ilmweb
3.08K subscribers
502 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন তাকে যে কুমন্ত্রণা দেয় তা আমি জানি। ঘাড়ের শিরার চেয়েও আমি তার কাছে রয়েছি।’

[ সুরা কাফ, ৫০ : ১৬ ]

#ilmweb
😢63👍3
‘অতএব, সেদিন দুর্ভোগ রয়েছে অবিশ্বাসীদের জন্য, যারা খেলার ছলে বাজে কথা বলাবলি করে।’

[ সুরা আত-তুর, ৫২ : ১১-১২ ]

#ilmweb
12
আল্লাহর উলুহিয়াতের (ইবাদত) একত্ব মেনে নেয়া, তাঁর বড়ত্ব অন্তরের গভীরে গেঁথে নেয়া এবং তাঁর ভালোবাসায় হৃদয়কে কানায়-কানায় পূর্ণ করে তোলা উচিত। তাঁর বড়ত্ব ও সম্মানের অনুভূতি ছাড়া অন্তরে প্রাণের স্পন্দন জেগে ওঠা কোনোভাবেই সম্ভব নয়। তিনটি বিষয়ের ওপর এই দ্বীন প্রতিষ্ঠিত :

১. উলুহিয়াতের হাকিকাত।
২. উবুদিয়াতের (দাসত্ব) বাস্তবতা।
৩. রব ও বান্দার মাঝে সম্পর্ক স্থাপন।

আল্লাহর পরিচয় ও মর্যাদা, বান্দা হিসেবে নিজ কর্তব্য সম্পর্কে জানা এবং স্রষ্টা ও সৃষ্টির মাঝে যোগসূত্র―এই তিনটি বিষয় অন্তরে গেঁথে নেয়া অপরিহার্য। এর ভিত্তিতে বলা যায়, যার অন্তরে এই দ্বীনের হাকিকাত (বাস্তবতা) মজবুত হয়নি, তার কাছ থেকে শরিয়াতের শাখাগত বিষয় খোঁজা অর্থহীন। অথচ আল্লাহর বড়ত্ব মহাজগতের প্রতিটি নির্জীব-সজীব বস্তুর মাঝে প্রতিমুহূর্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রয়েছে।

সত্য কথা হলো সুমহান এই দ্বীনের বাস্তবতা ও প্রকৃতি বর্তমান প্রজন্মের কাছে অজানাই রয়ে গেছে...

____
ড. আবদুল্লাহ আযযাম (রাহিমাহুল্লাহ)
বই : আকিদাহর পরিশুদ্ধি
[ ইলমওয়েব পাবলিশিং ]
5👍3
‘যারা অপকর্ম করে তারা কি মনে করে যে, আমি তাদেরকে ইমানদার ও সৎকর্মশীলদের মত গণ্য করব? তাদের (সবার) জীবন ও মৃত্যু কি সমান? তাদের বিচার কত খারাপ!’

[ সুরা আল-জাসিয়াহ, ৪৫ : ২১ ]

#ilmweb
😢17👍2🔥2
‘আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। তারা সেখানে অনন্তকাল বাস করবে। এটাই তো মহা সফলতা।’

[ সুরা আত-তাওবাহ, ৯ : ৮৯ ]

#ilmweb
8
ইলমওয়েব, প্রকাশনা বিভাগের সকল বই পাওয়া যাচ্ছে কুষ্টিয়া ইসলামী বই মেলায়—পেনফিল্ড পাবলিকেশনের স্টলে (স্টল নাম্বার – ১১)

তারিখ : ৫ মার্চ – ৯ মার্চ, ২০২৪
সময় : (সকাল ১০টা থেকে রাত ৮ টা)
স্থান : মোমতাজুল উলুম মাদরাসা প্রাঙ্গণ, কুঠিপাড়া, কুষ্টিয়া।
'আমি মানুষের জন্য এই কুরআনে যাবতীয় দৃষ্টান্ত বিশদভাবে বর্ণনা করেছি। কিন্তু মানুষ অধিকাংশ বিষয়েই তর্কপ্রিয়।'

[ সুরা আল–কাহফ, ১৮ : ৫৪ ]

#ilmweb
👍51
‘যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে আগত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত সে কি তার মত, যার মন্দ আমল তার জন্য চাকচিক্যময় করে দেয়া হয়েছে এবং যারা তাদের খেয়াল খুশীর অনুসরণ করে?’

