রূপান্তরকামিতা : তারা প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে || ilmweb Publishing
ইউটিউব : https://youtu.be/6fwPZk_vatU
ইউটিউব : https://youtu.be/6fwPZk_vatU
🔥9
আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
‘প্রকৃত মুসলিম হল সে, যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে এবং প্রকৃত মুহাজির হল সে, যে আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজসমূহ ত্যাগ করে।’
—
[ সূত্র : সহিহ বুখারি, হাদিস নং : ৯ ]
#ilmweb
‘প্রকৃত মুসলিম হল সে, যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে এবং প্রকৃত মুহাজির হল সে, যে আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজসমূহ ত্যাগ করে।’
—
[ সূত্র : সহিহ বুখারি, হাদিস নং : ৯ ]
#ilmweb
👍8❤2
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
“আল্লাহ বলেন : আমার বান্দা যখন কোনো নেকির কাজ করার ইচ্ছা করে আমি তার জন্য একটি নেকি লিখি যতক্ষণ সে না করে, যখন সে করে আমি তার দশগুণ লিখি। আর যখন সে পাপ করার ইচ্ছা করে আমি তার জন্য তা ক্ষমা করি যতক্ষণ সে না করে, অতঃপর যখন সে তা করে ফেলে তখন আমি তার সমান পাপ লিখি।” রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : “ফেরেশতারা বলে : হে আমার রব আপনার এ বান্দা পাপ করার ইচ্ছা করে, (যদিও আল্লাহ তাকে বেশী জানেন) তখন তিনি বলেন : তাকে পর্যবেক্ষণ কর যদি সে তা করে ফেলে তবে তার জন্য সমান পাপ লিখ, যদি সে তা ত্যাগ করে তার জন্য সেটি সাওয়াব লিখ, কারণ আমার জন্যই সে তা ত্যাগ করেছে।”[1]
.
.
[1] মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেন, এ মর্যাদা শুধু আল্লাহর ভয়ে পাপ ত্যাগকারীর জন্য।
——
[ সূত্র: সহিহ মুসলিম। হাদিসে কুদসি ]
#ilmweb
“আল্লাহ বলেন : আমার বান্দা যখন কোনো নেকির কাজ করার ইচ্ছা করে আমি তার জন্য একটি নেকি লিখি যতক্ষণ সে না করে, যখন সে করে আমি তার দশগুণ লিখি। আর যখন সে পাপ করার ইচ্ছা করে আমি তার জন্য তা ক্ষমা করি যতক্ষণ সে না করে, অতঃপর যখন সে তা করে ফেলে তখন আমি তার সমান পাপ লিখি।” রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : “ফেরেশতারা বলে : হে আমার রব আপনার এ বান্দা পাপ করার ইচ্ছা করে, (যদিও আল্লাহ তাকে বেশী জানেন) তখন তিনি বলেন : তাকে পর্যবেক্ষণ কর যদি সে তা করে ফেলে তবে তার জন্য সমান পাপ লিখ, যদি সে তা ত্যাগ করে তার জন্য সেটি সাওয়াব লিখ, কারণ আমার জন্যই সে তা ত্যাগ করেছে।”[1]
.
.
[1] মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেন, এ মর্যাদা শুধু আল্লাহর ভয়ে পাপ ত্যাগকারীর জন্য।
——
[ সূত্র: সহিহ মুসলিম। হাদিসে কুদসি ]
#ilmweb
❤8👍1