ilmweb
3.07K subscribers
493 photos
37 videos
198 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
ইলমওয়েব স্কুলিং আয়োজিত ❝পাশ্চাত্যবাদ ও চিন্তাবিনির্মাণ❞ কোর্সটি আল্লাহর ইচ্ছায় মুহতারাম আসিফ আদনানের পরামর্শে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। আমাদের ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ কোর্সটি আপলোড করা আছে। যারা এখনো কোর্সটি করেননি, তারা দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট চেক করুন।

ইউটিউব প্লেলিস্ট :
https://tinyurl.com/ycxmys5x
23🔥4🥰3👍2🤣1
‘তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তাহলে তা গণনা করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।’

[ সুরা আন-নাহল,  ১৬ : ১৮ ]

#ilmweb
11👍2
■ সফর

সফর মানে নিরাপদে অনাকাঙ্ক্ষিত স্থান ছেড়ে পালিয়ে যাওয়া অথবা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো। সফর দুই প্রকার-শারীরিক সফর, যেখানে এলাকা পরিবর্তন হয়; আর কলবের (অন্তর) সফর, যেখানে সর্বনিম্ন স্তর থেকে আসমানি রাজ্যে যাত্রা করা হয়। এই দুই প্রকার সফরে দ্বিতীয়টি সবচেয়ে বেশি মর্যাদার। যে ব্যক্তি ভূমিষ্ঠ হবার পর যেমন ছিল, ঠিক তা-ই রয়, পূর্বপুরুষের শিক্ষার অনুকরণে অবিচল থাকে, সে সবসময়ই অভাবী। ভুলভাবে বেড়ে ওঠাতেই সে সন্তুষ্ট। আসমান-জমিন সমান বিশালতাকে কারাপ্রকোষ্ঠের অন্ধকারের সাথে বদল করে নেয়। যা হোক, এ কারণে এই পথে সফর শুরুকারী রয়েছে মহাবিপদে। এর পথগুলো বিলুপ্ত হয়ে গেছে।
____

ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি
👍3
মুহতারামা আনিকা ওয়ারদা তুবার একটি সুন্দর লেখা ছেপে এসেছে আমাদের ম্যাগাজিন ❝ইলমি❞র প্রথম সংখ্যায়।
👍7🔥6
‘যারা ইমানদার ও সৎকর্মপরায়ণ তাদের কৃতকর্মের আতিথেয়তাস্বরুপ তাদেরকে জান্নাতে বাসস্থান দেওয়া হবে।’

[ সুরা আস-সাজদাহ,  ৩২ : ১৯ ]

#ilmweb
12👍7
‘হায় আমার দুর্ভাগ্য! আমি যদি অমুককে বন্ধুরুপে গ্রহণ না করতাম!’

[ সুরা আল-ফুরকান, ২৫ : ২৮ ]

#ilmweb
😢10👍3
■ তাওহিদুল উলুহিয়াহর সংজ্ঞার্থ:

উলুহিয়াহ শব্দটি এসেছে ইলাহ থেকে। ইলাহ শব্দের অর্থ উপাস্য বা মাবুদ। তাওহিদুল উলুহিয়াহর অপর নাম তাওহিদুল ইবাদাহ। আল্লাহই যে সবধরনের ইবাদত ও দাসত্ব পাওয়ার মালিক, এ স্বীকৃতি দেয়াকে তাওহিদুল উলুহিয়াত বলা হয়। অর্থাৎ ইবাদতে আল্লাহর একত্ব বজায় রাখা। যেমন, দুআ করা, মানত করা, কুরবানি করা, সাহায্যপ্রার্থনা করা, সালাত আদায় করা। ইলাহ সেই সত্তা অন্তর যাকে তার আদেশ-নিষেধের ক্ষেত্রে ভালোবাসে, আনুগত্য করে এবং কোনো ধরনের অবাধ্যতা করে না।
____
বই : কিশোর তাওহিদ শিক্ষা [‘মিম্বারুত তাওহিদ’ সংকলিত]
পুনঃসংকলন, সংযোজন ও বিন্যাস : তাইব হোসেন
6👍5
‘অতএব, তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করো সন্ধ্যায় (মাগরিব ও এশা) ও সকালে (ফজর)।’

[ সুরা আর-রুম, ৩০ : ১৭ ]

