ilmweb
3.08K subscribers
502 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
আবু হুরাইরা (রাদিয়াল্লহু আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :

‘তোমাদের কোনো ব্যক্তি হারানো পশু পাওয়ার কারণে যে পরিমাণ খুশি হয়, তোমাদের কারোর তাওবার কারণে আল্লাহ তাআলা এর চেয়েও অধিক খুশি হন।’

——
[ সূত্র : সহিহ মুসলিম, হাদিস নং : ৬৭০১ ]

#ilmweb
16🥰2💯1
‘হে মানুষ! তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের কম্পন এক ভয়ানক ব্যাপার।’

[ সুরা আল-হাজ, ২২ : ১ ]

#ilmweb
😢84
‘আল্লাহর হুকুম ছাড়া (কারো) কোনো বিপদ আসে না। যে আল্লাহকে বিশ্বাস করে তিনি তার অন্তরকে সঠিক দিক-নির্দেশনা দেন।’

[ সুরা আত-তাগাবুন, ৬৪ : ১১ ]

#ilmweb
16
‘ও রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন। আর জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।’

[ সুরা আল-বাকারাহ, ২ : ২০১ ]

#ilmweb
19
‘পৃথিবীর সবকিছু আমি তার শোভায় পরিণত করেছি, যাতে লোকদেরকে পরীক্ষা করতে পারি, কে তাদের মধ্যে কাজে উত্তম।’

[ সুরা আল-কাহফ, ১৮ : ৭ ]

#ilmweb
14
‘মুত্তাকিরা থাকবে জান্নাতে ও ঝরনাসমূহের মাঝে।’

[ সুরা আল-হিজর, ১৫ : ৪৫ ]

#ilmweb
8👍1
ilmweb
বিস্তারিত : https://www.facebook.com/share/p/w1qpKxJTjmncj5Ga/?mibextid=oFDknk
ফিকহু রমাদান কোর্সে রেজিষ্ট্রেশনের সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হল।
‘যে চুক্তির মাধ্যমে উপার্জন হবে, তাতে চারটি শর্ত থাকা চাই—শুদ্ধতা (আস-সিহহা), ইনসাফ (আল-আদল), দয়াশীলতা (আল-ইহসান) ও দ্বীনের প্রতি আন্তরিকতা (আশ-শাফাকাহ আলাদ দ্বীন) থাকতে হবে।’

——
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
[ সূত্র : চরিত্রশুদ্ধি, ইলমওয়েব পাবলিশিং ]

#ilmweb
9
‘তাহলে মানুষ কি স্মরণ করে না যে, ইতিপূর্বে যখন আমি তাকে সৃষ্টি করেছিলাম তখন সে কিছুই ছিল না?’

[ সুরা মারিয়াম, ১৯ : ৬৭ ]

#ilmweb
13👍2
'রাহমান'-এর বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে, তখন তারা বলে,  'সালাম'।

[ সুরা আল-ফুরকান, ২৫ : ৬৩ ]

#ilmweb
19👍2
আকিদাহই একমাত্র মজবুত ভিত, যার ওপর দ্বীনের সব শাখাগত বিষয় নির্ভর করে। এই ভিতের উপস্থিতি ছাড়া বড় বড় বিনির্মাণও ব্যর্থ হতে বাধ্য। তাই বলা যায়, দ্বীনের শাখাগত বিষয়াবলির ব্যাখ্যা-বিশ্লেষণের চেষ্টা মূলত বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছেড়ে কম গুরুত্বপূর্ণ বিষয়ে মত্ত হবার নামান্তর। আর এসবের পেছনে পড়লে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারব না। অতএব, মানবহৃদয়ের জন্য এই দ্বীনকে উপযোগী করে তুলতে আল্লাহপ্রদত্ত মানহাজের (পথ–পদ্ধতি) অনুগামী হতে হবে। প্রথমত মানুষের হৃদয়ে বিশুদ্ধ আকিদাহ গেঁথে দিয়ে, দ্বিতীয়ত প্রতিটি মানুষকে শরিয়াহর যাবতীয় আদেশ মানার প্রতি উৎসাহিত করার মাধ্যমে এটি সম্ভব হবে। কারণ তারবিয়াতের (শিক্ষণ–প্রশিক্ষণ) ক্ষেত্রে আল্লাহপ্রদত্ত মানহাজ অনুসরণ করা স্বয়ং আকিদাহরই অংশ।

____

ড. আবদুল্লাহ আযযাম (রাহিমাহুল্লাহ)
বই : আকিদাহর পরিশুদ্ধি
[ ইলমওয়েব পাবলিশিং ]
.
.
বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন আমাদের পরিবেশক Jajeera.com –এর ফেইসবুক পেইজে। অথবা আপনার পছন্দের অনলাইন কিংবা অফলাইন শপে।
👍5
‘হে আদম সন্তান! আমি কি তোমাদের নির্দেশ দেইনি যে, তোমরা শয়তানের ইবাদত করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু?’

