ilmweb
3.08K subscribers
505 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
কোনো বিষয়ে তড়িঘড়ি ফাতওয়া দেয়া এ যুগের এক বড় মুসিবাত।
____
ইমাম নাসিরুদ্দিন আলবানি
[ সিলসিলাতুল হুদা ওয়ান নুর : ১/৩০৬ ]

#ilmweb
😢5🔥1
‘মুমিনরা পরস্পর ভাই ভাই, কাজেই তোমাদের ভাইদের মধ্যে শান্তি-সমঝোতা স্থাপন কর, আর আল্লাহকে ভয় কর, যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও।’

[ সুরা আল-হুজরাত, ৪৯ : ১০ ]

#ilmweb
6
গুনাহের শাস্তি হিসেবে এই যথেষ্ট যে, তা তোমাকে ইচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে রাখে।
__
ইমাম ইবনুল কাইয়িম
[ আদ-দা ওয়াদ-দাওয়া, পৃষ্ঠা : ৮৭ ]

#ilmweb
😢18🔥2
‘আসমান ও যমিনে যা কিছু আছে তা সবই তিনি তাঁর পক্ষ থেকে তোমাদের আয়ত্তাধীন করে দিয়েছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন রয়েছে।’

[ সুরা আল-জাসিয়াহ, ৪৫ : ১৩ ]

#ilmweb
5👍2
যদি কোনো ব্যক্তিকে দেখো সে কোনো সাহাবির দোষ-ত্রুটি বর্ণনা করছে, তবে তার ইসলামে সন্দেহ আছে।
___
ইমাম আহমাদ ইবনু হাম্বল
[ ইবনু কাসির, আল-বিদায়া ওয়ান-নিহায়া : ৮/১৪২ ]

#ilmweb
8🔥4
‘আমার রবের অনুগ্রহ না হলে আমিও তো জাহান্নামের ভিতর হাজির করা লোকেদের মধ্যে শামিল থাকতাম।’

[ সুরা আস-সাফফাত, ৩৭ : ৫৭ ]

#ilmweb
😢63
সৌভাগ্যবান ব্যক্তি সালাফদের আদর্শ, মতামত ও আকিদাহ আঁকড়ে ধরার পাশাপাশি দ্বীনের নামে পরবর্তীদের নব-আবিষ্কৃত বিষয় (বিদআত) থেকেও দূরে থাকে।
___
ইমাম মালিক (রাহিমাহুল্লাহ)
[ ইবনু হাজার আসকালানি, ফাতহুল বারি : ১৩/২৫৩ ]

#ilmweb
8
‘আমি আকাশ থেকে পরিমিত বৃষ্টি বর্ষণ করি, অতঃপর তা যমিনে সংরক্ষণ করি। আর অবশ্যই আমি তা সরিয়ে নিতেও সক্ষম।’

[ সুরা আল-মুমিনুন, ২৩ : ১৮ ]

#ilmweb
4👍4😢1
সালাফদের আকিদাহ : সিফাতের প্রকাশ্য অর্থগ্রহণ
— শাইখ আনওয়ার শাহ কাশ্মিরি
.
.
কয়েকজন সালাফ যেমন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর দিকে সম্পৃক্ত করে বলা হয়, তাঁরা কুরআনের মুকাত্তাআত (যেমন, আলিফ লাম মিম, কাফ, হা-মিম, সাদ) আয়াতগুলোর মূল অর্থ ও উদ্দেশ্য জানেন। যদি বিষয়টি সহিহও ধরা হয়, তবু এর উদ্দেশ্য হলো, সম্ভাব্য কিছু অর্থ ও উদ্দেশ্য বর্ণনা করা। আমাদের মাযহাবের (হানাফি) নির্ভরযোগ্য একটি কিতাব ‘জামিয়ুল ফুসুলাইন’ থেকে ধারণা হয় যে, মুতাশাবিহাতের শাব্দিক অর্থ করাও নিষিদ্ধ। কিন্তু আমার মেধা বলে, নিষিদ্ধ তো মুতাশাবিহাতের তাফসির (ব্যাখ্যা) করা। মূলত শব্দের অধীনে যে অর্থ রয়েছে, এর অনুবাদ নিষিদ্ধ নয়। যেমন হাত, পা ইত্যাদি।
.
সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/সালাফদের-আকিদাহ

