ilmweb
3.08K subscribers
506 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘সত্য তোমার রবের পক্ষ থেকেই, সুতরাং তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়ো না।’
[সুরা আলি ইমরান, ৩ : ৬০]


#ilmweb
6
শাইখ আহমাদ মুসা জিবরিলের 'The Causes of Istighfar' লেকচার সিরিজের বাংলা অডিয়ো লেকচার সিরিজ শুরু হচ্ছে আগামীকাল হতে, ইনশাআল্লাহ।

ইসতিগফার [পর্ব : ১]
— শাইখ আহমাদ মুসা জিবরিল

https://youtu.be/jtKVrUQOWD4
6👍1🔥1👏1
Media is too big
VIEW IN TELEGRAM
সালাতে খুশু
-- শাইখ ড. উসমান আল-খামিস

#ilmweb_Publishing
#ilmweb
5
মানুষ মাত্রেই ভুল। একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাম ছাড়া আর কেউই নিষ্পাপ নয়। কোনো অ-আলিম কিংবা আলিম যদি কোনো কথা বা লেখনীতে ভুল করেন, তারপর ভুল স্বীকার করে নেন, তাহলে এ নিয়ে কোনো আপত্তি চলে না। সবার উচিত ভুল স্বীকারকে প্রশংসার দৃষ্টিতে দেখা। এ নিয়ে ছিদ্রান্বেষ, ইস্যু তৈরি করা মুমিনের শান নয়। প্রত্যেক মাসলাক-মাযহাবের ক্ষেত্রেই এটি প্রযোজ্য।

#ilmweb
12
‘তুমি কি দেখ না যে, আসমানে ও জমিনে যারা আছে তারা ও সারিবদ্ধভাবে উড়ন্ত পাখিরা আল্লাহর তাসবিহ করছে? প্রত্যেকেই তাঁর তাসবিহ ও ইবাদতের পদ্ধতি জানে। আর তারা যা করে আল্লাহ তা ভালভাবে জানেন।’
[সুরা আন-নূর, ২৪ : ৪১]


#ilmweb
12
‘মুনাজাতের মাঝে আল্লাহর সাথে সাক্ষাতের মতো স্বাদ আর কোথাও পাওয়া যায় না।’
___
মুসলিম ইবনু ইয়াসার (রাহিমাহুল্লাহ)
[ ইমাম ইবনু রজব, জামিয়ুল উলুমি ওয়াল হিকাম ]
12
‘বলুন—আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ সবই রব্বুল আলামিনের জন্য; তাঁর কোনো শরিক নেই, এ বিষয়েই আমি আদিষ্ট হয়েছি আর আমিই প্রথম মুসলিম।’

[ সুরা আল-আনআম, ৬ : ১৬২-১৬৩ ]

#ilmweb
13
‘সত্যবাদী আত্মা এবং মানুষের উত্তম দুয়া এমন সেনাবাহিনী, যা কখনোই পরাজিত হয় না।’
__
ইমাম ইবনু তাইমিয়াহ
[ মাজমুয়ুল ফাতাওয়া : ২৮/৬৪৪ ]

#ilmweb
14
‘হক সবসময়ই বিজয়ী এবং পরীক্ষার সম্মুখীন। অতএব, আল্লাহর এ দুটো চিরন্তন রীতির ব্যাপারে বিস্মিত হওয়ার কিছু নেই।’
____
ইমাম ইবনুল কাইয়িম
[ আল-কাসিদাতুন নুনিয়াহ : ২/১৪ ]

#ilmweb
11
‘বল— আমি তোমাদের মতই একজন মানুষ। আমার নিকট ওহী প্রেরণ করা হয় যে, তোমাদের ইলাহ কেবল এক ইলাহ। সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদাতে কাউকে শরিক না করে।’

[সুরা আল-কাহফ, ১৮ : ১১০]


#ilmweb
6
'আকল হলো পুঁজি। মূর্খের সাহচর্যে কোনো কল্যাণ নেই। সে সাহায্য করতে চাইলেও শেষে বিপদ ডেকে আনে।'
___
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি

@ইলমওয়েব পাবলিশিং
#ilmweb
6
‘ও রব, আমাদের এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন, যারা আমাদের চোখ শীতল করবে। আর আমাদের মুত্তাকিদের নেতা বানিয়ে দিন।’
[ সুরা আল-ফুরকান, ২৫ : ৭৪ ]

#ilmweb
14
স্বকীয় সত্তা হিসেবে মানুষের পারস্পরিক বোঝাপড়া সামাজিক বৈশিষ্ট্য৷ এর যেকোনো ধরনের লঙ্ঘন কলহ তৈরি করে৷ অপরদিকে এক রবের কাছে মানুষ পুরোই নির্ভরশীল সত্তা। সে নিজেকে বিলিয়ে দিতে চায়, ভেঙে দিতে চায়। রবের কাছে সমগ্র আমিত্ব চুরমার ছাড়া মানুষ ইবাদতের চূড়ান্ত স্তরে যেতে পারে না।

#ilmweb
6😁1
‘আর যে ব্যক্তি একনিষ্ঠ ও বিশুদ্ধচিত্তে আল্লাহর কাছে নিজকে সমর্পণ করে, সে তো শক্ত রশি আঁকড়ে ধরে। আর সকল বিষয়ের পরিণাম আল্লাহরই কাছে।’
[ সুরা লুকমান, ৩১ : ২২ ]

#ilmweb
8
এ জীবনে ব্যর্থ হলেও ক্ষতি নেই, যদি হিসাবের দিনে হিসাব সহজ হয়। কিন্তু বাহ্যত এই দুনিয়ার জীবনের ব্যর্থতাই মানুষকে গ্রাস করে ফেলে।

#ilmweb
👍11
উম্মাহবোধ জাগ্রত না-হওয়া পর্যন্ত কারও ইমান ও তাওহিদ পূর্ণতা পায় না। বৃহৎ উম্মাহর মাঝে অশুদ্ধ আকিদাহধারী, বিদআতে লিপ্ত ও পাপী মুসলিমও রয়েছে। উম্মাহর প্রতিটি সদস্যের ব্যথায় ব্যথাতুর যদি না হোন, তবে আপনার ইমান নিয়ে চিন্তা করুন। উম্মাহর রক্তপাতে আপনি যদি মাসলাক-মাযহাব খুঁজে বেড়ান, তবে আপনার দ্বীন ও ফিকর নিয়ে ভাবুন। নবায়ন করুন নিজের দ্বীন, ইমান ও তাওহিদ।

#ilmweb
9
‘নাকি যারা পাপ কাজ করে তারা মনে করে, তারা আমাকে রেখে সামনে চলে যাবে? কতই না নিকৃষ্ট, যা তারা ফায়সালা করে!’
[ সুরা আল-আনকাবুত, ২৯ : ৪ ]

#ilmweb
😢6👍2
কোর্স : ইসলামোফোবিয়া
ইন্সট্রাক্টর : ইরফান সাদিক

আসছে, ইনশাআল্লাহ.....

#ilmweb
👍136
'কুরআন তিলাওয়াত ও তাদাব্বুর হলো অন্যতম শ্রেষ্ঠ নফল আমল। এর মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জিত হয়।'
___
ইমাম ইবনু রজব (রাহিমাহুল্লাহ)
[ মাজমুয়ুর রাসায়িল ]

#ilmweb
12👍1
‘আমার বান্দাদের জানিয়ে দাও, আমিই ক্ষমাপরায়ণ, পরম দয়ালু।’
[ সুরা আল-হিজর, ১৫ : ৪৯ ]

#ilmweb
8