ilmweb
2.99K subscribers
449 photos
36 videos
195 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘যারা আখিরাতের চেয়ে দুনিয়ার জীবনকে বেশি ভালবাসে, আল্লাহর পথে চলতে (মানুষকে) বাধা দেয় এবং তাতে বক্রতা অন্বেষণ করে, ওরা সুদূরপ্রসারী বিভ্রান্তির মধ্যে রয়েছে।’

[ সুরা ইবরাহিম,  ১৪ : ৩ ]

#ilmweb
আমরা জাহমিয়াদের তাতিল (নিষ্ক্রিয়করণ বা অস্বীকার) এবং মুশাব্বিহাদের (সাদৃশ্যবাদী) সাদৃশ্যস্থাপন থেকে নিজেদের মুক্ত ঘোষণা করি।'
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
[ আমাদের আকিদাহ ]
‘আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে কষ্ট থেকে রক্ষা করলাম। মুমিনদেরকে আমি এভাবেই রক্ষা করি।’

[ সুরা আল-আম্বিয়া,  ২১ : ৮৮ ]

#ilmweb
‘তিনিই আসমান থেকে পানি (বৃষ্টি) বর্ষণ করেন। তাতে তোমাদের পানীয়ের ব্যবস্থা হয় এবং গাছপালা জন্মে যাতে তোমরা পশু চরাও।’

[ সুরা আন-নাহল, ১৬ : ১০ ]

#ilmweb
‘হে ইমানদারগণ! তোমরা যা করো না, তা বল কেন?’

[ সুরা আস-সফ, ৬১ : ২ ]

#ilmweb
‘সে নিজের প্রতি যুলুমকারী অবস্থায় (অর্থাৎ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের পরিবর্তে মনে অহংকার আর অবিশ্বাস নিয়ে) তার বাগানে প্রবেশ করেছিল। সে বলেছিল, আমি মনে করি না, এই বাগান কখনও ধ্বংস হবে।’

[ সুরা আল-কাহফ,  ১৮ : ৩৫ ]

#ilmweb
‘যাদেরকে মুখ থুবড়ে পড়ে-থাকা অবস্থায় জাহান্নামে নিয়ে জড়ো করা হবে তাদের জায়গা বড় নিকৃষ্ট এবং তারা অধিকতর পথভ্রষ্ট।’

[ সুরা আল-ফুরকান,  ২৫ : ৩৪ ]

#ilmweb
‘হে ইমানদারগণ, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে না রাখে। যারা এরূপ করে তারাই ক্ষতিগ্রস্ত।’

[ সুরা আল-মুনাফিকুন, ৬৩ : ৯ ]

#ilmweb
তাওহিদুর রুবুবিয়াহ উলুহিয়াতকে সাব্যস্ত করে। রুবুবিয়াত ও উলুহিয়াতের মাঝে আছে নিবিড় সম্পর্ক। মূলত রুবুবিয়াহ আল্লাহর কাজ। আর উলুহিয়াহ বান্দার কাজ। আল্লাহর রুবুবিয়াহর ওপর ইমানই উলুহিয়াহ চর্চার মূল চালিকাশক্তি। রুবুবিয়াহ মূলত বিশ্বাসের বিষয় আর উলুহিয়াহ সেই বিশ্বাসের ফলাফল। যা বান্দা অন্তর, মুখ ও দৈহিক আমলে প্রকাশ করে।
____
বই : কিশোর তাওহিদ শিক্ষা ['মিম্বারুত তাওহিদ' সংকলিত]
— পুনঃসংকলন, সংযোজন ও বিন্যাস : তাইব হোসেন
নিরীক্ষণ : উসতায শাইখুল ইসলাম
‘তারা কি পৃথিবীতে ঘুরে দেখেনি যে, তাদের পূর্ববর্তীদের পরিণতি কেমন হয়েছিল? আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কাফিরদেরও একইরকম পরিণতি হবে।’

