ilmweb
2.99K subscribers
449 photos
36 videos
195 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘মানুষের মধ্যে এমন মানুষও আছে যে আল্লাহ সম্পর্কে না জেনে তর্ক করে এবং প্রত্যেক অবাধ্য শয়তানের অনুসরণ করে।’

[ সুরা আল-হাজ্জ, ২২ : ৩ ]

#ilmweb
❝ঈদ তাদের জন্য নয় যারা নতুন জামাকাপড় পরে বরং ঈদ তাদেরই জন্য যারা প্রতিশ্রুত দিবসের প্রস্তুতি নিয়েছে।❞
___
শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ)
তাকাব্বালআল্লাহু মিন্না ওয়া মিনকুম

ঈদ মুবারক
❝দাওয়াহর সম্পৃক্ততায় মতাদর্শগত মুখোমুখি অবস্থান দাওয়াহর মানহাজ এবং রিসালাতের সকল হক ও দাবিকে দৃঢ় করে।❞
____
শাইখ রিফায়ি সুরুর (রাহিমাহুল্লাহ)
বই : আসহাবুল উখদুদ

প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
❝যখন কোনো ব্যক্তি তাকফিরের মূলনীতি ও ফিকহি জ্ঞান ছাড়া এই ব্যাপারে কাজ করা শুরু করে, এই বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, সে অবশ্যই গুনাহে জড়িয়ে পড়ে। পর্যাপ্ত জ্ঞান ছাড়া এ বিষয়ে কোনো কথা বলা যাবে না। পর্যাপ্ত প্রয়োজনীয় জ্ঞান এবং কুরআন, সুন্নাহ ও ইজমা থেকে বিশুদ্ধ প্রমাণ থাকার পরই এ বিষয়ে কথা বলা যাবে।❞
____
শাইখ সুলাইমান আল-আলওয়ান (হাফিযাহুল্লাহ)
‘সেদিন জান্নাতবাসীরাই উৎকৃষ্ট বাসস্থান ও শ্রেষ্ঠ বিশ্রামস্থলের অধিকারী হবে।’

[ সুরা আল-ফুরকান,  ২৫ : ২৪ ]

#ilmweb
‘সে বলল, হে আমার রব! আমি তো আমার নিজের প্রতি অন্যায় করে ফেলেছি। অতএব, তুমি আমাকে ক্ষমা কর। তখন তিনি তাকে ক্ষমা করে দেন।নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।’

[ সুরা আল-কাসাস, ২৮ : ১৬ ]

#ilmweb
‘সেদিন মানুষকে অবহিত করা হবে কী সে অগ্রে পাঠিয়েছিল এবং পশ্চাতে পাঠিয়েছিল।’

[ সুরা আল-কিয়ামাহ,  ৭৫ : ১৩ ]

#ilmweb
মুমিন এক দেহ, এক প্রাণ। এক অঙ্গে ব্যথা যেন পুরো দেহেই ব্যথা। ভারতে নির্যাতিত-নিপীড়িত মুসলিমদের অধিকারগুলো একেক করে হরণ করা হচ্ছে। দুর্বলত এই সময়ে আমরা তাঁদের জন্য দুআ করি। সেই সাথে আমরা কামনা করি, ভারতের আলিম ও মুসলিম নেতৃবৃন্দ যেন তাওহিদ-ইমান এবং দৃঢ়তার পথে পুরো মুসলিম কমিউনিটিকে পরিচালনা করবেন। আল্লাহ সহায় হোন।

#ilmweb
‘তার সাথে আলাপকালে তার (মুমিন) সাথী বলেছিল, তুমি কি তাঁকে অবিশ্বাস করো যিনি তোমাকে মাটি ও পরে বীর্য থেকে সৃষ্টি করেছেন এবং তারপর একজন পূর্ণাঙ্গ মানুষের আকৃতি দিয়েছেন?’

[ সুরা আল-কাহফ,  ১৮ : ৩৭ ]

#ilmweb
একজন আবু মুহাম্মাদ
— ড. ইয়াদ কুনাইবি || ilmweb Publishing
.

