ilmweb
3.08K subscribers
504 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘আল্লাহ যাকে পথ দেখান সে পথের সন্ধান পায়। আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তার জন্য তুমি কোন পথপ্রদর্শনকারী অভিভাবক পাবে না।’

[ সুরা আল-কাহাফ, ১৮ : ১৭ ]

#ilmweb
17
‘আসমান ও জমিন এবং উভয়ের মাঝখানে যা কিছু আছে তা আমি (কেবল) খেলার জন্য সৃষ্টি করিনি।’

[ সুরা আল-আম্বিয়া, ২১ : ১৬ ]

#ilmweb
12
‘আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হওয়া কারও জন্যই জায়িয নয়, যদিও তার পাপ অনেক গুরুতর হয়।’
___
ইমাম ইবনু তাইমিয়াহ
[ মাজমুয়ুল ফাতাওয়া : ১৬/১৯ ]
18👍2
‘আল্লাহ যাকে ইচ্ছা এই দ্বীনের জন্য মনোনীত করেন এবং যে (তাঁর দিকে) ফিরে আসে তাকেই তাঁর পথ প্রদর্শন করেন।’

[ সুরা আশ-শুরা, ৪২ : ১৩ ]

#ilmweb
12😢3
‘করুণাময় আল্লাহর স্মরণ থেকে যে বিরত থাকে তার জন্য আমি এক শয়তানকে নিয়োজিত করি। অতঃপর সে-ই হয় তার সহচর।’

[ সুরা আল-যুখরুফ, ৪৩ : ৩৬ ]

#ilmweb
😢11
‘যারা আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয় করে ও তাঁর অবাধ্যতা থেকে বেঁচে থাকে তারাই সফলকাম।’

[ সুরা আন-নুর, ২৪ : ৫২ ]

#ilmweb
15
রূপান্তরকামিতা : তারা প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে || ilmweb Publishing

ইউটিউব : https://youtu.be/6fwPZk_vatU
🔥9
‘আর যারা কুফরি করে তাদের কর্ম মরুভূমির মরীচিকার মত, যাকে তৃষ্ণার্ত ব্যক্তি পানি মনে করে; কিন্তু সে যদি তার কাছে যায় তাহলে দেখবে কিছুই নেই।’

[ সুরা আন-নুর, ২৪ : ৩৯ ]

#ilmweb
🔥7😢4👍1
‘আর মানুষ যখন কষ্টে পড়ে তখন সে শুয়ে, বসে ও দাঁড়িয়ে আমাকে ডাকে। তারপর আমি যখন তার কষ্ট দূর করে দেই তখন সে এমনভাবে চলে যায় যে, সে যেন তার কষ্টের জন্য আমাকে ডাকেইনি। এমনিভাবে সীমালঙ্ঘনকারীদের দৃষ্টিতে তাদের কাজকর্ম শোভন করা হয়েছে।’

[ সুরা আল-ইউনুস, ১০ :  ১২ ]

#ilmweb
👍14😢3
‘যারা ইমান আনে আর সৎকাজ করে তাদের জন্য আছে সুখ আর সুন্দর প্রত্যাবর্তনস্থল।’

[ সুরা আর-রাদ, ১৩ : ২৯ ]

#ilmweb
13👍1
শাইখুল ইসলাম ইবনু তাইমিয়াহ কিংবা ইমাম আবু হানিফার কথা দলিল নয়। দলিল হচ্ছে কুরআন-সুন্নাহ—আল্লাহ ও তাঁর নিষ্পাপ নবির কথা। যারা আল্লাহ ও তাঁর নিষ্পাপ নবির কথাকে যথেষ্ট মনে করে না, তাদের এই রোগের কোনো প্রতিষেধক নেই।

আল্লাহ তাঁদের ওপর রহম করুন।

#ilmweb
4🔥1
‘আসমান ও জমিন এবং উভয়ের মাঝখানে যা কিছু আছে আমি তা খেলার জন্য সৃষ্টি করিনি। এগুলো আমি যথার্থ উদ্দেশ্যেই সৃষ্টি করেছি। কিন্তু তাদের অধিকাংশই (তা) জানে না।’

