ilmweb
3.08K subscribers
503 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘আসলে আল্লাহ মানুষের ওপর একটুও যুলম করেন না, তবে মানুষ নিজেদের ওপর যুলম করে থাকে।’

[ সুরা ইউনুস, ১০ : ৪৪ ]

#ilmweb
9😢7👍1
আল-আলিম (সর্বজ্ঞ, মহাজ্ঞানী)— اَلْعَلِيْمُ
.
.
তাঁর ইলম বাহ্য-গুপ্ত, প্রকাশ্য-অপ্রকাশ্য সবকিছুকে বেষ্টন করে আছে। অবধারিত, অসম্ভব বা সম্ভাব্য সব ঘটনা তার জ্ঞান দ্বারা বেষ্টিত। তিনি তাঁর পুরো সৃষ্টিজগতের অতীত, বর্তমান ও ভবিষ্যতসহ সবকিছুই জানেন। কোনোকিছুই তাঁর ইলম থেকে লুক্কায়িত নয়।

‘কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই আছে। তিনি বৃষ্টিবর্ষণ করেন এবং মাতৃগর্ভে যা (সন্তান) আছে তা জানেন। কেউ জানে না আগামীকাল সে কী উপার্জন করবে এবং কেউ জানে না কোন ভূখণ্ডে সে মারা যাবে। আল্লাহই সবকিছু জানেন, সবকিছুর খবর রাখেন।’ [সুরা লুকমান, ৩১ : ৩৪]

____
ইমাম আবদুর রহমান আস-সাদি
সূত্র : বই— মারিফাতুল্লাহ (ইলমওয়েব ই-বুক)

#ilmweb
7👍2
প্রবীণ শাইখ মুসা আবদুল্লাহ জিবরিলের জীবনী নিয়ে আর্টিকেল আসছে, ইনশাআল্লাহ, শীঘ্রই। লিখেছেন তাঁরই মেয়ে শাইখা উম্মু মুসা।
16👍3😁1
‘যারা কুফরি করে তারা আল্লাহর পথ থেকে (লোকদেরকে) বিরত করতে নিজেদের ধন-সম্পদ ব্যয় করে। অতএব, তারা তা ব্যয় করবে; তবে অবশেষে এই সম্পদ তাদের জন্য আক্ষেপের কারণ হবে। তারপর তারা পরাজিত হবে। আর কাফেরদেরকে জাহান্নামে একত্র করা হবে;’

[ সুরা আল-আনফাল, ৮ : ৩৬ ]

#ilmweb
5
সিরিয়াতে উম্মাহর নারীদের উলঙ্গ করে নির্যাতন করা হচ্ছে। এই মর্মে বের হওয়া ভিডিয়ো দেখার আগেই বেঁচে থাকা উম্মাহ মৃত। এত এত বিস্তৃত ভূমির উম্মাহর শক্তি-সামর্থ্য সবই মৃত। আহলুস সুন্নাহর নারীদের অপমানের বদলায় কোনো একদিন কোনো এক মাহমুদ গযনবির দেখা মিলবে, হয়তো। আল্লাহ মুমিনদের সাথেই রয়েছেন। আমরা আমাদের ভীরুতা, কাপুরুষতা ও অপারগতার জন্য ইসতিগফার করতে পারি।

#ilmweb
😢21
শাইখুল মাশাইখ আল্লামা হামুদ বিন উকলা আশ-শুয়াইবির বায়োগ্রাফি আসছে শীঘ্রই, ইনশাআল্লাহ।
11👍8
কোনো মুসলিমের ভুলগুলো ঠাট্টা-তামাশা ও আক্রমণাত্মক হয়ে আলোচনা ও উল্লেখ করাটা দ্বীন ও তাওহিদবিরোধী। তাওহিদ ও সুন্নাহর দাওয়াত-বহনকারীকেও আপাদমস্তক তাওহিদ ও সুন্নাহর মানহাজে রঙিন হতে হবে।

যারা সুন্নাহসম্মত পদ্ধতিতে দাওয়াত বহন করতে জানেন না, পাপী ও ভুলকারী মুমিনদের নিয়ে ঠাট্টা করার মেজাজে থাকেন, তাদের ব্যাপারে সাবধান থাকাই কর্তব্য। কার কাছ থেকে তাওহিদ ও সুন্নার জ্ঞান আহরণ করছেন, সে বিষয়ে সতর্কতা জরুরি।

#ilmweb
8👍2
‘আর মুসা বলেছিল, “তোমরা এবং পৃথিবীর সবাই কুফরি করলেও আল্লাহ অবশ্যই অমুখাপেক্ষী ও সকল প্রশংসার অধিকারী।”’

[ সুরা ইবরাহিম, ১৪ : ৮ ]

#ilmweb
12💯1
শাইখ মুসা আবদুল্লাহ জিবরিল : এক অনুপম জীবনের চিত্রপট
— শাইখা উম্মু মুসা

