ilmweb
3.07K subscribers
498 photos
37 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
এই আমাদের দ্বীন, আমাদের আকিদাহ—প্রকাশ্য ও অভ্যন্তরীণ। এই দ্বীন বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির মধ্যবর্তী। আমরা তাশবিহ ও তাতিল, জাবর ও কদর এবং আশা ও নিরাশার মাঝে মধ্যমপন্থায় রয়েছি। আমরা বাড়াবাড়ি–পন্থীদের দিকেও নই, ছাড়াছাড়ি–পন্থীদের দিকেও নই।
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
বই : আমাদের আকিদাহ

প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
👍65
‘নিশ্চয় যারা কুফরি করেছে তুমি তাদেরকে সতর্ক কর কিংবা না কর, তাদের জন্য উভয়ই সমান। তারা ইমান আনবে না।’

[ সুরা আল-বাকারাহ,  ২ : ৬ ]

#ilmweb
11👍2
‘আমলের উৎস ও বীজ হচ্ছে অন্তরের গোপনীয়তা। আর এই গোপনীয়তার নুর যাহিরকে নুরানি করে, সাজিয়ে তোলে এবং সুশোভিত করে। অন্তরে আল্লাহর ভয় না-থাকলে অঙ্গপ্রত্যঙ্গে এর প্রতিফলন ঘটে না। আর অন্তরে ইলাহি রোশনি না-থাকলে যাহির (প্রকাশ্য) নববি আদবের সৌন্দর্যে আলোকিত হয় না।’

____
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
.
.
বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন আমাদের পরিবেশক Jajeera.com—এর ফেইসবুক পেইজে। অথবা আপনার পছন্দের যেকোনো অনলাইন কিংবা অফলাইন শপে।
7👍1
‘হে ইমানদারগণ! তোমরা সেই সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করো না, যাদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছেন। তারা তো আখিরাত সম্পর্কে নিরাশ হয়ে পড়েছে, যেমনিভাবে কবরবাসী কাফিররা নিরাশ হয়ে গিয়েছে।’

[ সুরা আল-মুমতাহিনা, ৬০ : ১৩ ]

#ilmweb
11👍1
‘কোনো বিষয়ের ইলমি খণ্ডনে অপমান করা এবং অভিশাপ দেওয়া ইলমি স্বল্পতা ও নড়বড়ে যুক্তির স্বপক্ষে প্রমাণ। শুধু অপমান ও বাড়াবাড়ি করে তো যে কেউ-ই জবাব দিতে পারে।’
____
ইমাম ইবনু তাইমিয়াহ
[ আল-ফাতাওয়া : ৪/১৮৯ ]
9
‘তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত (তবে তোমরা ধ্বংস হয়ে যেতে)। নিশ্চয়ই আল্লাহ দয়ার্দ্র, বড়ই দয়াবান।’

[ সুরা আন-নুর, ২৪ : ২০ ]

#ilmweb
16
Media is too big
VIEW IN TELEGRAM
জান্নাতের বাসনা...
#ilmweb
2
‘যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকত তবে উভয়ই ধ্বংস হয়ে যেত। অতএব, তারা (তাঁর নামে) যা বলে, আরশের মালিক আল্লাহ তা থেকে পবিত্র।’

[ সুরা আল-আম্বিয়া, ২১ : ২২ ]

#ilmweb
16👍2
যদি কোনো বন্ধু না পান, নির্জনবাসকে আঁকড়ে থাকুন। অথবা মৃতদের বন্ধু হিসেবে নিন। তাঁদের সাথে কাটান, তাঁদের জীবনী পড়ুন।
___
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : আলোর মিছিল

প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
17🔥4
‘যখন তারা (দীর্ঘ নিদ্রার পর) উঠেছিল—আমি তাদের অন্তরকে দৃঢ় করে দিয়েছিলাম। তখন তারা বলল, আমাদের রব আসমানসমূহ ও জমিনের রব। আমরা তাঁকে ছাড়া অন্য কোনো ইলাহকে ডাকব না’

[ সুরা আল-কাহফ,  ১৮ : ১৪ ]

