ilmweb
3.08K subscribers
501 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘হে ইমানদারগণ! তোমরা যদি আল্লাহকে ভয় কর তাহলে তিনি তোমাদের জন্য ন্যায়-অন্যায়ের পার্থক্যকারী একটি মাপকাঠি দেবেন, তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহ তো মহা অনুগ্রহশীল।’

[ সুরা আল-আনফাল, ৮ : ২৯ ]

#ilmweb
13
| ইমাম মুহাম্মাদ ইবনু আবদিল ওয়াহহাব |
...
'তাওহিদের আকিদাহ-বিশ্বাসের সুস্পষ্টতা ও ব্যাখ্যা-বিশ্লেষণ, কুরআনের আলোকে এর সত্যতা প্রমাণ এবং তাওহিদুল উলুহিয়াহ ও তাওহিদুর রুবুবিয়াহর মাঝে পার্থক্যের পরিধি যতদূর, তাতে শাহ সাহেব (ওয়ালিউল্লাহ দেহলবি) এবং শাইখ মুহাম্মাদ ইবনু আবদিল ওয়াহহাবের চিন্তাধারা ও জ্ঞান-গবেষণায় বিরাট সাদৃশ্য পরিলক্ষিত হয়। এটি কুরআনের গভীর ও যথার্থ মুতালাআ (অধ্যয়ন), চেষ্টা-সাধনা এবং কুরআন-সুন্নাহ সম্পর্কে অগাধ ব্যুৎপত্তির ফসল, যা তৎকালীন সময়ে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়াহ এবং নিজ নিজ যুগে অন্যান্য গবেষক ও সংস্কারকদেরকে তদ্রুপ সাফল্য পৌঁছিয়েছে। তাঁদেরকে প্রকাশ্য ও দুগণ্ড দাওয়াতে তাওহিদের প্রচার-প্রসারে উদ্‌বুদ্ধ করেছে।'
_
শাইখ সাইয়িদ আবুল হাসান আলি নাদবি
[ সূত্র : সংগ্রামী সাধকদের ইতিহাস, খণ্ড : ৫, পৃষ্ঠা : ২৭৩ ]

#ilmweb
8
‘আল্লাহর সাথে অন্য কোন উপাস্য সাব্যস্ত করো না। তাহলে তুমি নিন্দিত ও লাঞ্ছিত হয়ে পড়বে।’

[ সুরা আল-ইসরা, ১৭ : ২২ ]

#ilmweb
4
‘প্রত্যেক মুসলিমের ওপর নিজ পরিবারভুক্ত লোক ও দাস-দাসীদের আল্লাহর হুকুম পালন করা ও তাঁর অবাধ্যতা থেকে বিরত রাখার শিক্ষা ও উপদেশ দিতে থাকা "ফরয"।’
____
ইমাম মুকাতিল
[ তাফসির ইবনু কাসির : ৯/৫৭০ ]

#ilmweb
4👍1
‘তুমি কি তোমার রবকে দেখনি, তিনি কীভাবে ছায়াকে বিস্তৃত করেন? ইচ্ছা করলে তিনি একে স্থির রাখতে পারতেন; তবে আমি সূর্যকে তার নির্দেশক (নিয়ন্ত্রক) করেছি।’

[ সুরা আল-ফুরকান, ২৫ : ৪৫ ]

#ilmweb
12
এই যে দুনিয়া | ilmweb Publishing

ইউটিউব লিংক : https://youtu.be/1FtAc0MfKWY

#ilmweb #Nasheed
5👍2
‘হে ইমানদারগণ! এমন দিন  আসার পূর্বে আমার দেওয়া জীবিকা থেকে ব্যয় করো যখন কোন ক্রয়-বিক্রয়, বন্ধুত্ব কিংবা সুপারিশ (কাজে) আসবে না। আর কাফিররাই সীমালঙ্ঘনকারী।’

[ সুরা আল-বাকারা, ২ : ২৫৪ ]

#ilmweb
😢54👍1
জীবনের নানা বাঁকে মানুষ বিভিন্ন কষ্ট ও বিপদের মুখোমুখি হয়। তাকদিরের প্রতি ইমান এসব পরিস্থিতির মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে৷ বান্দা তখন ইমানের স্বাদ অনুভব করতে থাকে। তাকদিরের প্রতি ইমান ও ইয়াকিন যত বাড়বে, সে তত আল্লাহকে অনুভবে পাবে।

