ilmweb
3.07K subscribers
497 photos
37 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি।’

[ সুরা আদ-দুহা, ৯৩ : ৩ ]

#ilmweb
14👍2
‘না-জেনে কথা বলার চেয়ে (দ্বীন সম্পর্কে) মূর্খ অবস্থায় মরে যাওয়াও ভালো।’
____
ইমাম ইবনু সিরিন
[ ইমাম ইবনুল কাইয়িম, ইলামুল মুওয়াক্কিয়িন ]
👍1410
‘প্রত্যেক জাতির জন্য একটি সময় নির্দিষ্ট আছে। যখন তাদের (সেই) সময় এসে যায় তখন তারা তা এক মুহূর্তও পিছাতে কিংবা আগাতে পারে না।’

[ সুরা আল-আরাফ,  ৭ : ৩৪ ]

#ilmweb
😢7👍43
চিন্তার দাসত্ব আকিদাহগত বিপর্যয়। এ এমন এক রোগ, যেখানে উম্মাহ স্বপ্ন দেখা তো দূরের কথা চিন্তাই করতে পারে না। মৌলিক আকিদাহ-শিক্ষায় মজবুতি প্রয়োজন। সাহাবা কিরাম সর্বপ্রথম ইমান শিখেছিলেন। আজ আমাদেরও মূল থেকেই শুরু করতে হবে।

#ilmweb
14👍4
‘তারা যদি তোমাদের কথা জানতে পারে তাহলে তোমাদেরকে হয় পাথর মেরে হত্যা করবে, অথবা তাদের ধর্মমতে ফিরিয়ে নেবে। আর এটা হলে তো তোমরা কখনোই সফল হবে না।’

[ সুরা আল-কাহফ,  ১৮ : ২০ ]

#ilmweb
👍11
Media is too big
VIEW IN TELEGRAM
হারিয়ে যাওয়া সুন্নাহ : আকাশের দিকে তাকানো
- শাইখ আবদুল আযিয আত-তারিফি

#ilmweb
13👍2
‘তিনিই তাঁর রাসুলকে পাঠিয়েছেন হিদায়াত ও সত্য দ্বীন সহকারে সকল দ্বীনের উপর সেটিকে বিজয়ী করার জন্য। আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।’

[ সুরা আল-ফাতহ, ৪৮ : ২৮ ]

#ilmweb
14👍3
'গুনাহ যত বাড়ে, একাকিত্ব তত তীব্র হয়।'
__
ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ
[ জাওয়াব আল-কাফি]

#ilmweb
😢18👍11
এই দ্বীন প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের কাছে পৌঁছেছে। উলামা কিরাম এই দ্বীনের সংরক্ষণের কাজ আঞ্জাম দিয়েছেন। প্রতিরক্ষা করেছেন। অবিকল রাখার সংগ্রামে অবতীর্ণ হয়েছেন। তাঁরা স্বস্ব যুগে অল্পই ছিলেন।

অতএব, উলামা কিরামের চিন্তাধারা, রুচিবোধ  ও দূরদৃষ্টির বাইরে গিয়ে যে বা যারাই চিন্তা করেছেন, দ্বীনি দাওয়াত ও দ্বীনপ্রতিষ্ঠার কর্মপদ্ধতি নির্ধারণ করেছেন বা করতে চেয়েছেন, তারা বিপর্যয়ের কারণ বনে গেছেন নয়তো ব্যর্থ হয়েছেন। মূলত দ্বীনি সূত্রের পরম্পরা বা ধারাবাহিকতায় তাদের হিস্যা শূন্যপ্রায়। তাই, হকপন্থী উলামা কিরামের বলয়ের ভেতরে থেকে যাবতীয় দ্বীনি কাজের কর্মোদ্দীপন চেষ্টা-প্রচেষ্টার বিকল্প নেই। আল্লাহ আমাদের বোঝার তাওফিক দিন।

#ilmweb
13👍2
‘যারা কুফুরী করে আর আমার নিদর্শনসমূহকে অস্বীকার করে, তারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল!’