[ সুরা আল-জাসিয়া, ৪৪ : ৩৮-৩৯ ]

#ilmweb
👍72😢1
আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

‘প্রকৃত মুসলিম হল সে, যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে এবং প্রকৃত মুহাজির হল সে, যে আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজসমূহ ত্যাগ করে।’


[ সূত্র : সহিহ বুখারি, হাদিস নং : ৯ ]

#ilmweb
👍82
রোগ হিসেবে ইরজা (আমলকে ইমান থেকে আলাদা করা) দ্বীনের মাঝে খুবই জঘন্য। এরপর আসবে অন্যায় তাকফিরের (কাফির আখ্যা দেয়া) ফিতনা। মূলত বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির মাঝে সহজ ও মধ্যমপন্থা অবলম্বনই ইসলাম।

#ilmweb
4
‘নিশ্চয়ই রাত ও দিনের পরিবর্তনে এবং আসমান ও জমিনে আল্লাহর সকল সৃষ্টিতে তাকওয়া অবলম্বনকারীদের জন্য অনেক নিদর্শন রয়েছে।’

[ সুরা আল-ইউনুস, ১০ : ৬ ]

#ilmweb
👍6
আব্দুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :

‘যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদের দলভুক্ত গণ্য হবে।’
___
[ সূত্র : সুনানু আবি দাউদ, হাদিস নং : ৪০৩১; হাদিসের মান : হাসান ]

#ilmweb
👍4
‘বল, “এটা মুমিনদের জন্য পথনির্দেশ আর (তাদের রোগের) চিকিৎসা। তবে যারা মুমিন নয় তাদের কানে বধিরতা আছে এবং এ কুরআন তাদের জন্য অন্ধত্ব। ওদেরকে (যেন) দূরবর্তী কোন জায়গা থেকে আহবান করা হচ্ছে।”  ’

[ সুরা আল-ফুসসিলাত, ৪১ : ৪৪ ]

#ilmweb
👍1
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :

“আল্লাহ বলেন : আমার বান্দা যখন কোনো নেকির কাজ করার ইচ্ছা করে আমি তার জন্য একটি নেকি লিখি যতক্ষণ সে না করে, যখন সে করে আমি তার দশগুণ লিখি। আর যখন সে পাপ করার ইচ্ছা করে আমি তার জন্য তা ক্ষমা করি যতক্ষণ সে না করে, অতঃপর যখন সে তা করে ফেলে তখন আমি তার সমান পাপ লিখি।” রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : “ফেরেশতারা বলে : হে আমার রব আপনার এ বান্দা পাপ করার ইচ্ছা করে, (যদিও আল্লাহ তাকে বেশী জানেন) তখন তিনি বলেন : তাকে পর্যবেক্ষণ কর যদি সে তা করে ফেলে তবে তার জন্য সমান পাপ লিখ, যদি সে তা ত্যাগ করে তার জন্য সেটি সাওয়াব লিখ, কারণ আমার জন্যই সে তা ত্যাগ করেছে।”[1]
.
.
[1] মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেন, এ মর্যাদা শুধু আল্লাহর ভয়ে পাপ ত্যাগকারীর জন্য।

——
[ সূত্র: সহিহ মুসলিম। হাদিসে কুদসি ]

#ilmweb
8👍1
‘তুমি কাফিরদেরকে পৃথিবীতে অপারগকারী (প্রবল পরাক্রমশালী) মনে করো না। তাদের ঠিকানা জাহান্নাম। আর অবশ্যই তা অতি নিকৃষ্ট গন্তব্যস্থল!’

[ সুরা আন-নুর, ২৪ : ৫৭ ]

#ilmweb
👍43
আয়িশা রাদিয়াল্লহু আনহা থেকে বর্ণিত। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :

‘আল্লাহর কাছে সেই লোক সবচেয়ে বেশি ঘৃণিত, যে অতি ঝগড়াটে।’

——
[ সূত্র : সহিহ বুখারি, হাদিস নং : ২৪৫৭ ]

#ilmweb
👍54