'রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা কিছু এসেছে, তা মাথা ও চোখের ওপর রাখি এবং সাহাবিদের কাছ থেকে যা এসেছে, তা পছন্দ করি। এ ছাড়া অন্যদের ব্যাপারে কথা হলো, তাঁরাও মানুষ, আমরাও মানুষ।'
____
ইমাম আবু হানিফা (রাহিমাহুল্লাহ)
[ ইমাম যাহাবি, মানাকিবুল ইমাম আবি হানিফা ওয়া সহিবাইহি, পৃষ্ঠা : ৩২; তিনি নুআইম বিন হাম্মাদ থেকে, তিনি আবু ইসমাহ নুহ থেকে, আর তিনি সরাসরি আবু হানিফা থেকে উক্তিটি শুনেছেন ]
#ilmweb
____
ইমাম আবু হানিফা (রাহিমাহুল্লাহ)
[ ইমাম যাহাবি, মানাকিবুল ইমাম আবি হানিফা ওয়া সহিবাইহি, পৃষ্ঠা : ৩২; তিনি নুআইম বিন হাম্মাদ থেকে, তিনি আবু ইসমাহ নুহ থেকে, আর তিনি সরাসরি আবু হানিফা থেকে উক্তিটি শুনেছেন ]
#ilmweb
❤12
সন্তানের দ্বীনি ভিত মজবুত করতে বাবা-মায়ের তরবিয়াতের বিকল্প নেই। আমাদের যুগের এক বিখ্যাত প্রাক্তন কারাবন্দি আলিম (আরব) ও দায়ির ছেলে তার মাকে বলেছিল, ‘আমার বাবা একজন ভালো মানুষ, আমি তাঁকে ভালোবাসি, তাঁকে নিয়ে আমি গর্বিত। কিন্তু আমি তাঁকে আমাদের সাথে দেখতে চাই, কারাগারে নয়।’
শাইখের স্ত্রী জবাব দিয়েছিলেন, ‘উমার, এসব তুমি কী বলছ?! আমি কি তোমাকে ইবরাহিম আলাইহিস সালামের ঘটনাটি বলিনি যে, তিনি যে বিষয়ের দিকে আহ্বান করেছিলেন, সে জন্য তাঁকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল? আর মুসা ও ঈসা আলাইহিমাস সালাম, আসহাবুল কাহফ আর আসহাবুল উখদুদের কথাও ভুলে গেলে?!’
যুগ যুগ ধরে ইসলামি দাওয়াত এভাবেই এগিয়েছে। কুরআন আমাদের যে চিত্র দেয়, সে চিত্র এড়িয়ে ভবিষ্যৎ প্রজন্ম বিনির্মাণ করা যাবে না। সন্তানের দ্বীনদারিতার পেছনে মূল কারিগর বাবা-মা।
#ilmweb
শাইখের স্ত্রী জবাব দিয়েছিলেন, ‘উমার, এসব তুমি কী বলছ?! আমি কি তোমাকে ইবরাহিম আলাইহিস সালামের ঘটনাটি বলিনি যে, তিনি যে বিষয়ের দিকে আহ্বান করেছিলেন, সে জন্য তাঁকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল? আর মুসা ও ঈসা আলাইহিমাস সালাম, আসহাবুল কাহফ আর আসহাবুল উখদুদের কথাও ভুলে গেলে?!’
