Media is too big
VIEW IN TELEGRAM
রিযকের প্রকৃত ব্যাখ্যা
— ইমাম ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ || ilmweb Publishing
— ইমাম ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ || ilmweb Publishing
❤8👍1
রব (প্রতিপালক)— الرَّبّ
কুরআনের বহু আয়াতে এই নামটি বারবার এসেছে। তিনিই রব, যিনি তাঁর বান্দাদের যাবতীয় সবকিছু নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন, তাদের অনুগ্রহ ও দয়া করেন। এ সবকিছুর মাধ্যমে তাদের প্রতিপালন করেন। বিশেষকরে তিনি তার মুখলিস বন্ধুদের অন্তর, আত্মা ও আচরণ ঠিক ও বিশুদ্ধ করার মাধ্যমে তাদের লালনপালন করেন। এ কারণেই বান্দা এ নাম ধরেই দুয়া করে। তাঁর এই বিশেষ প্রতিপালন কামনা করে।
‘আর তোমার রবই ক্ষমাশীল, দয়াময়। তিনি যদি তাদেরকে তাদের কৃতর্মের জন্য পাকড়াও করতেন তাহলে অবশ্যই তাদের শাস্তি ত্বরান্বিত করতেন; বরং তাদের জন্য একটি সময় নির্ধারিত আছে, যা থেকে তারা পালাবার কোনো উপায় খুঁজে পাবে না।’ [ সুরা আল-কাহফ, ১৮ : ৫৮ ]
____
ইমাম আবদুর রহমান আস-সাদি
সূত্র : বই— মারিফাতুল্লাহ (ইলমওয়েব ই-বুক)
#ilmweb
কুরআনের বহু আয়াতে এই নামটি বারবার এসেছে। তিনিই রব, যিনি তাঁর বান্দাদের যাবতীয় সবকিছু নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন, তাদের অনুগ্রহ ও দয়া করেন। এ সবকিছুর মাধ্যমে তাদের প্রতিপালন করেন। বিশেষকরে তিনি তার মুখলিস বন্ধুদের অন্তর, আত্মা ও আচরণ ঠিক ও বিশুদ্ধ করার মাধ্যমে তাদের লালনপালন করেন। এ কারণেই বান্দা এ নাম ধরেই দুয়া করে। তাঁর এই বিশেষ প্রতিপালন কামনা করে।
‘আর তোমার রবই ক্ষমাশীল, দয়াময়। তিনি যদি তাদেরকে তাদের কৃতর্মের জন্য পাকড়াও করতেন তাহলে অবশ্যই তাদের শাস্তি ত্বরান্বিত করতেন; বরং তাদের জন্য একটি সময় নির্ধারিত আছে, যা থেকে তারা পালাবার কোনো উপায় খুঁজে পাবে না।’ [ সুরা আল-কাহফ, ১৮ : ৫৮ ]
____
ইমাম আবদুর রহমান আস-সাদি
সূত্র : বই— মারিফাতুল্লাহ (ইলমওয়েব ই-বুক)
#ilmweb
❤6👍2
এক হাদিসে বর্ণিত, আল্লাহ বলেছেন, ‘তাদের জন্য আমার ভালোবাসা অবধারিত হয়েছে, যারা আমার ওয়াস্তে একে অপরকে ভালোবাসে। তাদের জন্য আমার ভালোবাসা অবধারিত হয়েছে, যারা আমার ওয়াস্তে আনন্দের সাথে একে অপরকে দেয়। তাদের জন্য আমার ভালোবাসা অবধারিত হয়েছে, যারা আমার ওয়াস্তে একে অপরের সাথে দেখা করে।’
____
[ সূত্র : মুয়াত্তা মালিক, খণ্ড : ২, পৃষ্ঠা : ৯৫৩; হাদিসের মান : সহিহ ]
#ilmweb
____
[ সূত্র : মুয়াত্তা মালিক, খণ্ড : ২, পৃষ্ঠা : ৯৫৩; হাদিসের মান : সহিহ ]
#ilmweb
❤9👍1
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে। তিনি বললেন—আল্লাহভীতি (তাকওয়া) এবং উত্তম আখলাক।
___
[ সূত্র : মুসনাদ আহমাদ, খণ্ড : ২, পৃষ্ঠা : ১৯৩; আল-মুনযিরি, আত-তারগিব, খণ্ড : ৩, পৃষ্ঠা : ৪১২। হাদিসের মান : সহিহ ]
#ilmweb
___
[ সূত্র : মুসনাদ আহমাদ, খণ্ড : ২, পৃষ্ঠা : ১৯৩; আল-মুনযিরি, আত-তারগিব, খণ্ড : ৩, পৃষ্ঠা : ৪১২। হাদিসের মান : সহিহ ]
#ilmweb
❤7👍1
চোখ হিফাযাত করুন
— শাইখ ড. উসমান আল-খামিস || ilmweb Publishing
ইউটিউব লিংক : https://youtu.be/-SpChCrud3I
— শাইখ ড. উসমান আল-খামিস || ilmweb Publishing
ইউটিউব লিংক : https://youtu.be/-SpChCrud3I
👍5❤3
আবু মুসা হতে বর্ণিত যে, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
‘একজন মুমিন অপরজন মুমিনের জন্য ইমারত তুল্য, যার এক অংশ অন্য অংশকে সুদৃঢ় করে। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলে প্রবেশ করিয়ে দেখালেন।’
——
[ সূত্র : সহিহ বুখারি, হাদিস নং : ২৪৪৬ ]
#ilmweb
‘একজন মুমিন অপরজন মুমিনের জন্য ইমারত তুল্য, যার এক অংশ অন্য অংশকে সুদৃঢ় করে। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলে প্রবেশ করিয়ে দেখালেন।’
——
[ সূত্র : সহিহ বুখারি, হাদিস নং : ২৪৪৬ ]
#ilmweb
❤9👍2
তাঁর দাসত্বের ছায়ায়
-- শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ) || ilmweb Publishing
ইউটিউব : https://youtu.be/74R9eY14V00
-- শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ) || ilmweb Publishing
ইউটিউব : https://youtu.be/74R9eY14V00
🔥5