[ সুরা আত–তাগাবুন, ৬৪ : ১০ ]

#ilmweb
😢10👍2
চট্টগ্রাম ইসলামি বইমেলার আজকে ৩য় দিন, মেলা চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। ইলমওয়েব, প্রকাশনা বিভাগের সকল বই পাবেন পেনফিল্ড পাবলিকেশনের স্টলে।
স্টল নং— ২১

স্থান : লালখান বাজার মাদরাসা, চট্রগ্রাম।

#ilmweb
8
আমিরুল মুমিনিন মানসুরের প্রতি ইমাম আওযায়ি (রাহিমাহুল্লাহ)-র উপদেশের কিয়দাংশ :

‘আমিরুল মুমিনিন, নিজ স্বার্থেই নিজেকে সংযত রাখুন। নিজেকে এমন আমলে ব্যস্ত রাখুন, যা আল্লাহর আযাব থেকে আপনার নিরাপত্তা নিশ্চিত করবে। হে আমিরুল মুমিনিন, আপনার আগে যারা ছিল তাদের কর্তৃত্ব যদি চিরস্থায়ী হতো, তবে তা আপনার পর্যন্ত পৌঁছাত না। তাই পূর্বসূরীদের মতো আপনার কর্তৃত্বও চিরস্থায়ী হবে না। আমিরুল মুমিনিন,

‘এ কেমন আমলনামা। এ যে ছোট বড় কোনোকিছুই বাদ দেয়নি, সবই এতে রয়েছে।’ [ সুরা আল-কাহাফ, ১৮ : ৪৯ ]

আপনার পিতামহের সূত্রে এই আয়াতের ব্যাপারে বর্ণিত হয়েছে, ‘ছোট জিনিস’ মানে মুচকি হাসি এবং ‘বড় জিনিস’ বলতে অট্টহাসি বোঝানো হয়েছে। তাহলে হাত দ্বারা কৃত আমল এবং জিহ্বা দ্বারা বলা কথার ব্যাপারে কি হবে?’

___
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
.
.
বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন আমাদের পরিবেশক Jajeera.com –এর ফেইসবুক পেইজে। অথবা আপনার পছন্দের অনলাইন কিংবা অফলাইন শপে।
👍3😢1
বই : আলোর মিছিল
— শাইখ আহমাদ মুসা জিবরিল


আসছে, ইনশাআল্লাহ...
20👍2😁1
‘যারা তাগূতের উপাসনা পরিহার করে এবং আল্লাহ অভিমুখী হয় তাদের জন্য আছে সুসংবাদ। অতএব আমার বান্দাদেরকে সুসংবাদ দাও।’

[ সুরা আয-যুমার,  ৩৯ : ১৭ ]

#ilmweb
13👍1
এই দ্বীন প্রতিটা ঘরেই পৌঁছবে। সম্মান অথবা লাঞ্চনা, যেকোনো একভাবে পৌঁছবেই। এটাই মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মাদের কথা। এ বাস্তবায়ন হবেই৷ আল্লাহ তাঁর নবির ওয়াদাকে সত্যে পরিণত করবেনই; চাই আল্লাহদ্রোহীরা যতই অপছন্দ করুক, যতই অখুশি হোক। এতে কেবল তাদের কুফরের মাত্রাই বৃদ্ধি পাবে।

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

#ilmweb
14👍2
‘আজ প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। আজ (কারও প্রতি) কোনো অবিচার নেই। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।’

[ সুরা গাফির, ৪০ : ১৭ ]

#ilmweb
14👍2
কয়েকদিনের ভেতর 'হাযিহি আকিদাতুনা' প্রেসে যাবে, ইনশাআল্লাহ। সাথে নিচের বইটি যত তাড়াতাড়ি পারা যায় আনার পরিকল্পনা। আমাদের হাতে একাধিক বইয়ের কাজের মাঝেও এটি আনা গুরুত্ববহ।
.
বই— আল্লাহর সিফাতপ্রসঙ্গ : হাম্বলি উলামাদের আকিদাহ
মূল— বাসসাম যাওয়াদি
অনুলিখন ও সংযোজন— তাইব হোসেন
নিরীক্ষণ— উসতায শাইখুল ইসলাম

প্রকাশনা বিভাগ, ইলমওয়েব

#ilmweb
10👍1
‘যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে এবং সৎকর্মশীল হয় সে তো সবচেয়ে মজবুত রশিটিই আঁকড়ে ধরেছে। আর আল্লাহর কাছেই সকল কাজের পরিণতি।’

[ সুরা লুকমান, ৩১ : ২২ ]

#ilmweb
9👍2
‘হয় হক নয়তো সবর উপেক্ষিত হবার ফলে ফিতনা সংঘটিত হয়।’
____
ইমাম ইবনু তাইমিয়াহ
[ আল–ইসতিকামাহ : ১/৩৯ ]
👍7
Media is too big
VIEW IN TELEGRAM
[সুরা আল-বাকারাহ, ০২ : ২৫৬-২৫৭] || ilmweb Publishing

#ilmweb
6👍2