[ সুরা মুহাম্মাদ,  ৪৭ : ১০ ]

#ilmweb
‘আকিদাহর মূলনীতি’ বইটি আমরা আরও পরিমার্জিত ও পরিশোধিত নবসংস্করণে আনতে যাচ্ছি। নতুন নাম ও প্রচ্ছদে আসতে যাচ্ছে, ইনশাআল্লাহ।

বই : আকিদাহ তহাবিয়াহ [১]
—শাইখ আহমাদ মুসা জিবরিল

প্রকাশনা বিভাগ, ইলমওয়ে
‘তারা তাদের মুখের ফুঁৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাঁর নূরকে পূর্ণরূপে বিকশিত করবেন। যদিও কাফিররা তা অপছন্দ করে।’

[ সুরা আস-সফ,  ৬১ : ৮ ]

#ilmweb
‘অবশ্যই আমি তোমাদেরকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছি এবং সেখানে তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করেছি। তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ কর।’

[ সুরা আল-আরাফ,  ৭ : ১০ ]

#ilmweb
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন :

‘পাঁচটি বিষয়ের আগেই পাঁচটি জিনিস থেকে সুবিধা লাভ কর—বৃদ্ধ বয়সে উপনীত হবার আগেই যৌবন, অসুস্থতার আগেই সুস্থতা, দরিদ্রতার আগেই স্বচ্ছলতা, ব্যস্ততার আগেই অবসর এবং মৃত্যু আসার আগেই জীবন।’[১]

শাইখ আহমাদ মুসা জিবরিল বলেন : হাদিসটি এ শিক্ষাই দেয়—জীবন, সুস্থতা ও অবসর সময়ের সুবিধাকে আল্লাহর ইবাদতে এমনভাবে কাজে লাগানো, যেন এটিই জীবনের শেষ রমাদান। রমাদান মাস আত্মিক শক্তি পুনর্গঠন করার মাস। এ মাস থেকে একজন কতটুকু উপকার লাভ করবে, সেটি তার ওপরই নির্ভর করে।
.
.
[১] আল-মুসতাদরাক আলাস–সহিহাইন, হাদিস নং: ৮৭৪৬। ইমাম হাকিম হাদিসটিকে বুখারি ও মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ বলেছেন এবং ইমাম যাহাবি তাঁর সাথে ঐকমত্য পোষণ করেছেন। ইমাম আলবানিও একে সহিহ বলেছেন (সহিহুল জামি, হাদিস নং : ১০৭৭)

——
[ সূত্র : বই—রমাদান : জিজ্ঞাসা ও জবাব ]
‘আমি যখনই কোন জনপদে কোন সতর্ককারী পাঠিয়েছি তখনই তার বিত্তবান বাসিন্দারা বলেছে, তোমাদেরকে যা নিয়ে পাঠানো হয়েছে আমরা তা বিশ্বাস করি না।’

[ সুরা সাবা, ৩৪ : ৩৪ ]

#ilmweb
‘অপরাধীরা আগুন দেখে বুঝতে পারবে যে, তারা তাতে পতিত হবে এবং তা থেকে পরিত্রাণের কোন পথ পাবে না।’

[ সুরা আল-কাহফ,  ১৮ : ৫৩ ]

#ilmweb
‘হে ইমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বল।’

[ সুরা আল-আহযাব,  ৩৩ : ৭০ ]

#ilmweb
আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "যখন রমাদান আসে তখন জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেয়া হয়।"
____
সহিহ বুখারি : ১৮৯৮
‘আল্লাহর হুকুম ছাড়া কোন বিপদই আপতিত হয় না। যে আল্লাহর প্রতি ইমান আনে, আল্লাহ তার অন্তরকে সৎপথে পরিচালিত করেন। আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বজ্ঞ।’

[ সুরা আত-তাগাবুন, ৬৪ : ১১ ]

#ilmweb