ilmweb
3.08K subscribers
505 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘যারা ইয়াতীমদের মাল অন্যায়ভাবে গ্রাস করে, তারা তো নিজেদের পেটে কেবল অগ্নিই ভক্ষণ করে, তারা শীঘ্রই জ্বলন্ত আগুনে জ্বলবে।’

[ সুরা আন-নিসা, ৪ : ১০ ]

#ilmweb
11
আকিদাহই একমাত্র মজবুত ভিত, যার ওপর দ্বীনের সব শাখাগত বিষয় নির্ভর করে। এই ভিতের উপস্থিতি ছাড়া বড় বড় বিনির্মাণও ব্যর্থ হতে বাধ্য। তাই বলা যায়, দ্বীনের শাখাগত বিষয়াবলির ব্যাখ্যা-বিশ্লেষণের চেষ্টা মূলত বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছেড়ে কম গুরুত্বপূর্ণ বিষয়ে মত্ত হবার নামান্তর। আর এসবের পেছনে পড়লে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারব না। অতএব, মানবহৃদয়ের জন্য এই দ্বীনকে উপযোগী করে তুলতে আল্লাহপ্রদত্ত মানহাজের (পথ–পদ্ধতি) অনুগামী হতে হবে। প্রথমত মানুষের হৃদয়ে বিশুদ্ধ আকিদাহ গেঁথে দিয়ে, দ্বিতীয়ত প্রতিটি মানুষকে শরিয়াহর যাবতীয় আদেশ মানার প্রতি উৎসাহিত করার মাধ্যমে এটি সম্ভব হবে। কারণ তারবিয়াতের (শিক্ষণ–প্রশিক্ষণ) ক্ষেত্রে আল্লাহপ্রদত্ত মানহাজ অনুসরণ করা স্বয়ং আকিদাহরই অংশ।

____
শাইখ ড. আবদুল্লাহ আযযাম
বই : আকিদাহর পরিশুদ্ধি
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
👍53
‘আমি তাদের সঠিক বৃত্তান্ত তোমার কাছে বর্ণনা করছি। তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের রবের প্রতি ইমান এনেছিল আর আমি তাদের হিদায়াত বৃদ্ধি করে দিয়েছিলাম।’

[ সুরা আল-কাহফ, ১৮ : ১৩ ]

#ilmweb
16
‘স্মরণ কর, যখন ইবরাহিম বলল, হে আমার রব! আপনি এ শহরকে নিরাপদ করে দিন এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন।’

[ সুরা ইবরাহিম, ১৪ : ৩৫ ]

#ilmweb
18👍2
বিয়েতে নারীর অভিভাবকের অনুমতি : একটি তাত্ত্বিক পর্যালোচনা
— উসতায শাইখুল ইসলাম
.
কোনো নারী একাকী বিয়ে করে নিলে ব্যভিচার বা জিনার অপবাদ দেয়া ইলমের সাথে সম্পৃক্ত ব্যক্তির কাজ হতে পারে না। হাঁ, কোনো বিষয় বৈধ হলেই সেটা যে প্রশংসনীয়, তা নয়। যারা নারীর বিয়েতে অভিভাবকের অনুমতির শর্ত মানেন না, তাঁরাও কিন্তু অভিভাবক ছাড়া কোনো বিয়েকে উৎসাহিত করেন না; বরং একে সামাজিকভাবে খারাপ দৃষ্টিতেই দেখেন। এটাই কাম্য।

সম্পূর্ণ আর্টিকেল পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/অভিভাবকের-অনুমতি/
9👍1
‘বল, “প্রকৃতপক্ষে তিনিই একমাত্র ইলাহ। আর তোমরা (আল্লাহর সাথে) যা কিছু শরিক কর তার সাথে আমার কোন সম্পর্ক নেই।”’

[ সুরা আল-আনআম, ৬ : ১৯ ]

#ilmweb
11👍6
‘তবে কি তারা জাহিলিয়াতের বিধান কামনা করে? দৃঢ় ইমানদারদের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কে আছে?

