আলিমদের মর্যাদা
— ইমাম ইবনুল কাইয়িম
.
আল্লাহ বলেন,
شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ وَالْمَلَائِكَةُ وَأُولُو الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ ۚ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
‘স্বয়ং আল্লাহ সাক্ষ্য দেন, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই; মালায়িকাহ ও জ্ঞানীরাও একই সাক্ষ্য দেন। তিনি ন্যায়নীতির ওপর প্রতিষ্ঠিত। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাবান। [সুরা আলি ইমরান, ৩ : ১৮]
এই আয়াতে ইলম ও আলিমদের মর্যাদা ফুটে উঠেছে। একটু লক্ষ করলে আমরা এই আয়াতে নিচের বিষয়গুলো দেখতে পাব,
১. আল্লাহ নিজ তাওহিদের সাক্ষ্য দেয়ার জন্য সমগ্র সৃষ্টির ওপর আলিমদের বেছে নিয়েছেন।
২. আল্লাহ আলিমদের সম্মানিত করেছেন এই মর্মে যে, তিনি নিজে সাক্ষ্য দিয়েছেন, সাথে আলিমদেরকেও সাক্ষী করেছেন।
৩. আল্লাহ মালাকদের সাথে আলিমদের সাক্ষ্যের কথা উল্লেখ করে আলিমদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন।
.
সম্পূর্ণ আর্টিকেল পড়তে ভিজিট করুন - https://ilmweb.net/আলিমদের-মর্যাদা/
— ইমাম ইবনুল কাইয়িম
.
আল্লাহ বলেন,
شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ وَالْمَلَائِكَةُ وَأُولُو الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ ۚ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
‘স্বয়ং আল্লাহ সাক্ষ্য দেন, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই; মালায়িকাহ ও জ্ঞানীরাও একই সাক্ষ্য দেন। তিনি ন্যায়নীতির ওপর প্রতিষ্ঠিত। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাবান। [সুরা আলি ইমরান, ৩ : ১৮]
এই আয়াতে ইলম ও আলিমদের মর্যাদা ফুটে উঠেছে। একটু লক্ষ করলে আমরা এই আয়াতে নিচের বিষয়গুলো দেখতে পাব,
১. আল্লাহ নিজ তাওহিদের সাক্ষ্য দেয়ার জন্য সমগ্র সৃষ্টির ওপর আলিমদের বেছে নিয়েছেন।
২. আল্লাহ আলিমদের সম্মানিত করেছেন এই মর্মে যে, তিনি নিজে সাক্ষ্য দিয়েছেন, সাথে আলিমদেরকেও সাক্ষী করেছেন।
৩. আল্লাহ মালাকদের সাথে আলিমদের সাক্ষ্যের কথা উল্লেখ করে আলিমদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন।
.
সম্পূর্ণ আর্টিকেল পড়তে ভিজিট করুন - https://ilmweb.net/আলিমদের-মর্যাদা/
❤9
আল-আলিম (সর্বজ্ঞ, মহাজ্ঞানী)— اَلْعَلِيْمُ
.
.
তাঁর ইলম বাহ্য-গুপ্ত, প্রকাশ্য-অপ্রকাশ্য সবকিছুকে বেষ্টন করে আছে। অবধারিত, অসম্ভব বা সম্ভাব্য সব ঘটনা তার জ্ঞান দ্বারা বেষ্টিত। তিনি তাঁর পুরো সৃষ্টিজগতের অতীত, বর্তমান ও ভবিষ্যতসহ সবকিছুই জানেন। কোনোকিছুই তাঁর ইলম থেকে লুক্কায়িত নয়।
‘কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই আছে। তিনি বৃষ্টিবর্ষণ করেন এবং মাতৃগর্ভে যা (সন্তান) আছে তা জানেন। কেউ জানে না আগামীকাল সে কী উপার্জন করবে এবং কেউ জানে না কোন ভূখণ্ডে সে মারা যাবে। আল্লাহই সবকিছু জানেন, সবকিছুর খবর রাখেন।’ [সুরা লুকমান, ৩১ : ৩৪]
____
ইমাম আবদুর রহমান আস-সাদি
সূত্র : বই— মারিফাতুল্লাহ (ইলমওয়েব ই-বুক)
.
