ilmweb
3.08K subscribers
505 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
এই দ্বীন প্রতিটা ঘরেই পৌঁছবে। সম্মান অথবা লাঞ্চনা, যেকোনো একভাবে পৌঁছবেই। এটাই মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মাদের কথা। এ বাস্তবায়ন হবেই৷ আল্লাহ তাঁর নবির ওয়াদাকে সত্যে পরিণত করবেনই; চাই আল্লাহদ্রোহীরা যতই অপছন্দ করুক, যতই অখুশি হোক। এতে কেবল তাদের কুফরের মাত্রাই বৃদ্ধি পাবে।

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

#ilmweb
14👍2
‘আজ প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। আজ (কারও প্রতি) কোনো অবিচার নেই। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।’

[ সুরা গাফির, ৪০ : ১৭ ]

#ilmweb
14👍2
কয়েকদিনের ভেতর 'হাযিহি আকিদাতুনা' প্রেসে যাবে, ইনশাআল্লাহ। সাথে নিচের বইটি যত তাড়াতাড়ি পারা যায় আনার পরিকল্পনা। আমাদের হাতে একাধিক বইয়ের কাজের মাঝেও এটি আনা গুরুত্ববহ।
.
বই— আল্লাহর সিফাতপ্রসঙ্গ : হাম্বলি উলামাদের আকিদাহ
মূল— বাসসাম যাওয়াদি
অনুলিখন ও সংযোজন— তাইব হোসেন
নিরীক্ষণ— উসতায শাইখুল ইসলাম

প্রকাশনা বিভাগ, ইলমওয়েব

#ilmweb
10👍1
‘যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে এবং সৎকর্মশীল হয় সে তো সবচেয়ে মজবুত রশিটিই আঁকড়ে ধরেছে। আর আল্লাহর কাছেই সকল কাজের পরিণতি।’

[ সুরা লুকমান, ৩১ : ২২ ]

#ilmweb
9👍2
‘হয় হক নয়তো সবর উপেক্ষিত হবার ফলে ফিতনা সংঘটিত হয়।’
____
ইমাম ইবনু তাইমিয়াহ
[ আল–ইসতিকামাহ : ১/৩৯ ]
👍7
Media is too big
VIEW IN TELEGRAM
[সুরা আল-বাকারাহ, ০২ : ২৫৬-২৫৭] || ilmweb Publishing

#ilmweb
6👍2
‘হে আমার সম্প্রদায়! তোমরা কল্যাণের পূর্বে দ্রুত অকল্যাণ কামনা করছ কেন? তোমরা কেন আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা কর না যাতে তোমরা রহমতপ্রাপ্ত হও?’

[ সুরা আন–নামল, ২৭ : ৪৬ ]

#ilmweb
8👍1
‘আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হওয়া কারও জন্যই জায়িয নয়, যদিও তার পাপ অনেক গুরুতর হয়।’
___
ইমাম ইবনু তাইমিয়াহ
[ মাজমুয়ুল ফাতাওয়া : ১৬/১৯ ]

#ilmweb
15👍3
‘যখন তারা জালুত ও তার সৈন্যদের মুখোমুখি হল, তখন তারা বলল, ‘হে আমাদের রব! আমাদেরকে ধৈর্যধারণের শক্তি দান করুন এবং আমাদের পা স্থির রাখুন এবং কাফির কওমের ওপর আমাদেরকে বিজয় দান করুন।’

[সুরা আল–বাকারাহ, ২ : ২৫০ ]

#ilmweb
👍91
‘তোমার নফস শত্রুর মতো। দ্বীনদারিতায় আন্তরিক পেলে তোমার আনুগত্য করে। আর দুর্বলতা দেখলে তোমাকে বন্দি করবে।’
____
ইমাম ইবনুল কাইয়িম
[বাদায়িয়ুল ফাওয়ায়িদ, খণ্ড : ৩, পৃষ্ঠা : ১২০২]
10👍4
‘অতএব, যারা আমার স্মরণ (কুরআন) থেকে মুখ ফিরিয়ে নেয় এবং পার্থিব জীবন ছাড়া কিছুই চায় না, তাদেরকে পরিহার করে চল।’

[ সুরা আন-নাজম, ৫৩ : ২৯ ]

#ilmweb
👍11
‘ইসলামি আকিদাহর ক্ষেত্রে তিনটি বিষয়কে নীতি হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রথমটি আল্লাহর নাযিলকৃত পবিত্র কালামের মুহকাম আয়াত। দ্বিতীয়টি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তৃতীয়টি হলো, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের ইজমা (ঐকমত্য)। যেসব বিষয় এই তিন নীতির বিরোধী বলে মনে হবে, সেগুলো প্রত্যাখ্যাত ও অভিশপ্ত মনে করে অবশ্যই পরিত্যাগ করে চলতে হবে।’
____
ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলবি
[আল-বালাগুল মুবিন, পৃষ্ঠা : ২০–২১]

#ilmweb
20👍1
‘প্রকৃতপক্ষে তাদের অন্তরে আল্লাহর চেয়ে তোমাদের ভয়ই বেশি। এটা এ কারণে যে, তারা এক বিবেক–বুদ্ধিহীন সম্প্রদায়।’

[ সুরা আল-হাশর, ৫৯ : ১৩ ]

