আল্লাহর উলুহিয়াতের (ইবাদত) একত্ব মেনে নেয়া, তাঁর বড়ত্ব অন্তরের গভীরে গেঁথে নেয়া এবং তাঁর ভালোবাসায় হৃদয়কে কানায়-কানায় পূর্ণ করে তোলা উচিত। তাঁর বড়ত্ব ও সম্মানের অনুভূতি ছাড়া অন্তরে প্রাণের স্পন্দন জেগে ওঠা কোনোভাবেই সম্ভব নয়। তিনটি বিষয়ের ওপর এই দ্বীন প্রতিষ্ঠিত :
১. উলুহিয়াতের হাকিকাত।
২. উবুদিয়াতের (দাসত্ব) বাস্তবতা।
৩. রব ও বান্দার মাঝে সম্পর্ক স্থাপন।
আল্লাহর পরিচয় ও মর্যাদা, বান্দা হিসেবে নিজ কর্তব্য সম্পর্কে জানা এবং স্রষ্টা ও সৃষ্টির মাঝে যোগসূত্র―এই তিনটি বিষয় অন্তরে গেঁথে নেয়া অপরিহার্য। এর ভিত্তিতে বলা যায়, যার অন্তরে এই দ্বীনের হাকিকাত (বাস্তবতা) মজবুত হয়নি, তার কাছ থেকে শরিয়াতের শাখাগত বিষয় খোঁজা অর্থহীন। অথচ আল্লাহর বড়ত্ব মহাজগতের প্রতিটি নির্জীব-সজীব বস্তুর মাঝে প্রতিমুহূর্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রয়েছে।
সত্য কথা হলো সুমহান এই দ্বীনের বাস্তবতা ও প্রকৃতি বর্তমান প্রজন্মের কাছে অজানাই রয়ে গেছে...
____
ড. আবদুল্লাহ আযযাম (রাহিমাহুল্লাহ)
বই : আকিদাহর পরিশুদ্ধি
[ ইলমওয়েব পাবলিশিং ]
১. উলুহিয়াতের হাকিকাত।
২. উবুদিয়াতের (দাসত্ব) বাস্তবতা।
৩. রব ও বান্দার মাঝে সম্পর্ক স্থাপন।
আল্লাহর পরিচয় ও মর্যাদা, বান্দা হিসেবে নিজ কর্তব্য সম্পর্কে জানা এবং স্রষ্টা ও সৃষ্টির মাঝে যোগসূত্র―এই তিনটি বিষয় অন্তরে গেঁথে নেয়া অপরিহার্য। এর ভিত্তিতে বলা যায়, যার অন্তরে এই দ্বীনের হাকিকাত (বাস্তবতা) মজবুত হয়নি, তার কাছ থেকে শরিয়াতের শাখাগত বিষয় খোঁজা অর্থহীন। অথচ আল্লাহর বড়ত্ব মহাজগতের প্রতিটি নির্জীব-সজীব বস্তুর মাঝে প্রতিমুহূর্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রয়েছে।
সত্য কথা হলো সুমহান এই দ্বীনের বাস্তবতা ও প্রকৃতি বর্তমান প্রজন্মের কাছে অজানাই রয়ে গেছে...
____
ড. আবদুল্লাহ আযযাম (রাহিমাহুল্লাহ)
বই : আকিদাহর পরিশুদ্ধি
[ ইলমওয়েব পাবলিশিং ]
❤5👍3
নিজেকে জাহান্নাম থেকে বাঁচান।
শাইখ হামাদ আল উসমান (হাফিযাহুল্লাহ) || ilmweb publishing
https://youtu.be/400VTsj0fCo?si=lyACe9RCrLs6IObl
শাইখ হামাদ আল উসমান (হাফিযাহুল্লাহ) || ilmweb publishing
https://youtu.be/400VTsj0fCo?si=lyACe9RCrLs6IObl
YouTube
নিজেকে জাহান্নাম থেকে বাঁচান || শাইখ হামাদ আল-উসমান হাফিযাহুল্লাহ || ilmweb Publishing
আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সালাফদের বুঝ ও পথপদ্ধতি অনুযায়ী পরিচালিত একটি শিক্ষাকেন্দ্রের নাম ইলমওয়েব (ilmweb)। ইসলামি জ্ঞান (ইলম) দুনিয়াবি জ্ঞানের মতো শুধু জ্ঞানগত ও পাঠনির্ভর নয়। এখানে পাঠ (Text) ও সালাফদের বুঝের সমন্বয় ও ধারাবাহিকতা রক্ষা কর্তব্য। আমাদের…
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন :
‘পাঁচটি বিষয়ের আগেই পাঁচটি জিনিস থেকে সুবিধা লাভ কর—বৃদ্ধ বয়সে উপনীত হবার আগেই যৌবন, অসুস্থতার আগেই সুস্থতা, দরিদ্রতার আগেই স্বচ্ছলতা, ব্যস্ততার আগেই অবসর এবং মৃত্যু আসার আগেই জীবন।’[১]
শাইখ আহমাদ মুসা জিবরিল বলেন : হাদিসটি এ শিক্ষাই দেয়—জীবন, সুস্থতা ও অবসর সময়ের সুবিধাকে আল্লাহর ইবাদতে এমনভাবে কাজে লাগানো, যেন এটিই জীবনের শেষ রমাদান। রমাদান মাস আত্মিক শক্তি পুনর্গঠন করার মাস। এ মাস থেকে একজন কতটুকু উপকার লাভ করবে, সেটি তার ওপরই নির্ভর করে।
.
.
[১] আল-মুসতাদরাক আলাস–সহিহাইন, হাদিস নং: ৮৭৪৬। ইমাম হাকিম হাদিসটিকে বুখারি ও মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ বলেছেন এবং ইমাম যাহাবি তাঁর সাথে ঐকমত্য পোষণ করেছেন। ইমাম আলবানিও একে সহিহ বলেছেন (সহিহুল জামি, হাদিস নং : ১০৭৭)
——
[ সূত্র : বই—রমাদান : জিজ্ঞাসা ও জবাব ]
‘পাঁচটি বিষয়ের আগেই পাঁচটি জিনিস থেকে সুবিধা লাভ কর—বৃদ্ধ বয়সে উপনীত হবার আগেই যৌবন, অসুস্থতার আগেই সুস্থতা, দরিদ্রতার আগেই স্বচ্ছলতা, ব্যস্ততার আগেই অবসর এবং মৃত্যু আসার আগেই জীবন।’[১]
শাইখ আহমাদ মুসা জিবরিল বলেন : হাদিসটি এ শিক্ষাই দেয়—জীবন, সুস্থতা ও অবসর সময়ের সুবিধাকে আল্লাহর ইবাদতে এমনভাবে কাজে লাগানো, যেন এটিই জীবনের শেষ রমাদান। রমাদান মাস আত্মিক শক্তি পুনর্গঠন করার মাস। এ মাস থেকে একজন কতটুকু উপকার লাভ করবে, সেটি তার ওপরই নির্ভর করে।
.
.
[১] আল-মুসতাদরাক আলাস–সহিহাইন, হাদিস নং: ৮৭৪৬। ইমাম হাকিম হাদিসটিকে বুখারি ও মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ বলেছেন এবং ইমাম যাহাবি তাঁর সাথে ঐকমত্য পোষণ করেছেন। ইমাম আলবানিও একে সহিহ বলেছেন (সহিহুল জামি, হাদিস নং : ১০৭৭)
——
[ সূত্র : বই—রমাদান : জিজ্ঞাসা ও জবাব ]
👍5❤2