ilmweb
3.08K subscribers
506 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘অতঃপর ইব্রাহীম বললেন, হে আমার পুত্র! আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে যবেহ করছি; এখন তোমার অভিমত কি? সে বললঃ হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে, তাই পালন করুন। ইনশাআল্লাহ! আপনি আমাকে সবরকারীরূপে পাবেন।’

[ সুরা আস-সাফফাত, ৩৭ : ১০২ ]


#ilmweb
5👍3
‘আমি আমার অন্তরের প্রশান্তি সেই সত্তার সান্নিধ্যেই খুঁজে পেয়েছি, যাঁর কাছে আমার যাবতীয় প্রয়োজনের বিহিত রয়েছে।’
____
গাযওয়ান ইবনু ইউসুফ আল-মাযুনি
[ ইবনু আবিদ দুনইয়া, আল-উযলাতু ওয়াল ইনফিরাদু ]

#ilmweb
16
'ইমাম ইবনু তাইমিয়াহ রাহিমাহুল্লাহর একটি ঐতিহাসিক কৃতিত্ব হলো, তিনি যেমন কুরআন-সুন্নাহকে আকাইদের উৎস বানাবার ওপর জোর আহ্বান করেছেন এবং এর ওপর নিজেও সাফল্যের সাথে আমল করেছেন, তেমনি কুরআন-সুন্নাহকে ফিকাহ ও আহকামের উৎস বানিয়ে সেগুলোকে হকের মাপকাঠি অভিহিত করার জোর আহ্বান জানিয়েছেন।'
___
শাইখ আবুল হাসান আলি নাদবি
[ ফিকাহ সংকলন, পৃষ্ঠা : ৬৪ ]

#ilmweb
10
'তিনিই তাঁর বান্দাদের তাওবাহ কবুল করেন এবং পাপ ক্ষমা করেন। আর তোমরা যা কিছু করো, তিনি তা জানেন।'
[ সুরা আশ-শুরা, ৪২ : ২৫ ]

#ilmweb
9
''মাবাদিয়ু তাজউইদিল কুরআন'' কোর্স রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে...

মাবাদিয়ু তাজউইদিল কুরআন [বুনিয়াদি তাজবিদ]

কোর্স ফি : ৩০০৳ (এককালীন)
কোর্স-ব্যপ্তি : ০৩ মাস
দারস সংখ্যা : ২২টি

রেজিস্ট্রেশন লিংক : https://schooling.ilmweb.net/courses/iwsq01/

রেজিস্ট্রেশনের শেষ তারিখ : জুলাই ১৩, ২০২৩
ক্লাস শুরু : জুলাই ১৫, ২০২৩ (সম্ভাব্য)
.
কোর্স-সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করুন :
পেজ ইনবক্স
ইমেইল : schooling@ilmweb.net
ফোন : ০১৩২৪-৭৪৪০০১
🔥21
‘অবশ্যই আমি এই কুরআনে মানুষের জন্য যাবতীয় দৃষ্টান্ত বিশদভাবে বর্ণনা করেছি।
কিন্তু এই মানুষই বেশি তর্কপ্রিয়।’
[সুরা আল-কাহাফ, ১৮: ৫৪ ]

#ilmweb
14😢2
‘যারা কুফরি করে তাদের জন্য রয়েছে কঠিন আযাব; আর যারা ঈমান আনে ও নেক আমল করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা প্রতিফল।’
[ সুরা ফাতির, ৩৫ : ৭ ]

#ilmweb
9
মানুষের যত বিপদ-আপদ সব হাতের অর্জন। আল্লাহর হকের ব্যাপারে বেখেয়াল হলে ঠিকই মাখলুক দ্বারা কষ্ট পেতে হয়।

#ilmweb
7😢2
আনন্দ, খুশি এই ঈদের মাঝে হারানো পূর্ণাঙ্গ শরিয়াতকে খুঁজে পাবার চেষ্টাই মুমিনের ব্রত হওয়া উচিত।