[ সুরা মুহাম্মাদ, ৪৭ : ১৪ ]

#ilmweb
8👍1
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন :

‘পাঁচটি বিষয়ের আগেই পাঁচটি জিনিস থেকে সুবিধা লাভ কর—বৃদ্ধ বয়সে উপনীত হবার আগেই যৌবন, অসুস্থতার আগেই সুস্থতা, দরিদ্রতার আগেই স্বচ্ছলতা, ব্যস্ততার আগেই অবসর এবং মৃত্যু আসার আগেই জীবন।’[১]

শাইখ আহমাদ মুসা জিবরিল বলেন : হাদিসটি এ শিক্ষাই দেয়—জীবন, সুস্থতা ও অবসর সময়ের সুবিধাকে আল্লাহর ইবাদতে এমনভাবে কাজে লাগানো, যেন এটিই জীবনের শেষ রমাদান। রমাদান মাস আত্মিক শক্তি পুনর্গঠন করার মাস। এ মাস থেকে একজন কতটুকু উপকার লাভ করবে, সেটি তার ওপরই নির্ভর করে।
.
.
[১] আল-মুসতাদরাক আলাস–সহিহাইন, হাদিস নং: ৮৭৪৬। ইমাম হাকিম হাদিসটিকে বুখারি ও মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ বলেছেন এবং ইমাম যাহাবি তাঁর সাথে ঐকমত্য পোষণ করেছেন। ইমাম আলবানিও একে সহিহ বলেছেন (সহিহুল জামি, হাদিস নং : ১০৭৭)

——
[ সূত্র : বই—রমাদান : জিজ্ঞাসা ও জবাব ]
👍52
‘আল্লাহর নিদর্শন সম্পর্কে শুধু কাফিররাই বিতর্ক করে। সুতরাং জনপদসমূহে তাদের অবাধ বিচরণ যেন তোমাকে বিভ্রান্ত না করে।’

[ সুরা গাফির, ৪০ : ৪ ]

#ilmweb
16
‘রমাদান মাস, যাতে নাযিল করা হয়েছে আল কুরআন—মানুষের জন্য হিদায়াতস্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে।’

[ সুরা আল-বাকারাহ, ২ : ১৮৫ ]

#ilmweb
20
‘যারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরও আল্লাহ ও রাসুলের ডাকে সাড়া দিয়েছে—তাদের মধ্যে যারা সৎকাজ করেছে ও তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য রয়েছে মহা প্রতিদান।’

[ সুরা আলি ইমরান, ৩ : ১৭২ ]

#ilmweb
20
‘তাদের মুখ হতে কেবল এ কথাই বেরিয়েছিল—‘হে আমাদের রব! আমাদের অপরাধসমূহ এবং আমাদের কাজ-কর্মে বাড়াবাড়িগুলোকে তুমি ক্ষমা করে দাও, আমাদের পদক্ষেপসমূহ দৃঢ় কর এবং কাফির কওমের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য কর।’

[ সুরা আলি–ইমরান, ৩ : ১৪৭ ]

#ilmweb
18
‘যারা আখেরাতের চেয়ে দুনিয়ার জীবনকে বেশি ভালবাসে, আল্লাহর পথে চলতে বাধা দেয় এবং তাতে বক্রতা অন্বেষণ করে। ওরা সুদূরপ্রসারী বিভ্রান্তির মধ্যে রয়েছে।’

[ সুরা ইবরাহিম, ১৪ : ৩ ]

#ilmweb
😢114👍2
‘তিনিই মুমিনদের অন্তরে প্রশান্তি দান করেছেন, যাতে তাদের ইমানের সাথে আরো ইমান বাড়ে। আসমান ও জমিনের বাহিনীগুলো আল্লাহরই। আল্লাহ মহাজ্ঞানী, অসীম প্রজ্ঞাবান।’

[ সুরা আল-ফাতহ, ৪৮ : ৪ ]

#ilmweb
13👍2
‘হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত কর, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর।’

[ সুরা আল-বাকারাহ, ২ : ২১ ]

#ilmweb
15👍1
‘মুমিন তো তারাই, আল্লাহর কথা আলোচিত হলে যাদের অন্তরে ভীতির সঞ্চার হয় এবং তাঁর আয়াতসমূহ তিলাওয়াত করা হলে যাদের ইমান বৃদ্ধি পায়। আর তারা তাদের রবের ওপরই ভরসা করে।’

[ সুরা আল-আনফাল, ৮ : ২ ]

#ilmweb
15👍1😢1
‘আল্লাহ যদি তোমাকে কোনো কষ্ট দেন, তাহলে তিনি ছাড়া কেউ তা দূর করতে পারবে না। আর তিনি যদি তোমার কোনো কল্যাণ করতে চান, তবে তিনি তো সবকিছুই করতে সক্ষম।’

[ সুরা আল-আনআম, ৬ : ১৭ ]

#ilmweb
21
‘তিনি তাঁর রাসুলকে হিদায়াত ও সত্য দ্বীনসহ পাঠিয়েছেন যাবতীয় দ্বীনের ওপর এই দ্বীনকে বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা অপছন্দ করে।’

[ সুরা আত-তাওবাহ, ৯ : ৩৩ ]

#ilmweb
16