[ সুরা আল-মায়িদাহ, ৫ : ৫০ ]

#ilmweb
13👍7
‘প্রকৃতপক্ষে ওয়ারার (আল্লাহভীতি) একটি শুরু ও শেষ আছে। আর এ দুয়ের মাঝে রয়েছে বিভিন্ন স্তর। এ ব্যাপারে যে যত কঠোর হবে, সে তত দ্রুত পুলসিরাত পার হবে। তার বোঝা হালকা হবে। বান্দার ওয়ারার স্তর অনুযায়ী পরকালে ভিন্ন ভিন্ন মনযিল হবে। একইভাবে, হারামের স্তর অনুযায়ী জাহান্নামে যালিমদের মনযিলও ভিন্ন ভিন্ন হবে। সুতরাং চাইলে কেউ ওয়ারা (আল্লাহভীতি) বৃদ্ধি করুক আর না- চাইলে ছেড়ে দিক। ছেড়ে দিলে আর কেউ নয়, সে-ই ক্ষতিগ্রস্ত হবে।’

____
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
11👍2
'কাফিররা যখন কুরআন শোনে তখন তারা তাদের দৃষ্টি দ্বারা তোমাকে স্খলিত করার উপক্রম করে (অর্থাৎ তোমার দিকে এমন বিদ্বেষপূর্ণ দৃষ্টিতে তাকায় যে, পারলে তোমাকে আছাড় দিয়ে ফেলে দেয়) আর বলে, এ তো একটা পাগল!’

[ সুরা আল-কালাম, ৬৮ : ৫১ ]

#ilmweb
🔥10👍4
শিরক : সতর্কতা ও সাবধানতা
-- উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ) || ilmweb Publishing

ইউটিউব : https://youtu.be/c94bViMc_Ns
👍11
‘তোমরা কীভাবে আল্লাহকে অবিশ্বাস করো? অথচ একসময় তোমরা ছিলে প্রাণহীন, তারপর তিনি তোমাদের জীবন দান করেছেন, এরপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর আবার জীবিত করবেন এবং সবশেষে তোমাদেরকে তাঁর কাছেই ফিরিয়ে নেওয়া হবে।’

[ সুরা আল-বাকারাহ, ২ : ২৮ ]

#ilmweb
9👍3
প্রি–অর্ডার ‼️প্রি–অর্ডার‼️ প্রি–অর্ডার ‼️

প্রকাশনা বিভাগ, ইলমওয়েবের নতুন বই ‘আমাদের আকিদাহ’ আগামী ১৮ অক্টোবর প্রকাশিত হতে যাচ্ছে, ইনশাআল্লাহ। বইটি প্রি–অর্ডার শুরু হয়েছে। প্রি–অর্ডার করতে নিচে দেওয়া ফর্ম পূরণ করুন।


বই : আমাদের আকিদাহ (হাযিহি আকিদাতুনা)

মূল : শাইখ আসিম আল-বারকাওয়ি 
অনুবাদ কৃতজ্ঞতা : ভাষাঘর
ভাষা-সম্পাদনা : তাইব হোসেন
শরয়ি নিরীক্ষণ : উসতায শাইখুল ইসলাম
পৃষ্ঠা সংখ্যা : ৮৮
কভার : পেপার ব্যাক
মুদ্রিত মূল্য : ১৪৬/-
প্রি-অর্ডার মূল্য : ৯৫/-

.
প্রি-অর্ডার লিংক : https://forms.gle/xL6agfmosA5FGMtk6
.
প্রি-অর্ডারের লাস্ট ডেট :  ২৫ অক্টোবর, ২০২৪

.
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন :
সাদুক শপ | ফোন :+৮৮০১৭১১৭৩৪৬৩৮
👍7
‘তোমার পূর্বে আমি যে রাসুলই পাঠিয়েছি তাকে ওহীর মাধ্যমে একথাই বলেছি যে, আমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই অতএব, তোমরা আমার ইবাদত কর।’

[ সুরা আল-আম্বিয়া, ২১ : ২৫ ]

