এই দ্বীন প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের কাছে পৌঁছেছে। উলামা কিরাম এই দ্বীনের সংরক্ষণের কাজ আঞ্জাম দিয়েছেন। প্রতিরক্ষা করেছেন। অবিকল রাখার সংগ্রামে অবতীর্ণ হয়েছেন। তাঁরা স্বস্ব যুগে অল্পই ছিলেন।
অতএব, উলামা কিরামের চিন্তাধারা, রুচিবোধ ও দূরদৃষ্টির বাইরে গিয়ে যে বা যারাই চিন্তা করেছেন, দ্বীনি দাওয়াত ও দ্বীনপ্রতিষ্ঠার কর্মপদ্ধতি নির্ধারণ করেছেন বা করতে চেয়েছেন, তারা বিপর্যয়ের কারণ বনে গেছেন নয়তো ব্যর্থ হয়েছেন। মূলত দ্বীনি সূত্রের পরম্পরা বা ধারাবাহিকতায় তাদের হিস্যা শূন্যপ্রায়। তাই, হকপন্থী উলামা কিরামের বলয়ের ভেতরে থেকে যাবতীয় দ্বীনি কাজের কর্মোদ্দীপন চেষ্টা-প্রচেষ্টার বিকল্প নেই। আল্লাহ আমাদের বোঝার তাওফিক দিন।
#ilmweb
অতএব, উলামা কিরামের চিন্তাধারা, রুচিবোধ ও দূরদৃষ্টির বাইরে গিয়ে যে বা যারাই চিন্তা করেছেন, দ্বীনি দাওয়াত ও দ্বীনপ্রতিষ্ঠার কর্মপদ্ধতি নির্ধারণ করেছেন বা করতে চেয়েছেন, তারা বিপর্যয়ের কারণ বনে গেছেন নয়তো ব্যর্থ হয়েছেন। মূলত দ্বীনি সূত্রের পরম্পরা বা ধারাবাহিকতায় তাদের হিস্যা শূন্যপ্রায়। তাই, হকপন্থী উলামা কিরামের বলয়ের ভেতরে থেকে যাবতীয় দ্বীনি কাজের কর্মোদ্দীপন চেষ্টা-প্রচেষ্টার বিকল্প নেই। আল্লাহ আমাদের বোঝার তাওফিক দিন।
#ilmweb
❤13👍2
আমিরুল মুমিনিন মানসুরের প্রতি ইমাম আওযায়ি (রাহিমাহুল্লাহ)-র উপদেশের কিয়দাংশ :
‘আমিরুল মুমিনিন, নিজ স্বার্থেই নিজেকে সংযত রাখুন। নিজেকে এমন আমলে ব্যস্ত রাখুন, যা আল্লাহর আযাব থেকে আপনার নিরাপত্তা নিশ্চিত করবে। হে আমিরুল মুমিনিন, আপনার আগে যারা ছিল তাদের কর্তৃত্ব যদি চিরস্থায়ী হতো, তবে তা আপনার পর্যন্ত পৌঁছাত না। তাই পূর্বসূরীদের মতো আপনার কর্তৃত্বও চিরস্থায়ী হবে না। আমিরুল মুমিনিন,
‘এ কেমন আমলনামা। এ যে ছোট বড় কোনোকিছুই বাদ দেয়নি, সবই এতে রয়েছে।’ [ সুরা আল-কাহাফ, ১৮ : ৪৯ ]
আপনার পিতামহের সূত্রে এই আয়াতের ব্যাপারে বর্ণিত হয়েছে, ‘ছোট জিনিস’ মানে মুচকি হাসি এবং ‘বড় জিনিস’ বলতে অট্টহাসি বোঝানো হয়েছে। তাহলে হাত দ্বারা কৃত আমল এবং জিহ্বা দ্বারা বলা কথার ব্যাপারে কি হবে?’
___
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
.
.
বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন আমাদের পরিবেশক Jajeera.com –এর ফেইসবুক পেইজে। অথবা আপনার পছন্দের অনলাইন কিংবা অফলাইন শপে।
‘আমিরুল মুমিনিন, নিজ স্বার্থেই নিজেকে সংযত রাখুন। নিজেকে এমন আমলে ব্যস্ত রাখুন, যা আল্লাহর আযাব থেকে আপনার নিরাপত্তা নিশ্চিত করবে। হে আমিরুল মুমিনিন, আপনার আগে যারা ছিল তাদের কর্তৃত্ব যদি চিরস্থায়ী হতো, তবে তা আপনার পর্যন্ত পৌঁছাত না। তাই পূর্বসূরীদের মতো আপনার কর্তৃত্বও চিরস্থায়ী হবে না। আমিরুল মুমিনিন,
‘এ কেমন আমলনামা। এ যে ছোট বড় কোনোকিছুই বাদ দেয়নি, সবই এতে রয়েছে।’ [ সুরা আল-কাহাফ, ১৮ : ৪৯ ]
আপনার পিতামহের সূত্রে এই আয়াতের ব্যাপারে বর্ণিত হয়েছে, ‘ছোট জিনিস’ মানে মুচকি হাসি এবং ‘বড় জিনিস’ বলতে অট্টহাসি বোঝানো হয়েছে। তাহলে হাত দ্বারা কৃত আমল এবং জিহ্বা দ্বারা বলা কথার ব্যাপারে কি হবে?’