#ilmweb
9👍1
প্রবন্ধ : হুরমাতুল মুসাহারাহ
উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ)
.
.
হুরমাতুল মুসাহারাহ (حرمة المصاهرة) হলো, বৈবাহিক সম্পর্কের ফলে নারী-পুরুষ উভয়ের মাহরাম আত্মীয়-স্বজন অপরজনের জন্য হারাম হওয়া। যেমন স্ত্রীর মা। স্ত্রী জীবিত থাকুক বা মৃত, কোনো অবস্থাতেই স্বামীর জন্য স্ত্রীর মাকে বিয়ে করা বৈধ নয়। বরং সেটা হারাম। তেমনিভাবে স্বামীর পিতা। স্বামী মারা গেলে বা তালাক দিয়ে দিলে শশুরকে বিয়ে করা যাবে না। হুরমাতুল মুসাহারাহর মাসআলা দুই ধরনের হয় :
১. ঐকমত্যপূর্ণ ২. মতভেদপূর্ণ
.
.
সম্পূর্ণ প্রবন্ধটি পড়তে ভিজিট করুন : https://ilmweb.net/হুরমাতুল-মুসাহারাহ/
5👍2
‘ও আমাদের রব, আমাদের এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন, যারা আমাদের চোখ শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন।’

[ সুরা আল–ফুরকান, ২৫ : ৭৪ ]

#ilmweb
12👍2
আলিমদের মর্যাদা
— ইমাম ইবনুল কাইয়িম
.
আল্লাহ বলেন,

شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ وَالْمَلَائِكَةُ وَأُولُو الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ ۚ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ

‘স্বয়ং আল্লাহ সাক্ষ্য দেন, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই; মালায়িকাহ ও জ্ঞানীরাও একই সাক্ষ্য দেন। তিনি ন্যায়নীতির ওপর প্রতিষ্ঠিত। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাবান। [সুরা আলি ইমরান, ৩ : ১৮]

এই আয়াতে ইলম ও আলিমদের মর্যাদা ফুটে উঠেছে। একটু লক্ষ করলে আমরা এই আয়াতে নিচের বিষয়গুলো দেখতে পাব,

১. আল্লাহ নিজ তাওহিদের সাক্ষ্য দেয়ার জন্য সমগ্র সৃষ্টির ওপর আলিমদের বেছে নিয়েছেন।

২. আল্লাহ আলিমদের সম্মানিত করেছেন এই মর্মে যে, তিনি নিজে সাক্ষ্য দিয়েছেন, সাথে আলিমদেরকেও সাক্ষী করেছেন।

৩. আল্লাহ মালাকদের সাথে আলিমদের সাক্ষ্যের কথা উল্লেখ করে আলিমদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন।
.
সম্পূর্ণ আর্টিকেল পড়তে ভিজিট করুন - https://ilmweb.net/আলিমদের-মর্যাদা/
9
‘একটি লোক নগরীর প্রান্ত থেকে দৌড়াতে দৌড়াতে এল। সে বলল, হে আমার সম্প্রদায়! তোমরা রাসুলদের কথা মেনে নাও।’

[ সুরা ইয়াসিন,  ৩৬ : ২০ ]

#ilmweb
9👍2
আল-আলিম (সর্বজ্ঞ, মহাজ্ঞানী)— اَلْعَلِيْمُ
.
.
তাঁর ইলম বাহ্য-গুপ্ত, প্রকাশ্য-অপ্রকাশ্য সবকিছুকে বেষ্টন করে আছে। অবধারিত, অসম্ভব বা সম্ভাব্য সব ঘটনা তার জ্ঞান দ্বারা বেষ্টিত। তিনি তাঁর পুরো সৃষ্টিজগতের অতীত, বর্তমান ও ভবিষ্যতসহ সবকিছুই জানেন। কোনোকিছুই তাঁর ইলম থেকে লুক্কায়িত নয়।

‘কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই আছে। তিনি বৃষ্টিবর্ষণ করেন এবং মাতৃগর্ভে যা (সন্তান) আছে তা জানেন। কেউ জানে না আগামীকাল সে কী উপার্জন করবে এবং কেউ জানে না কোন ভূখণ্ডে সে মারা যাবে। আল্লাহই সবকিছু জানেন, সবকিছুর খবর রাখেন।’ [সুরা লুকমান, ৩১ : ৩৪]

____
ইমাম আবদুর রহমান আস-সাদি
সূত্র : বই— মারিফাতুল্লাহ (ইলমওয়েব ই-বুক)
❤‍🔥7👍2
‘তোমার পূর্বেও রাসুলদেরকে উপহাস করা হয়েছে। তবে যারা তাদেরকে উপহাস করেছে তাদের উপহাসের পরিণতি তাদের ওপরই আপতিত হয়েছে।’

[ সুরা আল-আনআম, ৬ : ১০ ]

#ilmweb
15
আকলের কাছে আকিদাহ-বিশ্বাস বন্ধক রেখে কখনো পরিশুদ্ধ আকিদাহ অর্জন করা সম্ভব নয়। মানবীয় যুক্তিকে নুসুসের (কুরআন-সুন্নাহ) কাছে সমর্পণ করাই আকিদাহর মূলতত্ত্ব। নুসুস যেখানে থেমেছে, সেখানেই থামুন। আকলকে নকলের (কুরআন-সুন্নাহ) দাস করে নিন।

#ilmweb
7👍1