#ilmweb
11👍3
শাইখ আসিম আল-বারকাওয়ি : তাওহিদের জীবন্ত চিহ্ন
—সংকলন ও ভাষান্তর : তাইব হোসেন
.
.
বর্তমানে হক আলিমের অন্যতম একজন হলেন শাইখ আবু মুহাম্মাদ আসিম আল-বারকাওয়ি। আম্বিয়া আলাইহিমুস সালামের যোগ্য ওয়ারিশ হিসেবে তিনি তাওহিদের দাওয়াহকেই বেছে নিয়েছেন। এ পথে তিনি নির্যাতন, কারাভোগ কোনোকিছুরই পরোয়া করেননি আর বাস্তবিকই এর প্রমাণ দিয়েছেন এবং এখনো এ পথেই চলেছেন। তাওহিদের পথে তাঁর কারাজীবন পূণ্যবান সালাফদের কথাই স্মরণ করিয়ে দেয়। এ পথের দাওয়াতে শাসকশ্রেণির রক্তচক্ষু, ভ্রষ্ট ইলমধারীদের বক্তৃতা ও লেখনীর দিকে তিনি মোটেও ভ্রূক্ষেপ করেননি, বরং তিনি কিতাব ও সুন্নাহর মাধ্যমে সবার সমুচিত জবাব দিয়েছেন, বিভ্রান্তি নিরসন করেছেন এবং এখনো তা-ই করছেন। সমগ্র বিশ্বব্যাপী তাওহিদবাদীদের জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে বারাকাহস্বরূপ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/শাইখ-আসিম-আল-বারকাওয়ি
👍42
শাইখ আসিম আল-বারকাওয়ি রচিত ‘আমাদের আকিদাহ’ বইয়ের সূচিপত্রসহ শর্ট পিডিএফ পড়তে ক্লিক করুন :
https://tinyurl.com/hazihiaqidatuna
🔥5👍2
‘অতএব, যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকাজ করে এবং তাঁর ইবাদতে কাউকে শরিক না করে।’

[ সুরা আল-কাহাফ, ১৮ : ১১০ ]

#ilmweb
❤‍🔥125👍2
বিরোধীদের ব্যাপারে আল্লাহর সীমালঙ্ঘন করবেন না, যদিও তারা আপনার ব্যাপারে আল্লাহর সীমালঙ্ঘন করুক না কেন। বরং আপনি যা বলবেন, তা নিয়ন্ত্রণে রাখুন। ইনসাফের দাঁড়িপাল্লায় ওজন করুন, যে ইনসাফের মাধ্যমে আসমান-জমিন দাঁড়িয়ে আছে।
____
শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ)
[ সূত্র : ইমতাউন নাযর ফি কাশফিশ শুবুহাতি মুরজিয়াতিল আসর ]

#ilmweb
👍42
তাঁর দাসত্বের ছায়ায়
—শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ) || ilmweb Publishing

ইউটিউব : https://youtu.be/74R9eY14V00
👍3
‘তারা কি ভূমির দিকে চেয়ে দেখেনি? তাতে আমি প্রত্যেক প্রকারের (সকল) উৎকৃষ্ট উদ্ভিদ উৎপন্ন করেছি।’

[ সুরা আশ-শুআরা, ২৬ : ৭ ]

#ilmweb
7👍2
প্রচলিত ভুল : অনির্দিষ্ট ও নির্দিষ্ট তাকফিরের মাঝে পার্থক্য না-করা
—শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ)
.
.
একইভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর পথ থেকে বিচ্যুত বিভিন্ন দলের ব্যাপারে উলামা কিরামের সাধারণ কথাবার্তাগুলোর ব্যাপারটাও তা-ই। যেমন, তাঁরা বলেন, ‘জাহমিয়ারা কাফির’ বা ‘কাদরিয়ারা কাফির’ প্রভৃতি কথাবার্তা। এ ক্ষেত্রে তারা (উগ্র তাকফিরি) এসব সাধারণ কথাবার্তা ও নির্দিষ্ট ব্যক্তির ওপর সেটা প্রয়োগের মাঝে পার্থক্য করে না। ফলে যাদের কাছ থেকেই এসব কথাবার্তা শুনতে পায় বা যাদের বইয়েই এগুলো পড়ে, উল্টো তাদেরকেই তাকফির করা শুরু করে।
.
.
সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন : https://ilmweb.net/প্রচলিত-ভুল
👍2