আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
‘যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, মানুষ তো চায় তার কাপড় সুন্দর হোক, জুতো সুন্দর হোক, এইসবও কি অহংকার? তখন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। প্রকৃতপক্ষে অহংকার হলো— দম্ভভরে সত্যকে অস্বীকার করা* এবং তাঁর বান্দাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা।’
.
* এখানে ‘সত্যকে অস্বীকার করা’ বলতে বোঝানো হয়েছে মূলত দ্বীনের কোন বিষয়ে কাউকে বলা হলে (যেমন, হালাল-হারাম ইত্যাদি বিষয়ে) সে কর্নপাত না করে অস্বীকার করে এবং নিজের খেয়ালখুশি মত চলাফেরা করে।
__
[ সূত্র : সহিহ মুসলিম: ১৪৭-(৯১);
ইমাম নববি রাহ.-এর আল আসকার ২/৯১৩ ]
#ilmweb
‘যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, মানুষ তো চায় তার কাপড় সুন্দর হোক, জুতো সুন্দর হোক, এইসবও কি অহংকার? তখন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। প্রকৃতপক্ষে অহংকার হলো— দম্ভভরে সত্যকে অস্বীকার করা* এবং তাঁর বান্দাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা।’
.
* এখানে ‘সত্যকে অস্বীকার করা’ বলতে বোঝানো হয়েছে মূলত দ্বীনের কোন বিষয়ে কাউকে বলা হলে (যেমন, হালাল-হারাম ইত্যাদি বিষয়ে) সে কর্নপাত না করে অস্বীকার করে এবং নিজের খেয়ালখুশি মত চলাফেরা করে।
__
[ সূত্র : সহিহ মুসলিম: ১৪৭-(৯১);
ইমাম নববি রাহ.-এর আল আসকার ২/৯১৩ ]
#ilmweb
👍8
ইসতিগফার [পর্ব : ৩]
শাইখ আহমাদ মুসা জিবরিল | ilmweb Publishing
ইউটিউব লিংক : https://youtu.be/k_b90YN6zIg?si=vb083HuX0usFO1H4
শাইখ আহমাদ মুসা জিবরিল | ilmweb Publishing
ইউটিউব লিংক : https://youtu.be/k_b90YN6zIg?si=vb083HuX0usFO1H4
❤5
ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
‘আমি কি তোমাদেরকে এমন লোক সম্পর্কে বলবো না যার জন্য জাহান্নামকে নিষিদ্ধ করা হয়েছে? এরা হচ্ছে সেইসব লোক যারা সহজগম্য, ভদ্র এবং কোমল।’
[ সুনান আত-তিরমিযি, হাদিসের মান : সহিহ ]
মুবারকপুরী রাহিমাহুল্লাহ বলেন,
‘এর অর্থ হচ্ছে তিনি মানুষের কাছে সহজগম্য, কঠোরতা বিরোধী, তার চরিত্রের মধ্যে রয়েছে সরলতা, সহজতা এবং তার ব্যক্তিত্বের মধ্যে রয়েছে উদারতা।’ [ আত-তুহফাত আল-আওয়াদী, ২৪৮৮ ]
#ilmweb
‘আমি কি তোমাদেরকে এমন লোক সম্পর্কে বলবো না যার জন্য জাহান্নামকে নিষিদ্ধ করা হয়েছে? এরা হচ্ছে সেইসব লোক যারা সহজগম্য, ভদ্র এবং কোমল।’
[ সুনান আত-তিরমিযি, হাদিসের মান : সহিহ ]
মুবারকপুরী রাহিমাহুল্লাহ বলেন,
‘এর অর্থ হচ্ছে তিনি মানুষের কাছে সহজগম্য, কঠোরতা বিরোধী, তার চরিত্রের মধ্যে রয়েছে সরলতা, সহজতা এবং তার ব্যক্তিত্বের মধ্যে রয়েছে উদারতা।’ [ আত-তুহফাত আল-আওয়াদী, ২৪৮৮ ]
#ilmweb
❤8
আবদুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
‘মুসলিম মুসলিমের ভাই। সে তার উপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সোপর্দ করবে না। যে কেউ তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তার অভাব পূরণ করবেন। যে কেউ তার মুসলিম ভাইয়ের বিপদ দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করবেন। যে ব্যক্তি কোন মুসলিমের দোষ ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন।’
___
[ সূত্র : সহিহ বুখারি, হাদিস নং : ২৪৪২ ]
#ilmweb
‘মুসলিম মুসলিমের ভাই। সে তার উপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সোপর্দ করবে না। যে কেউ তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তার অভাব পূরণ করবেন। যে কেউ তার মুসলিম ভাইয়ের বিপদ দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করবেন। যে ব্যক্তি কোন মুসলিমের দোষ ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন।’
___
[ সূত্র : সহিহ বুখারি, হাদিস নং : ২৪৪২ ]
#ilmweb
👍5
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
জুমার দিনে করণীয় আমলসমূহ ।| ilmweb Publishing
❤7
আবু হুরায়রা রাদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
‘ইমানের সত্তর কিংবা ষাটটিরও কিছু বেশি শাখা রয়েছে। এর সর্বোচ্চ শাখা হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ তথা আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই—এ কথার স্বীকৃতি দেয়া আর এর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আর লজ্জা হল ইমানের একটি (বিশেষ) শাখা।’
——
[ সূত্র : সহিহ মুসলিম, হাদিস নং : ৬০ ]
#ilmweb
‘ইমানের সত্তর কিংবা ষাটটিরও কিছু বেশি শাখা রয়েছে। এর সর্বোচ্চ শাখা হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ তথা আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই—এ কথার স্বীকৃতি দেয়া আর এর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আর লজ্জা হল ইমানের একটি (বিশেষ) শাখা।’
——
[ সূত্র : সহিহ মুসলিম, হাদিস নং : ৬০ ]
#ilmweb
👍6❤2
আবু হুরায়রা রাদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
‘আমার সকল উম্মাতই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু সে নয় যে অস্বীকার করবে। জিজ্ঞাসা করা হল, কে অস্বীকার করবে? তিনি বললেনঃ যে আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্য হবে সে-ই অস্বীকার করবে।’
___
[ সূত্র : সহিহ বুখারি, হাদিস নং : ৭২৮০ ]
#ilmweb
‘আমার সকল উম্মাতই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু সে নয় যে অস্বীকার করবে। জিজ্ঞাসা করা হল, কে অস্বীকার করবে? তিনি বললেনঃ যে আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্য হবে সে-ই অস্বীকার করবে।’
___
[ সূত্র : সহিহ বুখারি, হাদিস নং : ৭২৮০ ]
#ilmweb
❤6