নির্যাতিত মুসলিমদের ব্যাপারে আমাদের অবস্থান কেমন হওয়া উচিত?
---শাইখ হামাদ আল-উসমান (হাফিযাহুল্লাহ)
ইউটিউব লিংক : https://youtu.be/f1riF5tA3wM
---শাইখ হামাদ আল-উসমান (হাফিযাহুল্লাহ)
ইউটিউব লিংক : https://youtu.be/f1riF5tA3wM
❤10👍1
ফিলিস্তিনে ইসরায়েলের হিংস্র নির্যাতন ও হামলার এই সময়ে আপনারা চীন কর্তৃক নির্যাতিত আমাদের উইঘুরের ভাই-বোনদের কথা ভুলবেন না। দুআতে তাঁদেরকেও পাশে রাখুন। তাঁরাও বছরের পর বছর ধরে অবর্ণনীয় পন্থায় নির্যাতিত ও নিষ্পেষিত হয়ে আসছে। আল্লাহ আমাদের মাযলুম মুসলিমদের উদ্ধারের ব্যবস্থা করে দিন।
#ilmweb
#ilmweb
👍12😢11❤6
‘জাহেলিয়াত বিশ্বের জন্য যে চিত্র লালন-পোষণ করে এবং যে-ই চিত্রের ওপর সে আজ দুনিয়াকে পরিচালিত করছে, তার বিপরীতে যদি কোন চিত্র থেকে থাকে তবে তা কেবল মুসলমানদের কাছেই আছে, যদিও মুসলমানরা নিজেরাই তা ভুলে গেছে। কিন্তু এ চিত্র আজও নষ্ট হয় নি এবং কখনও তা নষ্ট হবে না, হতে পারে না। মুসলিমরা তাদের ধর্মের দিক দিয়ে দুনিয়ার ন্যায়পাল তথা তত্বাবধায়ক ও খোদায়ি ফৌজদার। যেদিন সে জাগবে এবং আপন দায়িত্ব পালন করবে, সেদিন প্রাচ্য ও পাশ্চাত্য জাতিগুলোর জন্য হবে হিসাব-কিতাবের দিন। মুসলিম উম্মাহর ধ্বংসস্তূপের মধ্যে সেই অগ্নিস্ফুলিঙ্গ চাপা পড়ে আছে, যা কোনো না কোনো দিন জ্বলে উঠে জাহিলিয়াতের খড়কুটো জ্বালিয়ে ছাই করে দেবে।’
___
সাইয়িদ আবুল হাসান আল নদবি রাহিমাহুল্লাহ
[ সূত্র : মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো ]
#ilmweb
___
সাইয়িদ আবুল হাসান আল নদবি রাহিমাহুল্লাহ
[ সূত্র : মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো ]
#ilmweb
❤8👍3🔥1
কসরের দূরত্ব : একটি তাত্ত্বিক পর্যালোচনা
— উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ)
.
কতটুকু দূরত্বের সফর করলে সালাত কসর করতে হবে এ ব্যাপারে উলামা কিরামের মাঝে বেশ মতানৈক্য রয়েছে। দুটো মত প্রসিদ্ধ হওয়ায় এগুলোকে সামনে আনা যায়—একটি হলো ৪৮ মাইলের দূরত্বে বের হলেই সালাত কসর করা, আরেকটি হলো কোনো নির্দিষ্ট পরিমাণের দূরত্ব নয়; বরং উরফ বা প্রচলনের ভিত্তিতে যে পরিমাণ দূরত্বকে সফর বলে মনে করা হয়, সে পরিমাণ সফরের নিয়তে নিজ এলাকা ছেড়ে গেলেই সালাত কসর করা।
সম্পূর্ণ আর্টিকেল পড়তে ভিজিট করুন : https://ilmweb.net/কসরের-দূরত্ব/
— উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ)
.
কতটুকু দূরত্বের সফর করলে সালাত কসর করতে হবে এ ব্যাপারে উলামা কিরামের মাঝে বেশ মতানৈক্য রয়েছে। দুটো মত প্রসিদ্ধ হওয়ায় এগুলোকে সামনে আনা যায়—একটি হলো ৪৮ মাইলের দূরত্বে বের হলেই সালাত কসর করা, আরেকটি হলো কোনো নির্দিষ্ট পরিমাণের দূরত্ব নয়; বরং উরফ বা প্রচলনের ভিত্তিতে যে পরিমাণ দূরত্বকে সফর বলে মনে করা হয়, সে পরিমাণ সফরের নিয়তে নিজ এলাকা ছেড়ে গেলেই সালাত কসর করা।
সম্পূর্ণ আর্টিকেল পড়তে ভিজিট করুন : https://ilmweb.net/কসরের-দূরত্ব/
❤8👍1
Media is too big
VIEW IN TELEGRAM
প্রখ্যাত হানাফি মুহাদ্দিস শাইখ শুয়াইব আল-আরনাউতের সালাফদের আকিদায় প্রত্যাবর্তন
❤10