ilmweb
2.99K subscribers
453 photos
36 videos
195 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘তোমরা এগিয়ে যাও তোমাদের রবের ক্ষমা ও সেই জান্নাতের দিকে যা আসমান ও যমিনের ন্যায় প্রশস্ত। তা তৈরি করা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ ও তাঁর রাসুলদের প্রতি ইমান এনেছে। এটা আল্লাহর অনুগ্রহ। তিনি যাকে ইচ্ছা তা দান করেন। আর আল্লাহ বড়ই অনুগ্রহশীল।’

[ সুরা আল-হাদীদ, ৫৭ : ২১ ]

#ilmweb
‘সাহাবা কিরাম অবিচ্ছিন্ন এক আকিদাহর ওপরই অনড় ছিলেন। কারণ, তাঁরা ওহির যুগ ও উত্তম সাহচর্য পেয়েছিলেন।’
_
ইমাম ইবনুল কাইয়িম
[ মিফতাহু দারিস-সাআদাহ : ২/১৪৩ ]
'তিনি কাউকে জান্নাতে দিলে এটা তাঁর উদারতা। আর জাহান্নামে নিক্ষেপ করলে তাও তাঁরই ইনসাফ।'
___
শাইখ আহমাদ মুসা জিবরিল
[ আকিদাহর মূলনীতি ]
.
.
বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন আমাদের পরিবেশক Jajeera.com–এর ফেইসবুক পেইজে।
‘আমি তোমাদের কাছে একজন রাসুল পাঠিয়েছি, যে তোমাদের জন্য সাক্ষী হবে; যেমনিভাবে ফিরাউনের কাছেও একজন রাসুল পাঠিয়েছিলাম।’

[ সুরা আল-মুযযাম্মিল, ৭৩ : ১৫ ]

#ilmweb
এই আমাদের দ্বীন, আমাদের আকিদাহ—প্রকাশ্য ও অভ্যন্তরীণ। এই দ্বীন বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির মধ্যবর্তী। আমরা তাশবিহ ও তাতিল, জাবর ও কদর এবং আশা ও নিরাশার মাঝে মধ্যমপন্থায় রয়েছি। আমরা বাড়াবাড়ি–পন্থীদের দিকেও নই, ছাড়াছাড়ি–পন্থীদের দিকেও নই।
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
বই : আমাদের আকিদাহ

প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
‘নিশ্চয় যারা কুফরি করেছে তুমি তাদেরকে সতর্ক কর কিংবা না কর, তাদের জন্য উভয়ই সমান। তারা ইমান আনবে না।’

[ সুরা আল-বাকারাহ,  ২ : ৬ ]

#ilmweb
‘আমলের উৎস ও বীজ হচ্ছে অন্তরের গোপনীয়তা। আর এই গোপনীয়তার নুর যাহিরকে নুরানি করে, সাজিয়ে তোলে এবং সুশোভিত করে। অন্তরে আল্লাহর ভয় না-থাকলে অঙ্গপ্রত্যঙ্গে এর প্রতিফলন ঘটে না। আর অন্তরে ইলাহি রোশনি না-থাকলে যাহির (প্রকাশ্য) নববি আদবের সৌন্দর্যে আলোকিত হয় না।’

____
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
.
.
বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন আমাদের পরিবেশক Jajeera.com—এর ফেইসবুক পেইজে। অথবা আপনার পছন্দের যেকোনো অনলাইন কিংবা অফলাইন শপে।
‘হে ইমানদারগণ! তোমরা সেই সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করো না, যাদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছেন। তারা তো আখিরাত সম্পর্কে নিরাশ হয়ে পড়েছে, যেমনিভাবে কবরবাসী কাফিররা নিরাশ হয়ে গিয়েছে।’

[ সুরা আল-মুমতাহিনা, ৬০ : ১৩ ]

