নিজে নিজে ফাতওয়া দেওয়া, অন্যদের মূল্যায়ন করা থেকে সাবধান থাকা কর্তব্য। অবশ্য কর্তব্য। যেখানে একজন আলিম পর্যন্ত বিশেষজ্ঞ না হয়ে মতামত দেন না, সেখানে আমরা যাচ্ছে তাই মত দেওয়া শুরু করি। আবেগ ও নিজ রুচিকে শরিয়াহ ভেবে অন্যদের বিচার করি। দ্বীনের মূল সমঝ খুবই জরুরি। সেই সাথে একমুখী ও অর্ধপড়াশোনাও খুব ক্ষতিকর। গোঁড়ামি তো আরও বিপজ্জনক। আমাদের সচেতন হতে হবে।
#ilmweb
#ilmweb
💯9🔥2👍1
'বহু কারামাতপ্রাপ্ত এমনকি বাতাসে উড়ন্ত কোনো ব্যক্তিকে দেখলেও প্রতারিত হয়ো না। বরং দেখতে হবে যে, সে আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলে কি না, শরিয়াতের সীমা সংরক্ষণ করে কি না। আল্লাহর বিধান মানে কি না।’
___
আবু ইয়াযিদ আল-বালখি (মৃত্যু : ২৬১ হিজরি)
[ ইবনুল কাইয়িম, মিফতাহু দারিস সাআদাহ ]
___
আবু ইয়াযিদ আল-বালখি (মৃত্যু : ২৬১ হিজরি)
[ ইবনুল কাইয়িম, মিফতাহু দারিস সাআদাহ ]
❤14
চল্লিশ হাদিস হিফয [Only Female]
ইসলামি শরিয়াতের মৌলিক এবং প্রধান দলিল ও উৎস―কুরআন ও হাদিস। তাই, হাদিসের গুরুত্ব অপরিসীম। হাদিস সংরক্ষণ ও প্রচার-প্রসারে মুহাদ্দিস কিরামের আত্মত্যাগ এখনো ইতিহাসের পাতায় বিদ্ধৃত হয়ে আছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আল্লাহ সেই ব্যক্তির চেহারা আনন্দ-উজ্জ্বল করুন, যে আমার কোনো কথা শুনেছে, তারপর তা সঠিক ভাবে মনে রেখেছে এবং সেভাবেই অন্যের কাছে পৌঁছে দিয়েছে।’ [সুনানুত তিরমিযি, হাদিস নং : ২৬৫৬; সুনানু আবি দাউদ, হাদিস নং : ৩৬৬০; সুনানু ইবনি মাজাহ, হাদিস নং : ২৩০]
চল্লিশ হাদিস সংকলনকারী উলামা কিরামের মুবারাক তরিকার ধারাবাহিকতায় আমরাও এমন এক সংকলন প্রস্তুত করেছি। মূলত সংকলিত এই চল্লিশ হাদিস মুখস্থকরণ বা হিফয কোর্সের আয়োজন আমাদের। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ছোট ছোট হাদিস প্রাধান্য দিয়েছি বা হাদিসের অংশবিশেষ এনেছি। এর ফলে শিক্ষার্থীদের জন্য সহজ হবে এবং মনোযোগ ধরে রাখাসহ হাদিস মুখস্থকরণে ধৈর্য ধরে রাখা সম্ভব হবে, ইনশাআল্লাহ।
ইন্সট্রাক্টর
➜ মুর্শিদা আব্দুস সবুর
দাওরাতুল হাদিস, মাদিনাতুল উলুম কওমী মহিলা মাদ্রাসা, দাউদকান্দি, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
কোর্স ফি : ৩০০৳
কোর্স-ব্যপ্তি : ০২ মাস
রেজিস্ট্রেশন লিংক : https://schooling.ilmweb.net/courses/iwsh02/
রেজিস্ট্রেশনের শেষ তারিখ : নভেম্বর ৩০, ২০২৩
ক্লাস শুরু : ডিসেম্বর ০২, ২০২৩ (সম্ভাব্য)
ক্লাস শিডিউল : সোমবার, বৃহস্পতিবার (মাগরিববের পর)
.
কোর্স-সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করুন :
পেজ ইনবক্স
ইমেইল : schooling@ilmweb.net
ফোন : ০১৩২৪-৭৪৪০০১
ইসলামি শরিয়াতের মৌলিক এবং প্রধান দলিল ও উৎস―কুরআন ও হাদিস। তাই, হাদিসের গুরুত্ব অপরিসীম। হাদিস সংরক্ষণ ও প্রচার-প্রসারে মুহাদ্দিস কিরামের আত্মত্যাগ এখনো ইতিহাসের পাতায় বিদ্ধৃত হয়ে আছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আল্লাহ সেই ব্যক্তির চেহারা আনন্দ-উজ্জ্বল করুন, যে আমার কোনো কথা শুনেছে, তারপর তা সঠিক ভাবে মনে রেখেছে এবং সেভাবেই অন্যের কাছে পৌঁছে দিয়েছে।’ [সুনানুত তিরমিযি, হাদিস নং : ২৬৫৬; সুনানু আবি দাউদ, হাদিস নং : ৩৬৬০; সুনানু ইবনি মাজাহ, হাদিস নং : ২৩০]
চল্লিশ হাদিস সংকলনকারী উলামা কিরামের মুবারাক তরিকার ধারাবাহিকতায় আমরাও এমন এক সংকলন প্রস্তুত করেছি। মূলত সংকলিত এই চল্লিশ হাদিস মুখস্থকরণ বা হিফয কোর্সের আয়োজন আমাদের। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ছোট ছোট হাদিস প্রাধান্য দিয়েছি বা হাদিসের অংশবিশেষ এনেছি। এর ফলে শিক্ষার্থীদের জন্য সহজ হবে এবং মনোযোগ ধরে রাখাসহ হাদিস মুখস্থকরণে ধৈর্য ধরে রাখা সম্ভব হবে, ইনশাআল্লাহ।
ইন্সট্রাক্টর
➜ মুর্শিদা আব্দুস সবুর
দাওরাতুল হাদিস, মাদিনাতুল উলুম কওমী মহিলা মাদ্রাসা, দাউদকান্দি, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
কোর্স ফি : ৩০০৳
কোর্স-ব্যপ্তি : ০২ মাস
রেজিস্ট্রেশন লিংক : https://schooling.ilmweb.net/courses/iwsh02/
রেজিস্ট্রেশনের শেষ তারিখ : নভেম্বর ৩০, ২০২৩
ক্লাস শুরু : ডিসেম্বর ০২, ২০২৩ (সম্ভাব্য)
ক্লাস শিডিউল : সোমবার, বৃহস্পতিবার (মাগরিববের পর)
.
কোর্স-সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করুন :
পেজ ইনবক্স
ইমেইল : schooling@ilmweb.net
ফোন : ০১৩২৪-৭৪৪০০১
❤7👍1