.
তাঁর ইলম বাহ্য-গুপ্ত, প্রকাশ্য-অপ্রকাশ্য সবকিছুকে বেষ্টন করে আছে। অবধারিত, অসম্ভব বা সম্ভাব্য সব ঘটনা তার জ্ঞান দ্বারা বেষ্টিত। তিনি তাঁর পুরো সৃষ্টিজগতের অতীত, বর্তমান ও ভবিষ্যতসহ সবকিছুই জানেন। কোনোকিছুই তাঁর ইলম থেকে লুক্কায়িত নয়।
‘কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই আছে। তিনি বৃষ্টিবর্ষণ করেন এবং মাতৃগর্ভে যা (সন্তান) আছে তা জানেন। কেউ জানে না আগামীকাল সে কী উপার্জন করবে এবং কেউ জানে না কোন ভূখণ্ডে সে মারা যাবে। আল্লাহই সবকিছু জানেন, সবকিছুর খবর রাখেন।’ [সুরা লুকমান, ৩১ : ৩৪]
____
ইমাম আবদুর রহমান আস-সাদি
সূত্র : বই— মারিফাতুল্লাহ (ইলমওয়েব ই-বুক)
❤🔥7👍2
আকিদাহই একমাত্র মজবুত ভিত, যার ওপর দ্বীনের সব শাখাগত বিষয় নির্ভর করে। এই ভিতের উপস্থিতি ছাড়া বড় বড় বিনির্মাণও ব্যর্থ হতে বাধ্য। তাই বলা যায়, দ্বীনের শাখাগত বিষয়াবলির ব্যাখ্যা-বিশ্লেষণের চেষ্টা মূলত বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছেড়ে কম গুরুত্বপূর্ণ বিষয়ে মত্ত হবার নামান্তর। আর এসবের পেছনে পড়লে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারব না। অতএব, মানবহৃদয়ের জন্য এই দ্বীনকে উপযোগী করে তুলতে আল্লাহপ্রদত্ত মানহাজের (পথ–পদ্ধতি) অনুগামী হতে হবে। প্রথমত মানুষের হৃদয়ে বিশুদ্ধ আকিদাহ গেঁথে দিয়ে, দ্বিতীয়ত প্রতিটি মানুষকে শরিয়াহর যাবতীয় আদেশ মানার প্রতি উৎসাহিত করার মাধ্যমে এটি সম্ভব হবে। কারণ তারবিয়াতের (শিক্ষণ–প্রশিক্ষণ) ক্ষেত্রে আল্লাহপ্রদত্ত মানহাজ অনুসরণ করা স্বয়ং আকিদাহরই অংশ।
____
শাইখ ড. আবদুল্লাহ আযযাম
বই : আকিদাহর পরিশুদ্ধি
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
____
শাইখ ড. আবদুল্লাহ আযযাম
বই : আকিদাহর পরিশুদ্ধি
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
👍5❤3
বিয়েতে নারীর অভিভাবকের অনুমতি : একটি তাত্ত্বিক পর্যালোচনা
— উসতায শাইখুল ইসলাম
.
কোনো নারী একাকী বিয়ে করে নিলে ব্যভিচার বা জিনার অপবাদ দেয়া ইলমের সাথে সম্পৃক্ত ব্যক্তির কাজ হতে পারে না। হাঁ, কোনো বিষয় বৈধ হলেই সেটা যে প্রশংসনীয়, তা নয়। যারা নারীর বিয়েতে অভিভাবকের অনুমতির শর্ত মানেন না, তাঁরাও কিন্তু অভিভাবক ছাড়া কোনো বিয়েকে উৎসাহিত করেন না; বরং একে সামাজিকভাবে খারাপ দৃষ্টিতেই দেখেন। এটাই কাম্য।
সম্পূর্ণ আর্টিকেল পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/অভিভাবকের-অনুমতি/
— উসতায শাইখুল ইসলাম
.