#ilmweb
‘কোনো বিষয়ের ইলমি খণ্ডনে অপমান করা এবং অভিশাপ দেওয়া ইলমি স্বল্পতা ও নড়বড়ে যুক্তির স্বপক্ষে প্রমাণ। শুধু অপমান ও বাড়াবাড়ি করে তো যে কেউ-ই জবাব দিতে পারে।’
____
ইমাম ইবনু তাইমিয়াহ
[ আল-ফাতাওয়া : ৪/১৮৯ ]
‘তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত (তবে তোমরা ধ্বংস হয়ে যেতে)। নিশ্চয়ই আল্লাহ দয়ার্দ্র, বড়ই দয়াবান।’

[ সুরা আন-নুর, ২৪ : ২০ ]

#ilmweb
Media is too big
VIEW IN TELEGRAM
জান্নাতের বাসনা...
#ilmweb
‘যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকত তবে উভয়ই ধ্বংস হয়ে যেত। অতএব, তারা (তাঁর নামে) যা বলে, আরশের মালিক আল্লাহ তা থেকে পবিত্র।’

[ সুরা আল-আম্বিয়া, ২১ : ২২ ]

#ilmweb
যদি কোনো বন্ধু না পান, নির্জনবাসকে আঁকড়ে থাকুন। অথবা মৃতদের বন্ধু হিসেবে নিন। তাঁদের সাথে কাটান, তাঁদের জীবনী পড়ুন।
___
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : আলোর মিছিল

প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
‘যখন তারা (দীর্ঘ নিদ্রার পর) উঠেছিল—আমি তাদের অন্তরকে দৃঢ় করে দিয়েছিলাম। তখন তারা বলল, আমাদের রব আসমানসমূহ ও জমিনের রব। আমরা তাঁকে ছাড়া অন্য কোনো ইলাহকে ডাকব না’

[ সুরা আল-কাহফ,  ১৮ : ১৪ ]

#ilmweb
‘যেগুলো আমরা জানি না, সেগুলোর ব্যাপারে আমরা নীরবতা অবলম্বন করি। যে ব্যাপারে কুরআন-হাদিস নীরব, সে ব্যাপারে আমরাও নীরব। অতএব, আল্লাহ ও তাঁর রাসুল আল্লাহর যেসব গুণ সাব্যস্ত করেছেন আমরা তাতে বিশ্বাস করি। আল্লাহ ও তাঁর রাসুল আল্লাহর ব্যাপারে যা নাকচ করেছেন, আমরা তা নাকচ করি।’
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : আকিদাহর মূলনীতি
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
.
.
বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন আমাদের পরিবেশক Jajeera.com—এর ফেইসবুক পেইজে। অথবা আপনার পছন্দের অনলাইন কিংবা অফলাইন শপে।
‘হে আমাদের রব! নিশ্চয়ই আপনি মানুষকে সমবেত করবেন এমন একদিন, যাতে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না।’

[ সুরা আলি-ইমরান,  ৩ : ৯ ]

#ilmweb
আমি আদম আলাইহি সালাম থেকে আজ পর্যন্ত ইতিহাস পাঠ করেছি। এখনকার মতো কোনো সময়ই আলিমরা তাদের দ্বীনকে এত স্বল্পমূল্যে বিক্রি করে দেননি।
____
শাইখ নাসির ইবনু হামাদ আল-ফাহাদ

#ilmweb
মোটের ওপর প্রচ্ছদ চূড়ান্ত, বিইযনিল্লাহ...
.
বই : আমাদের আকিদাহ (হাযিহি আকিদাতুনা)
লেখক : শাইখ আসিম আল-বারকাওয়ি

প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
‘যারা ব্যয় করার সময় অপব্যয় করে না এবং কার্পণ্যও করে না, বরং তা (তাদের ব্যয়) হয় এর মাঝামাঝি একটা মধ্যম পরিমাণে।’

[ সুরা আল-ফুরকান,  ২৫ : ৬৭ ]

#ilmweb
‘আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে করুণা করেন, যে একটি সামান্য কথা দিয়ে হলেও দ্বীনের সহযোগিতা করে। একজন বান্দার যতটুকু শক্তি ও সামর্থ্য আছে, দ্বীনের দাওয়াতের কাজে ততটুকু শক্তি-সামর্থ্য ব্যয় না-করার মাঝে তার ধ্বংস নিহিত।’

____
শাইখ আবদুর রহমান আস-সাদি
[ তাওহিদের মর্মকথা ]

#ilmweb