| পাঠক অনুভূতি |
লিখেছেন : মুফতি আবদুল্লাহ আল মামুন
•
❝ইলম বা জ্ঞান—এটি মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত করে সত্যের আলোর দিকে নিয়ে যায়। ইলম শুদ্ধ চিন্তার দ্বার খুলে দেয়, মনন ও মানসিকতার পরিশুদ্ধি ঘটায়। তবে প্রকৃত ইলম সে-ই, যা কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে সালাফে সালিহিনের সঠিক বুঝ অনুযায়ী গড়ে ওঠে। সালাফরা ইলম অর্জন করতেন কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে—দুনিয়াবি মর্যাদা, খ্যাতি কিংবা স্বার্থ তাদের পথচলায় কোনো স্থান পায়নি।
এই চেতনার ধারাবাহিকতায় আত্মপ্রকাশ—‘ইলমি’ ম্যাগাজিন।
এখানে স্থান পেয়েছে বিশিষ্ট উলামা কিরামের মৌলিক গবেষণালব্ধ প্রবন্ধ, প্রখ্যাত আলিমদের কালজয়ী রচনার অনুবাদ, এবং আকিদাহ, হাদিস, ফিকহ, সিরাত ও মানহাজ বিষয়ক নির্ভরযোগ্য ও প্রামাণ্য আলোচনা। প্রতিটি লেখা তথ্যভিত্তিক ও গবেষণাপ্রসূত—যাতে ‘ইলমি’ হয়ে ওঠে বিশুদ্ধ জ্ঞানচর্চার বিশ্বস্ত সহচর।
লিখেছেন : মুফতি আবদুল্লাহ আল মামুন
•
❝ইলম বা জ্ঞান—এটি মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত করে সত্যের আলোর দিকে নিয়ে যায়। ইলম শুদ্ধ চিন্তার দ্বার খুলে দেয়, মনন ও মানসিকতার পরিশুদ্ধি ঘটায়। তবে প্রকৃত ইলম সে-ই, যা কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে সালাফে সালিহিনের সঠিক বুঝ অনুযায়ী গড়ে ওঠে। সালাফরা ইলম অর্জন করতেন কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে—দুনিয়াবি মর্যাদা, খ্যাতি কিংবা স্বার্থ তাদের পথচলায় কোনো স্থান পায়নি।
এই চেতনার ধারাবাহিকতায় আত্মপ্রকাশ—‘ইলমি’ ম্যাগাজিন।
এখানে স্থান পেয়েছে বিশিষ্ট উলামা কিরামের মৌলিক গবেষণালব্ধ প্রবন্ধ, প্রখ্যাত আলিমদের কালজয়ী রচনার অনুবাদ, এবং আকিদাহ, হাদিস, ফিকহ, সিরাত ও মানহাজ বিষয়ক নির্ভরযোগ্য ও প্রামাণ্য আলোচনা। প্রতিটি লেখা তথ্যভিত্তিক ও গবেষণাপ্রসূত—যাতে ‘ইলমি’ হয়ে ওঠে বিশুদ্ধ জ্ঞানচর্চার বিশ্বস্ত সহচর।
👍1
আমার দৃঢ় বিশ্বাস—‘ইলমি’ হবে সে সব পাঠকের জন্য এক অনন্য উপহার, যারা সত্যের সন্ধান করে, শুদ্ধ জ্ঞানের অন্বেষণে থাকে এবং যাদের হৃদয়ে জ্বলজ্বলে একটি প্রশ্ন—কীভাবে ইলম আমাকে আল্লাহর নৈকট্যে নিয়ে যেতে পারে?
‘ইলমি’ হাতে না পেলে, হয়তো বুঝতেই পারতাম না—একটা ম্যাগাজিন কতটা সুন্দর, কতটা গভীর হতে পারে!
