ilmweb
3.08K subscribers
501 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
'বুনিয়াদি তাজবিদ' কোর্সের প্রথম ব্যাচের একজন স্টুডেন্ট ডিজাইন করেছেন। আল্লাহ তাআলা উনার ইলমে এবং আমলে বারাকাহ দিন।
November 4, 2023
মানুষ কি মনে করে যে, (তার মৃত্যুর পর) আমি তার হাড়গুলো একত্রিত করব না? হ্যাঁ, আমি তার আঙ্গুলের ডগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম।

[ সুরা আল-কিয়ামাহ, ৭৫ : ৩-৪ ]

#ilmweb
November 4, 2023
পরিবার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাদের ওপরই আগামী দিনের ভবিষ্যত নির্ভর করছে। আসুন এক দ্বীনি প্রজন্ম গড়ে তোলার ব্যাপারে যত্নশীল হই। পরিবার দিয়েই শুরু হোক বিশুদ্ধ দ্বীনি সমাজ।

#ilmweb
November 5, 2023
আসল দরিদ্রতা তো হলো— ‘আল-বাকিয়াতুস-সালিহাত (আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ) বলা থেকে দেওলিয়া হয়ে পড়া।’
__
শাইখ আবদুর রহমান আস-সাদি (রাহিমাহুল্লাহ)
[ মাজমুয়ু মুওয়াল্লাফাতিহি : ৬/১৭৮ ]

#ilmweb
November 5, 2023
‘যারা ইমান এনেছে, হিজরত করেছে এবং নিজেদের ধন-সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, মর্যাদায় তারাই আল্লাহর কাছে বড়। আর তারাই সফলকাম।’

[ সুরা আত-তাওবাহ, ৯ : ২০ ]

#ilmweb
November 6, 2023
নিজে নিজে ফাতওয়া দেওয়া, অন্যদের মূল্যায়ন করা থেকে সাবধান থাকা কর্তব্য। অবশ্য কর্তব্য। যেখানে একজন আলিম পর্যন্ত বিশেষজ্ঞ না হয়ে মতামত দেন না, সেখানে আমরা যাচ্ছে তাই মত দেওয়া শুরু করি। আবেগ ও নিজ রুচিকে শরিয়াহ ভেবে অন্যদের বিচার করি। দ্বীনের মূল সমঝ খুবই জরুরি। সেই সাথে একমুখী ও অর্ধপড়াশোনাও খুব ক্ষতিকর। গোঁড়ামি তো আরও বিপজ্জনক। আমাদের সচেতন হতে হবে।

#ilmweb
November 6, 2023
‘তোমরা সত্যকে অসত্যের সাথে মিশ্রিত করো না এবং জেনেশুনে সত্য গোপন করো না।’

[ সুরা আল-বাকারা, ২ : ৪২ ]

#ilmweb
November 7, 2023
নিজের প্রশংসা ও গালি দুটোর প্রতিক্রিয়া এক হলে বোঝা যাবে নফস পরাজিত।

#ilmweb
November 7, 2023
‘যেদিন তারা আল্লাহর সাথে মিলিত হবে সেদিন তাদের (প্রতি) অভিবাদন হবে 'সালাম' (তোমাদের জন্য শান্তি)!তিনি তাদের জন্য এক মহাপ্রতিদান (জান্নাত) প্রস্তুত করে রেখেছেন।’

[ সুরা আল-আহযাব, ৩৩ : ৪৪ ]

#ilmweb
November 8, 2023
Media is too big
VIEW IN TELEGRAM
[ সুরা আল-মুলক, ৬৭ : ১-৩ ]
November 8, 2023
‘নিশ্চয়ই তোমাদের ইলাহ তো একজনই; যিনি আসমানের, জমিনের ও তাদের মধ্যবর্তী সবকিছুর রব এবং (সূর্যের) উদয়স্থলসমূহের রব।’

[ সুরা আস-সফফাত, ৩৭ : ৪-৫ ]

#ilmweb
November 9, 2023
‘তোমরা কীভাবে আল্লাহকে অবিশ্বাস করো? অথচ একসময় তোমরা ছিলে প্রাণহীন, তারপর তিনি তোমাদের জীবন দান করেছেন; এরপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর আবার জীবিত করবেন এবং সবশেষে তোমাদেরকে তাঁর কাছেই ফিরিয়ে নেওয়া হবে।’

[ সুরা আল-বাকারা, ২ : ২৮ ]

