ilmweb
2.98K subscribers
451 photos
36 videos
195 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
অবশেষে নাম চূড়ান্ত হলো, আলহামদুলিল্লাহ।

বই : মুক্তিপথের খোঁজে
— শাইখ আহমাদ মুসা জিবরিল

প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
আমাদের আকিদাহ
—শাইখ আসিম আল-বারকাওয়ি
.
পাওয়া যাচ্ছে বায়তুল মোকাররম ইসলামি বই মেলায়, পেনফিল্ড পাবলিকেশনের স্টলে। স্টল নং : ২৯
'হে ইমানদারগণ! তোমরা নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ উঁচু করো না এবং তোমরা নিজেরা পরস্পর যেমন উচ্চস্বরে কথা বল, তাঁর সাথে সেরকম উচ্চস্বরে কথা বলো না। এ আশঙ্কায় যে তোমাদের সকল আমল-নিষ্ফল হয়ে যাবে অথচ তোমরা উপলব্ধিও করতে পারবে না।’

[ সুরা আল-হুজরাত, ৪৯ : ২ ]

#ilmweb
‘তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তাহলে তা গণনা করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।’

[ সুরা আন-নাহল, ১৬ : ১৮ ]

#ilmweb
‘আসল দরিদ্রতা তো হলো ‘আল-বাকিয়াতুস-সালিহাত (আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ) বলা থেকে দেওলিয়া হয়ে পড়া।’
__
শাইখ আবদুর রহমান আস-সাদি
[ মাজমুয়ু মুওয়াল্লাফাতিহি : ৬/১৭৮ ]
শাইখ আসিম আল-বারকাওয়ি : তাওহিদের জীবন্ত চিহ্ন
—সংকলন ও ভাষান্তর : তাইব হোসেন
.
.
বর্তমানে হক আলিমের অন্যতম একজন হলেন শাইখ আবু মুহাম্মাদ আসিম আল-বারকাওয়ি। আম্বিয়া আলাইহিমুস সালামের যোগ্য ওয়ারিশ হিসেবে তিনি তাওহিদের দাওয়াহকেই বেছে নিয়েছেন। এ পথে তিনি নির্যাতন, কারাভোগ কোনোকিছুরই পরোয়া করেননি আর বাস্তবিকই এর প্রমাণ দিয়েছেন এবং এখনো এ পথেই চলেছেন। তাওহিদের পথে তাঁর কারাজীবন পূণ্যবান সালাফদের কথাই স্মরণ করিয়ে দেয়। এ পথের দাওয়াতে শাসকশ্রেণির রক্তচক্ষু, ভ্রষ্ট ইলমধারীদের বক্তৃতা ও লেখনীর দিকে তিনি মোটেও ভ্রূক্ষেপ করেননি, বরং তিনি কিতাব ও সুন্নাহর মাধ্যমে সবার সমুচিত জবাব দিয়েছেন, বিভ্রান্তি নিরসন করেছেন এবং এখনো তা-ই করছেন। সমগ্র বিশ্বব্যাপী তাওহিদবাদীদের জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে বারাকাহস্বরূপ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/শাইখ-আসিম-আল-বারকাওয়ি
‘তাঁর নিদর্শনসমূহের মধ্যে আরেকটি হল আসমান ও যমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বিভিন্নতা। নিশ্চয়ই এর মধ্যে জ্ঞানীদের জন্য রয়েছে বহু নিদর্শন।’

[ সুরা আর-রুম,  ৩০ : ২২ ]

#ilmweb
‘তুমি ও তোমার সঙ্গীরা যখন নৌকায় আরোহণ করবে তখন বলো, সকল প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাদেরকে যালিম সম্প্রদায় থেকে উদ্ধার করেছেন।’

[ সুরা আল-মুমিনুন,  ২৩ : ২৮ ]

#ilmweb
বই : আমাদের আকিদাহ, দ্বিতীয় সংস্করণ
লেখক : শাইখ আসিম আল-বারকাওয়ি

আবারও পাঠিয়ে দেয়া হয়েছে ছাপানোর জন্য।
কিছুদিনের মধ্যেই পাঠকের হাতে চলে আসবে,
ইনশাআল্লাহ...