যুগ যুগ ধরে ইসলামি দাওয়াত এভাবেই এগিয়েছে। কুরআন আমাদের যে চিত্র দেয়, সে চিত্র এড়িয়ে ভবিষ্যৎ প্রজন্ম বিনির্মাণ করা যাবে না। সন্তানের দ্বীনদারিতার পেছনে মূল কারিগর বাবা-মা।
#ilmweb
❤14👍3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
'তিনি কাউকে জান্নাতে দিলে এটা তাঁর উদারতা। আর জাহান্নামে নিক্ষেপ করলে তাও তাঁরই ইনসাফ।'
___
শাইখ আহমাদ মুসা জিবরিল
[ আকিদাহর মূলনীতি ]
@ইলমওয়েব পাবলিশিং
___
শাইখ আহমাদ মুসা জিবরিল
[ আকিদাহর মূলনীতি ]
@ইলমওয়েব পাবলিশিং
❤8
'আমি এ ব্যাপারটা ভেবে দেখলাম যে, হাদিস আর রায়ের (ব্যক্তিমত) মাঝে কী আছে? আমি হাদিসের মাঝে পেলাম রবের কথা, তাঁর রুবুবিয়াহ, মর্যাদা ও বড়ত্বের কথা, আরশ, জান্নাত ও জাহান্নামের বৈশিষ্ট্যের কথা। আরও পেলাম বিভিন্ন নবি ও রাসুলের কথা, হালাল-হারাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষার প্রেরণা। বিভিন্ন কল্যাণের উৎস সেখানে পেলাম। এরপর আমি রায়ের দিকে নজর দিলাম। সেখানে পেলাম ধোঁকা, বিশ্বাসঘাতকতা, কৌশল, আত্মীয়তার সম্পর্কছেদন। একে পেলাম বিভিন্ন অকল্যাণের উৎস হিসেবে।'
___
ইমাম ইউনুস ইবনু সুলাইমান আস-সাকতি
[ ইমাম ইবনু রজব, জামিয়ুল উলুমি ওয়াল হিকাম ]
#ilmweb
___
ইমাম ইউনুস ইবনু সুলাইমান আস-সাকতি
[ ইমাম ইবনু রজব, জামিয়ুল উলুমি ওয়াল হিকাম ]
#ilmweb
❤7👍3🔥3
'মহাপ্রলয়;
মহাপ্রলয়টা কী?
তুমি কি জানো, কী সেই মহাপ্রলয়?
যেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে
আর পাহাড়গুলো হবে ধুনিত পশমের মতো;
তখন যার পাল্লা ভারী হবে
সে সুখী জীবনযাপন করবে।
আর যার পাল্লা হালকা হবে
তার ঠিকানা হবে এক গভীর গর্ত (জাহান্নাম)।
তুমি কি জানো সেটা কী?
উত্তপ্ত আগুন।'
____
[ সুরা আল-কারিয়াহ ]
#ilmweb
মহাপ্রলয়টা কী?
তুমি কি জানো, কী সেই মহাপ্রলয়?
যেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে
আর পাহাড়গুলো হবে ধুনিত পশমের মতো;
তখন যার পাল্লা ভারী হবে
সে সুখী জীবনযাপন করবে।
আর যার পাল্লা হালকা হবে
তার ঠিকানা হবে এক গভীর গর্ত (জাহান্নাম)।
তুমি কি জানো সেটা কী?
