ilmweb
3.08K subscribers
505 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘আমিই কুরআন নাযিল করেছি এবং অবশ্যই আমি তা সংরক্ষণ করব।’

[ সুরা আল-হিজর, ১৫ : ৯ ]

#ilmweb
12
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘পাঁচটি বিষয়ের আগেই পাঁচটি জিনিস থেকে সুবিধা লাভ করো— বৃদ্ধ বয়সে উপনীত হবার আগেই যৌবন, অসুস্থতার আগেই সুস্থতা, দরিদ্রতার আগেই স্বচ্ছলতা, ব্যস্ততার আগেই অবসর এবং মৃত্যু আসার আগেই জীবন।’

হাদিসটি এ শিক্ষাই দেয়—জীবন, সুস্থতা ও অবসর সময়ের সুবিধাকে আল্লাহর ইবাদতে এমনভাবে কাজে লাগানো উচিত, যেন এটিই জীবনের শেষ রমাদান। রমাদান মাস আত্মিক শক্তি পুনর্গঠন করার মাস। এ মাস থেকে একজন কতটুকু উপকার লাভ করবে, সেটি তার ওপরই নির্ভর করে।

____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— রমাদান : জিজ্ঞাসা ও জবাব
4👍1
‘তুমি তোমার প্রতি ওয়াহীকৃত তোমার প্রতিপালকের কিতাব থেকে পাঠ করে শুনাও, তাঁর কথা পরিবর্তন করতে পারে এমন কেউ নেই, আর তাঁকে ছাড়া তুমি অন্য কোনো আশ্রয়স্থল পাবে না।’

[ সুরা আল-কাহফ, ১৮ : ২৭ ]

#ilmweb
14
‘বল, তোমরা যদি আল্লাহকে ভালবাস তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহও তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’

[ সুরা আলি–ইমরান, ৩ : ৩১ ]

#ilmweb
10
‘আর যারা ইমান রাখে ও সৎকাজ করে তারা জান্নাতের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে।’

[ সুরা আল-বাকারাহ, ২ : ৮২ ]

#ilmweb
14
‘হে রাসুলগণ! তোমরা হালাল খাদ্যসামগ্রী থেকে আহার কর এবং সৎকর্ম কর। তোমরা যা করো অবশ্যই আমি ভালভাবে অবগত আছি।’

[ সুরা আল-মুমিনুন, ২৩ : ৫১ ]

#ilmweb
9👍1
‘তাদেরকে দু'বার প্রতিদান দেয়া হবে।এ কারণে যে, তারা ধৈর্যধারণ করে এবং ভাল দ্বারা মন্দকে প্রতিহত করে। আর আমি তাদেরকে যে রিযক দিয়েছি তা থেকে ব্যয় করে।’

[ সুরা আল-কাসাস, ২৮ : ৫৪ ]

#ilmweb
14
‘যারা সালাত কায়েম করে এবং যাকাত দেয়, আর তারাই আখিরাতে দৃঢ় বিশ্বাস পোষণ করে।’

[ সুরা লুকমান, ৩১ : ৪ ]

#ilmweb
11
‘হে মানুষ, তোমরা তো আল্লাহর মুখাপেক্ষী; কিন্তু আল্লাহ অমুখাপেক্ষী, প্রশংসিত।’

[ সুরা ফাতির, ৩৫ : ১৫ ]

#ilmweb
10
‘যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকত তাহলে উভয়টিই ধ্বংস হয়ে যেত। অতএব, তারা (তাঁর নামে) যা বলে, আরশের মালিক আল্লাহ তা থেকে পবিত্র।’

[ সুরা আল-আম্বিয়া, ২১ : ২২ ]

#ilmweb
7
সাদাকাতুল ফিতর : খাদ্যদ্রব্য না কি টাকা?
—উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ)
.
যখন যে বস্তুর প্রচলন ও লোকদের যা চাহিদা, তা দিয়েই যাকাতুল ফিতর আদায় করা যায়। অর্থাৎ শুধু হাদিসে বর্ণিত নির্দিষ্ট খাদ্যদ্রব্য দিয়েই আদায় করতে হবে এমন নয়। এর বাইরের খাদ্যদ্রব্য এবং নগদ অর্থ দিয়েও আদায় করা যায়। তবে একটি কথা অবশ্যই বুঝতে হবে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেসব বস্তুর নাম উল্লেখ করেছেন, সেসব দিয়ে যাকাতুল ফিতর আদায় করা অন্য কিছুর চেয়ে উত্তম হবে এবং অন্ততপক্ষে নগদ অর্থের বিবেচনায় খাদ্যদ্রব্যের যাকাত উত্তম হবে।

