ilmweb
3.08K subscribers
502 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘আর যারা ইমান রাখে ও সৎকাজ করে তারা জান্নাতের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে।’ 

[ সুরা আল-বাকারাহ, ২ : ৮২ ]

#ilmweb
13👍1🕊1
‘যে আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন।’

[ সুরা আল-মায়িদাহ, ৫ : ৭২ ]

#ilmweb
💯53
‘আল্লাহ শান্তির নিবাসের (জান্নাতের) দিকে ডাকেন এবং যাকে চান সঠিক পথে পরিচালিত করেন।’

[ সুরা ইউনুস, ১০ : ২৫ ]

#ilmweb
12
‘আল্লাহর মসজিদসমূহ রক্ষণাবেক্ষণ করা মুশরিকদের কাজ হতে পারে না, যারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে কুফরি করার সাক্ষ্য দেয়।’

[ সুরা আত-তাওবাহ, ৯ : ১৭ ]

#ilmweb
10👍4😢3
‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করে সে কি ঐ ব্যক্তির মত যে আল্লাহর অসন্তোষ অর্জন করে এবং যার বাসস্থান জাহান্নাম?’

[ সুরা আলি ইমরান, ৩ : ১৬২ ]

#ilmweb
18👍2
‘তোমার কাছে ভালো যা আসে তা আল্লাহর পক্ষ থেকে; আর তোমার খারাপ যা ঘটে তা তোমার নিজের কারণে।’

[ সুরা আন-নিসা, ৪ : ৭৯ ]

#ilmweb
21👍2
‘আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন আর দানকে বর্ধিত করেন। আল্লাহ কোনো অবিশ্বাসী পাপীকে পছন্দ করেন না।’

[ সুরা আল-বাকারাহ, ২ : ২৭৬ ]

#ilmweb
12
👍2
‘প্রত্যেক মানুষের জন্যই একজন তত্ত্বাবধায়ক আছে। অতএব, মানুষ যেন ভেবে দেখে, তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে!’

[ সুরা আত-তারিক, ৮৬ : ৪-৫ ]

#ilmweb
11
মানুষ অনেক অজানা বিপদ, বালা-মুসিবতের আশঙ্কা করে, ভয় পায়। অথচ সেগুলো তার জীবনে আসবে এমন নিশ্চয়তা নেই। কিন্তু যে বিপদের ব্যাপারে মানুষকে সতর্ক করা হয়েছে এবং যিনি সতর্ককারী তিনি মিথ্যাবাদীও নন —সেই বিপদ নিয়ে চিন্তা করার ফুরসত আমাদের নেই। অথচ মানুষের মাথার ওপর জাহান্নামের চেয়ে অধিক বড় কোনো বিপদ ঝুলে নেই।

#ilmweb
😢18👍21
‘আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং কাফিরদেরকে জাহান্নামের আগুনের ওয়াদা করেছেন।’

[ সুরা আত-তাওবাহ, ৯ : ৬৮ ]

#ilmweb
👍5😢52
‘তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে, যার বিস্তৃতি হচ্ছে আসমান ও জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে।’

[ সুরা আলি-ইমরান, ৩ : ১৩৩ ]

#ilmweb
13
‘তোমরা আল্লাহর দেওয়া হালাল ও পবিত্র জিনিস খাও এবং আল্লাহকে ভয় করো, যাকে তোমরা বিশ্বাস কর।’

[ সুরা আল-মায়িদাহ, ৫ : ৮৮ ]

#ilmweb
16
‘যারা হতভাগ্য হবে তারা জাহান্নামে যাবে। সেখানে তাদের জন্য থাকবে আহাজারি আর আর্তনাদ।’

[ সুরা হুদ, ১১ : ১০৬ ]

#ilmweb
😢164👍1
‘সফল তো হবে সে, যে নিজেকে (পাপ থেকে) পবিত্র রাখে, তার রবের নাম স্মরণ করে এবং (নিয়মিত) সালাত আদায় করে।’

[ সুরা আল-আলা, ৮৭ : ১৪-১৫ ]

#ilmweb
11👍1
‘আসমান ও জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর। তিনি যা চান তাই সৃষ্টি করেন।’

[ সুরা আশ-শুরা, ৪২ : ৪৯ ]

#ilmweb
23
‘তুমি দৃঢ় চিত্তে তাদের সাথে অবস্থান করো যারা সকাল-সন্ধ্যা তাদের রবকে ডাকে তাঁর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। এবং দুনিয়ার জীবনের শোভা ও চাকচিক্য কামনায় তুমি তাদের থেকে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না।’

[ সুরা আল-কাহফ, ১৮ : ২৮ ]

#ilmweb
20👍1
‘নিশ্চয়ই যারা কুফরি করে তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি আল্লাহর সামনে তাদের কোনো উপকারে আসবে না।’

[ সুরা আলি ইমরান, ৩ : ১১৬ ]

#ilmweb
13
‘যারা ইমান আনে ও সৎকাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত।’

[ সুরা লুকমান, ৩১ : ৮ ]

#ilmweb
🔥8👍1
‘আল্লাহর নিদর্শন সম্পর্কে শুধু কাফিররাই বিতর্ক করে। সুতরাং জনপদসমূহে তাদের অবাধ বিচরণ যেন তোমাকে বিভ্রান্ত না করে।’

[ সুরা গাফির, ৪০ : ৪ ]

#ilmweb
18