ilmweb
3.08K subscribers
506 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
যুলহিজ্জাহর প্রথম দশ দিন | করণীয়
8👍1
সম্প্রতি লক্ষ করা যাচ্ছে আমাদের পেজে ইসলামি আচরণনীতিবিরুদ্ধ কমেন্ট করা হচ্ছে। অবাক করা বিষয় হলো দেশের স্বনামধন্য মাদরাসায় পড়ুয়া সুহবত বা সান্নিধ্যপ্রাপ্ত আলিম মানুষও রয়েছেন।

এত বছর মাদরাসায় পড়ে যদি ন্যূনতম আদব-আখলাক, মুমিনদের প্রতি সহনশীলতা ও সংকীর্ণতা দূর না হয়, তবে আমরা আফসোস ও দুআ ছাড়া আর কিছুই করতে পারি না। আমরা বিশ্বাস করি, কোনো দ্বীনি প্রতিষ্ঠান অশোভন আচরণের শিক্ষা দেয় না।

ইলম সহনশীলতা আনে, সংকীর্ণতা দূর করে। ইসলাম নামক বিশাল পরিবারের প্রতিটি সদস্যের প্রতি কল্যাণকামিতা ও দরদ তৈরি করে। ফিকহি মতবিরোধ অনিবার্য স্বাভাবিকতা, কিন্তু একে কেন্দ্র করে বিদ্বেষ কাম্য নয়।

#ilmweb
👍121
‘আমি আকাশ থেকে পরিমিত বৃষ্টি বর্ষণ করি, অতঃপর তা জমিনে সংরক্ষণ করি। আর আমি পানিকে সরিয়ে নিতেও অবশ্যই সক্ষম।’
[ সুরা আল-মু'মিনুন, ২৩ : ১৮ ]


#ilmweb
17
'কোনো আল্লাহর বান্দা ব্যাপক ইলমের অধিকারী হয়েও যদি আল্লাহকে চিনতে ব্যর্থ হয়, তবে তার ইলম তুচ্ছ ও অর্থহীন।'
__
ইমাম ইবনুল কাইয়িম
[ ইগাসাতুল লাহফান : ১/১৩৯ ]

#ilmweb
11😢7
‘আর তিনি তোমাদের জন্য জমিনে বিভিন্ন রং-এর বস্তুরাজি সৃষ্টি করেছেন। এতে ঐ সমস্ত লোকেদের জন্য নিশ্চিতভাবে নিদর্শন আছে যারা উপদেশ গ্রহণ করতে চায়।’
[ সুরা আন-নাহল, ১৬ : ১৩ ]

#ilmweb
5👍1
দ্বীন শেখার ক্ষেত্রে সুহবাত বা সান্নিধ্য এক বড় বিষয়। আজকাল কিছু সুহবাতপ্রাপ্ত ইলমধারীর জন্য শব্দটি বায়বীয় রূপ লাভ করতে যাচ্ছে। এত আকিদাহ, এত ফিকহ, এত আত্মশুদ্ধির আলাপ দিনশেষে ফলহীন বৃক্ষের মতো। আল্লাহ হিফাযাত করুন।

#ilmweb
😢7
বুনিয়াদি আকিদাহ কোর্সে যারা এনরোল করেছেন, দ্রুত টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। রেজিস্ট্রেশন নাম ও নাম্বার টেলিগ্রামের সাথে মিল রাখুন। নাহয় জয়েন রিকুয়েস্ট এক্সেপ্ট করা হবে না। আজ রাতেই অরিয়েন্টেশন ও প্রথম দারস। যত দ্রুত গ্রুপে জয়েন হয়ে নিন।

বি.দ্র. : সাইটে লগইন করে দারস-নির্দেশিকা পড়ুন।

#ilmweb
6
আল্লাহর ইচ্ছায় এক দীর্ঘ সময়জুড়ে বুনিয়াদি আকিদাহ কোর্সের প্রথম দারসটি হয়ে গেল। প্রশ্নোত্তর সেশনেও মুদাররিস শায়খ যথেষ্ট সময় নিয়ে উত্তর দেয়ার চেষ্টা করেছেন। এত সংখ্যক শিক্ষার্থী অনলাইনে লাইভে ছিলেন, সেটা সচরাচর দেখা যায় না। আল্লাহ সবাইকে ইখলাস ও আদব-আখলাকের সাথে কোর্স সম্পন্ন করার তাওফিক দিন।