উত্তপ্ত আগুন।'
____
[ সুরা আল-কারিয়াহ ]
#ilmweb
😢12❤4
ইমান ও তাওহিদ অমূল্য সম্পদ। উত্তম চরিত্র ও ইনসাফবোধের মতো আভিজাত্য আর নেই। ভদ্রতা, উন্নত চরিত্র ও ইনসাফবোধ হচ্ছে ইমানদার মুমিন-মুসলিমের আভিজাত্য। এই আভিজাত্যের আলোর সামনে সবধরনের পঙ্কিলতা, ভ্রষ্টতা ও ধূর্ততার চোখ ঝাপসা হয়ে যায়। তীব্র আলোয় আর তাকাতে পারে না।
মুমিনের আভিজাত্য তাকে মন্দের জবাবে মন্দে লিপ্ত হতে উৎসাহ দেয় না। বরং সে হয় আরও উদার ও বিনীত। সে হয় ক্ষমা করে নয়তো এক মাবুদের সামনে অভিযোগ পেশ করে। দুআয় প্রশান্ত আত্মা আভিজাত্যকে করে তোলে আরও বর্ণাঢ্যময়। মন্দ গালাগাল, মিথ্যাচক্র কিংবা ধূর্ততা-কূটচালে মুমিন নিশ্চুপ থাকে। মুমিনের এই নীরবতা তার আভিজাত্যে দেয় আরেক মাত্রা।
তাই, বিশুদ্ধ তাওহিদ ও ইমানে প্রতিষ্ঠিত মুমিনের চিত্র থাকে প্রশান্ত, নির্ভার। কোনো ধরনের চঞ্চলতায় ইনসাফের আভিজাত্য থেকে সে পিছে সরে না। সে চারদিকে দৃষ্টি বুলিয়ে পঙ্কিল চিৎকার-চেঁচামেচি ও মিথ্যার বিস্তৃত জাল দেখে থাকে নির্লিপ্ত। তার চেহারায় আভিজাত্য তখন পূর্ণরূপে ধরা দেয়।
আসুন ভদ্রতা, উত্তম চরিত্র ও ইনসাফবোধের আভিজাত্য গ্রহণ করি।
#ilmweb
মুমিনের আভিজাত্য তাকে মন্দের জবাবে মন্দে লিপ্ত হতে উৎসাহ দেয় না। বরং সে হয় আরও উদার ও বিনীত। সে হয় ক্ষমা করে নয়তো এক মাবুদের সামনে অভিযোগ পেশ করে। দুআয় প্রশান্ত আত্মা আভিজাত্যকে করে তোলে আরও বর্ণাঢ্যময়। মন্দ গালাগাল, মিথ্যাচক্র কিংবা ধূর্ততা-কূটচালে মুমিন নিশ্চুপ থাকে। মুমিনের এই নীরবতা তার আভিজাত্যে দেয় আরেক মাত্রা।
তাই, বিশুদ্ধ তাওহিদ ও ইমানে প্রতিষ্ঠিত মুমিনের চিত্র থাকে প্রশান্ত, নির্ভার। কোনো ধরনের চঞ্চলতায় ইনসাফের আভিজাত্য থেকে সে পিছে সরে না। সে চারদিকে দৃষ্টি বুলিয়ে পঙ্কিল চিৎকার-চেঁচামেচি ও মিথ্যার বিস্তৃত জাল দেখে থাকে নির্লিপ্ত। তার চেহারায় আভিজাত্য তখন পূর্ণরূপে ধরা দেয়।
আসুন ভদ্রতা, উত্তম চরিত্র ও ইনসাফবোধের আভিজাত্য গ্রহণ করি।
#ilmweb
👍6❤3
আবু বকর আস-সিদ্দিক (রাদিয়াল্লাহু আনহু) একবার আলা ইবনুল হাযরামি রাদিয়াল্লাহু আনহুকে মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করতে বাহরাইন পাঠালেন। তো মরুভূমিতে সফর করতে করতে তাঁরা তীব্র পানি পিপাসায় পড়েন। তাঁদের চোখেমুখে মৃত্যুর ছাপ স্পষ্ট হয়ে ওঠে। তিনি এক জায়গায় নেমে দুই রাকাআত সালাত আদায় করে আল্লাহর কাছে দুয়া করেন―ইয়া হালিম (অতি সহনশীল), ইয়া আলিম (সর্বজ্ঞাত), ইয়া আলিইয়ু (সর্বসমুন্নত), ইয়া আযিম (সর্বসম্মানিত), আপনি আমাদের পিপাসা নিবারণ করে দিন। অমনি পাখির ডানার মতো একখণ্ড মেঘ দেখা দিলো, ঝরঝর করে মুষলধারে বৃষ্টি নামতে শুরু করল। তাঁরা সব পাত্র-পেয়ালা ভরে জন্তু-জানোয়ারগুলোকেও তৃপ্ত করালেন। তিনি বলেন, ‘তারপর আমরা সফর করতে করতে “দারাইন” গিয়ে পৌঁছলাম। আমাদের ও মুরতাদ বাহিনীর মাঝে একটি সমুদ্র ছিল।’
❤8
.
