ilmweb
3.08K subscribers
503 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তোমাদেরকে আমার নিকটবর্তী করবে না, যারা ইমান এনেছে ও সৎকাজ করেছে তারা ব্যতীত।’

[ সুরা আস-সাবা, ৩৪ : ৩৭ ]

#ilmweb
10
‘আল্লাহ যার জন্য কোনো আলো তৈরি করেননি সে কোনো আলোর সন্ধান পাবে না।’

[ সুরা আন-নুর, ২৪ : ৪০ ]

#ilmweb
16👍2😢2🥰1
‘অতএব, তুমি ধৈর্য ধরে তোমার রবের নির্দেশের অপেক্ষা কর এবং তাদের মধ্যকার কোনো পাপী কিংবা অবিশ্বাসীর আনুগত্য করো না।’

[ সুরা আল-ইনসান, ৭৬ : ২৪ ]

#ilmweb
14
আবু মুহাম্মাদ
— ড. ইয়াদ কুনাইবি

আমার খুব কাছের, প্রিয় এক ভাই…আবু মুহাম্মাদ। চিনি বেশ অনেকদিন ধরেই। বড় মনের মানুষ। অসাধারণ আদব ও আখলাক। একবার কাছ থেকে দেখার পর ভালো না-বেসে থাকা কঠিন।

তাঁর এক ভাই আছে। দুঃখজনকভাবে তার স্বভাব আবু মুহাম্মাদের ঠিক বিপরীত। জর্দানেই কাজ করতেন একজন মিসরীয় ভাই। কোনো এক কারণে কোনো একদিন সেই মিসরীয়কে অপমান করল আবু মুহাম্মাদের ভাই। দুঃখ-ভারাক্রান্ত মনে উপস্থিত মানুষের সামনে সেই মিসরীয় অভিযোগ জানাল, ‘একজন মানুষের সম্বল কেবল তার আত্মসম্মান। আমরা গরিব। মিসর থেকে এখানে এসেছি পেটের দায়ে, কাজ করতে। এ দেশে আমাদের কোনো আত্মীয়-স্বজন নেই। কোনো অভিভাবক নেই। নিজের বলতে আছে শুধু এই আত্মসম্মান। যদি এও হারিয়ে যায়, তবে আমি আর জর্দানে থাকতে চাই না। এর চেয়ে সম্মান নিয়ে মিসরে ফিরে যাওয়াই ভালো।’ বুকভরা ব্যথা নিয়ে টলোটলো চোখে কথাগুলো বলছিলেন মিসরের সেই ভাই।
.
সম্পূর্ণ আর্টিকেল লিংক : https://ilmweb.net/আবু-মুহাম্মাদ/
6
‘হে নবি, তোমার ও তোমার অনুসারী মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট।’

[ সুরা আল-আনফাল, ৮ : ৬৪ ]

#ilmweb
2👍1
‘করুণাময় যদি আমার কোনো ক্ষতি চান তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধারও করতে পারবে না।’

[ সুরা ইয়া-সিন, ৩৬ : ২৩ ]

#ilmweb
4😢4
যেসব উলামা কিরাম আল্লাহর জন্য নিপীড়িত, যুলমের শিকার, সত্যপ্রকাশে একনিষ্ঠতার পরিচয় দেন, তাঁরা যেকোনো মাযহাব-মাসলাক, মতবাদ, রুচি বা চিন্তাধারার হোন, তাঁরা উম্মাহর একনিষ্ঠ প্রহরী।

#ilmweb
21
‘আমি যদি এই কুরআনকে একটি পাহাড়ের ওপর নাযিল করতাম, তাহলে পাহাড়টিকে তুমি আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ হতে দেখতে।’

[ সুরা আল-হাশর, ৫৯ : ২১ ]

#ilmweb
11
‘আর যে ব্যক্তি তার রবের স্মরণ (কুরআন) থেকে মুখ ফিরিয়ে নেয়, তিনি তাকে দুঃসহ আযাবে (জাহান্নামে) প্রবেশ করাবেন।’

[ সুরা আল-জিন, ৭২ : ১৭ ]

#ilmweb
9😢2👍1
‘তিনিই আল্লাহ, মহান সৃষ্টিকর্তা, মহাউদ্ভাবক, প্রকৃত রূপকার। উত্তম নামসমূহ তাঁরই।’

[ সুরা আল-হাশর, ৫৯ : ২৪ ]

#ilmweb
11
‘যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করে তাদের জন্য রয়েছে এক ভয়ানক যন্ত্রণাদায়ক শাস্তি।’

[ সুরা সাবা, ৩৪ : ৫ ]

#ilmweb
👍6
‘অতএব, আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি এবং যে আলো (কুরআন) আমি নাযিল করেছি তার প্রতি বিশ্বাস স্থাপন করো।’

[ সুরা আত-তাগাবুন, ৬৪ : ৮ ]

#ilmweb
6
‘তোমরা সৎকাজ ও দ্বীনদারিতে পরস্পর সহযোগিতা করো, পাপ ও বাড়াবাড়িতে সহযোগিতা করো না।’

[ সুরা আল-মায়িদাহ, ৫ : ২ ]

#ilmweb
🔥8👍1
আবু মুসা আল-আশআরি (রাদিয়াল্লহু আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, এক সফরে আমরা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। আমরা যখন কোন উপত্যকায় আরোহণ করতাম, তখন লা-ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার বলতাম। আর আমাদের আওয়াজ অতি উঁচু হয়ে যেত। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, ‘হে লোক সকল! তোমরা নিজেদের প্রতি সদয় হও। তোমরা তো বধির বা অনুপস্থিত কাউকে ডাকছ না। বরং তিনি তো তোমাদের সঙ্গেই আছেন, তিনি তো শ্রবণকারী ও নিকটবর্তী।’

——
[ সূত্র : সহিহ বুখারি, হাদিস নং : ২৯৯২ ] 

#ilmweb
8👍1
‘বলে দাও, “এ জগতের ভোগ তো সামান্য। মুত্তাকিদের জন্য পরকালই উত্তম। আর তোমাদেরকে সুতা পরিমাণও জুলুম করা হবে না।”’

[ সুরা আন-নিসা, ৪ : ৭৭ ]

#ilmweb
5🔥3👍1
শীঘ্রই আসছে, ইনশাআল্লাহ...
14👍3
‘আল্লাহকে ভয় করো আর জেনে রেখো, অবশ্যই তাঁর সাথে তোমাদের সাক্ষাৎ হবে।’

[ সুরা আল-বাকারাহ, ২ : ২২৩ ]

#ilmweb
15
‘হে ইমানদারগণ! আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।’

[ সুরা আলি ইমরান, ৩ : ১০২ ]

#ilmweb
10🔥4
‘আমি তোমাকে মানুষের জন্য একজন রাসুল হিসেবে পাঠিয়েছি। আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।’

[ সুরা আন-নিসা, ৪ : ৭৯ ]

#ilmweb
12
‘আর জাহান্নামকে আমি কাফিরদের জন্য কারাগার বানিয়েছি।’

[ সুরা আল-ইসরা, ১৭ : ৮ ]

#ilmweb
8😢4