#ilmweb
8👍1
❝যদি তুমি কোনো দল, শায়খ বা দায়িকে কোনো তাগূতের বিরুদ্ধে কথা বলতে দেখো, অথচ সে নিজেই আরেক তাগূতের আবরণে আচ্ছাদিত, তাহলে তার কথায় গুরুত্ব দিয়ো না। আর তার সমালোচনায় প্রতারিত হয়ো না, যদিও তার দাঁড়ি বড় হোক, আর উপাধি ও খেতাব প্রচুর হোক না কেন। সে তো কেবল নিজ তাগূতের জন্য ভাড়া করা এক মাতমকারী।

তাওহিদের বাস্তবতা তখনই পূর্ণতা পায়, যখন সব তাগূত, তাদের সাহায্যকারী, শায়খ ও অনুসারীদের থেকে সম্পূর্ণভাবে বারাআত (সম্পর্কচ্ছেদ) করা হয়। আর ইবাদত, হাকিমিয়াত ও ওয়ালাত (বন্ধুত্ব) একমাত্র আল্লাহর জন্যই একনিষ্ঠভাবে নিবেদিত হয়।❞
____
শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ)
🔥8👍2🤣1
■ আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে শিরক

এই শিরক দুই প্রকার:

১. নামের ক্ষেত্রে শিরক: আল্লাহর নাম বাতিল উপাস্যদের ওপর প্রয়োগ করা।

২. সাদৃশ্যবাদের শিরক: আল্লাহর গুণাবলিকে মানুষের গুণের সাথে তুলনা দেয়া। এ ধরনের কিছুর ইবাদত করাটা মূর্তি পূজার মতোই। অর্থাৎ সেই পূজক কল্পনাশক্তির মাধ্যমে মস্তিষ্কে অলীক একটা মূর্তি তৈরি করে নেয়।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— আকিদাহ তহাবিয়াহ
5🤣1
‘আমাদের জাতির এই লোকেরা তাঁর পরিবর্তে বহু ইলাহ গ্রহণ করেছে, তারা তাদের ইলাহদের ব্যাপারে সুস্পষ্ট দলীল প্রমাণ পেশ করে না কেন? তার থেকে বড় যালিম আর কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে?’

[ সুরা আল-কাহফ, ১৮ : ১৫ ]

#ilmweb
👍9
মানবজীবনে আল্লাহর আইনের প্রয়োজনীয়তা :

মানবজাতি যেসব দুরবস্থার শিকার হয়, মানুষের স্বভাব-প্রকৃতি যেসব দিকে প্রবাহিত হয়, জলে-স্থলে নিজেদের কৃতকর্মের ফলে যে ফাসাদের সৃষ্টি হয় এবং পৃথিবীর বুকে সর্বত্র যে দুঃখ-দুর্দশা মানুষের হহৃদয়কে ক্ষত-বিক্ষত করে, এ সবকিছুর কারণ একটিই-মানুষের সৌভাগ্যের জন্য যে মৌলিক নীতিমালা দেয়া হয়েছিল, তা থেকে বের হয়ে যাওয়া। কিতাবুল্লাহর (কুরআন) কাছে সব বিচার-ফায়সালা ন্যস্ত করার মৌলনীতি ভুলে যাওয়া। সব বিষয়ের চাবিকাঠি এর মূল ও মালিক আল্লাহর কাছে হস্তান্তর না-করা।
____
শাইখ ড. আবদুল্লাহ আযযাম
বই : আকিদাহর পরিশুদ্ধি
👍5🤣1
‘আমি আমার দ্বীনকে কেবল আল্লাহর জন্য নিবেদিত করে তাঁর ইবাদত করি।’

[ সুরা আয-যুমার, ৩৯ : ১৪ ]

#ilmweb
15
‘তিনিই মুমিনদের অন্তরে প্রশান্তি দান করেছেন, যাতে তাদের ইমানের সাথে আরো ইমান বাড়ে। আসমান ও যমিনের বাহিনীগুলো আল্লাহরই। আল্লাহ মহাজ্ঞানী, অসীম প্রজ্ঞাবান।’

[ সুরা আল-ফাতহ,  ৪৮ : ৪ ]

