উম্মাহ তাওহিদের কালিমার মাধ্যমে এক হয়, এক জাতিতে পরিণত হয়। এই কালিমার ভিত্তিতেই উম্মাহ এক দেহ, এক প্রাণ। এই তাওহিদি পতাকাই উম্মাহর রক্ষাকবচ। আমরা যদি কোনো কারণে তাওহিদি পতাকা তুলে ধরতে সংকোচবোধ করি, কিংবা এতে সাময়িক কোনো ফায়দা থাকে, তবুও কোনো জাহিলি জাতীয়তাবাদের পতাকা যেন তুলে না ধরি। আমরা সাবধান হই। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর জন্য পরস্পর ভাই-ভাই হয়ে থাকব। আল্লাহ সহায় হোন।
#ilmweb
#ilmweb
'তাঁর ইচ্ছা ছাড়া কোনোকিছুই সংঘটিত হয় না'
ব্যাখ্যা: শয়তান থাকাটা আল্লাহর ইচ্ছাধীন, মুসলিমদের গণহত্যাকারী শয়তানগুলিও আল্লাহর ইচ্ছাধীন, কাফিরদের অস্তিত্বও আল্লাহর ইচ্ছাধীন, প্রত্যেকটি জিনিসই আল্লাহর ইচ্ছাধীন। লেখক কর্তৃক এই কথা বেছে নেয়ার কারণ, অনেকেই এ ব্যাপারে গুমরাহে লিপ্ত হয়েছিল। কাদারিয়া, জাবরিয়া ও মুতাযিলা এরই অন্তর্ভুক্ত।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— আকিদাহ তহাবিয়াহ
.
.
সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936/01300016732
ব্যাখ্যা: শয়তান থাকাটা আল্লাহর ইচ্ছাধীন, মুসলিমদের গণহত্যাকারী শয়তানগুলিও আল্লাহর ইচ্ছাধীন, কাফিরদের অস্তিত্বও আল্লাহর ইচ্ছাধীন, প্রত্যেকটি জিনিসই আল্লাহর ইচ্ছাধীন। লেখক কর্তৃক এই কথা বেছে নেয়ার কারণ, অনেকেই এ ব্যাপারে গুমরাহে লিপ্ত হয়েছিল। কাদারিয়া, জাবরিয়া ও মুতাযিলা এরই অন্তর্ভুক্ত।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— আকিদাহ তহাবিয়াহ
.
.
সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936/01300016732
কুফর বিত-তাগূতের অন্যতম দাবি ও ফলাফল হচ্ছে শিরক ও কুফর-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতীক, নিদর্শন ও সংস্কৃতি পরিত্যাগ করা, বারাআত (সম্পর্কচ্ছেদ) করা। বাঙালি মুসলিমদেরকে যে মোড়কেই হোক কিংবা যে ‘ইসলামি’ কায়দায় ইসলামিকরণ করেই হোক পৌত্তলিক দিবস পালনে বাধ্য করা স্বয়ং তাগূতি আস্ফালন। প্রত্যেকেই তার অধীনদের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। মুমিন নাম ধারণ করে মুসলিম ভূমিতে এ ধরনের সংস্কৃতি পালন করতে উৎসাহ দেয়া কিংবা বাধ্য করা আল্লাহদ্রোহ ছাড়া আর কিছুই নয়৷ আল্লাহ আমাদের বোঝার তাওফিক দিন।
#ilmweb
#ilmweb
■ তাওহিদ: রুবুবিয়াহ
❝তাওহিদুর রুবুবিয়াহ হচ্ছে আল্লাহর সকল কাজ-কর্মে তাঁর একত্বের স্বীকৃতি দেয়া। তিনিই একমাত্র জীবন-মৃত্যু দেন, একমাত্র তিনিই সৃষ্টি করেন, তিনিই রিযক দেন, তিনিই বৃষ্টিবর্ষণ করেন প্রভৃতি ক্রিয়াকর্মে স্বীকৃতি দেয়া। তাওহিদুর রুবুবিয়াহর অপর নাম তাওহিদুল মারিফাহ ওয়াল ইসবাত অথবা তাওহিদুল ইলম। এ ধরনের নাম দেয়ার কারণ তাওহিদুর রুবুবিয়াহ কেবল অন্তরের স্বীকৃতি বা বিশ্বাসের সাথেই সম্পৃক্ত। অর্থাৎ তাওহিদুর রুবুবিয়াহতে বিশ্বাস ও স্বীকৃতির স্থান কেবল অন্তর।❞
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : মুক্তিপথের খোঁজে
সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936/01300016732
❝তাওহিদুর রুবুবিয়াহ হচ্ছে আল্লাহর সকল কাজ-কর্মে তাঁর একত্বের স্বীকৃতি দেয়া। তিনিই একমাত্র জীবন-মৃত্যু দেন, একমাত্র তিনিই সৃষ্টি করেন, তিনিই রিযক দেন, তিনিই বৃষ্টিবর্ষণ করেন প্রভৃতি ক্রিয়াকর্মে স্বীকৃতি দেয়া। তাওহিদুর রুবুবিয়াহর অপর নাম তাওহিদুল মারিফাহ ওয়াল ইসবাত অথবা তাওহিদুল ইলম। এ ধরনের নাম দেয়ার কারণ তাওহিদুর রুবুবিয়াহ কেবল অন্তরের স্বীকৃতি বা বিশ্বাসের সাথেই সম্পৃক্ত। অর্থাৎ তাওহিদুর রুবুবিয়াহতে বিশ্বাস ও স্বীকৃতির স্থান কেবল অন্তর।❞
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : মুক্তিপথের খোঁজে
সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936/01300016732
আমাদের প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত বইসমূহ দেখতে ও সংগ্রহ করতে ক্লিক করুন :
https://tinyurl.com/3b6pea7n
https://ilmweb.net/publishing/#pubbook
https://tinyurl.com/3b6pea7n
https://ilmweb.net/publishing/#pubbook
Facebook
ilmweb
আমাদের প্রকাশিত বইগুলোতে পাবেন বিশুদ্ধ আকিদাহর জ্ঞান, সালাফদের বুঝ ও পথপদ্ধতি, আর ইসলামের নির্ভরযোগ্য জ্ঞান—যা আপনাকে চিন্তার পরিপক্বতা ও সঠিক পথনির্দেশে সাহায্য করবে এবং দৃঢ় করবে আপনার বিশ্বাসের...
শুধু কুরআনের পঠনপাঠন অর্থাৎ দ্বীনি ইলমের চর্চা ইসলামের বিজয় কিংবা বিদ্যমানতার জন্য যথেষ্ট নয়। এই ধারণা ও মানহাজ চূড়ান্ত মঞ্জিলও নয়।
পাশের দেশ ভারতে একে একে মাদ্রাসা গুড়িয়ে দেয়া হচ্ছে। ইলমি সিলসিলা ধ্বংসের পাঁয়তারা। আমাদের ঐতিহ্য নিঃশেষ করা হচ্ছে।
আল্লাহ এই দ্বীনের বিজয় রেখেছেন ইলম ও জিহাদের মাঝে। এই দ্বীন স্বকীয় সত্তায় বিদ্যমান থাকার একমাত্র পথ ইলম ও জিহাদের বিদ্যমানতা।
এই দ্বীন প্রতিষ্ঠিতই হবে পথপ্রদর্শনকারী কিতাব এবং বিজয়ী তরবারির সাথে। আল্লাহ আমাদেরকে বিপদে পড়ে শেখা থেকে রক্ষা করুন। উলামায়ে কিরাম ও দ্বীনি রাহবারদের বোঝার ও সুচিন্তিত পদক্ষেপ গ্রহণের তাওফিক দিন। কুরআন ও সুন্নাহর ভিত্তিতে আমাদের এক হবার সুযোগ দিন।
#ilmweb
পাশের দেশ ভারতে একে একে মাদ্রাসা গুড়িয়ে দেয়া হচ্ছে। ইলমি সিলসিলা ধ্বংসের পাঁয়তারা। আমাদের ঐতিহ্য নিঃশেষ করা হচ্ছে।
আল্লাহ এই দ্বীনের বিজয় রেখেছেন ইলম ও জিহাদের মাঝে। এই দ্বীন স্বকীয় সত্তায় বিদ্যমান থাকার একমাত্র পথ ইলম ও জিহাদের বিদ্যমানতা।
এই দ্বীন প্রতিষ্ঠিতই হবে পথপ্রদর্শনকারী কিতাব এবং বিজয়ী তরবারির সাথে। আল্লাহ আমাদেরকে বিপদে পড়ে শেখা থেকে রক্ষা করুন। উলামায়ে কিরাম ও দ্বীনি রাহবারদের বোঝার ও সুচিন্তিত পদক্ষেপ গ্রহণের তাওফিক দিন। কুরআন ও সুন্নাহর ভিত্তিতে আমাদের এক হবার সুযোগ দিন।
#ilmweb
তাওহিদ (একত্ববাদ) তিন প্রকার:
১. তাওহিদুর রুবুবিয়াহ। অর্থাৎ প্রতিপালকত্ব। এটি আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়। যেমন, বৃষ্টি।
