ilmweb
2.99K subscribers
454 photos
36 videos
195 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আশুরার সিয়াম (অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল), আমি আশা রাখি আল্লাহ এটিকে পূর্ববর্তী বছরের গুনাহের কাফফারা হিসেবে কবুল করবেন।’

[সহিহ মুসলিম, ১১৬২]

#ilmweb
‘যারা অপকর্ম করে তারা কি মনে করে যে, আমি তাদেরকে ইমানদার ও সৎকর্মশীলদের মত গণ্য করব? তাদের (সবার) জীবন ও মৃত্যু কি সমান? তাদের বিচার কত খারাপ!’

[ সুরা আল-জাসিয়াহ, ৪৫ : ২১ ]

#ilmweb
ইমাম আহমাদ ইবনু হাম্বলকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, এমন ব্যক্তির ব্যাপারে আপনি কী বলবেন যে নিজ ঘর বা মসজিদে বসে বলে, ‘আমি কিছু করব না, আমার যা রিযক তা তো আমার কাছে আসবেই?’
জবাবে ইমাম আহমাদ বললেন, ‘এই ব্যক্তির ইলমে ঘাটতি রয়েছে। সে কি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনেনি—আল্লাহ তরবারির ছায়াতলে আমার রিযক রেখেছেন?

____
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি [ইলমওয়েব পাবলিশিং]

#ilmweb
সমকালীন তাগূতগোষ্ঠীর নিষ্পেষণ, জাদু ও লাঠিয়াল বাহিনী যুগে যুগে বিভিন্ন মাত্রায় তাওহিদ ও শরিয়াহর দাওয়াহকে অংকুরেই মেরে ফেলার চেষ্টা করেছে। ফিরাউন থেকে নমরুদ হয়ে এটা বিভিন্ন জনপদে বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে। অধুনা সমকালীন তাগূতগোষ্ঠীর নিষ্পেষণ ও লাঠিয়াল বাহিনীর সাথে যোগ হয়েছে এদের প্রতিপালিত বুদ্ধিজীবীদের মিথ্যা প্রোপাগান্ডার জাদু। মিডিয়া অস্ত্রের মাধ্যমে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানিয়ে ফলাও করে প্রচার করে। আহলুত তাওহিদ ও আহলুশ শরিয়াহর বিরুদ্ধে সর্বশক্তি প্রচার করে। সেটা মিশরের জামাল আবদুল নাসের থেকে ধারণ করেছে বিশাল শৈল্পিক রূপ। দমনপীড়নের মাত্রায় যা যোগ হবার দরকার ছিল, যেন তা সার্থক পূর্ণতা পেয়েছে।

শাপলা-পরবর্তী শরিয়াহপ্রতিষ্ঠার দুর্লঙ্ঘ পথটুকু তাই মুওয়াহহিদ মুমিনদের জেনে রাখা প্রয়োজন। ভুল কিংবা বিবর্তনের মাশুল যেন বারবার পুনরাবৃত্তি না হয়। কে শত্রু, কে মিত্র এতটুকু চেনার বোধ না-থাকলে মুমিনদের উচিত নির্জনতায় আল্লাহকে খোঁজা। একাকীত্বে পাকসাফ হওয়া। নাহয় পুরো উম্মাহর দায় নিজ কাঁধে বর্তাবে। গলাটিপে হত্যা করা হবে এই পথের চূড়ান্ত গন্তব্যে পৌঁছার আশাটুকু। সর্বশ্রেষ্ঠ পুরুষ, সত্যবাদী নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন, ‘মুমিন একই গর্ত থেকে দুবার দংশিত হয় না।’ [ সহিহ বুখারি, হাদিস নং : ৫৭০৩ ]

আমাদের বোধদয় হবে কি?

#ilmweb
‘স্মরণ কর, যখন তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম এবং ফিরাউন গোষ্ঠীকে নিমজ্জিত করেছিলাম আর তোমরা তা চেয়ে চেয়ে দেখছিলে।’

[ সুরা আল–বাকারাহ, ২ : ৫০ ]

#ilmweb
‘তাদের ওপর যখন আমার শাস্তি এসেছিল, তখন এ কথা বলা ছাড়া তারা আর কোনো ধ্বনি উচ্চারণ করতে পারেনি যে, অবশ্যই আমরা জালিম ছিলাম।’

[ সুরা আল-আরাফ, ৭ : ৫ ]

#ilmweb
‘হে মানুষ! তোমরা তোমাদের রবের ইবাদাত কর, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর।’

[ সুরা আল-বাকারাহ, ২ : ২১ ]

#ilmweb
‘অতিসত্বরই আমি কাফিরদের অন্তরে ভয় সঞ্চার করব, কারণ তারা আল্লাহর শরিক গ্রহণ করেছে যার স্বপক্ষে তিনি কোনো প্রমাণ নাযিল করেননি, তাদের নিবাস হবে জাহান্নাম। আর যালিমদের ঠিকানা কতই না নিকৃষ্ট!’

