ilmweb
3.09K subscribers
506 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
'ইবনু তাইমিয়াহ খুব দারিদ্র্যে জীবনযাপন করতেন। তাঁকে কারাগারে বন্দি রাখা হয়েছিল, তিনি অনেক হুমকির মুখে ছিলেন। কিন্তু তাঁর মতো এত সুখী মানুষ কখনো আর কাউকেই দেখিনি।'
_______
ইমাম ইবনুল কাইয়িম
[ আল-ওয়াবিল : ১১০ ]

#ilmweb
15
দ্বীন, তাওহিদ, দাওয়াহ ইত্যাদির সাথে ভদ্রতা, ইনসাফ ও উন্নত চরিত্রের সংযোগ জরুরি। যতক্ষণ পর্যন্ত উন্নত চরিত্রের লোকেরা এই দ্বীন, তাওহিদ ও দাওয়াহর পতাকা ধারণ করবেন না, ততক্ষণ পর্যন্ত দ্বীনের দাওয়াহসহ প্রতিটি ক্ষেত্রে কাঙ্ক্ষিত সফলতা আসবে না।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাই দুনিয়ার নিষ্পাপ পুরুষদেরকে নবুওয়াতের দায়িত্বভার অর্পণ করেছেন। চরিত্র-বংশে নবিরা ছিলেন সমকালীন প্রবাদপুরুষ। আলাইহিমুস সালাম। আজও এর প্রয়োজনীয়তা রয়েছে। প্রতি পদে পদে এর গুরুত্ব অনুভূত হয়। ক্ষোভ, রাগ ও গোস্বা মেটানোর প্রবণতা দ্বীনের দাওয়াতের পথকে কলুষ করে দেবে।

ভদ্রতা, উন্নত চরিত্র ও দলিলের মাধ্যমে ভ্রান্ত মতবাদ ও বিভ্রান্তদের খণ্ডন সম্ভব। এটাই ইসলামি শিষ্টাচারের তরিকা। কাউকে ব্যক্তিগতভাবে ছোট করা, হেয় করা নীতি-আদর্শের খেলাফ। মুমিনের আগাগোড়াই সুন্দর। মুমিন যৌক্তিক পন্থায় এগোয়। সুন্দরভাবেও ভিন্নমতের প্রতি আপত্তি করা যায়। দাওয়াহর উপস্থাপনা শত্রুকেও করে দিতে পারে পরম বন্ধু।

আবার ব্যক্তি বা কোনো দল শরিয়াহর মানদণ্ড নয়। নিজের দল বা পছন্দের ব্যক্তিকে সবার ওপর চাপিয়ে দেয়া যেমন অন্যায় ও সংকীর্ণতা, ঠিক তেমনি দল বা ব্যক্তির ব্যাপারে আপত্তি উত্থাপিত হলেই অপরকে বাজে নামে উচ্চারণও প্রচণ্ড রকমের জড়তা ও উগ্রতা। মনমাফিক না হলেই কাউকে কাফির, বিদআতি, খারিজি, মুরজিয়া বলা গর্হিত কাজ। এগুলো ক্ষেত্রবিশেষে আকিদাহরই বিপর্যয়। দ্বীনি আকিদাহ ও শরিয়াতের জ্ঞান সম্পর্কে বেখবর ব্যক্তিরাই এমন করতে পারে।

যারা সিদ্ধান্তের ক্ষেত্রে আবেগ ও রাগের বশীভূত হয়, তারা বেশি ভুল করে। আর যারা বেশি ভুল করে, তাদের পথ থেকে চ্যুত হওয়ার সম্ভাবনাও থাকে দ্রুত।

আল্লাহ আমাদের হিফাযাত করুন।

#ilmweb
11👍1
'আর তারা আল্লাহকে যথোচিত সম্মান করেনি। কিয়ামতের দিন সমস্ত জমিন তাঁর হাতের মুঠোয় থাকবে এবং আসমানগুলো থাকবে ভাঁজ করা অবস্থায় তাঁর ডান হাতে। পবিত্র ও মহান তিনি। ওরা যাকে শরিক করে, তিনি তার ঊর্ধ্বে।'
[ সুরা আয-যুমার, ৩৯ : ৬৭ ]

#ilmweb
5
''মাবাদিয়ু তাজউইদিল কুরআন'' কোর্স রেজিস্ট্রেশনের সুযোগ আর মাত্র ০৫ দিন বাকি আছে...

মাবাদিয়ু তাজউইদিল কুরআন [বুনিয়াদি তাজবিদ]

কোর্স ফি : ৩০০৳ (এককালীন)
কোর্স-ব্যপ্তি : ০৩ মাস
দারস সংখ্যা : ২২টি

রেজিস্ট্রেশন লিংক : https://schooling.ilmweb.net/courses/iwsq01/

রেজিস্ট্রেশনের শেষ তারিখ : জুলাই ১৩, ২০২৩
ক্লাস শুরু : জুলাই ১৫, ২০২৩ (সম্ভাব্য)
.
কোর্স-সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করুন :
পেজ ইনবক্স
ইমেইল : schooling@ilmweb.net
ফোন : ০১৩২৪-৭৪৪০০১
❛হক আঁকড়ে ধরো, এমনকি হকের কারণে তোমার মৃত্যু হলেও আঁকড়ে ধরো।❜
_
উমার ইবনুল খাত্তাব (রাদিয়াল্লাহু আনহু)
[ রওদাতুল উকালা ]

#ilmweb
12👍2🔥1
‘মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতে তোমাদেরকে ফিরিয়ে নেব এবং মাটি থেকেই আবার তোমাদেরকে বের করব।’
[সুরা ত্বহা, ২০ : ৫৫]

