ilmweb
2.99K subscribers
454 photos
36 videos
195 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
যে হক শুনল, অতঃপর হক জানার পরেও সে তা অস্বীকার করল, সে আল্লাহর ওপর অহংকারী লোকদের অন্তর্ভুক্ত। আর যে ভুলকে শক্তিশালী করল সে শয়তানের বাহিনীর অন্তর্ভুক্ত।

——
ইমাম ইবনু বাত্তাহ আল-উকবারি
[ আল-ইবানাতুল কুবরা : ২/৫৩৫ ]
‘রাসুলগণ (তাদের শত্রুর বিরুদ্ধে আল্লাহর কাছে) বিজয় কামনা করেছিল এবং প্রত্যেক দাম্ভিক স্বেচ্ছাচারী ব্যর্থ হয়েছিল।’

[ সুরা ইবরাহিম,  ১৪ : ১৫ ]

#ilmweb
‘হে ইমানদারগণ! তোমরা যদি আল্লাহকে সাহায্য কর তাহলে তিনিও তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা ( অবস্থান) সুদৃঢ় করবেন।’

[ সুরা মুহাম্মাদ,  ৪৭ : ৭ ]

#ilmweb
প্রকৃতপক্ষে ওয়ারার (আল্লাহভীতি) একটি শুরু ও শেষ আছে। আর এ দুয়ের মাঝে রয়েছে বিভিন্ন স্তর। এ ব্যাপারে যে যত কঠোর হবে, সে তত দ্রুত পুলসিরাত পার হবে। তার বোঝা হালকা হবে। বান্দার ওয়ারার স্তর অনুযায়ী পরকালে ভিন্ন ভিন্ন মনযিল হবে।

____
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি (ইলমওয়েব পাবলিশিং)
‘আমি তোমাদেরকে যমিনে প্রতিষ্ঠিত করেছি, আর সেখানে তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করেছি। কিন্তু তোমরা খুব সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ কর।’

[ সুরা আল-আরাফ, ৭ : ১০ ]

#ilmweb
কী হতে পারে সেই ব্যক্তির হুকুম, যে বিচার, শাসন ও আইনপ্রণয়নের ক্ষেত্রে মানবরচিত সংবিধান এবং আইনকে আল্লাহর কিতাবের মর্যাদায় উঠিয়ে দেয়?

____
শাইখ আসিম আল-বারকাওয়ি
[ ইমতাউন নাযর ]
‘কোন জাতি তার নির্ধারিত সময়কে এগিয়ে আনতে পারে না, কিংবা তা বিলম্বিতও করতে পারে না।’

[ সুরা আল-মুমিনুন, ২৩ : ৪৩ ]

#ilmweb
‘তোমার নফস শত্রুর মতো। দ্বীনদারিতায় আন্তরিক পেলে তোমার আনুগত্য করে। আর দুর্বলতা দেখলে তোমাকে বন্দি করবে।’
____
ইমাম ইবনুল কাইয়িম
[বাদায়িয়ুল ফাওয়ায়িদ, খণ্ড : ৩, পৃষ্ঠা : ১২০২]
‘তারা বলল, হায় আমাদের দুর্ভোগ! আমরা তো অবশ্যই যালিম ছিলাম।’

[ সুরা আল-আম্বিয়া, ২১ : ১৪ ]

#ilmweb
বিশিষ্ট তাবিয়ি সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ বলেন, “যালিমের দীর্ঘায়ু কামনাকারী আল্লাহর অবাধ্যতা কামনা করল।”
___
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি (ইলমওয়েব পাবলিশিং)
‘যাকে ইচ্ছে তিনি শাস্তি দেন আর যার প্রতি ইচ্ছে তিনি রহমত বর্ষণ করেন আর তাঁর কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে।’

[ সুরা আল-আনকাবুত, ২৯ : ২১ ]

#ilmweb
আসছে, ইনশাআল্লাহ...

বই : আমাদের আকিদাহ (হাযিহি আকিদাতুনা)
লেখক : শাইখ আসিম আল-বারকাওয়ি
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
‘আমি মুসা ও ফিরআউনের কাহিনী হতে কিছু তোমার কাছে সত্যিকারভাবে বিবৃত করছি, মুমিনদের উদ্দেশ্যে ’

[ সুরা আল-কাসাস, ২৮ : ৩ ]

#ilmweb
হাম্মাদ বলেন, ‘আমি ইবরাহিম নাখয়িকে হাজ্জাজের মৃত্যুর সুসংবাদ দিলাম। তিনি সাজদাহয় পড়ে গেলেন। আমি তাঁকে খুশিতে কাঁদতে দেখলাম।’
____
ইমাম যাহাবি [ সিয়ারু আলামিন নুবালা : ৪/৫১৪ ]

#ilmweb
‘আল্লাহ কীভাবে এক একটি উপমা দিয়েছেন তুমি কি তা লক্ষ্য করনি? একটি ভাল কথা একটি ভাল গাছের মত, যার শিকড় খুব মজবুত এবং যার শাখা-প্রশাখা আকাশে (অনেক ওপরে) বিস্তৃত।’

[ সুরা ইবরাহিম, ১৪ : ২৪ ]

#ilmweb
‘আপনি অবশ্যই মানুষের মধ্যে মুসলমানদের শত্রুতায় সর্বাপেক্ষা কঠোর পাবেন ইয়াহুদি এবং মুশরিকদেরকে।’

[ সুরা আল-মায়িদাহ, ৫ : ৮২ ]

#ilmweb
‘অচিরেই আল্লাহ কাফিরদের শক্তি খর্ব করে দেবেন। আল্লাহই শক্তিতে সবচে প্রবল এবং তাঁর শাস্তিই সবচে কঠোর।’

[ সুরা আন-নিসা, ৪ : ৮৪]

#ilmweb
ভারত বিরোধিতা এখন আমাদের অস্তিত্বের ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আসুন, আমরা অন্তত ভারতীয় পণ্য বয়কট করি। যেকোনো পণ্য, যেকোনো লেনদেন আর না।
বয়কট ইন্ডিয়া।

#Boycott_India
#Out_India
‘যদি তোমরা না-ই ডাক তাহলে আমার রব তোমাদের কোন পরওয়া করেন না। তারপর তোমরা অবিশ্বাসই করেছ, তাই শাস্তি হবে (তোমাদের জন্য) অপরিহার্য।’

[ সুরা আল-ফুরকান,  ২৫ : ৭৭ ]

#ilmweb