#ilmweb
November 10, 2023
'বহু কারামাতপ্রাপ্ত এমনকি বাতাসে উড়ন্ত কোনো ব্যক্তিকে দেখলেও প্রতারিত হয়ো না। বরং দেখতে হবে যে, সে আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলে কি না, শরিয়াতের সীমা সংরক্ষণ করে কি না। আল্লাহর বিধান মানে কি না।’
___
আবু ইয়াযিদ আল-বালখি (মৃত্যু : ২৬১ হিজরি)
[ ইবনুল কাইয়িম, মিফতাহু দারিস সাআদাহ ]
November 10, 2023
November 10, 2023
চল্লিশ হাদিস হিফয [Only Female]

ইসলামি শরিয়াতের মৌলিক এবং প্রধান দলিল ও উৎস―কুরআন ও হাদিস। তাই, হাদিসের গুরুত্ব অপরিসীম। হাদিস সংরক্ষণ ও প্রচার-প্রসারে মুহাদ্দিস কিরামের আত্মত্যাগ এখনো ইতিহাসের পাতায় বিদ্ধৃত হয়ে আছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আল্লাহ সেই ব্যক্তির চেহারা আনন্দ-উজ্জ্বল করুন, যে আমার কোনো কথা শুনেছে, তারপর তা সঠিক ভাবে মনে রেখেছে এবং সেভাবেই অন্যের কাছে পৌঁছে দিয়েছে।’ [সুনানুত তিরমিযি, হাদিস নং : ২৬৫৬; সুনানু আবি দাউদ, হাদিস নং : ৩৬৬০; সুনানু ইবনি মাজাহ, হাদিস নং : ২৩০]

চল্লিশ হাদিস সংকলনকারী উলামা কিরামের মুবারাক তরিকার ধারাবাহিকতায় আমরাও এমন এক সংকলন প্রস্তুত করেছি। মূলত সংকলিত এই চল্লিশ হাদিস মুখস্থকরণ বা হিফয কোর্সের আয়োজন আমাদের। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ছোট ছোট হাদিস প্রাধান্য দিয়েছি বা হাদিসের অংশবিশেষ এনেছি। এর ফলে শিক্ষার্থীদের জন্য সহজ হবে এবং মনোযোগ ধরে রাখাসহ হাদিস মুখস্থকরণে ধৈর্য ধরে রাখা সম্ভব হবে, ইনশাআল্লাহ।

ইন্সট্রাক্টর
➜ মুর্শিদা আব্দুস সবুর
দাওরাতুল হাদিস, মাদিনাতুল উলুম কওমী মহিলা মাদ্রাসা, দাউদকান্দি, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।

কোর্স ফি : ৩০০৳
কোর্স-ব্যপ্তি : ০২ মাস

রেজিস্ট্রেশন লিংক : https://schooling.ilmweb.net/courses/iwsh02/

রেজিস্ট্রেশনের শেষ তারিখ : নভেম্বর ৩০, ২০২৩
ক্লাস শুরু : ডিসেম্বর ০২, ২০২৩ (সম্ভাব্য)
ক্লাস শিডিউল : সোমবার, বৃহস্পতিবার (মাগরিববের পর)
.
কোর্স-সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করুন :
পেজ ইনবক্স
ইমেইল : schooling@ilmweb.net
ফোন : ০১৩২৪-৭৪৪০০১
November 10, 2023
‘অতএব, যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকাজ করে এবং তার রবের ইবাদতে কাউকে অংশীদার না করে।’

[ সুরা আল-কাহাফ, ১৮ : ১১০ ]

#ilmweb
November 11, 2023
Media is too big
VIEW IN TELEGRAM
তাঁকে পাওয়ার ব্যাকুলতা || ilmweb Publishing
November 11, 2023
‘বস্তুত যারা পাপ করে এবং তাদের পাপসমূহ তাদেরকে পরিবেষ্টন করে রাখে তারা জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে।’

[ সুরা আল-বাকারা, ২ : ৮১ ]

#ilmweb
November 12, 2023
‘নিশ্চয়ই সালাত মুমিনদের ওপর নির্ধারিত সময়ে ফরয।’

[ সুরা আন-নিসা, ৪ : ১০৩ ]

#ilmweb
November 13, 2023
মানুষের মূল্যায়নের ব্যাপারে নির্লিপ্ত থাকতে পারলে দুনিয়াতেই জান্নাতি প্রশান্তি পাওয়া সম্ভব।

#ilmweb
November 13, 2023