ilmweb
2.99K subscribers
455 photos
36 videos
195 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘হে মানুষ! নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য; অতএব, পার্থিব জীবন যেন তোমাকে ধোঁকায় না ফেলে। তেমনি বড় ধোঁকাবাজ (শয়তান) যেন তোমাকে আল্লাহ সম্পর্কে ধোঁকা দিতে না পারে।’

[ সুরা ফাতির, ৩৫ : ৫ ]

#ilmweb
'যে কবরের ইলম চায় তার উচিত হাদিসের অনুসরণ করা। আর যে রুটির জ্ঞান চায় তার জন্য রয়েছে রায় (ব্যক্তিমত)।'
____
ইমাম আহমাদ ইবনু শাবাওয়াইহ
[ ইমাম যাহাবি, সিয়ারু আলামিন নুবালা : ৯/৮১, তাহযিবুল কামাল : ১/৪৩৫, সিয়ার : ১১/৮৭, তাযকিরাতুল হুফফায : ১/৪৬৪ ]

#ilmweb
‘তোমার রবের যে কিতাব (কুরআন) তোমার কাছে ওহির মাধ্যমে পাঠানো হয়েছে তা পাঠ কর। তাঁর বাণীসমূহের কেউ পরিবর্তন করতে পারে না এবং তাঁকে ছাড়া তুমি কোনো আশ্রয়স্থল পাবে না।’

[ সুরা আল-কাহফ,  ১৮ : ২৭ ]

#ilmweb
'আমি এ ব্যাপারটা ভেবে দেখলাম যে, হাদিস আর রায়ের (ব্যক্তিমত) মাঝে কী আছে? আমি হাদিসের মাঝে পেলাম রবের কথা, তাঁর রুবুবিয়াহ, মর্যাদা ও বড়ত্বের কথা, আরশ, জান্নাত ও জাহান্নামের বৈশিষ্ট্যের কথা। আরও পেলাম বিভিন্ন নবি ও রাসুলের কথা, হালাল-হারাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষার প্রেরণা। বিভিন্ন কল্যাণের উৎস সেখানে পেলাম। এরপর আমি রায়ের দিকে নজর দিলাম। সেখানে পেলাম ধোঁকা, বিশ্বাসঘাতকতা, কৌশল, আত্মীয়তার সম্পর্কচ্ছেদন। একে পেলাম বিভিন্ন অকল্যাণের উৎস হিসেবে।'
___
ইমাম ইউনুস ইবনু সুলাইমান আস-সাকতি
[ ইমাম ইবনু রজব, জামিয়ুল উলুমি ওয়াল হিকাম ]

#ilmweb
‘আমি তোমার কাছে সত্যসহ (এই) কিতাব নাযিল করেছি। অতএব, দ্বীনকে কেবল আল্লাহর জন্য নিবেদিত করে তুমি তাঁর ইবাদত কর।’

[ সুরা আয-যুমার, ৩৯ : ২ ]

#ilmweb
সেক্যুলার বুদ্ধিজীবী সমাজ এবং আমাদের ব্যর্থতা
—এস এম সাওয়াবুল্লাহ্ হক
.
.
সেক্যুলাররা কোনো দাঙ্গাকেই হিন্দু-মুসলিম বা ধর্মীয় দাঙ্গা হিসেবে প্রথমে মানতে চায় না। এটা শুধু আজকের জন্য নয়, সবসময়ের জন্যই সত্য। মিয়ানমারে রোহিঙ্গাদের বের করে দেয়া হলো। সেখানে সেক্যুলাররা ছড়িয়ে দিলো যে, সেখানে অনেক দামি মূল্যবান খনিজ থাকার জন্য রোহিঙ্গাদের বের করে দেয়া হয়েছে। জিংজিয়াং-এ মুসলিমদের স্বাধীনতা কেড়ে নেয়া হলো। সেখানেও একই তত্ত্ব এসে হাজির। এদের বুদ্ধির সংকীর্ণতা এখানেই যে, তারা দুটো জিনিসকে একসাথে দেখাতে পারে না। কারণ, তারা ধর্মকে এতটাই তাচ্ছিল্য করে যে, এটা মানতে নারাজ ধর্মের জন্যও এ রকম দাঙ্গাহাঙ্গামা হতে পারে!
.
সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/সেক্যুলার-বুদ্ধিজীবী
‘আমি তো কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব, উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?’