#ilmweb
11
“জ্ঞান কখনো স্থবিরতাকে গ্রহণ করে না।”
___
ইমাম নাসিরুদ্দিন আলবানি (রাহিমাহুল্লাহ)

#ilmweb
👍81
‘তোমাদের জন্য তাদের (ইবরাহিম ও তার সঙ্গীদের) মধ্যে উত্তম আদর্শ রয়েছে, অবশ্য (তোমাদের মধ্যে) যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে তাদের জন্য। আর যে মুখ ফিরিয়ে নেয় তার জানা উচিত, অবশ্যই আল্লাহ অমুখাপেক্ষী, প্রশংসিত।’

[ সুরা আল-মুমতাহিনাহ, ৬০ : ৬ ]

#ilmweb
👍7
‘সত্যবাদী আত্মা এবং মানুষের উত্তম দুয়া এমন সেনাবাহিনী, যা কখনোই পরাজিত হয় না।’
__
ইমাম ইবনু তাইমিয়াহ
[ মাজমু আল-ফাতওয়া : ২৮/৬৪৪ ]

#ilmweb
10
Media is too big
VIEW IN TELEGRAM
আখিরাতের জীবনই জীবন | ilmweb Publishing

শীঘ্রই আসছে, ইনশাআল্লাহ...
1
‘পাপ ক্ষমাকারী ও তওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা এবং ক্ষমতাবান। তিনি ছাড়া কোন উপাস্য নেই। তাঁর কাছেই (সকলের) চূড়ান্ত প্রত্যাবর্তন।’

[ সুরা আল-গাফির, ৪০ : ৩ ]

#ilmweb
7👍1
তুলনামূলক জায়িযটা বেছে নেওয়া আলিমের শান নয়, বরং উত্তমটা বেছে নেওয়াই আলিমের শান।

#ilmweb
13👍1
‘শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় এবং খারাপ কাজ করতে বলে, আর আল্লাহ তোমাদেরকে তাঁর পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আল্লাহ মহাদানশীল, সুবিজ্ঞ।’

[ সুরা আল-বাকারা, ২ : ২৬৮ ]

#ilmweb
11👍1
পাপের দিকে না-তাকিয়ে আল্লাহর রহমতের দিকে তাকিয়ে ভালোয় ভালোয় ফিরে আসাই নিরাপদ।

#ilmweb
14
ইমানি আভিজাত্য | ilmweb Publishing

ইউটিউব লিংক : https://youtu.be/BpOHZD4yya0
6👍1
‘হে ইমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বল; তাহলে তিনি তোমাদের আমলসমূহ সংশোধন করে দেবেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দেবেন। আর কেউ আল্লাহ ও তাঁর রাসুলের কথা মেনে চললে অবশ্যই সে বড় সাফল্য লাভ করবে।’

[ সুরা আল-আহযাব, ৩৩ : ৭০-৭১ ]

#ilmweb
5
সস্তা মোটিভেশনাল বইপত্র ছেড়ে সাহাবা কিরামের সিরাত অধ্যয়ন খুব বেশি জরুরি। সাহাবা কিরামের জীবনীতে মোটিভেশন খুঁজে না-পাওয়া অনেক বড় মুসিবাত। কুরআনকে কুরআন-নির্দেশিত পন্থায় পরিপূর্ণ ধারণকারী ছিলেন সাহাবা কিরাম। তাঁদের ছেড়ে কুরআন, দ্বীন কিছুই বোঝা যাবে না। তাই, সাহাবা কিরামের সিরাতচর্চায় বেশি গুরুত্ব দিন।

#ilmweb
23👍2🔥2
‘মুমিনরা যখন (শত্রুপক্ষের) বাহিনীগুলোকে দেখল তখন বলল, “এ তো তাই, যার প্রতিশ্রুতি আল্লাহ ও তাঁর রাসুল আমাদেরকে দিয়েছিলেন। আল্লাহ ও তাঁর রাসুল সত্যই বলেছিলেন।” আর এতে তাদের ইমান ও আনুগত্য আরও বৃদ্ধি পেল।’

[ সুরা আল-আহযাব, ৩৩ : ২২ ]

#ilmweb
7