আল্লাহ তাআলা ইলমওয়েবের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং একে উম্মাহর জ্ঞানভান্ডার ও হিদায়াতের উৎস হিসেবে কবুল করে নিন—আমিন।❞
‘ইলমি’ হাতে না পেলে, হয়তো বুঝতেই পারতাম না—একটা ম্যাগাজিন কতটা সুন্দর, কতটা গভীর হতে পারে!
আল্লাহ তাআলা ইলমওয়েবের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং একে উম্মাহর জ্ঞানভান্ডার ও হিদায়াতের উৎস হিসেবে কবুল করে নিন—আমিন।❞
❤6
'তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই'
ব্যাখ্যা: মনে হয় খুব সোজা একটি বাক্য, কিন্তু সবাই যেমন চিন্তা করে তেমন সোজা নয়। এই বাক্যে তাওহিদুর রুবুবিয়াহ শামিল, কারণ রুবুবিয়াহ রবের পক্ষ থেকে নাযিল হচ্ছে। আবার, এতে উলুহিয়াহও রয়েছে। কারণ, এক ইলাহের ইবাদত করা হয়।
لا إله إلا الله
ছোট্ট একটি বাক্য। এর জন্যই আমরা সৃষ্ট হয়েছি। এই বাক্যের জন্যই আল্লাহ নবি পাঠিয়েছেন। এর জন্যই নুহ আলাইহিস সালামের সম্প্রদায় জাহান্নামে যাবে। এই বাক্যই জীবনের কেন্দ্রস্থল। ইমাম ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ) বলেন—প্রায় এমন কোনো আয়াত নেই, যা এ প্রকার তাওহিদ নিয়ে আলোচনা করে না। এটাই তাওহিদুল উলুহিয়াহ। উম্মাহর বহু লোক এতে বিভ্রান্ত হয়ে আছে।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— আকিদাহ তহাবিয়াহ
ব্যাখ্যা: মনে হয় খুব সোজা একটি বাক্য, কিন্তু সবাই যেমন চিন্তা করে তেমন সোজা নয়। এই বাক্যে তাওহিদুর রুবুবিয়াহ শামিল, কারণ রুবুবিয়াহ রবের পক্ষ থেকে নাযিল হচ্ছে। আবার, এতে উলুহিয়াহও রয়েছে। কারণ, এক ইলাহের ইবাদত করা হয়।
لا إله إلا الله
ছোট্ট একটি বাক্য। এর জন্যই আমরা সৃষ্ট হয়েছি। এই বাক্যের জন্যই আল্লাহ নবি পাঠিয়েছেন। এর জন্যই নুহ আলাইহিস সালামের সম্প্রদায় জাহান্নামে যাবে। এই বাক্যই জীবনের কেন্দ্রস্থল। ইমাম ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ) বলেন—প্রায় এমন কোনো আয়াত নেই, যা এ প্রকার তাওহিদ নিয়ে আলোচনা করে না। এটাই তাওহিদুল উলুহিয়াহ। উম্মাহর বহু লোক এতে বিভ্রান্ত হয়ে আছে।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— আকিদাহ তহাবিয়াহ
❤4🤣1
❝শারহু কিতাবিত তাওহিদ মিন সাহিহিল বুখারি❞ সহিহ বুখারির কিতাবুত তাওহিদ অংশের ব্যাখ্যা।
এই ব্যাখ্যা শুরু করেছেন শাইখ আহমাদ মুসা জিবরিল। এর প্রথম লেকচারের অনুবাদ ইতিমধ্যে সুসম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা শাইখের পুরো লেকচার সবশেষে বই আকারে হাজির করার পরিকল্পনা নিয়েছি। আশা করি বাংলা ভাষায় আকিদাহশাস্ত্রে এক ঋদ্ধ সংযোজন হতে যাচ্ছে৷ আল্লাহ সহায়।