#ilmweb
11
'তাওবাহর লক্ষণ হলো অতীতের জন্য কাঁদা, গোনাহয় লিপ্ত হতে ভয় পাওয়া এবং খারাপ সাহচর্য ছেড়ে ভালোদের সাহচর্য বজায় রাখা।'
___
শাকিক আল-বালখি (রাহিমাহুল্লাহ)
[ আয-যাহাবি, সিয়ারু আলামিন নুবালা : ৯/৩১৫ ]

#ilmweb
10
'আসলে সত্যের জায়গায় অনুমান কোনো কাজে আসে না।'
[ সুরা ইউনুস, ১০ : ৩৬ ]

#ilmweb
11👍1
‘যারা ইমান এনেছে এবং নিজ ইমানকে যুলমের (শিরকের) সাথে মিশ্রিত করেনি, তাদের জন্যই নিরাপত্তা এবং তারাই হিদায়াতপ্রাপ্ত।’
[সুরা আল-আনআম, ৬ : ৮২]

#ilmweb
17👍1
‘এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য থেকে শত্রু বানিয়েছি। আর পথপ্রদর্শক ও সাহায্যকারী হিসেবে তোমার রবই যথেষ্ট।’
[সুরা আল-ফুরকান, ২৫ : ৩১]

#ilmweb
10
'মুহাসাবার ঘাটতি ও প্রবৃত্তির অনুসরণে অন্তর মরে যায়।'
__
ইমাম ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ)
[ আল-ইগাসাহ, খণ্ড : ১, পৃষ্ঠা : ১৫৭ ]
6😢4
‘তোমরা কি ভাবনামুক্ত হয়ে গেছ, আকাশে যিনি আছেন তিনি তোমাদের ভূগর্ভে বিলীন করে দেবেন না, যখন তা হঠাৎ থরথর করে কাঁপতে থাকবে?’
[ সুরা আল-মুলক, ৬৭ : ১৬ ]

#ilmweb
😢14
‘আল্লাহ কি তাঁর বান্দার জন্য যথেষ্ট নন? অথচ তারা তোমাকে আল্লাহর পরিবর্তে অন্যদের ভয় দেখায়। আর আল্লাহ যাকে পথহারা করেন, তাকে কেউ পথ দেখাতে পারে না।’
[সুরা আয-যুমার, ৩৯ : ৩৬]

#ilmweb
9
আজ সকালে মুহতারাম উসতায শায়খ শাইখুল ইসলাম হাফিযাহুল্লাহর বাবা মৃত্যুবরণ করেছেন। বুনিয়াদি আকিদাহ কোর্সের নতুন শিডিউল না-দেয়া পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষা করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আল্লাহ শায়খ ও তাঁর পরিবারকে সবর এখতিয়ারের তাওফিক দিন।

ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

#ilmweb
😢25
'ইবনু তাইমিয়াহ যদি শাইখুল ইসলাম না হন, তাহলে কে আছে এর যোগ্য?'
____
ইবনুল হারিরি আল-হানাফি
[আর-রাদ্দুল ওয়াফির, পৃষ্ঠা : ২৫]

#শাইখুল_ইসলাম
#Shaykhul_Islam
#Shaikhul_Islam
🔥82
‘তাদের রবের কাছে তাদের পুরস্কার হবে স্থায়ী জান্নাত, যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত, সেখানে তারা থাকবে স্থায়ীভাবে। আল্লাহ তাদের ওপর সন্তুষ্ট, তারাও আল্লাহর ওপর সন্তুষ্ট। এইসব তার জন্য, যে তার রবকে ভয় করে।’
[সুরা আল-বাইয়্যিনাহ, ৯৮ : ৮ ]

#ilmweb
10
ইসলাম পরিপূর্ণ দ্বীন। এর প্রতিটি আমল, বিধানই মুমিনের পরম আকাঙ্ক্ষা। যে বা যারা ইসলামের একটি বিধানকে আরেকটি বিধানের বিপরীতে দাঁড় করায়, তারা মূলত অন্তরের রোগী। ইসলামের প্রতিটি বিধানকে স্বস্তরে রেখে মূল্যায়ন করতে হবে। কোনো বিধানের ওপর আমল না-করতে পারাটা নিজের বা নিজেদের ব্যর্থতা। এই ব্যর্থতা ঢাকতে গিয়ে শরিয়াতের বিধানগুলোর মাঝে আন্ত:সংঘর্ষ তৈরি করা একে তো আকলের অভাব বটেই, সেই সাথে এটা নফসের নির্লজ্জ দাসত্বও।

#ilmweb
11👏1
'ইমাম ইবনু তাইমিয়াহর মাঝে মুজাদ্দিদ হওয়ার যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, তা চার ইমামের মাঝেও ছিল না।'
____
শিবলি নুমানি (রাহিমাহুল্লাহ)
[মাকালাতে শিবলি : ৫/৬৫-৬৬]

#শাইখুল_ইসলাম
#shaykhul_Islam
#shaikhul_Islam
🤯5👍3🥴2
‘হে মানুষ, তোমাদের ওপর আল্লাহর নিয়ামাতকে স্মরণ করো।’
[ সুরা ফাতির, ৩৫ : ৩ ]

#ilmweb
10
‘বল, ‘তোমরা তোমাদের অন্তরসমূহে যা আছে তা গোপন কর বা প্রকাশ কর, আল্লাহ তা জানেন। আর আসমান ও জমিনে যা কিছু, তাও তিনি জানেন। আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান।’
[সুরা আলি-ইমরান, ৩ : ২৯]

#ilmweb
8