ilmweb
3.08K subscribers
504 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য থাকত তাহলে উভয়টিই ধ্বংস হয়ে যেত। অতএব, তারা (তাঁর নামে) যা বলে, আরশের মালিক আল্লাহ তা থেকে পবিত্র।’

[ সুরা আল-আম্বিয়া, ২১ : ২২ ]

#ilmweb
9🔥2
আসছে ইনশাআল্লাহ...
5👍5
Media is too big
VIEW IN TELEGRAM
রিযকের প্রকৃত ব্যাখ্যা
— ইমাম ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ || ilmweb Publishing
8👍1
‘নিঃসন্দেহে, সে সফলকাম, যে নিজেকে পরিশুদ্ধ করেছে। আর সে ব্যর্থ হয়েছে, যে নিজের নাফসকে কলুষিত করেছে।’

[ সুরা আশ-শামস, ৯১ : ৯-১০ ]

#ilmweb
11😢3
রব (প্রতিপালক)— الرَّبّ

কুরআনের বহু আয়াতে এই নামটি বারবার এসেছে। তিনিই রব, যিনি তাঁর বান্দাদের যাবতীয় সবকিছু নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন, তাদের অনুগ্রহ ও দয়া করেন। এ সবকিছুর মাধ্যমে তাদের প্রতিপালন করেন। বিশেষকরে তিনি তার মুখলিস বন্ধুদের অন্তর, আত্মা ও আচরণ ঠিক ও বিশুদ্ধ করার মাধ্যমে তাদের লালনপালন করেন। এ কারণেই বান্দা এ নাম ধরেই দুয়া করে। তাঁর এই বিশেষ প্রতিপালন কামনা করে।

‘আর তোমার রবই ক্ষমাশীল, দয়াময়। তিনি যদি তাদেরকে তাদের কৃতর্মের জন্য পাকড়াও করতেন তাহলে অবশ্যই তাদের শাস্তি ত্বরান্বিত করতেন; বরং তাদের জন্য একটি সময় নির্ধারিত আছে, যা থেকে তারা পালাবার কোনো উপায় খুঁজে পাবে না।’ [ সুরা আল-কাহফ, ১৮ : ৫৮ ]

____
ইমাম আবদুর রহমান আস-সাদি
সূত্র : বই— মারিফাতুল্লাহ (ইলমওয়েব ই-বুক)

#ilmweb
6👍2
‘তুমি কেবল তাকেই সতর্ক করতে পার যে উপদেশ মেনে চলে এবং না দেখেও পরম করুণাময়কে ভয় করে। অতএব, তুমি তাকে ক্ষমা ও এক মহান পুরস্কারের (জান্নাতের) সুসংবাদ দাও।’

[ সুরা আল-ইয়াসিন, ৩৬ : ১১ ]

#ilmweb
12
কোনো আলিম, মুজতাহিদ, ইমাম, মুহাদ্দিস, ফকিহ, মুজাহিদ প্রমুখের প্রতি মুগ্ধতা ভালো, ক্ষেত্রবিশেষে প্রশংসনীও বটে, তবে অতিমুগ্ধতা ভালো নয়, বরং ক্ষতিকর।

#ilmweb
👍4💯4
এক হাদিসে বর্ণিত, আল্লাহ বলেছেন, ‘তাদের জন্য আমার ভালোবাসা অবধারিত হয়েছে, যারা আমার ওয়াস্তে একে অপরকে ভালোবাসে। তাদের জন্য আমার ভালোবাসা অবধারিত হয়েছে, যারা আমার ওয়াস্তে আনন্দের সাথে একে অপরকে দেয়। তাদের জন্য আমার ভালোবাসা অবধারিত হয়েছে, যারা আমার ওয়াস্তে একে অপরের সাথে দেখা করে।’
____
[ সূত্র : মুয়াত্তা মালিক, খণ্ড : ২, পৃষ্ঠা : ৯৫৩; হাদিসের মান : সহিহ ]

#ilmweb
9👍1
‘আমি কুরআনে এমন বিষয় নাযিল করি যা মুমিনদের জন্য আরোগ্য ও অনুগ্রহ। আর তা জালিমদের শুধু ক্ষতিই বৃদ্ধি করে।’