যেহেতু তাঁর যুগে দিনার-দিরহামের প্রচলন থাকা সত্ত্বেও যব ও কিসমিস দিয়ে যাকাতুল ফিতর দেয়ার নির্দেশ করেছেন। তাই এগুলোই উত্তম বলে বিবেচিত হওয়াই যুক্তিযুক্ত। যদিও সালাফরা যাকাতুল ফিতরের বস্তুতে ব্যাপকতা এনেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন : https://ilmweb.net/সাদাকাতুল-ফিতর/
3👍3
‘আমি একে (এই কোরআন) নাযিল করেছি এক বরকতময় রাতে। নিশ্চয়ই আমি সতর্ককারী।’

[ সুরা আদ-দুখান, ৪৪ : ৩ ]

#ilmweb
9
তারাবির রাকাতসংখ্যা : বিবাদ নয় সম্প্রীতি
—উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ)
.
.
তারাবির রাকাতসংখ্যা কোনো নির্দিষ্ট পরিমাণে সীমাবদ্ধ নয়। যে যত রাকাত ইচ্ছা, আদায় করতে পারে। এ জন্যই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতের সালাত ‘দুই দুই’ বলে বিষয়টি ব্যাপক করে দিয়েছেন।

সালাতটি ফরজ–ওয়াজিবও নয়; বরং সুন্নাহ। এমন নয় যে, কেউ তারাবিহ না-পড়লে গুনাহগার হবে। এটি যেহেতু গুরুত্বপূর্ণ সুন্নাহ, তাই ছেড়ে দেয়া অনুচিত এবং আমরা অবশ্যই গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করব।

তবে এ নিয়ে পক্ষে-বিপক্ষে বাকবিতণ্ডা, ঝগড়া-বিবাদ, বাহাস-মুনাযারা এবং একে অপরকে গালাগালি করা সম্পূর্ণই গর্হিত ও শরিয়াহবিরোধী কাজ।
.
.
সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন : https://ilmweb.net/তারাবির-রাকাতসংখ্যা/
4👍4
‘সেদিন মানুষ দলে দলে বিভক্ত হয়ে বেরিয়ে আসবে, যাতে তাদেরকে তাদের কর্মসমূহ দেখানো যায়।’

[ সুরা আয-যিলযাল, ৯৯ : ৬ ]

#ilmweb
9
'যারা পরকালে বিশ্বাস করে না আমি তাদের কর্মকাণ্ডকে তাদের কাছে শোভনীয় করেছি; তাই তারা বিভ্রান্ত হয়।’

[ সুরা আন-নামল, ২৭ : ৪ ]

#ilmweb
6
‘হে আমার রব, তুমি ক্ষমা কর আমাকে, আমার পিতামাতাকে যারা আমার গৃহে মুমিন হয়ে প্রবেশ করে তাদেরকে আর মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে; আর জালিমদের জন্য ধ্বংস ছাড়া আর কিছুই বৃদ্ধি করো না।’

[ সুরা নূহ, ৭১ : ২৮ ]

#ilmweb
11💯1
‘ছেড়ে দাও ওদেরকে, ওরা খেতে থাক আর ভোগ করতে থাক, আর (মিথ্যে) আশা ওদেরকে উদাসীনতায় ডুবিয়ে রাখুক, শীঘ্রই ওরা (ওদের আমলের পরিণতি) জানতে পারবে।’

[ সুরা আল-হিজর, ১৫ : ৩ ]

#ilmweb
😢10🔥1
তাকাব্বালাল্লাহু মিননা ওয়া মিনকুম

ঈদ মোবারক
12👍2
‘(তিনি একে করেছেন) সত্য, স্পষ্ট ও অকাট্য তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য। আর যারা সৎকাজ করে সেই মুমিনদেরকে সুসংবাদ দেয়ার জন্য যে, তাদের জন্য আছে উত্তম প্রতিফল।’

[ সুরা আল-কাহফ, ১৮ : ২ ]

#ilmweb
7👍1
‘হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে?’

[ সুরা আল-ইনফিতার, ৮২ : ৬ ]

#ilmweb
😢6🔥2