[ সুরা ইয়াসিন, ৩৬ : ৬০ ]

#ilmweb
👍8🔥1
‘যারা আল্লাহ ও তাঁর রাসুলের বিরোধিতা করে তারা চরম লাঞ্ছিতদের দলভুক্ত।’

[ সুরা আল-মুজাদিলা, ৫৮ : ২০ ]

#ilmweb
👍61🔥1
‘প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পুরোপুরি দেওয়া হবে।’

[ সুরা আলি ইমরান, ৩ : ১৮৫ ]

#ilmweb
11👍2
‘ধন-সম্পদ ও সন্তান-সন্ততি হল পার্থিব জীবনের অস্থায়ী জৌলুস। পক্ষান্তরে, স্থায়ী সৎকর্মসমূহ তোমার রবের কাছে পুরস্কার হিসেবেও সেরা এবং আশার বস্তু হিসেবেও সেরা।’

[ সুরা আল-কাহফ, ১৮ : ৪৬ ]

#ilmweb
7👍2
‘আকিদাহর পরিশুদ্ধি’ বইয়ের সূচিপত্রসহ শর্ট পিডিএফ পড়তে ক্লিক করুন :
https://ilmweb.net/publishing/আকিদাহর-পরিশুদ্ধি
7🔥1
‘অতএব তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ করব, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় কর এবং কখনো আমার অকৃতজ্ঞ হয়ো না।’

[ সুরা আল-বাকারা, ২ : ১৫২ ]

#ilmweb
11👍1
আবু যর আল-গিফারী রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর বরকতময় ও সুমহান রবের নিকট হতে বর্ণনা করেন।

আল্লাহ তায়ালা বলেছেন :

‘হে আমার বান্দারা! আমি যুলুমকে আমার জন্য হারাম করে দিয়েছি, আর তা তোমাদের মধ্যেও হারাম করে দিয়েছি; অতএব তোমরা একে অপরের উপর যুলুম করো না। হে আমার বান্দারা! আমি যাকে হিদায়াত দিয়েছি সে ছাড়া তোমরা সকলেই পথভ্রষ্ট। সুতরাং আমার কাছে হিদায়াত চাও, আমি তোমাদের হিদায়াত দান করব।

হে আমার বান্দারা! আমি যাকে খাবার দান করেছি, সে ছাড়া তোমরা সকলেই ক্ষুধার্ত। সুতরাং তোমরা আমার নিকট খাদ্য চাও, আমি তোমাদের খাদ্য দান করব।

হে আমার বান্দাগণ! তোমরা সবাই বিবস্ত্র, সে ব্যতীত যাকে আমি কাপড় পরিয়েছি। সুতরাং আমার কাছে বস্ত্র চাও, আমি তোমাদেরকে বস্ত্রদান করব।

হে আমার বান্দারা! তোমরা রাতদিন গুনাহ করছ, আর আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দেই। সুতরাং আমার কাছে ক্ষমা প্রার্থনা কর, আমি তোমাদের ক্ষমা করে দেব।

হে আমার বান্দারা! তোমরা কখনোই আমার ক্ষতি করার সামর্থ রাখ না যে আমার ক্ষতি করবে আর তোমরা কখনোই আমার উপকার করার ক্ষমতা রাখ না যে আমার উপকার করবে।

হে আমার বান্দারা! তোমরা পূর্বাপর সকল মানুষ ও জিন যদি তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি ও পরহেযগার ব্যক্তির হৃদয়ের মত হয়ে যায়, তবে তা আমার রাজত্বে কিছুই বৃদ্ধি করবে না। আমার বান্দাগণ! তোমাদের পূর্বাপর সকল মানুষ ও জিন যদি তোমাদের মধ্যে সবচেয়ে পাপী ব্যক্তির হৃদয়ের মত হয়ে যায়, তবে তা আমার রাজত্বে কিছুই কমাতে পারবে না।

হে আমার বান্দারা! তোমাদের পূর্বের ও তোমাদের পরের সকলে, তোমাদের সমস্ত মানুষ ও তোমাদের সমস্ত জিন যদি সবাই একই ময়দানে দাঁড়িয়ে আমার কাছে চায় এবং আমি সকলের চাওয়া পূরণ করে দেই তবে আমার নিকট যা আছে তাতে সমুদ্রে এক সুঁই রাখলে যতটা কম হয়ে যায় তা ব্যতীত আর কিছু কম হতে পারে না।

হে আমার বান্দারা! আমি তোমাদের আমলকে (দৈনন্দিন সকল কাজকর্মকে) তোমাদের জন্য গণনা করে রাখি, আর আমি তার পুরোপুরি প্রতিফল দিয়ে দেব। সুতরাং যে ব্যক্তি উত্তম প্রতিফল পাবে তার আল্লাহর প্রশংসা করা উচিত, আর যে তার বিপরীত পাবে তার শুধু নিজেকেই দোষারোপ করা উচিত।"

___
[ সূত্রঃ সহিহ মুসলিম। হাদিস নং- ২৫৭৭ ]

#ilmweb
👍5
‘যারা ইমান আনে ও সৎকাজ করে নিশ্চয়ই আল্লাহ তাদেরকে জান্নাতে স্থান দেবেন, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়।’

[ সুরা আল-হাজ, ২২ : ১৪ ]

#ilmweb
👍76