[ সুরা আল-কামার, ৫৪ : ১৭ ]

#ilmweb
আমি যখন নিজের মাঝে কোনো ব্যাপারে দুর্বলতা অনুভব করি এবং সংশোধনযোগ্য মনে করি, তখন সে ব্যাপারে ওয়ায করি। এতে আমার অনেক উপকার হয়। কারণ, বয়ান করার সময় উৎসাহ-উদ্দীপনা থাকে, ফলে অন্তরে এর খুবই আসর (প্রভাব) হয়। এ ছাড়া লজ্জাও লাগে যে, যে ব্যাপারে অন্যদের নাসিহাত করছি, সে ব্যাপারে নিজেরও তো আমল করা উচিত।

———
আশরাফ আলি থানবি
[ আশরাফুস সাওয়ানেহ, খণ্ড : ১, পৃষ্ঠা : ৬ ]

#ilmweb
‘নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন। যিনি আসমান ও যমিন এবং তার মধ্যবর্তী সবকিছুর রব; যদি তোমরা দৃঢ় বিশ্বাসী হও।’

[ সুরা আদ-দুখান, ৪৪ : ৭ ]

#ilmweb
‘হে ইমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর। প্রত্যেক ব্যক্তিরই (ভেবে) দেখা উচিত, আগামী কালের জন্য সে কি পাঠালো। আর আল্লাহকে ভয় কর। তোমরা যা কিছু করো, আল্লাহ তার খবর রাখেন।’

[ সুরা আল-হাশর, ৫৯ : ১৮ ]

#ilmweb
‘তিনি আসমান থেকে যমিন পর্যন্ত যাবতীয় বিষয় পরিচালনা করেন। অতঃপর এক (বিশাল) দিনে সবকিছু তাঁর কাছে উঠে যাবে যার পরিমাণ হবে তোমাদের গণনার হাজার বছরের সমান।’

[ সুরা আস-সিজদাহ, ৩২ : ৫ ]

#ilmweb
উম্মাহর প্রতিটি নির্যাতিত জনপদ মুসলিম-বিশ্বের নেতৃবৃন্দের দিকে তাকিয়ে কেবল ব্যর্থতার দীর্ঘসূত্রিতা বৃদ্ধি করে। অন্যের সাহায্যদের দিকে না-চেয়ে নিজের অবস্থা পরিবর্তনে অমনোযোগী এই আত্মপ্রবঞ্চিত জাতি বারবার ভুলের পুনরাবৃত্তি করেছে। প্রতিটি নির্যাতিত মুসলিমভূমির ক্ষেত্রে এ কথাটি কমবেশি প্রযোজ্য।

উইঘুর উম্মাহর জন্য এক অবর্ণনীয় ব্যথার নাম। ফিলিস্তিনের চেয়ে কোনো অংশে কম নয়, বরং বেশিই। চীন কর্তৃক অবর্ণনীয় নির্যাতন, দমনপীড়নের মাত্রা অন্যান্য নির্যাতনকেও হার মানাতে বাধ্য। উম্মাহর জন্য উইঘুর যে এক prestigious ইস্যু, তা নিঃসন্দেহে। উম্মাহর আত্মমর্যাদার বিষয়, গাইরাতের বিষয়। অবশ্যই ইসলামের দাবিদার প্রতিটি জনপদের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিবর্গের দায় এড়ানো কঠিন। রয়েছে উম্মাহর সার্বিক সচেতনতার ঘাটতি।