#ilmweb
👍3
‘যেদিন তারা ফেরেশতাদের দেখবে সেদিন তাদের পক্ষ থেকে অপরাধীদের জন্য কোনো সুসংবাদ থাকবে না। তারা বলবে, সব রকমের সুসংবাদ তোমাদের জন্য নিষিদ্ধ।’

[ সুরা আল-ফুরকান,  ২৫ : ২২ ]

#ilmweb
😢6👍1
উম্মাহ, উম্মাহবোধ, উম্মাহর মুক্তি ইত্যাদি কথাগুলো যেন চর্বিত চর্বনে পরিণত হয়েছে। তবু বলে যেতে হবে, উম্মাহকে ভাবতে শিখতে হবে। ফিলিস্তিন, আল-আকসা আমাদের আকিদাহর ইস্যু। পবিত্র ভূমির সাথে তাওহিদ জড়িয়ে আছে, আম্বিয়া আলাইহিমুস সালাম জড়িয়ে আছেন। কিছু না করতে পারলে আসুন দুটো হাত তুলি। অন্তত নিজের তো কিছুটা লাভ হবে।

#ilmweb
🔥7👍1
‘নিশ্চয়ই যারা অজ্ঞতাবশতঃ মন্দ কাজ করে, অতঃপর অনতিবিলম্বে তাওবাহ করে নেয়, এরাই তারা যাদের তাওবাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাবান।’

[ সুরা আন-নিসা, ৪ : ১৭ ]

#ilmweb
6😢2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ইলমওয়েব পাবলিশিংয়ের সকল বই পাওয়া যাচ্ছে মুসলিম লাইফস্টাইল এক্সপোতে পেনফিল্ড পাবলিকেশনের স্টলে।

স্থান : White Palace Convention Hall, 29, Ring Road, Shyamoli, Dhaka. পেনফিল্ডের স্টল নং : ৩১
সময়সূচি : সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত

#ilmweb
3
এমন মাসআলায় কথা বলা থেকে বিরত থাক, যেখানে তোমার কোনো ইমাম নেই।
_
ইমাম নাসিরুদ্দিন আলবানি
[ জুহুদুল ইমাম আলবানি : ৩/২৪৩ ]

#ilmweb
4👍1
‘আর আমি তাতে স্থাপন করেছি অনড় সুউচ্চ পর্বতমালা আর তোমাদেরকে পান করিয়েছি সুমিষ্ট সুপেয় পানি।’

[ সুরা আল-মুরসালাত, ৭৭ : ২৭ ]

#ilmweb
7
‘তাদের ওপরেও থাকবে আগুনের স্তর, আর নীচেও থাকবে (আগুনের) স্তর। এদ্বারা আল্লাহ তাঁর বান্দাদেরকে ভয় দেখাচ্ছেন। অতএব, হে আমার বান্দারা! তোমরা আমাকে ভয় কর।’

[ সুরা আয-যুমার, ৩৯ : ১৬ ]

#ilmweb
😢73
তোমার শত্রু থেকে মুর্খতাপ্রসূত কোনো কথা বের হয়ে গেলে তুমিও এ ক্ষেত্রে তার অনুগামী হয়ো না। এতে নিন্দনীয় ঝগড়ার ধারাবাহিকতা তৈরি হয়।
___
ইমাম ইবনুল কাইয়িম
[ আল-ফাওয়ায়িদ, পৃষ্ঠা : ৫০ ]

#ilmweb
👍2🔥2
‘তারা আল্লাহকে ছেড়ে নিজেদের পণ্ডিত-পুরোহিতদের রব বানিয়ে নিয়েছে।’

[ সুরা আত-তাওবাহ, ৯ : ৩১ ]

#ilmweb
😢8🔥2
ই–বুক : যুলহিজ্জার প্রথম দশ দিন
শাইখ মুহাম্মাদ সালিহ আল-মুনাজ্জিদ

আমাদের ওয়েবসাইট থেকে পড়তে ভিজিট করুন :
https://tinyurl.com/iw-julhizza
5🥰3
‘আমাদের জাতির এই লোকেরা তাঁর পরিবর্তে বহু ইলাহ গ্রহণ করেছে, তারা তাদের ইলাহদের ব্যাপারে সুস্পষ্ট দলীল প্রমাণ পেশ করে না কেন? তার থেকে বড় যালিম আর কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে?’

[ সুরা আল-কাহফ, ১৮ : ১৫ ]

#ilmweb
8🔥1