[ সুরা আলি–ইমরান, ৩ : ১৫১ ]

#ilmweb
মুমিন তাওহিদবাদীদের আত্মা তখন প্রশান্ত হবে, যখন দ্বীন হবে কেবল আল্লাহরই। বিধানপ্রণয়নের একচ্ছত্র মালিকানা কেবল আল্লাহর জন্যই মেনে নেয়া হবে। এ ছাড়া ভিন্ন পথ, মত বা পন্থায় মানবজাতির মুক্তি নেই। যেখানে আল্লাহর উলুহিয়াত, হাকিমিয়াত ও তাশরিয়াতের স্থান নেই, সেখানে মানবজাতি কেবল মাবুদ ও ইলাহ পরিবর্তনের ধারাবাহিকতায় ঘুরপাক খাবে। নতুন নতুন তাগূত ও মাবুদের ইবাদতে নিমজ্জিত হবে।

'তোমরা এমন কথার দিকে এসো, যেটি আমাদের ও তোমাদের মাঝে একই। তা এই যে, আমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কারও ইবাদত করব না। তাঁর সাথে কোনো কিছু শরিক করব না। আর আল্লাহকে বাদ দিয়ে আমাদের কাউকে রব হিসেবে গ্রহণ করব না। তারপরও যদি তারা বিমুখ হয়, তবে বলো—তোমরা সাক্ষী থাক, আমরা অবশ্যই মুসলিম।' [ সুরা আলি ইমরান, ৩ : ৬৪ ]

#ilmweb
আল্লাহর দ্বীনের সাহায্যের জন্য কোমর বেঁধে নামুন। বিরুদ্ধাবাদী ও অসহযোগীদের দেখে মন ভাঙবেন না। তাদের প্রতি ভ্রুক্ষেপ করবেন না। আসমান-জমিনের পরাক্রমশালী রবের সামনে নালিশের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন, যেন আমরা আমাদের অভিভাবক সাহায্যকারীর কাছে দ্বীনের শত্রু ও সহযোগীদের বিরুদ্ধে নালিশ করতে পারি।

———
শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ)
[ইমতাউন নাযর ফি কাশফিশ শুবুহাতি মুরজিয়াতিল আসর]

#ilmweb
‘আমার শাস্তি যখন তাদের ওপর এসেছিল তখন এ কথা বলা ছাড়া তারা আর কোন ধ্বনি উচ্চারণ করতে পারেনি যে, অবশ্যই আমরা যালিম ছিলাম।’

[ সুরা আল-আরাফ, ৭ : ৫ ]

#ilmweb
‘যারা তাগূতের দাসত্ব থেকে দূরে থাকে, আর আল্লাহর অভিমুখী হয়, সুসংবাদ তাদেরই জন্য। কাজেই সুসংবাদ দাও আমার বান্দাদেরকে।’

[ সুরা আয-যুমার,  ৩৯ : ১৭ ]

#ilmweb
ইমান ও কুফর একত্রে বসবাস করতে পারে না। আল্লাহর শরিয়াতের ওপর আনুগত্যের শপথ যদি ইমান-তাওহিদ হয়, তবে মানবরচিত শরিয়াত-সংবিধানের ওপর আনুগত্যের শপথ অবশ্যই কুফর-শিরক হতে বাধ্য। নির্জলা কুফর, নির্জলা শিরক।

‘তবে কি তারা জাহিলিয়াতের বিধান কামনা করে? দৃঢ় ইমানদারদের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কে আছে? [ সুরা আল-মায়িদাহ, ৫ : ৫০ ]

#ilmweb
‘না, তোমার রবের শপথ, তারা ইমানদার হবে না, যতক্ষণ না তারা নিজেদের বিবদমান বিষয়ে তোমাকে বিচারক মানে। তারপর তুমি যে ফায়সালা দাও তাতে তাদের মন সবরকম সংকীর্ণতামুক্ত থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়।’ 

[ সুরা আন-নিসা, ৪ : ৬৫ ]

#ilmweb
মানবজাতি যে দুঃখকষ্টের মোকাবেলা করছে, যেসব রোগে আক্রান্ত হয়েছে, এ সবকিছুর একমাত্র সমাধান মহান আল্লাহর এই কিতাবের মাঝেই রয়েছে। কিতাবুল্লাহর কাছে সমস্ত বিচার-ফায়সালা ন্যস্ত করা ঐচ্ছিক কোনো বিষয় নয়, বরং এরই নাম ইমান। আল্লাহর শরিয়াতের কাছে বিচার-ফায়সালা ন্যস্ত করা ছাড়া ইমান ও ইসলামের কোনোই গ্রহণযোগ্যতা নেই। এর অনুপস্থিতি মানে ইসলামেরই অনুপস্থিতি।
____
শাইখ ড. আবদুল্লাহ আযযাম

আকিদাহর পরিশুদ্ধি
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
‘বিধান দেয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারও নেই। তিনি আদেশ করেছেন যে, তোমরা তাঁকে ছাড়া আর কারো ইবাদাত করবে না।’ 

[ সুরা ইউসুফ, ১২ : ৪০ ]

#ilmweb
‘যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম, তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন সম্মানজনক প্রতিদান।’

[ সুরা আল-আহযাব,  ৩৩ : ৪৪ ]

#ilmweb
‘সত্য তোমার রবের পক্ষ থেকেই, সুতরাং তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়ো না।’

[সুরা আলি ইমরান, ৩ : ৬০]

#ilmweb
এক নেককারকে কিছু শাসক জিজ্ঞেস করেছিল, ‘আমাদের কাছে কেন আসেন না?’
তিনি বললেন, ‘আমার আশঙ্কা হয় আপনারা আমাকে ঘনিষ্ঠ করলে প্ররোচিত করতেন, আর দূরে রাখলে বঞ্চিত করতেন। তবে আমি যা চাই আপনাদের হাতে তার কিছুই নেই। আর আমার হাতেও হারানোর মতো কিছু নেই।’
____
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি (ইলমওয়েব পাবলিশিং)

#ilmweb
‘যা কিছু আসমানে আছে আর যা কিছু যমিনে আছে সবই আল্লাহর প্রশংসা ও মহিমা ঘোষণা করছে। রাজত্ব তাঁরই, প্রশংসা তাঁরই। আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।’

[ সুরা আত–তাগাবুন, ৬৪ : ১ ]

#ilmweb