২. তাওহিদুল উলুহিয়াহ! আল্লাহর দিকে উত্থিত হয়। যেমন ইবাদত, দুআ।
৩. তাওহিদুল আসমা ওয়াস সিফাত মানে নাম ও গুণাবলির ক্ষেত্রে তাওহিদ।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— আকিদাহ তহাবিয়াহ
সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936/01300016732
১. তাওহিদুর রুবুবিয়াহ। অর্থাৎ প্রতিপালকত্ব। এটি আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়। যেমন, বৃষ্টি।
২. তাওহিদুল উলুহিয়াহ! আল্লাহর দিকে উত্থিত হয়। যেমন ইবাদত, দুআ।
৩. তাওহিদুল আসমা ওয়াস সিফাত মানে নাম ও গুণাবলির ক্ষেত্রে তাওহিদ।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— আকিদাহ তহাবিয়াহ
সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936/01300016732
আল্লাহ মানবসৃষ্টির কথা ঘোষণা করলেন, মালাকদের আদম আলাইহিস সালামের সামনে সাজদাহ করার আদেশ করলেন, যেন স্পষ্ট হয়ে যায় আল্লাহর কাছে মানুষের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা কতটুকু। তাই, কুরআনের অনেক আয়াত মানুষকে সম্মান করতে এবং তাদের মর্যাদা বজায় রাখতে উৎসাহপ্রদান করেছে,
'অবশ্যই আমি মানবজাতিকে সম্মানিত করেছি। তাদেরকে জলে-স্থলে চলাচলের জন্য বাহন দিয়েছি, উৎকৃষ্ট দ্রব্যাদি থেকে তাদের রিযকের ব্যবস্থা করেছি এবং আমার সমগ্র সৃষ্টির ওপর তাদের বিশেষ মর্যাদা দিয়েছি।'
[সুরা আল-ইসরা, ১৭: ৭০]
____
শাইখ ড. আবদুল্লাহ আযযাম
বই : আকিদাহর পরিশুদ্ধি
সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936/01300016732
'অবশ্যই আমি মানবজাতিকে সম্মানিত করেছি। তাদেরকে জলে-স্থলে চলাচলের জন্য বাহন দিয়েছি, উৎকৃষ্ট দ্রব্যাদি থেকে তাদের রিযকের ব্যবস্থা করেছি এবং আমার সমগ্র সৃষ্টির ওপর তাদের বিশেষ মর্যাদা দিয়েছি।'
[সুরা আল-ইসরা, ১৭: ৭০]
____
শাইখ ড. আবদুল্লাহ আযযাম
বই : আকিদাহর পরিশুদ্ধি
সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936/01300016732
তাওহিদুল আসমা ওয়াস সিফাতের সংজ্ঞার্থ :
তাওহিদুল আসমা ওয়াস সিফাত হচ্ছে, কুরআন-সুন্নাহয় আল্লাহর যে নাম ও গুণাবলি এসেছে, তা সাব্যস্ত করা। অর্থাৎ আমরা সত্যায়ন ও বিশ্বাস করব যে, নাম ও গুণের ক্ষেত্রে তাঁর সমকক্ষ কেউ নেই। আল্লাহ বলেন,
'তাঁর মতো কিছুই নেই। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। [সুরা আশ-শুরা, ৪২: ১১]
____
বই : কিশোর তাওহিদ শিক্ষা
[‘মিম্বারুত তাওহিদ’ সংকলিত]
পুনঃসংকলন, সংযোজন ও বিন্যাস : তাইব হোসেন
তাওহিদুল আসমা ওয়াস সিফাত হচ্ছে, কুরআন-সুন্নাহয় আল্লাহর যে নাম ও গুণাবলি এসেছে, তা সাব্যস্ত করা। অর্থাৎ আমরা সত্যায়ন ও বিশ্বাস করব যে, নাম ও গুণের ক্ষেত্রে তাঁর সমকক্ষ কেউ নেই। আল্লাহ বলেন,
'তাঁর মতো কিছুই নেই। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। [সুরা আশ-শুরা, ৪২: ১১]
____
বই : কিশোর তাওহিদ শিক্ষা
[‘মিম্বারুত তাওহিদ’ সংকলিত]
পুনঃসংকলন, সংযোজন ও বিন্যাস : তাইব হোসেন