#ilmweb
12
■ খাওয়ার পরের আদব
পেটভর্তি হবার আগেই খাওয়া শেষ করবে, আঙুল চেটে খাবে, পাত্র ভালোভাবে
মুছে খাবে এবং আল্লাহর প্রশংসা করবে।
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, ‘আল্লাহ পছন্দ করেন যে,
বান্দা কিছু খেলে তার জন্য তাঁর প্রশংসা করুক, কিছু পান করলে তার জন্য তাঁর
প্রশংসা করুক।
[সহিহ মুসলিম, হাদিস নং : ২৭৩৪; সুনানুত তিরমিযি, হাদিস নং : ১৮১৭]

এরপর হাত থেকে মাংসের গন্ধ ও তেলজাতীয় পদার্থধুয়ে ফেলতে হবে।
____

ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি
15👏2👍1
‘তুমি যাকে পছন্দ করো ( ইচ্ছে করলেই) তাকে সুপথে আনতে পার না; বরং আল্লাহই যাকে চান সুপথে আনেন। আর তিনিই সুপথপ্রাপ্তদের ভাল জানেন।’

[ সুরা আল-কাসাস, ২৮ : ৫৬ ]

#ilmweb
25🔥5
মূলত পূর্ণ শরিয়াতকেই ইসলামি আকিদাহর অন্তর্ভুক্ত গণ্য করা হয়। কিন্তু ক্ষেত্রবিশেষে গুরুত্বের বিবেচনায় এর বিভিন্ন অংশকে বিভিন্ন নামে নামকরণ করা হয়ে থাকে। আকিদাহ ছাড়া কোনো আমল বিশুদ্ধ হয় না এবং তা উপকারও করে না। বান্দার সর্বপ্রথম দায়িত্ব আকিদাহ বিশুদ্ধকরণ। যেমন, সহিহ বুখারিতে বর্ণিত হয়েছে, মুয়ায বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠানোর সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন— তাদের প্রতি তোমার প্রথম আহ্বান হবে, তারা যেন আল্লাহর একত্ববাদকে মেনে নেয়।রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতেও আমরা দেখতে পাই, তিনি আমল শেখানোর আগে মানুষকে তাওহিদ ও আকিদাহ শিখিয়েছেন। এমনকি মক্কার তের বছরের সময়কালে তেমন কোনো বিধিবিধানও দেয়া হয়নি। মাক্কি সুরাগুলোর প্রায় সকল আলোচনাই তাওহিদ ও আকিদাহ নিয়ে। যেহেতু আকিদাহ এমন এক ভিত্তি, যার ওপর মানুষের সকল আমল কবুল হওয়া নির্ভর করে, তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আকিদাহ বিশুদ্ধকরণ।
____
ইলমি : ইলমওয়েব ম্যাগাজিন
আকিদাহপাঠ : গুরুত্ব ও ক্রমবিকাশ (খন্ডাংশ)
উসতায শাইখুল ইসলাম
6👍2😁1
‘আল্লাহ এমনই এক সত্তা যে, তিনি ছাড়া কোন ইলাহ নেই। মুমিনরা যেন আল্লাহর ওপরই তাওয়াক্কুল করে।’

[ সুরা আত-তাগাবুন,  ৬৪ : ১৩ ]

#ilmweb
12👍3
❝আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত হতে পারা সর্বোচ্চ আকাঙ্ক্ষা হওয়া উচিত। কোনো বান্দা যখন এই উচ্চ মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছে যায়, আল্লাহ তাঁর ওয়াদা অনুযায়ী তাঁর ওলির শত্রুদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেন। আল্লাহর ওলি হলে আল্লাহই আপনাকে রক্ষা করবেন, আপনার শত্রুর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবেন। কেউই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কোনো বান্দার জন্য এর চেয়ে বড় মর্যাদা আর কী হতে পারে?❞
__
প্রবীণ শাইখ মুসা আবদুল্লাহ জিবরিল
[ সূত্র : ম্যাগাজিন ইলমি, প্রথম সংখ্যা ]
12😁1
‘তোমরা তোমাদের কথা গোপন রাখ অথবা প্রকাশ করো, (তিনি তা জানেন, কারণ) তিনি তো অন্তরের বিষয়াদি সম্যক অবগত।’

[ সুরা আল-মুলক, ৬৭ : ১৩ ]

#ilmweb
👍42