ilmweb
3.08K subscribers
504 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে  বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

‘যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, মানুষ তো চায় তার কাপড় সুন্দর হোক, জুতো সুন্দর হোক, এইসবও কি অহংকার? তখন নবি  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। প্রকৃতপক্ষে  অহংকার হলো— দম্ভভরে সত্যকে অস্বীকার করা* এবং তাঁর বান্দাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা।’
.

* এখানে ‘সত্যকে অস্বীকার করা’ বলতে বোঝানো হয়েছে মূলত দ্বীনের কোন বিষয়ে কাউকে বলা হলে (যেমন, হালাল-হারাম ইত্যাদি বিষয়ে) সে কর্নপাত না করে অস্বীকার করে এবং নিজের খেয়ালখুশি মত চলাফেরা করে।
__
[ সূত্র : সহিহ মুসলিম: ১৪৭-(৯১);
ইমাম নববি রাহ.-এর আল আসকার ২/৯১৩ ]

#ilmweb
👍8
ইসতিগফার [পর্ব : ৩]
শাইখ আহমাদ মুসা জিবরিল | ilmweb Publishing

ইউটিউব লিংক : https://youtu.be/k_b90YN6zIg?si=vb083HuX0usFO1H4
5
‘আল্লাহ সেই মহান সত্তা যিনি ছাড়া কোন উপাস্য নেই। সবচেয়ে সুন্দর নামসমূহ তাঁরই।’

[ সুরা আত-ত্বহা, ২০ : ৮ ]

#ilmweb
7
ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

‘আমি কি তোমাদেরকে এমন লোক সম্পর্কে বলবো না যার জন্য জাহান্নামকে নিষিদ্ধ করা হয়েছে? এরা হচ্ছে সেইসব লোক যারা সহজগম্য, ভদ্র এবং কোমল।’

[ সুনান আত-তিরমিযি, হাদিসের মান : সহিহ ]

মুবারকপুরী রাহিমাহুল্লাহ বলেন,

‘এর অর্থ হচ্ছে তিনি মানুষের কাছে সহজগম্য, কঠোরতা বিরোধী, তার চরিত্রের মধ্যে রয়েছে সরলতা, সহজতা এবং তার ব্যক্তিত্বের মধ্যে রয়েছে উদারতা।’ [ আত-তুহফাত আল-আওয়াদী, ২৪৮৮ ]

#ilmweb
8
‘আমার বান্দাদেরকে জানিয়ে দাও, আমিই ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। আর আমার শাস্তিই যন্ত্রণাদায়ক শাস্তি।’

[ সুরা আল-হিজর, ১৫ : ৪৯-৫০ ]

#ilmweb
7👍1
আবদুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

‘মুসলিম মুসলিমের ভাই। সে তার উপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সোপর্দ করবে না। যে কেউ তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তার অভাব পূরণ করবেন। যে কেউ তার মুসলিম ভাইয়ের বিপদ দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করবেন। যে ব্যক্তি কোন মুসলিমের দোষ ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন।’
___
[ সূত্র : সহিহ বুখারি, হাদিস নং : ২৪৪২ ]

#ilmweb
👍5
‘প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি তোমাদেরকে মন্দ ও ভাল দ্বারা বিশেষভাবে পরীক্ষা করে থাকি। আর আমার কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে।’

[ সুরা আল-আম্বিয়া, ২১ : ৩৫ ]

#ilmweb
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
জুমার দিনে করণীয় আমলসমূহ ।| ilmweb Publishing
7
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

‘ভালো আচরণের বিনিময়ে ভালো আচরণকারী আত্মীয়তার হক সংরক্ষণকারী নয়। বরং আত্মীয়তার হক সংরক্ষণকারী হলো সে ব্যক্তি, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবার পরও তা বজায় রাখে।’
___
[ সূত্র : সহিহ বুখারি, হাদিস নং : ৫৯৯১ ]

#ilmweb
11
‘এটি একটি বরকতময় কিতাব, যা আমি তোমার কাছে অবতীর্ণ করেছি, যাতে মানুষ তার আয়াতসমূহ গভীরভাবে চিন্তা করে এবং বুদ্ধিমানেরা উপদেশ গ্রহণ করে।’

[ সুরা আস-সদ, ৩৮ : ২৯ ]

#ilmweb
10
আবু হুরায়রা রাদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

‘ইমানের সত্তর কিংবা ষাটটিরও কিছু বেশি শাখা রয়েছে। এর সর্বোচ্চ শাখা হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ তথা আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই—এ কথার স্বীকৃতি দেয়া আর এর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আর লজ্জা হল ইমানের একটি (বিশেষ) শাখা।’

——
[ সূত্র : সহিহ মুসলিম, হাদিস নং : ৬০ ]

#ilmweb
👍62
‘আমি তোমাদেরকে এক নিকটবর্তী শাস্তি সম্পর্কে সতর্ক করছি; যেদিন মানুষ দেখবে যা তার দু'হাত আগে পাঠিয়েছে (আমলনামা) এবং কাফির বলবে, “হায়, আমি যদি মাটি হয়ে যেতাম!”’

[ সুরা আন-নাবা, ৭৮ : ৪০ ]

#ilmweb
😢52
আবু হুরায়রা রাদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :

‘আমার সকল উম্মাতই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু সে নয় যে অস্বীকার করবে। জিজ্ঞাসা করা হল, কে অস্বীকার করবে? তিনি বললেনঃ যে আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্য হবে সে-ই অস্বীকার করবে।’
___
[ সূত্র : সহিহ বুখারি, হাদিস নং : ৭২৮০ ]

#ilmweb
6
‘যারা ইমান আনে ও সৎকাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত। সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহর ওয়াদা সত্য। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’

[ সুরা আল-লোকমান, ৩১ : ৮-৯ ]

#ilmweb
6
‘আল্লাহ মিথ্যাকে মুছে দেন এবং নিজ বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন। নিশ্চয়ই তিনি (মানুষের) অন্তরের বিষয় ভালভাবে জানেন।’

[ সুরা আশ-শুরা, ৪২ : ২৪ ]

#ilmweb
10
‘বল, তোমরা কি সত্যই সে-ই মহান সত্তাকে অবিশ্বাস কর ও তাঁর সমকক্ষ দাঁড় করাও, যিনি দুইদিনে জমিন (পৃথিবী) সৃষ্টি করেছেন? তিনিই তো নিখিল জগতের রব।’

[ সুরা আস-ফুসসিলাত, ৪১ : ৯ ]

#ilmweb
10
নফসের ওপর জয়ী হওয়াই প্রকৃত কামিয়াবি বা সফলতা।

#ilmweb
17👍2
‘আদ জাতি তো পৃথিবীতে নাহক দম্ভ করেছিল আর বলেছিল, “আমাদের চেয়ে অধিক শক্তিধর আবার কে?” তারা কি দেখে নি যে, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি তাদের চেয়ে অধিক শক্তিধর?’

[ সুরা আস-ফুসসিলাত, ৪১ : ১৫ ]

#ilmweb
11👍3
‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উদ্ভব ঘটিয়েছেন। তারপরও অবিশ্বাসীরা তাদের রবের সাথে সমকক্ষ দাঁড় করায়।’

[ সুরা আল-আনআম, ৬ : ১ ]

#ilmweb
7👍1
Media is too big
VIEW IN TELEGRAM
[সুরা আল-আহযাব, ৩৩ : ৫৬] || ilmweb Publishing
3