প্রকাশনা বিভাগ, ইলমওয়েব।
#ilmweb
‘হাযিহি আকিদাতুনা’ (আমাদের আকিদাহ) বই সম্পর্কে শাইখ আবদুল মুনিম মুসতাফা হালিমা মূল্যায়ন করেন, ‘আমি এ বইকে (আমাদের আকিদাহ) সংশ্লিষ্ট বিষয়ে মূল্যবান ও উপকারী হিসেবেই পেয়েছি। ছাত্র ও সাধারণ মুসলিমদের জন্য মৌলিক পাঠ্যবই হিসেবে একে পাঠদান করা যায়।’

[তাসওয়িবাতুনা, পৃষ্ঠা : ১]
উম্মাহর মহীরুহ শাইখ আবদুল্লাহ আযযামের আকিদাহর বইটির দ্বিতীয় সংস্করণ ছাপাখানা থেকে হাতে এসে গেছে, আলহামদুলিল্লাহ।
.
বইটি পাইকারি কিংবা খুচরা সংগ্রহ করতে যোগাযোগ করুন : Sadooq Shop | ফোন : ০১৭১১৭৩৪৬৩৮
‘তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে-বুঝে হককে গোপন করো না।’

[ সুরা আল-বাকারাহ,  ২ : ৪২ ]

#ilmweb
‘যে হৃদয় আল্লাহকে ভালোবাসে, সে আল্লাহর জন্য ক্লান্তি ও প্রচেষ্টাকে ভালোবাসে। আরাম-আয়েশ দিয়ে সত্যই আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না।’ 
___
ইবনু রজব হাম্বলি 
[ মাজমুয়ুর রাসায়িল, ৩/৩২৭ ]
কোর্স : ইসলামোফোবিয়া
ইন্সট্রাক্টর : ইরফান সাদিক

আসছে, ইনশাআল্লাহ.....

#ইলমওয়েব_স্কুলিং
‘যারা সালাত কায়িম করে এবং যাকাত দেয়, আর তারাই আখিরাতে দৃঢ় বিশ্বাস পোষণ করে।’

[ সুরা লুকমান,  ৩১ : ৪ ]

#ilmweb
‘দুআর আগে, মাঝে ও শেষে রাসুলের প্রতি সালাত (দরুদ) পাঠ করাটা এমন অধিক শক্তিশালী কারণ, যার মাধ্যমে দুআ কবুল হওয়ার আশা করা যায়।’ 
____
ইমাম ইবনু তাইমিয়াহ 
[ ইকতিযাউস সিরাতিল মুসতাকিম : ২/২৪৭ ]
‘যদি তুমি দেখতে! যখন অপরাধীরা তাদের রবের সামনে মাথানত করে বলবে, হে আমাদের রব! (এখন) আমরা (সবকিছু)  দেখলাম ও শুনলাম। এখন আমাদেরকে (দুনিয়ায়) ফেরত পাঠাও, আমরা সৎকাজ করব। (এখন) আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

[ সুরা আস-সাজদাহ,  ৩২ : ১২ ]

#ilmweb
‘কোনো প্রকার ইলম ছাড়াই যে আল্লাহর ইবাদত করে সে সংশোধন করার চেয়ে বিবাদই বেশি করে।’
____
উমার ইবনুল আবদিল আযিয
[ ইমাম ইবনু তাইমিয়াহ, আল-ইসতিকামাহ : ২/২২৯ ]
‘বল, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন দ্বীনকে কেবল আল্লাহর জন্য নিবেদিত করে তাঁর ইবাদত করি।’

[ সুরা আয-যুমার,  ৩৯ : ১১ ]

#ilmweb
‘প্রত্যেক মুসলিমের ওপর নিজ পরিবারভুক্ত লোক ও দাস-দাসীদের আল্লাহর হুকুম পালন করা ও তাঁর অবাধ্যতা থেকে বিরত রাখার শিক্ষা ও উপদেশ দিতে থাকা "ফরয"।’
____
ইমাম মুকাতিল
[ তাফসির ইবনু কাসির : ৯/৫৭০ ]