#ilmweb_Schooling
#ilmweb
12👍6
‘আর তোমার রব ক্ষমাশীল, দয়াময়। তাদের কৃতকর্মের জন্য যদি তিনি তাদেরকে পাকড়াও করতেন, তবে অবশ্যই তাদের ওপর আযাব ত্বরান্বিত করতেন। বরং তাদের জন্য রয়েছে একটি প্রতিশ্রুত সময়, যাকে পাশ কাটিয়ে তারা কোনো আশ্রয়স্থল খুঁজে পাবে না।’
[ সুরা আল-কাহফ, ১৮ : ৫৮ ]


#ilmweb
10
আপনার আকিদাহ, আপনার মাসলাকচর্চা যদি আপনাকে ভদ্র আচরণের সন্ধান না দিতে পারে, তবে সে আকিদাহ, সে মাসলাকচর্চা নিয়ে নতুন করে ভাবুন।

আবার নতুন করে চিন্তা করুন, আপনার দ্বীনি প্রচেষ্টা, ত্যাগ কি স্রেফ দ্বীনের জন্য না কি নির্দিষ্ট কোনো মাসলাক-মতবাদের জন্য। নিয়াতকে যাচাই করুন, নবায়ন করুন।

#ilmweb
9
‘বল, ‘এটাই আমার পথ। আমি জেনে বুঝে আল্লাহর দিকে ডাকি, আমি ও আমার অনুসারীরা; আল্লাহ মহান, পবিত্র। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।’
[ সুরা ইউসুফ, ১২ : ১০৮ ]


#ilmweb
11
তিনটি জিনিস যার মাঝে থাকবে, সে পুণ্য লাভ করবে : ১. দান করা, ২. কষ্টে ধৈর্যধারণ করা, ৩. উত্তম কথা বলা।
__
ওয়াহাব ইবনু মুনাব্বিহ
[ সিয়ারু আলামিন নুবালা : ৪/৫৫০ ]

#ilmweb
12
যুলহিজ্জাহর প্রথম দশ দিন
- শাইখ মুহাম্মাদ সালিহ আল-মুনাজ্জিদ
[তৃতীয় সংস্করণ]

ডাউনলোড লিংক : https://shorturl.at/bluFR

#ilmweb
3
‘সেদিন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, আর তোমরা দলে দলে আসবে, আসমান খুলে দেয়া হবে আর তাতে হবে অনেক দরজা।’
[ সুরা আন-নাবা, ৭৮ : ১৮, ১৯ ]


#ilmweb
9
সাধারণ-বিশেষ নির্বিশেষে আজ আদব-আখলাকের অবক্ষয় দেখা যাচ্ছে। বাদ যাচ্ছেন না মাদরাসাশিক্ষার্থী কিংবা শিক্ষকও। নিজে কিনুন, আশপাশের সবাইকে উপহার দিন।

বই : চরিত্রশুদ্ধি
লেখক : ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি

@প্রকাশনা বিভাগ ইলমওয়েব

#ilmweb
👍52
‘আমি নির্ভর করি আল্লাহর ওপর; যিনি আমার রব আর তোমাদেরও রব। এমন কোনো জীব নেই যার কতৃত্ব তাঁর হাতে নেই।’
[ সুরা হুদ, ১১ : ৫৬ ]


#ilmweb
14
'মানুষের হিসাবগ্রহণের সময় ঘনিয়ে এসেছে, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে আছে।'
[ সুরা আল-আম্বিয়া, ২১ : ১ ]

#ilmweb
4😢2
‘আল্লাহর কাছে পৌঁছে না ওগুলোর (কুরবানি পশুর) রক্ত বা গোশত। বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া।’
[ সুরা আল-হজ্জ, ২২ : ৩৭ ]


#ilmweb
5
গরু কুরবানিতে বহুত্ববাদীদের অন্তর্জ্বালা বৃদ্ধি পায়। আল্লাহর তাওহিদের অপার মহিমা ছুঁয়ে যাক প্রত্যেক মুমিনের হৃদয়। জীবন সজীব হয়ে ওঠুক ইমান ও তাওহিদের পরিপূর্ণতায়।

#ilmweb
13
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
ঈদ মুবারক
10