কোনো নারী একাকী বিয়ে করে নিলে ব্যভিচার বা জিনার অপবাদ দেয়া ইলমের সাথে সম্পৃক্ত ব্যক্তির কাজ হতে পারে না। হাঁ, কোনো বিষয় বৈধ হলেই সেটা যে প্রশংসনীয়, তা নয়। যারা নারীর বিয়েতে অভিভাবকের অনুমতির শর্ত মানেন না, তাঁরাও কিন্তু অভিভাবক ছাড়া কোনো বিয়েকে উৎসাহিত করেন না; বরং একে সামাজিকভাবে খারাপ দৃষ্টিতেই দেখেন। এটাই কাম্য।
সম্পূর্ণ আর্টিকেল পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/অভিভাবকের-অনুমতি/
❤9👍1
‘প্রকৃতপক্ষে ওয়ারার (আল্লাহভীতি) একটি শুরু ও শেষ আছে। আর এ দুয়ের মাঝে রয়েছে বিভিন্ন স্তর। এ ব্যাপারে যে যত কঠোর হবে, সে তত দ্রুত পুলসিরাত পার হবে। তার বোঝা হালকা হবে। বান্দার ওয়ারার স্তর অনুযায়ী পরকালে ভিন্ন ভিন্ন মনযিল হবে। একইভাবে, হারামের স্তর অনুযায়ী জাহান্নামে যালিমদের মনযিলও ভিন্ন ভিন্ন হবে। সুতরাং চাইলে কেউ ওয়ারা (আল্লাহভীতি) বৃদ্ধি করুক আর না- চাইলে ছেড়ে দিক। ছেড়ে দিলে আর কেউ নয়, সে-ই ক্ষতিগ্রস্ত হবে।’
____
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
____
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
❤11👍2
শিরক : সতর্কতা ও সাবধানতা
-- উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ) || ilmweb Publishing
ইউটিউব : https://youtu.be/c94bViMc_Ns
-- উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ) || ilmweb Publishing
ইউটিউব : https://youtu.be/c94bViMc_Ns
👍11
প্রি–অর্ডার ‼️প্রি–অর্ডার‼️ প্রি–অর্ডার ‼️
প্রকাশনা বিভাগ, ইলমওয়েবের নতুন বই ‘আমাদের আকিদাহ’ আগামী ১৮ অক্টোবর প্রকাশিত হতে যাচ্ছে, ইনশাআল্লাহ। বইটি প্রি–অর্ডার শুরু হয়েছে। প্রি–অর্ডার করতে নিচে দেওয়া ফর্ম পূরণ করুন।
বই : আমাদের আকিদাহ (হাযিহি আকিদাতুনা)
মূল : শাইখ আসিম আল-বারকাওয়ি
অনুবাদ কৃতজ্ঞতা : ভাষাঘর
ভাষা-সম্পাদনা : তাইব হোসেন
শরয়ি নিরীক্ষণ : উসতায শাইখুল ইসলাম
পৃষ্ঠা সংখ্যা : ৮৮
কভার : পেপার ব্যাক
মুদ্রিত মূল্য : ১৪৬/-
প্রি-অর্ডার মূল্য : ৯৫/-
.
প্রি-অর্ডার লিংক : https://forms.gle/xL6agfmosA5FGMtk6
.
প্রি-অর্ডারের লাস্ট ডেট : ২৫ অক্টোবর, ২০২৪
.