[ সুরা আল-ইসরা, ১৭ : ৮২ ]

#ilmweb
7
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে। তিনি বললেন—আল্লাহভীতি (তাকওয়া) এবং উত্তম আখলাক।

___
[ সূত্র : মুসনাদ আহমাদ, খণ্ড : ২, পৃষ্ঠা : ১৯৩; আল-মুনযিরি, আত-তারগিব, খণ্ড : ৩, পৃষ্ঠা : ৪১২। হাদিসের মান : সহিহ ]

#ilmweb
7👍1
‘তাদের কাছে পার্থিব জীবনের উদাহরণও পেশ কর : যেন (বৃষ্টির) পানি, যা আমি আকাশ থেকে বর্ষণ করি। তাতে ভূমির শ্যামল-ঘন গাছপালা উৎপন্ন হয়। অতঃপর তা শুষ্ক-ভগ্ন হয়ে যায়, যাকে বাতাস উড়িয়ে নেয়। আল্লাহ সবকিছু করতে সক্ষম।’

[ সুরা আল-কাহাফ, ১৮ : ৪৫ ]

#ilmweb
8👍1
চোখ হিফাযাত করুন
— শাইখ ড. উসমান আল-খামিস || ilmweb Publishing

ইউটিউব লিংক : https://youtu.be/-SpChCrud3I
👍53
‘যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন কাউকে ডাকে যে কিয়ামাত পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না তার চেয়ে অধিক পথভ্রষ্ট কে আছে? ওরা (মিথ্যা উপাস্যরা) তো এদের ডাক সম্পর্কে অবহিতও নয়।’

[ সুরা আল-আহকাফ, ৪৬ : ৫ ]

#ilmweb
6👍4
‘তোমরা সালাত কায়িম কর, যাকাত দান কর এবং রাসুলের আনুগত্য কর, যাতে তোমরা (আল্লাহর) অনুগ্রহ লাভ করতে পার।’

[ সুরা আন-নুর, ২৪ : ৫৬ ]

#ilmweb
13👍2
‘অতএব, যে সৎপথ অনুসরণ করে সে নিজের কল্যাণের জন্যই সৎপথ অনুসরণ করে। আর কেউ বিপথগামী হলে তুমি বলো, “আমি তো কেবল একজন সতর্ককারী।”’

[ সুরা আন-নামল, ২৭ : ৯২ ]

#ilmweb
👍43
আবু মুসা হতে বর্ণিত যে, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
‘একজন মুমিন অপরজন মুমিনের জন্য ইমারত তুল্য, যার এক অংশ অন্য অংশকে সুদৃঢ় করে। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলে প্রবেশ করিয়ে দেখালেন।’

——
[ সূত্র : সহিহ বুখারি, হাদিস নং : ২৪৪৬ ]

#ilmweb
9👍2
‘হে ইমানদারগণ! যখন জুমুআর দিন সালাতের জন্য ডাকা (আযান) হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং কেনাবেচা বন্ধ করে দাও। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।’

[ সুরা আল-জুমুআ, ৬২ : ৯ ]

#ilmweb
14
তাঁর দাসত্বের ছায়ায়
-- শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ) || ilmweb Publishing

ইউটিউব : https://youtu.be/74R9eY14V00
🔥5
‘(সেদিনের কথা স্মরণ কর) যেদিন পায়ের নলা উন্মোচিত হবে (কঠিন অবস্থার সৃষ্টি হবে) এবং লোকদেরকে সিজদা করতে বলা হবে, কিন্তু অবিশ্বাসীরা তা করতে পারবে না।’

[ সুরা আল-কালাম, ৬৮ : ৪২ ]

#ilmweb
8👍2
হক এমনিতেই ভার, একে বদ-আদব ও উগ্রতা দিয়ে আরও ভার করে দেয়া ভুল। দ্বীনের প্রতি একনিষ্ঠ হওয়া সত্ত্বেও বদ-আখলাকের কারণে হকের দাওয়াত ক্ষতিগ্রস্থ হতে পারে। দায়িদের জন্য এ দিকটায় গভীর দৃষ্টিপাত করা কর্তব্য।

#ilmweb
10