___
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
.
.
বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন আমাদের পরিবেশক Jajeera.com –এর ফেইসবুক পেইজে। অথবা আপনার পছন্দের অনলাইন কিংবা অফলাইন শপে।
👍3😢1
এই দ্বীন প্রতিটা ঘরেই পৌঁছবে। সম্মান অথবা লাঞ্চনা, যেকোনো একভাবে পৌঁছবেই। এটাই মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মাদের কথা। এ বাস্তবায়ন হবেই৷ আল্লাহ তাঁর নবির ওয়াদাকে সত্যে পরিণত করবেনই; চাই আল্লাহদ্রোহীরা যতই অপছন্দ করুক, যতই অখুশি হোক। এতে কেবল তাদের কুফরের মাত্রাই বৃদ্ধি পাবে।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
#ilmweb
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
#ilmweb
❤14👍2
কয়েকদিনের ভেতর 'হাযিহি আকিদাতুনা' প্রেসে যাবে, ইনশাআল্লাহ। সাথে নিচের বইটি যত তাড়াতাড়ি পারা যায় আনার পরিকল্পনা। আমাদের হাতে একাধিক বইয়ের কাজের মাঝেও এটি আনা গুরুত্ববহ।
.
বই— আল্লাহর সিফাতপ্রসঙ্গ : হাম্বলি উলামাদের আকিদাহ
মূল— বাসসাম যাওয়াদি
অনুলিখন ও সংযোজন— তাইব হোসেন
নিরীক্ষণ— উসতায শাইখুল ইসলাম
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
#ilmweb
.
বই— আল্লাহর সিফাতপ্রসঙ্গ : হাম্বলি উলামাদের আকিদাহ
মূল— বাসসাম যাওয়াদি
অনুলিখন ও সংযোজন— তাইব হোসেন
নিরীক্ষণ— উসতায শাইখুল ইসলাম
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
#ilmweb
❤10👍1
‘ইসলামি আকিদাহর ক্ষেত্রে তিনটি বিষয়কে নীতি হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রথমটি আল্লাহর নাযিলকৃত পবিত্র কালামের মুহকাম আয়াত। দ্বিতীয়টি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তৃতীয়টি হলো, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের ইজমা (ঐকমত্য)। যেসব বিষয় এই তিন নীতির বিরোধী বলে মনে হবে, সেগুলো প্রত্যাখ্যাত ও অভিশপ্ত মনে করে অবশ্যই পরিত্যাগ করে চলতে হবে।’
____
ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলবি
[আল-বালাগুল মুবিন, পৃষ্ঠা : ২০–২১]
#ilmweb
____
ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলবি
[আল-বালাগুল মুবিন, পৃষ্ঠা : ২০–২১]
#ilmweb
❤20👍1
প্রবন্ধ : হুরমাতুল মুসাহারাহ
উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ)
.
.
হুরমাতুল মুসাহারাহ (حرمة المصاهرة) হলো, বৈবাহিক সম্পর্কের ফলে নারী-পুরুষ উভয়ের মাহরাম আত্মীয়-স্বজন অপরজনের জন্য হারাম হওয়া। যেমন স্ত্রীর মা। স্ত্রী জীবিত থাকুক বা মৃত, কোনো অবস্থাতেই স্বামীর জন্য স্ত্রীর মাকে বিয়ে করা বৈধ নয়। বরং সেটা হারাম। তেমনিভাবে স্বামীর পিতা। স্বামী মারা গেলে বা তালাক দিয়ে দিলে শশুরকে বিয়ে করা যাবে না। হুরমাতুল মুসাহারাহর মাসআলা দুই ধরনের হয় :
১. ঐকমত্যপূর্ণ ২. মতভেদপূর্ণ
.
.
সম্পূর্ণ প্রবন্ধটি পড়তে ভিজিট করুন : https://ilmweb.net/হুরমাতুল-মুসাহারাহ/
উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ)
.
.
হুরমাতুল মুসাহারাহ (حرمة المصاهرة) হলো, বৈবাহিক সম্পর্কের ফলে নারী-পুরুষ উভয়ের মাহরাম আত্মীয়-স্বজন অপরজনের জন্য হারাম হওয়া। যেমন স্ত্রীর মা। স্ত্রী জীবিত থাকুক বা মৃত, কোনো অবস্থাতেই স্বামীর জন্য স্ত্রীর মাকে বিয়ে করা বৈধ নয়। বরং সেটা হারাম। তেমনিভাবে স্বামীর পিতা। স্বামী মারা গেলে বা তালাক দিয়ে দিলে শশুরকে বিয়ে করা যাবে না। হুরমাতুল মুসাহারাহর মাসআলা দুই ধরনের হয় :
১. ঐকমত্যপূর্ণ ২. মতভেদপূর্ণ
.
.
সম্পূর্ণ প্রবন্ধটি পড়তে ভিজিট করুন : https://ilmweb.net/হুরমাতুল-মুসাহারাহ/
❤5👍2