ilmweb
3.07K subscribers
501 photos
37 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘আমি কেন সেই মহান সত্তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন? আর তোমাদেরকেও তো তাঁর কাছেই ফিরে যেতে হবে।’

[ সুরা ইয়াসিন, ৩৬ : ২২ ]

#ilmweb
16
ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে, সেই সাথে ভয়ও তাঁরই জন্য হতে হবে। আল্লাহর মতো কোনো জিনিসকে ভালোবাসা শিরক। একজন দেখছে একটা সিংহ তাকে মেরে ফেলবে, এ ক্ষেত্রে এই সিংহকে ভয় পাওয়া কি শিরক হবে? এটা শিরক হবে না। কবরে শায়িত মৃত ব্যক্তিকে ভয় করা। এ ভয় করা যে, এ ব্যক্তি অভিশাপ দেবে (ক্ষতি করার অদৃশ্য ক্ষমতায় বিশ্বাস)—এটা শিরক। ঘুষি দিতে পারে বলে কাউকে ভয় পাওয়া শিরক হয় না। কারণ, এটা ঘটার সম্ভাবনা রয়েছে।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— আকিদাহ তহাবিয়াহ
9
‘এটা তোমাদের কৃতকর্মের ফল। আল্লাহ তাঁর বান্দাদের প্রতি যুলুম করেন না।’

[ সুরা আল-আনফাল, ৮ : ৫১ ]

#ilmweb
👍10
‘তারা যদি তোমাদের কথা জানতে পারে তাহলে তোমাদেরকে হয় পাথর মেরে হত্যা করবে, অথবা তাদের ধর্মমতে ফিরিয়ে নেবে। আর এটা হলে তো তোমরা কখনোই সফল হবে না।’

[ সুরা আল-কাহফ, ১৮ : ২০ ]

#ilmweb
15👍1
আল্লাহ যুগে যুগে তাঁর প্রিয় বান্দা আম্বিয়া আলাইহিমুস সালামের মাধ্যমে পুরো মানবজাতিকে কল্যাণ ও প্রভূত উৎকর্ষের দিকে পথ দেখিয়েছেন বারবার। এ জন্য নিজে তিনি জ্ঞান পাঠিয়েছেন, ওয়াহি পাঠিয়েছেন এবং সতর্ক করেছেন। নিষ্পাপ নবিরাই ছিলেন সেই ওয়াহির জ্ঞানের ধারক ও বাহক। আল্লাহ তাঁদের মাধ্যমেই জানিয়ে দিয়েছেন মানবসৃষ্টির সেই কারণ। আল্লাহ বলেন,
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ
‘আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য।’
আল্লাহ সেই কারণ এক কথাতেই জানিয়ে দিলেন—একমাত্র তাঁরই ইবাদত, অর্থাৎ তাওহিদ। তাওহিদ সেই মূল কারণ, যার জন্য সৃষ্টির সূচনা থেকে আজ অবধি ধর্ম বনাম অধর্মের যুদ্ধ চলছে। এ সেই কারণ, যার জন্য নাযিল হয়েছে সালাত, যাকাতসহ পুরো শরিয়াহব্যবস্থা। তাওহিদ সেই কারণ যার জন্য সৃষ্টি করা হয়েছে জান্নাত-জাহান্নাম। আল্লাহ তাআলা এই মানবজাতির মুক্তির পথ নির্ধারণ করেছেন তাওহিদের বিশুদ্ধতার ওপর। মানুষ এই পথ থেকে ছিটকে পড়ে বারবার হোঁচট খেয়েছে, এই পথ থেকে ওই পথ, এই কুসংস্কার থেকে ওই অধর্মের পথে অন্ধকারে হাতরে বেড়িয়েছে বারবার। তৈরি করেছে নানা মতবাদ, পথ ও জীবনপদ্ধতি।
____
বই : কিশোর তাওহিদ শিক্ষা
5
‘মুসা যখন পরিণত বয়সে উপনীত হল এবং সুপুরুষ হল তখন আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।’

[ সুরা আল-কাসাস, ২৮ : ১৪ ]

#ilmweb
12
প্রাক-ইসলামি জাগরণের পর্যায়ে আমরা আজ বসবাস করছি। লক্ষ করছি, পৃথিবী এক বিরাট পরিবর্তনের দিকে এগোচ্ছে। আমি সত্যিই দুআ করি আর খুবই আশাবাদী যে, এই দশকের মাঝেই উম্মাহ একদিন আকস্মিক বিজয়ে জেগে উঠবে। সেই দিন প্রত্যেক মুমিন ও শান্তিপ্রিয়রা খুশি হবে। আর প্রত্যেক যালিম স্বৈরাচার ও আল্লাহর শত্রু অসন্তুষ্ট হবে। আমরা সেই দিনের অপেক্ষা করছি, যেদিন শুনব আল্লাহর জমিনে খিলাফাহ প্রতিষ্ঠিত হয়েছে।