আত্মমর্যাদাবোধ ও উম্মাহর গাইরাতের জায়গা থেকে হলেও চীনের যালিমগোষ্ঠীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি ও সম্পর্কের নানা মাত্রা নিয়ে ইমানের পুনর্পাঠ জরুরি। মুসলিম জনপদের শাসক থেকে সাধারণ সবারই এ ব্যাপারে ভাবা উচিত, কথা বলা উচিত। দল-মত, দলান্ধতা, দলীয় স্বার্থ, মাসলাকীয় স্বার্থ ইত্যাদির বলয়ের বাইরে থেকে চিন্তা করা কর্তব্য। দোষারোপের বৃত্তে ইনসাফভিত্তিক পর্যালোচনা জরুরি।

#ilmweb
‘অবশেষে যখন রাসুলরা নিরাশ হতো এবং মনে করত যে তাদের মিথ্যাপ্রতিপন্ন করা হয়েছে, তখন তাদের কাছে আমার সাহায্য আসত।’

[ সুরা ইউসুফ, ১২ : ১১০ ]

#ilmweb
‘হে আমাদের রব, আমাদেরকে আপনার পক্ষ হতে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের সঠিক কাজগুলো সহজ করে দিন।’

[ সুরা আল-কাহফ, ১৮ : ১০ ]

#ilmweb
ইলমি জগতে আমি তিন ব্যক্তির ব্যাপারে বিস্মিত। প্রাথমিক যুগে ইমাম শাফিয়ি, মধ্যযুগে ইমাম ইবনু তাইমিয়াহ, আর বর্তমান যুগে ইমাম ইবনু উসাইমিন।
___
উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ)

#ilmweb
‘যারা ইমান এনেছে তাদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত বাণী (তাওহিদের কালিমা) দ্বারা দুনিয়ার জীবনে ও আখিরাতে প্রতিষ্ঠিত রাখবেন আর জালিমদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন। তিনি যা ইচ্ছে করেন তাই করেন।’

[ সুরা ইবরাহিম, ১৪ : ২৭ ]

#ilmweb
'যখনই সুযোগ পাবে সুন্নাহর প্রসার ঘটাবে। কিয়ামত পর্যন্ত তুমি ওই সুন্নাহ ও এর আমলকারীর সমান সাওয়াব পাবে।'
__
ইমাম ইবনু উসাইমিন
[ শারহু রিয়াদিস সালিহিন : ৪/২১৫ ]

#ilmweb
‘যারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবকরূপে গ্রহণ করেছে তাদের উদাহরণ হল মাকড়সার মত। সে ঘর বানায়, আর সব ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো অধিক দুর্বল; যদি তারা জানত।’

[ সুরা আল-আনকাবুত, ২৯ : ৪১ ]

#ilmweb
প্রচলিত ভুল : অনির্দিষ্ট ও নির্দিষ্ট তাকফিরের মাঝে পার্থক্য না-করা
—শাইখ আসিম আল–বারকাওয়ি (হাফিযাহুল্লাহ)
.
.
একইভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর পথ থেকে বিচ্যুত বিভিন্ন দলের ব্যাপারে উলামা কিরামের সাধারণ কথাবার্তাগুলোর ব্যাপারটাও তা-ই। যেমন, তাঁরা বলেন, ‘জাহমিয়ারা কাফির’ বা ‘কাদরিয়ারা কাফির’ প্রভৃতি কথাবার্তা। এ ক্ষেত্রে তারা (উগ্র তাকফিরি) এসব সাধারণ কথাবার্তা ও নির্দিষ্ট ব্যক্তির ওপর সেটা প্রয়োগের মাঝে পার্থক্য করে না। ফলে যাদের কাছ থেকেই এসব কথাবার্তা শুনতে পায় বা যাদের বইয়েই এগুলো পড়ে, উল্টো তাদেরকেই তাকফির করা শুরু করে।
.
.
সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/প্রচলিত-ভুল
‘আমি কেন সেই মহান সত্তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন? আর তোমাদেরকেও তো তাঁর কাছেই ফিরে যেতে হবে।’

[ সুরা ইয়াসিন, ৩৬ : ২২ ]

#ilmweb