ইউটিউব লিংক :
https://tinyurl.com/yc4sxm8a
‘হে কাফিরগণ! আজ তোমরা ওজর পেশ করো না, তোমরা যে আমল করতে তার প্রতিফলই তোমাদেরকে দেয়া হচ্ছে।’

[ সুরা আত-তাহরীম, ৬৬ : ৭ ]

#ilmweb
উইঘুর থেকে গাযা, নির্যাতিত জনপদের জন্য নিশ্চুপ শাসকগোষ্ঠী দায় এড়াতে পারে না। আমাদের দায় আছে। নির্যাতনকারী শত্রুদের সাথে সম্পর্ক স্বাভাবিককারী শাসকগোষ্ঠীর দায় এড়ানো কীভাবে সম্ভব? সক্ষমতা সত্ত্বেও এ নীরবতা অমার্জনীয় অপরাধ।

#ilmweb
‘তাদেরকে স্পর্শ করেছিল কষ্ট ও দুর্দশা এবং তারা কম্পিত হয়েছিল। এমনকি রাসুল ও তাঁর সাথী মুমিনগণ বলছিল, ‘কখন আসবে আল্লাহর সাহায্য?’ জেনে রেখ, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী।’

[ সুরা আল-বাকারাহ, ২ : ২১৪ ]

#ilmweb
ফিলিস্তিন ও আকসা মুক্ত করতে হলে আল্লাহর তাওহিদে ফিরতে হবে। তাগূতের সাথে চরম কুফরি ছাড়া এ সম্ভব নয়। যে ধ্বংস আজ গাযাবাসীর ওপর এসেছে, এর দ্বিগুণ মুসিবাত নেমে আসুক আমেরিকা ও ইসরায়েলে। মৃত্যু যখন আসবেই, আমরা কাকে সন্তুষ্ট করব? আমেরিকা ও পশ্চিমা বিশ্বকে? আমরা তাদের ভয়ে আল্লাহর শরিয়াত প্রয়োগ করব না? যেই ভয়ে আমরা শরিয়াত ত্যাগ করছি, তা তো আমাদের ঘরেই পৌঁছে গেছে।

ও আল্লাহ, গাযাবাসীদের রক্ষা করুন৷ ও আল্লাহ, হকপন্থী মুওয়াহহিদ মুজাহিদদের আপনি ক্ষমতায়ন করুন। ইসরায়েলকে তাঁদের হাতে নিশ্চিহ্ন করে দিন। সমগ্র বিশ্বের সকল মুমিনের অন্তর প্রশান্ত করুন।
❝বর্তমান সমাজে লম্বা লম্বা দাড়িবিশিষ্ট কিছু আলিম বা দায়ি আছে, যারা এই উম্মাহর হৃদয়ে কুফফারদের সেই নিকৃষ্ট মতবাদ (জাতীয়তাবাদ) রোপণ করে চলছে। তারা কেউ বলে ফিলিস্তিন নিয়ে আমার কোনো মাথা-ব্যাথা নেই। আল্লাহ আমাকে ফিলিস্তিন সম্পর্কে জিজ্ঞেস করবেন না। সিরিয়া সম্পর্কে জিজ্ঞেস করবেন না। আফগানিস্তান সম্পর্কে জিজ্ঞেস করবেন না।❞
____
শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ)
‘যারা আল্লাহ ও রাসুলের আনুগত্য করবে তারা আল্লাহর অনুগ্রহভাজন নবী, সত্যনিষ্ঠ ব্যক্তি, শহীদ ও সৎকর্মশীল ব্যক্তিদের সঙ্গী হবে। আর সঙ্গী হিসেবে তারাই উত্তম।’

[ সুরা আন-নিসা, ৪ : ৬৯ ]

#ilmweb
❝ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক বা যেকোনো স্থানে কোনো শিশু, মহিলা বা পুরুষের প্রাণ রক্ষা করা মাসজিদুল হারামের সীমানা বর্ধনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। বরং এটা তুলনাযোগ্যই নয়। কাবাসহ সমগ্র পৃথিবী ধ্বংস আল্লাহর কাছে গাযার এক শিশুহত্যার তুলনায় কম গুরুত্বের। পুরো দুনিয়ার বিলুপ্তির চেয়ে আল্লাহর কাছে মুমিনহত্যা বেশি গুরুতর।❞
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : মুক্তিপথের খোঁজে
.
.
সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936 /01300016732
‘যদি তোমরা (আল্লাহর পথে) বের না হও তাহলে তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব দিবেন এবং অন্য লোকদেরকে তোমাদের স্থলাভিষিক্ত  করবেন। তোমরা তাঁর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ সবকিছু করতে সক্ষম।’

[ সুরা আত-তাওবাহ,  ৯ : ৩৯ ]

#ilmweb
‘সেদিন অন্যায়কারীদের ওজর-আপত্তি তাদের কাজে আসবে না এবং তাদেরকে তওবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগও দেওয়া হবে না।’

[ সুরা আর-রুম,  ৩০ : ৫৭ ]

#ilmweb