____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : মুক্তিপথের খোঁজে
11👍1💯1
‘নিশ্চয়ই যারা ইমান এনেছে, সৎকর্ম করেছে এবং বিনীত হয়েছে তাদের রবের প্রতি, তারাই জান্নাতবাসী, তারা সেখানে স্থায়ী হবে।’

[ সুরা হুদ, ১১ : ২৩ ]

#ilmweb
14
আবু মুসা আল-আশআরি (রাদিয়াল্লহু আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, এক সফরে আমরা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। আমরা যখন কোন উপত্যকায় আরোহণ করতাম, তখন লা-ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার বলতাম। আর আমাদের আওয়াজ অতি উঁচু হয়ে যেত। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, ‘হে লোক সকল! তোমরা নিজেদের প্রতি সদয় হও। তোমরা তো বধির বা অনুপস্থিত কাউকে ডাকছ না। বরং তিনি তো তোমাদের সঙ্গেই আছেন, তিনি তো শ্রবণকারী ও নিকটবর্তী।’
——
[ সূত্র : সহিহ বুখারি, হাদিস নং : ২৯৯২ ]
13🥰1
‘তারা বলল, হায় আমাদের দুর্ভোগ! আমরা তো অবশ্যই যালিম ছিলাম।’

[ সুরা আল-আম্বিয়া, ২১ : ১৪ ]

#ilmweb
😢82
নারীবাদ প্রসঙ্গ :
শিক্ষিত নারীদের করার কিছুই নেই?
—এস এম সাওয়াবুল্লাহ্ হক

মুসলিম-সমাজকে যে প্রশ্ন দিয়ে সবচেয়ে বেশি দ্বন্দ্বে ফেলে দেয়া হয় তা হলো, নারীর অধিকার। বিগত দশক ধরে যেন আমাদের সমাজকে নারী নিয়েই প্রশ্নবিদ্ধ করার খেলায় মেতেছে সেক্যুলার সমাজ। তাদের লিবারেল আদর্শকে মাপকাঠি বা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিয়ে আমাদের দৃঢ় প্রাচীরসম গড়ে তোলা সামাজিক শৃঙ্খলকে দুর্বল করে তুলছে। এ কথা অস্বীকার করার উপায় নেই, তাদের এই কার্যক্রম বা এজেন্ডা বাস্তবায়নের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার আমাদের নারীরাই।
.
.
সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/নারীবাদ-প্রসঙ্গ
7😢1
‘তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করো। তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে ভালবাসেন না।’

[ সুরা আলি-ইমরান, ৩ : ৩২ ]

#ilmweb
10
আল্লাহ আমাদের তাঁর সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করতে বলেছেন। কারণ, তৈরিকৃত জিনিস তৈরিকারীর প্রমাণ বহন করে। আর সৃষ্টি তার স্রষ্টারই প্রমান ও চিহ্ন। আল্লাহ বলেন,

‘যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আসমান-জমিন সৃষ্টি নিয়ে চিন্তা-গবেষণা করে, তারা বলে—রব, এসব তুমি অনর্থক সৃষ্টি করোনি; সকল পবিত্রতা তোমারই, আমাদের জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও।’
[সুরা আলি ইমরান, ৩ : ১৯১]
____
বই : কিশোর তাওহিদ শিক্ষা [‘মিম্বারুত তাওহিদ’ সংকলিত]
পুনঃসংকলন, সংযোজন ও বিন্যাস : তাইব হোসেন
4
‘তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে-বুঝে হককে গোপন করো না।’

[ সুরা আল-বাকারাহ, ২ : ৪২ ]

#ilmweb
10
আল্লাহর পুরো সৃষ্টজগৎ, পাহাড়-পর্বত, সমতলভূমি, মানুষ, জিন, প্রাণী সবকিছুই সৃষ্টি করেছেন। আল্লাহর তো আমাদের প্রয়োজন নেই। তবে কেন আমরা ইবাদত করি? আমাদের আনুগত্যে আল্লাহর লাভের কিছু নেই, আমাদের পাপে তাঁর ক্ষতিও নেই, তিনি স্বাধীন-অপরবশ, সার্বভৌম। তবে কেন আমাদের ইবাদত করতে হয় যদি আমাদের কোনো দরকারই তাঁর না-থাকে? প্রথমত, নিশ্চিত থাকুন, জেনে নিন যে, পুরো জগৎও যদি ইবাদত ত্যাগ করে, আল্লাহ গনিই (অভাবমুক্ত) থাকবেন,