#ilmweb
👍5
পার্থিবতা হচ্ছে নিজের ছায়ার মতো। আলোকে পেছনে ফেলে ছায়ার দিকে অনন্তকাল ছুটলেও তা ধরা দেয় না। অথচ আলোর দিকে ছুটে-চলা মানুষের পেছনে ছুটতে থাকে সেই ছায়া।

দুনিয়া ও পার্থিবতার পেছনে এমনিভাবেই ছুটছে মানুষ। আলোকিত বাস্তবতাকে পেছনে ফেলে পার্থিব সফলতা নামক ছায়ার দিকে ছুটে চলেছে। ভুলে গেছে তার চূড়ান্ত গন্তব্যের কথা।

@সংগৃহীত ও পরিমার্জিত

#ilmweb
8😢2
‘আল্লাহর পথনির্দেশ না মেনে যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে আছে? আল্লাহ যালিম সম্প্রদায়কে পথ দেখান না।’
[ সুরা আল-কাসাস, ২৮ : ৫০ ]

#ilmweb
5
আবদুল্লাহ ইবনু মাসউদ (রাদিয়াল্লাহু আনহু) বলেছেন, 'আল্লাহর সাথে মিলিত হওয়ার আগপর্যন্ত মুমিন বান্দার কোনো আরাম-আয়েশ নেই।'
___
ইমাম আহমাদ ইবনু হাম্বল
[ কিতাবুয যুহদ ]

#ilmweb
😢122
‘আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা কখনো তোমাকে প্ররোচিত করে, তাহলে তুমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাত।’
[ সুরা হা-মীম সিজদাহ, ৪১ : ৩৬ ]

#ilmweb
11
বান্দা যা পেতে উদগ্রীব ও বেচাইন, সে ব্যাপারেই তার সবরের পরীক্ষা করা হয়। সবর করলে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে, নয়তো ঝরে পড়ে।

#ilmweb
7💯3👍1
‘সত্যান্বেষীর জন্য একটি দলিলই যথেষ্ট। আর প্রবৃত্তিপূজারীর জন্য হাজার দলিলও কাজে আসে না। অজ্ঞ ব্যক্তিকে শিক্ষা দেয়া যায়, কিন্তু প্রবৃত্তিপূজারীর জন্য আমাদের কিছুই করার নেই।’
____
ইমাম নাসিরুদ্দিন আলবানি (রাহিমাহুল্লাহ)

#ilmweb
👍9🔥5😢1
‘তিনি পাপ ক্ষমাকারী, তাওবাহ কবুলকারী, কঠোর শাস্তিদাতা, অত্যন্ত অনুগ্রহশীল। তিনি ছাড়া (সত্য) কোনো ইলাহ নেই। তাঁর কাছেই চূড়ান্ত প্রত্যাবর্তন।’
[ সুরা গাফির, ৪০ : ৩ ]

#ilmweb
9
কোনো আদর্শ বা মানহাজ-তরিকা ব্যক্তিকেন্দ্রিক হওয়া মানেই সে আদর্শ দুর্বল ও পরাজিত। একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাম ছাড়া এর কোনো সুযোগ নেই। তাঁরা আল্লাহপ্রেরিত পুরুষ। তাঁদের আনুগত্যে কোনো প্রশ্ন চলে না।

#ilmweb
11
‘আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে-বুঝে হককে গোপন করো না।’
[ সুরা আল-বাকারাহ, ২ : ৪২ ]

#ilmweb
11
'তাঁর (নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আনুগত্য করো, আকল হৃদয়াঙ্গম করুক বা না-করুক।'
__
শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়াহ
[ মাজমুয়ুল ফাতাওয়া, খণ্ড : ৩, পৃষ্ঠা : ২৪৫ ]

#ilmweb
9
‘তুমি ধৈর্যসহ তাদের সাথেই অবস্থান করবে, যারা তাদের রবের সন্তুষ্টির উদ্দেশ্যে সকাল-সন্ধ্যায় তাঁকে ডাকে।’
[ সুরা আল-কাহফ, ১৮ : ২৮ ]

#ilmweb
12