#ilmweb
এই ব্যাখ্যা শুরু করেছেন শাইখ আহমাদ মুসা জিবরিল। এর প্রথম লেকচারের অনুবাদ ইতিমধ্যে সুসম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা শাইখের পুরো লেকচার সবশেষে বই আকারে হাজির করার পরিকল্পনা নিয়েছি। আশা করি বাংলা ভাষায় আকিদাহশাস্ত্রে এক ঋদ্ধ সংযোজন হতে যাচ্ছে৷ আল্লাহ সহায়।
#ilmweb
❤10
■ শিরকের ভয়াবহতা
আল্লাহ শিরক ক্ষমা করবেন না।
মূল্যহীন সৃষ্টিকে আল্লাহর পাশাপাশি মর্যাদা দেয়া হয়। এটা যুলমের চূড়ান্ত পর্যায়। আল্লাহ বলেন,
'নিশ্চয়ই শিরক মহাযুলম।'
[সুরা লুকমান, ৩১ : ১৩]
শিরক সৃষ্টির উদ্দেশ্যবিরোধী। সৃষ্টির উদ্দেশ্যই এক আল্লাহর ইবাদত করা।
উম্মাহর মাঝে শিরকের ব্যাপকতা লাভ করা মানেই উম্মাহ ধ্বংসপ্রাপ্ত। কীভাবে? যেদিন দুনিয়াতে 'আল্লাহ, আল্লাহ' বলা লোক থাকবে না, সেদিন কিয়ামত আসবে। তাওহিদ নেই, তো এ পৃথিবী বাকি থাকার কোনো কারণও আর নেই।
শিরক আল্লাহর প্রতি কুধারণা। এর মাধ্যমে বান্দা আল্লাহর অবমাননা করছে।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— আকিদাহ তহাবিয়াহ
আল্লাহ শিরক ক্ষমা করবেন না।
মূল্যহীন সৃষ্টিকে আল্লাহর পাশাপাশি মর্যাদা দেয়া হয়। এটা যুলমের চূড়ান্ত পর্যায়। আল্লাহ বলেন,
'নিশ্চয়ই শিরক মহাযুলম।'
[সুরা লুকমান, ৩১ : ১৩]
শিরক সৃষ্টির উদ্দেশ্যবিরোধী। সৃষ্টির উদ্দেশ্যই এক আল্লাহর ইবাদত করা।
উম্মাহর মাঝে শিরকের ব্যাপকতা লাভ করা মানেই উম্মাহ ধ্বংসপ্রাপ্ত। কীভাবে? যেদিন দুনিয়াতে 'আল্লাহ, আল্লাহ' বলা লোক থাকবে না, সেদিন কিয়ামত আসবে। তাওহিদ নেই, তো এ পৃথিবী বাকি থাকার কোনো কারণও আর নেই।
শিরক আল্লাহর প্রতি কুধারণা। এর মাধ্যমে বান্দা আল্লাহর অবমাননা করছে।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— আকিদাহ তহাবিয়াহ
👍5😁1
দ্বীন থেকে বিচ্ছিন্ন যেকোনো ধরনের প্রবণতাই সেক্যুলার প্রবণতা। আমাদের কাজ-কর্ম, কথাবার্তা, উপার্জন, বিনোদন যেকোনো ক্ষেত্রে দ্বীনবিচ্ছিন্ন থাকার প্রবণতাই সেক্যুলার প্রবণতার উদাহরণ। আল্লাহ আমাদেরকে সেক্যুলার প্রবণতা থেকে রক্ষা করুন। তাওহিদের ওপর অটল রাখুন।
❝বলুন—আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ সবই রব্বুল আলামিনের জন্য; তাঁর কোনো শরিক নেই, এ বিষয়েই আমি আদিষ্ট হয়েছি আর আমিই প্রথম মুসলিম।❞ [ সুরা আনআম, ৬ : ১৬২-১৬৩ ]
#ilmweb
❝বলুন—আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ সবই রব্বুল আলামিনের জন্য; তাঁর কোনো শরিক নেই, এ বিষয়েই আমি আদিষ্ট হয়েছি আর আমিই প্রথম মুসলিম।❞ [ সুরা আনআম, ৬ : ১৬২-১৬৩ ]
#ilmweb
❤20