‘আর আল্লাহ তো অভাবমুক্ত।’

[সুরা ফাতির, ৩৫ : ১৫]

আমাদের আনুগত্য থেকে আল্লাহর লাভের কিছু নেই। না আমাদের পাপে তাঁর কোনো ক্ষতি হয়। এই সত্যটা মাথায় রাখুন। পুরো জগত তাঁকে ধন্যবাদ, প্রশংসা দিলেও বা তাঁর গুণকীর্তন করলেও তাঁর রাজত্বে কোনো বৃদ্ধি ঘটবে না। আর না মুশরিকদের শিরকে, পাপ, অভিশাপ ও গালিতে কিছু হ্রাস পাবে। যেমন, আল্লাহর সন্তান থাকার দাবি ইত্যাদি। এগুলো তাঁর রাজত্বে কোনোকিছুই হ্রাস করবে না।

____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : মুক্তিপথের খোঁজে
4
‘যারা মনোযোগ সহকারে কথা শোনে অতঃপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে তাদেরকেই আল্লাহ হিদায়াত দান করেন আর তারাই বুদ্ধিমান।’

[ সুরা আয-যুমার, ৩৯ : ১৮ ]

#ilmweb
20🔥3
‘হে আমার রব! আমাকে বরকতময় অবতরণস্থলে অবতরণ করান। আর আপনিই সর্বশ্রেষ্ঠ অবতরণকারী।’

[ সুরা আল-মুমিনুন, ২৩ : ২৯ ]

#ilmweb
10
তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই।

ব্যাখ্যা : মনে হয় খুব সোজা একটি বাক্য, কিন্তু সবাই যেমন চিন্তা করে তেমন সোজা নয়। এই বাক্যে তাওহিদুর রুবুবিয়াহ শামিল, কারণ রুবুবিয়াহ রবের পক্ষ থেকে নাযিল হচ্ছে। আবার, এতে উলুহিয়াহও রয়েছে। কারণ, এক ইলাহের ইবাদত করা হয়।
لاَ اِلَهَ اِلاَّ اللهُ
ছোট্ট একটি বাক্য। এর জন্যই আমরা সৃষ্ট হয়েছি। এই বাক্যের জন্যই আল্লাহ নবি পাঠিয়েছেন। এর জন্যই নুহ আলাইহিস সালামের সম্প্রদায় জাহান্নামে যাবে। এই বাক্যই জীবনের কেন্দ্রস্থল। ইমাম ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ) বলেন—প্রায় এমন কোনো আয়াত নেই, যা এ প্রকার তাওহিদ নিয়ে আলোচনা করে না। এটাই তাওহিদুল উলুহিয়াহ। উম্মাহর বহু লোক এতে বিভ্রান্ত হয়ে আছে।

____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— আকিদাহ তহাবিয়াহ
5👍1
‘হে আমার কওম! তোমরা কল্যাণের পূর্বে কেন অকল্যাণকে তরান্বিত করতে চাইছ? কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছ না যেন তোমাদেরকে রহমত করা হয়?’

[ সুরা আন-নামল, ২৭ : ৪৬ ]

#ilmweb
👍71
মুসলিম স্বতন্ত্র জাতি

মুসলিম শিশুদের এটা জেনে বড় হওয়া প্রয়োজন যে, তাদের আলাদা আকিদাহ-বিশ্বাস রয়েছে। অন্য সবার চেয়ে ভিন্ন আকিদাহর অধিকারী তারা। বিষয়টিতে বড় জোর দেয়া দরকার, গুরুত্বারোপ করা প্রয়োজন। দ্বীন-বিকৃতকারীদের মতো একে হালকা করে দেয়া, নরমভাবে চালিয়ে দেয়া যাবে না। মুসলিম শিশুদের শেখাতে হবে, আমাদের দ্বীন অন্য কোনো আদর্শ বা বিশ্বাসের মতো নয়। আমাদের দ্বীন কুফর-শিরকের বরাবর নয়। আমাদের দ্বীন ও তাওহিদকে সকল কিছুর ওপর বিজয়ী এবং কর্তৃত্ব করার জন্য পাঠানো হয়েছে। আল্লাহ বলেন,

هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَىٰ وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ ۚ وَكَفَىٰ بِاللَّهِ شَهِيدًا

‘তিনিই তাঁর রাসুলকে হিদায়াত ও সত্য দ্বীনসহ পাঠিয়েছেন, যেন তিনি একে সকল দ্বীনের (ধর্ম ও মতাদর্শ) ওপর বিজয়ী করতে পারেন। আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।’ [সুরা আল-ফাতহ, ৪৮ : ২৮]
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : মুক্তিপথের খোঁজে
5