমন অনেক মানুষ আছে,যাদের প্রথমটিতে সবর নেই, দ্বিতীয়টিতে ও নেই। এ ক্ষেত্রে সর্বোত্তম মানুষ হলো সে,যে উভয় প্রকারেই ধৈর্্যধারণ করে চলে। উদাহরণত বলা যায়,অনেক মানুষ কি শীত, কি গরম —উভয় সময়েই কষ্ট হলেও কিয়ামুল লাইল আদায় করে,উভয় সময়েই কষ্ট করে সাওম পালন করে। কিন্তু কোন হারাম থেকে দৃষ্টি সংযত করে না।আবার অনেক মানুষকে দেখা যায়,দৃষ্টি সংযত রাখার ক্ষেত্রে ধৈর্যধারণ করে।কিন্তু সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এবং মুনাফিক ও কাফিরদের বিরুদ্ধে জিহাদ করার ক্ষেত্রে কষ্ট স্বীকার ও ধৈর্যধারণ করে না।
_
ইমাম ইবনুল কাইয়িম
[বই : আত্মনিয়ন্ত্রণ, পৃষ্ঠা নং : ১০]
#ilmweb
_
ইমাম ইবনুল কাইয়িম
[বই : আত্মনিয়ন্ত্রণ, পৃষ্ঠা নং : ১০]
#ilmweb
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
তিনটি মূল্যবান উপদেশ || ilmweb Publishing
—শাইখ ড. উসমান আল-খামিস
—শাইখ ড. উসমান আল-খামিস
শাইখ আহমাদ মুসা জিবরিল : এক নিরাপস চরিত্র
[পরিবর্ধন-পরিমার্জন ও সম্পাদনা : তাইব হোসেন]
.
.
মদিনা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করার পরও তিনি তাঁর উসতাযদের সাথে সংস্পর্শ রেখে চলতেন। দাওয়াহর ময়দানে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ ও কর্মমুখর। বহু বছর ধরে তিনি অনলাইনে সর্বোচ্চ ভিজিট হওয়া ইসলামি সাইট পরিচালনা করে আসছিলেন। সেখানে বিশ্বের বিখ্যাত হক উলামা কিরামের বইগুলো থাকত। এই সাইটের মাধ্যমে ইলম অর্জন আরও সহজ হয়। বহুদিন যাবৎ প্রশ্চিমে এই ইলম ছিল অপ্রতুল। এরপর ২০০২ সালে এই সাইট বন্ধ করে দেয়া হয়। নিরাপস দাওয়াহর পথে যুক্তরাষ্ট্রে তাঁকে কারাগারবরণও করতে হয়েছে। তাওহিদ, আকিদাহ, আত্মশুদ্ধি, ফিকহসহ বিভিন্ন বিষয়ে শাইখের বহু লেকচার ও লেকচার সিরিজসহ আর্টিকেল অনলাইনে ছড়িয়ে-ছিটিয়ে আছে।
.
.
সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/শাইখ-আহমাদ-মুসা-জিবরিল/
[পরিবর্ধন-পরিমার্জন ও সম্পাদনা : তাইব হোসেন]
.
.
মদিনা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করার পরও তিনি তাঁর উসতাযদের সাথে সংস্পর্শ রেখে চলতেন। দাওয়াহর ময়দানে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ ও কর্মমুখর। বহু বছর ধরে তিনি অনলাইনে সর্বোচ্চ ভিজিট হওয়া ইসলামি সাইট পরিচালনা করে আসছিলেন। সেখানে বিশ্বের বিখ্যাত হক উলামা কিরামের বইগুলো থাকত। এই সাইটের মাধ্যমে ইলম অর্জন আরও সহজ হয়। বহুদিন যাবৎ প্রশ্চিমে এই ইলম ছিল অপ্রতুল। এরপর ২০০২ সালে এই সাইট বন্ধ করে দেয়া হয়। নিরাপস দাওয়াহর পথে যুক্তরাষ্ট্রে তাঁকে কারাগারবরণও করতে হয়েছে। তাওহিদ, আকিদাহ, আত্মশুদ্ধি, ফিকহসহ বিভিন্ন বিষয়ে শাইখের বহু লেকচার ও লেকচার সিরিজসহ আর্টিকেল অনলাইনে ছড়িয়ে-ছিটিয়ে আছে।
.
.
সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/শাইখ-আহমাদ-মুসা-জিবরিল/
বিরোধীদের ব্যাপারে আল্লাহর সীমা লঙ্ঘন করবেন না, যদিও তারা আপনার ব্যাপারে আল্লাহর সীমা লঙ্ঘন করুক না কেন। বরং আপনি যা বলবেন, তা নিয়ন্ত্রণে রাখুন। ইনসাফের দাঁড়িপাল্লায় ওজন করুন, যে ইনসাফের মাধ্যমে আসমান-জমিন দাঁড়িয়ে আছে।
___
শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ)
[ সূত্র : ইমতাউন নাযর ফি কাশফিশ শুবুহাতি মুরজিয়াতিল আসর ]
#ilmweb
___
শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ)
[ সূত্র : ইমতাউন নাযর ফি কাশফিশ শুবুহাতি মুরজিয়াতিল আসর ]
#ilmweb
'ইসলামি আকিদাহর ক্ষেত্রে তিনটি বিষয়কে নীতি হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রথমটি আল্লাহর নাযিলকৃত পবিত্র কালামের মুহকাম আয়াত। দ্বিতীয়টি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তৃতীয়টি হলো, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের ইজমা (ঐকমত্য)। যেসব বিষয় এই তিন নীতির বিরোধী বলে মনে হবে, সেগুলো প্রত্যাখ্যাত ও অভিশপ্ত মনে করে অবশ্যই পরিত্যাগ করে চলতে হবে।'
__
ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলবি
[আল-বালাগুল মুবিন, পৃষ্ঠা : ২০-২১]
#ilmweb
__
ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলবি
[আল-বালাগুল মুবিন, পৃষ্ঠা : ২০-২১]
#ilmweb