#ilmweb
10👍1
‘যেগুলো আমরা জানি না, সেগুলোর ব্যাপারে আমরা নীরবতা অবলম্বন করি। যে ব্যাপারে কুরআন-হাদিস নীরব, সে ব্যাপারে আমরাও নীরব। অতএব, আল্লাহ ও তাঁর রাসুল আল্লাহর যেসব গুণ সাব্যস্ত করেছেন আমরা তাতে বিশ্বাস করি। আল্লাহ ও তাঁর রাসুল আল্লাহর ব্যাপারে যা নাকচ করেছেন, আমরা তা নাকচ করি।’
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : আকিদাহর মূলনীতি
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
.
.
বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন আমাদের পরিবেশক Jajeera.com—এর ফেইসবুক পেইজে। অথবা আপনার পছন্দের অনলাইন কিংবা অফলাইন শপে।
8👍1
‘হে আমাদের রব! নিশ্চয়ই আপনি মানুষকে সমবেত করবেন এমন একদিন, যাতে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না।’

[ সুরা আলি-ইমরান,  ৩ : ৯ ]

#ilmweb
7👍2
আমি আদম আলাইহি সালাম থেকে আজ পর্যন্ত ইতিহাস পাঠ করেছি। এখনকার মতো কোনো সময়ই আলিমরা তাদের দ্বীনকে এত স্বল্পমূল্যে বিক্রি করে দেননি।
____
শাইখ নাসির ইবনু হামাদ আল-ফাহাদ

#ilmweb
😢13👍3
মোটের ওপর প্রচ্ছদ চূড়ান্ত, বিইযনিল্লাহ...
.
বই : আমাদের আকিদাহ (হাযিহি আকিদাতুনা)
লেখক : শাইখ আসিম আল-বারকাওয়ি

প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
8👍3
‘যারা ব্যয় করার সময় অপব্যয় করে না এবং কার্পণ্যও করে না, বরং তা (তাদের ব্যয়) হয় এর মাঝামাঝি একটা মধ্যম পরিমাণে।’

[ সুরা আল-ফুরকান,  ২৫ : ৬৭ ]

#ilmweb
8👍2
‘আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে করুণা করেন, যে একটি সামান্য কথা দিয়ে হলেও দ্বীনের সহযোগিতা করে। একজন বান্দার যতটুকু শক্তি ও সামর্থ্য আছে, দ্বীনের দাওয়াতের কাজে ততটুকু শক্তি-সামর্থ্য ব্যয় না-করার মাঝে তার ধ্বংস নিহিত।’

____
শাইখ আবদুর রহমান আস-সাদি
[ তাওহিদের মর্মকথা ]

#ilmweb
15👍4😢3
‘আমাদেরকে ওহির মাধ্যমে জানানো হয়েছে যে, আযাব তার ওপরই আসবে যে অবিশ্বাস করে আর (সত্য থেকে) মুখ ফিরিয়ে নেয়।’

[ সুরা ত্ব-হা, ২০ : ৪৮ ]

#ilmweb
👍6
‘যদি কোনো ব্যক্তিকে দেখো সে কোনো সাহাবির দোষ-ত্রুটি বর্ণনা করছে, তাহলে তার ইসলামে সন্দেহ আছে।’
____
ইমাম আহমাদ ইবনু হাম্বল
[ ইমাম ইবনু কাসির, আল-বিদায়া ওয়ান-নিহায়া : ৮/১৪২ ]
18👍3
‘অতএব, যে সৎপথ অনুসরণ করে সে নিজের কল্যাণের জন্যই সৎপথ অনুসরণ করে। আর কেউ বিপথগামী হলে তুমি বলো, ‘আমি তো কেবল একজন সতর্ককারী।’

[ সুরা আন-নামল, ২৭ : ৯২ ]

#ilmweb
15👍2
‘কোনো প্রকার ইলম (জ্ঞান) ছাড়াই যে আল্লাহর ইবাদত করে সে সংশোধন করার চেয়ে বিবাদই বেশি করে।’
____
উমার ইবনুল আবদিল আযিয
[ ইমাম ইবনু তাইমিয়াহ, আল-ইসতিকামাহ : ২/২২৯ ]
15👍3