বিমান দুর্ঘটনায় আহত-নিহত শিশুদের বাবা-মা ও আত্মীয়স্বজনকে আল্লাহ সবর ইখতিয়ারের তাওফিক দিন। এই শোক কাটিয়ে ওঠার হিম্মত দিন।
❝নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং তাঁর কাছেই ফিরে যাব।❞ [সুরা বাকারাহ, ২ : ১৫৬]
❝নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং তাঁর কাছেই ফিরে যাব।❞ [সুরা বাকারাহ, ২ : ১৫৬]
❤15
আল্লাহর হারামকে হালাল ও হালালকে হারামকরণের ক্ষেত্রে কারও আনুগত্য করাই তার ইবাদত, তাকে রবের আসনে বসানো। অতএব, যে মুসলিমের অন্তর আল্লাহ ইমানের আলোয় আলোকিত করেছেন, সে কখনো গাইরুল্লাহর ইবাদত করবে না। আল্লাহর আনুগত্য ছাড়া অন্য কারও আনুগত্য করবে না। আল্লাহর কিতাব ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছাড়া শাসন করার অন্য কোনো পদ্ধতি গ্রহণ করবে না। আল্লাহ বলেন,
‘না, তোমার রবের শপথ, তারা ইমানদার হবে না, যতক্ষণ না তারা নিজেদের বিবদমান বিষয়ে তোমাকে বিচারক মানে। তারপর তুমি যে ফায়সালা দাও তাতে তাদের মন সবরকম সঙ্কীর্ণতামুক্ত থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়।’
[ সুরা আন-নিসা, ৪ : ৬৫ ]
____
বই : কিশোর তাওহিদ শিক্ষা [‘মিম্বারুত তাওহিদ’ সংকলিত]
পুনঃসংকলন, সংযোজন ও বিন্যাস : তাইব হোসেন
‘না, তোমার রবের শপথ, তারা ইমানদার হবে না, যতক্ষণ না তারা নিজেদের বিবদমান বিষয়ে তোমাকে বিচারক মানে। তারপর তুমি যে ফায়সালা দাও তাতে তাদের মন সবরকম সঙ্কীর্ণতামুক্ত থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়।’
[ সুরা আন-নিসা, ৪ : ৬৫ ]
____
বই : কিশোর তাওহিদ শিক্ষা [‘মিম্বারুত তাওহিদ’ সংকলিত]
পুনঃসংকলন, সংযোজন ও বিন্যাস : তাইব হোসেন
❤2