শাইখ মুসা আবদুল্লাহ জিবরিল এক গৌরবদীপ্ত ও অনুপ্রেরণামূলক জীবনের আলেখ্য। বুদ্ধিবৃত্তিক অনুসন্ধিৎসা, অটল ইমান, উপকারী ইলমের প্রতি আত্মত্যাগ ও সমাজসেবায় তিনি জীবনময় সদর্পে দাপিয়ে বেড়িয়েছেন।[১] ফিলিস্তিনের বিক্ষুব্ধ নগরী ও দুঃসহ অবৈধ দখলদারিত্বের অধীন হাইফার বুকে তাঁর জন্ম। কেবল বিশুদ্ধ তাওহিদ ও আকিদাহর প্রসারে তার অভিজ্ঞতাকে নিরলস সংগ্রামে পরিণত করার অপরাধে শাইখ জিবরিল শেষ জীবনে এসে দুর্দশা-কষ্ট বরণ করেন।
.
সম্পূর্ণ আর্টিকেল লিংক : https://ilmweb.net/শাইখ-মুসা-জিবরিল
4👎1
শাইখ আল্লামা হামুদ বিন উকলা আশ-শুয়াইবি (রাহিমাহুল্লাহ) কারাগারে থাকাবস্থায় চল্লিশবার কুরআন খতম করেন। অথচ তিনি প্রায় চল্লিশ দিন কারাগারে থেকেছিলেন।

#ilmweb
12
‘আসমান ও জমিনের রাজত্ব তাঁরই। আর আল্লাহর কাছেই যাবতীয় বিষয় ফিরিয়ে নেওয়া হবে।’

[ সুরা আল-হাদিদ, ৫৭ : ৫ ]

#ilmweb
5👍3
শাইখ হামুদ বিন উকলা আশ-শুয়াইবি : সত্যের প্রতিভূ
— সংকলন ও ভাষান্তর : তাইব হোসেন

শাইখ হামুদ বিন উকলা আশ-শুয়াইবি তাওহিদ ও হকের প্রতি আপসহীন এক চরিত্রের উদাহরণ। বৃদ্ধ ও অন্ধ হওয়া সত্ত্বেও সত্যপ্রকাশে তিনি পিছপা হননি। ১৪১৭ হিজরিতে চল্লিশ দিনেরও বেশি সময় তিনি বন্দি ছিলেন। বেশ কবার ফাতওয়াপ্রদানে তাঁকে বিরত রাখা হয়। এরপরও তিনি দমেননি। তাওহিদ ও সুন্নাহর পথে নির্ভীক দায়ি হিসেবে নবির আসল ওয়ারিশের পরিচয় দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেল লিংক : https://ilmweb.net/শাইখ-হামুদ-বিন-উকলা/
7👍1
‘হে ইমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর। প্রত্যেক ব্যক্তিরই ভেবে দেখা উচিত, আগামীকালের জন্য সে কি পাঠালো।’

[ সুরা আল-হাশর, ৫৯ : ১৮ ]

#ilmweb
14👍3
‘জাহান্নামের অধিবাসীরা আর জান্নাতের অধিবাসীরা সমান নয়। জান্নাতের অধিবাসীরাই সফলকাম।’

[ সুরা আল-হাশর, ৫৯ : ২০ ]

#ilmweb
8👍1
‘আমি তো কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব, উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?’

[ সুরা আল-কামার, ৫৪ : ১৭ ]

#ilmweb
6👍1
Media is too big
VIEW IN TELEGRAM
চলুন রুহকে শক্তিশালী করি ।। ilmweb Publishing
8👍3💯1
‘আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে-বুঝে হককে গোপন করো না।’

[ সুরা আল-বাকারাহ, ২ : ৪২ ]

#ilmweb
11👍2
‘অবশ্যই আমি এ কুরআনে মানুষের জন্য যাবতীয় দৃষ্টান্ত বিশদভাবে বর্ণনা করেছি। কিন্তু এই মানুষই বেশি তর্কপ্রিয়।’

[ সুরা আল-কাহাফ, ১৮ : ৫৪ ]

#ilmweb
13
‘আমি তো তোমাকে সব মানুষের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে পাঠিয়েছি; কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।’

[ সুরা আস-সাবা, ৩৪ : ২৮ ]

#ilmweb
6
আল-মালিক (সর্বকর্তৃত্বময়, অধিপতি)— المالِكُ
.
.
তিনি সর্বকর্তৃত্বময় ও অধিপতির গুণে গুণান্বিত। এই গুণাবলি তাঁর মহিমা, বিশালতা, ক্ষমতা, সর্বশক্তি এবং জগত পরিচালনায় তাঁর সার্বভৌম কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ চিত্রিত করে। সৃষ্টি কিংবা আদেশ বা প্রতিফলসহ যাবতীয় সবকিছুর ক্ষেত্রে তিনিই নির্দেশনা দেন। পুরো সৃষ্টিই তাঁর, সবাই তাঁরই আজ্ঞাবহ ও মালিকানাভুক্ত। গোটা সৃষ্টিই তাঁর মুখাপেক্ষী।

‘বলো, ‘রাজত্বের মালিক হে আল্লাহ, তুমি যাকে চাও রাজত্ব দাও, আবার যার কাছ থেকে চাও রাজত্ব কেড়ে নাও। যাকে চাও সম্মানিত করো, আবার যাকে চাও লাঞ্ছিত করো। তোমার হাতেই কল্যাণ। তুমি সবকিছু করতে সক্ষম।’’  [ সুরা আলি ইমরান, ৩ : ২৬]

‘যিনি আসমান-জমিনের একচ্ছত্র অধিপতি। তবে আল্লাহ সবকিছুর সাক্ষী (সবকিছুই জানেন)।’  [সুরা বুরুজ, ৮৫ : ৯]

____
ইমাম আবদুর রহমান আস-সাদি
সূত্র : বই— মারিফাতুল্লাহ (ইলমওয়েব ই-বুক)

#ilmweb
4👍1