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন :
সাদুক শপ | ফোন :+৮৮০১৭১১৭৩৪৬৩৮
প্রকাশনা বিভাগ, ইলমওয়েবের নতুন বই ‘আমাদের আকিদাহ’ আগামী ১৮ অক্টোবর প্রকাশিত হতে যাচ্ছে, ইনশাআল্লাহ। বইটি প্রি–অর্ডার শুরু হয়েছে। প্রি–অর্ডার করতে নিচে দেওয়া ফর্ম পূরণ করুন।
বই : আমাদের আকিদাহ (হাযিহি আকিদাতুনা)
মূল : শাইখ আসিম আল-বারকাওয়ি
অনুবাদ কৃতজ্ঞতা : ভাষাঘর
ভাষা-সম্পাদনা : তাইব হোসেন
শরয়ি নিরীক্ষণ : উসতায শাইখুল ইসলাম
পৃষ্ঠা সংখ্যা : ৮৮
কভার : পেপার ব্যাক
মুদ্রিত মূল্য : ১৪৬/-
প্রি-অর্ডার মূল্য : ৯৫/-
.
প্রি-অর্ডার লিংক : https://forms.gle/xL6agfmosA5FGMtk6
.
প্রি-অর্ডারের লাস্ট ডেট : ২৫ অক্টোবর, ২০২৪
.
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন :
সাদুক শপ | ফোন :+৮৮০১৭১১৭৩৪৬৩৮
👍7
শাইখ আসিম আল-বারকাওয়ি : তাওহিদের জীবন্ত চিহ্ন
—সংকলন ও ভাষান্তর : তাইব হোসেন
.
.
বর্তমানে হক আলিমের অন্যতম একজন হলেন শাইখ আবু মুহাম্মাদ আসিম আল-বারকাওয়ি। আম্বিয়া আলাইহিমুস সালামের যোগ্য ওয়ারিশ হিসেবে তিনি তাওহিদের দাওয়াহকেই বেছে নিয়েছেন। এ পথে তিনি নির্যাতন, কারাভোগ কোনোকিছুরই পরোয়া করেননি আর বাস্তবিকই এর প্রমাণ দিয়েছেন এবং এখনো এ পথেই চলেছেন। তাওহিদের পথে তাঁর কারাজীবন পূণ্যবান সালাফদের কথাই স্মরণ করিয়ে দেয়। এ পথের দাওয়াতে শাসকশ্রেণির রক্তচক্ষু, ভ্রষ্ট ইলমধারীদের বক্তৃতা ও লেখনীর দিকে তিনি মোটেও ভ্রূক্ষেপ করেননি, বরং তিনি কিতাব ও সুন্নাহর মাধ্যমে সবার সমুচিত জবাব দিয়েছেন, বিভ্রান্তি নিরসন করেছেন এবং এখনো তা-ই করছেন। সমগ্র বিশ্বব্যাপী তাওহিদবাদীদের জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে বারাকাহস্বরূপ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/শাইখ-আসিম-আল-বারকাওয়ি
—সংকলন ও ভাষান্তর : তাইব হোসেন
.
.
বর্তমানে হক আলিমের অন্যতম একজন হলেন শাইখ আবু মুহাম্মাদ আসিম আল-বারকাওয়ি। আম্বিয়া আলাইহিমুস সালামের যোগ্য ওয়ারিশ হিসেবে তিনি তাওহিদের দাওয়াহকেই বেছে নিয়েছেন। এ পথে তিনি নির্যাতন, কারাভোগ কোনোকিছুরই পরোয়া করেননি আর বাস্তবিকই এর প্রমাণ দিয়েছেন এবং এখনো এ পথেই চলেছেন। তাওহিদের পথে তাঁর কারাজীবন পূণ্যবান সালাফদের কথাই স্মরণ করিয়ে দেয়। এ পথের দাওয়াতে শাসকশ্রেণির রক্তচক্ষু, ভ্রষ্ট ইলমধারীদের বক্তৃতা ও লেখনীর দিকে তিনি মোটেও ভ্রূক্ষেপ করেননি, বরং তিনি কিতাব ও সুন্নাহর মাধ্যমে সবার সমুচিত জবাব দিয়েছেন, বিভ্রান্তি নিরসন করেছেন এবং এখনো তা-ই করছেন। সমগ্র বিশ্বব্যাপী তাওহিদবাদীদের জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে বারাকাহস্বরূপ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/শাইখ-আসিম-আল-বারকাওয়ি
👍4❤2