অন্য এক বর্ণনায় এসেছে, ‘আমরা একটি নদীর তীরে উপস্থিত হলাম। আমাদের আগে কেউ এই নদী পার হয়নি আর আমাদের পরও কেউ পেরোবে না। কারণ, সেখানে আমরা কোনো নৌকাই দেখতে পাইনি। নৌকাগুলো তো মুরতাদরা জ্বালিয়ে দিয়েছিল।’ তারপর তিনি দুই রাকাআত সালাত পড়ে দুয়া করলেন―ইয়া হালিম (অতি সহনশীল), ইয়া আলিম (সর্বজ্ঞাত), ইয়া আলিইয়ু (সর্বসমুন্নত), ইয়া আযিম (সর্বসম্মানিত), আপনি আমাদের নদী পার করে দিন। এরপর তিনি ঘোড়ার লাগাম ধরে বললেন―প্রিয় ভাইয়েরা, তোমরা নদী পেরিয়ে যাও।’
.
আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) বলেন, ‘তারপর আমরা পানির ওপর দিয়ে হেঁটে হেঁটে নদী পার হয়ে গেলাম। আল্লাহর শপথ করে বলছি, আমাদের কারও পায়ে একটুও পানি লাগেনি, কারও মোজা সামান্যও ভেজেনি, কারও ঘোড়ার খুরে একটু পানিও স্পর্শ করেনি, অথচ সৈন্যসংখ্যা ছিল চারহাজার।’
.
[ আল-আকিদাতু ওয়া আসারুহা ফি বিনায়িল জিল; শারহু উসুলি ইতিকাদি আহলিস সুন্নাহ, ৯/১৬১-১৬২ ]
অন্য এক বর্ণনায় এসেছে, ‘আমরা একটি নদীর তীরে উপস্থিত হলাম। আমাদের আগে কেউ এই নদী পার হয়নি আর আমাদের পরও কেউ পেরোবে না। কারণ, সেখানে আমরা কোনো নৌকাই দেখতে পাইনি। নৌকাগুলো তো মুরতাদরা জ্বালিয়ে দিয়েছিল।’ তারপর তিনি দুই রাকাআত সালাত পড়ে দুয়া করলেন―ইয়া হালিম (অতি সহনশীল), ইয়া আলিম (সর্বজ্ঞাত), ইয়া আলিইয়ু (সর্বসমুন্নত), ইয়া আযিম (সর্বসম্মানিত), আপনি আমাদের নদী পার করে দিন। এরপর তিনি ঘোড়ার লাগাম ধরে বললেন―প্রিয় ভাইয়েরা, তোমরা নদী পেরিয়ে যাও।’
.
আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) বলেন, ‘তারপর আমরা পানির ওপর দিয়ে হেঁটে হেঁটে নদী পার হয়ে গেলাম। আল্লাহর শপথ করে বলছি, আমাদের কারও পায়ে একটুও পানি লাগেনি, কারও মোজা সামান্যও ভেজেনি, কারও ঘোড়ার খুরে একটু পানিও স্পর্শ করেনি, অথচ সৈন্যসংখ্যা ছিল চারহাজার।’
.
[ আল-আকিদাতু ওয়া আসারুহা ফি বিনায়িল জিল; শারহু উসুলি ইতিকাদি আহলিস সুন্নাহ, ৯/১৬১-১৬২ ]
❤16❤🔥1👍1
ইন্টারফেইথ : আবরাহামিক হাউজ [পর্ব : ৬]
--শাইখ আহমাদ মুসা জিবরিল
ইউটিউব লিংক : https://www.youtube.com/watch?v=uyGGEHDZ5SI
--শাইখ আহমাদ মুসা জিবরিল
ইউটিউব লিংক : https://www.youtube.com/watch?v=uyGGEHDZ5SI
❤5