ilmweb
3.08K subscribers
502 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘যখনই আমাদের কাছে অন্যের চেয়ে বেশি তর্কপটু লোক আসবে, তখনই কি আমরা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জিবরিল-আনীত বিধান ছেড়ে দেবো?’
___
ইমাম মালিক (রাহিমাহুল্লাহ)
[ আবু নুয়াইম, আল-হিলইয়া : ৬/৩২৪; যাহাবি, আস-সিয়ার : ৮/৮৮; লালিকায়ি, শারহু উসুলি ইতিকাদি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ : ১/১৪৪; যাহাবি, আল-উলু, পৃষ্ঠা : ১০৩ ]

#ilmweb
7
‘দুআর আগে, মাঝে ও শেষে রাসুলের প্রতি সালাত (দরুদ) পাঠ করাটা এমন অধিক শক্তিশালী কারণ, যার মাধ্যমে দুআ কবুল হওয়ার আশা করা যায়।’
____
ইমাম ইবনু তাইমিয়াহ (রাহিমাহুল্লাহ)
[ ইকতিযাউস সিরাতিল মুসতাকিম : ২/২৪৭ ]

#ilmweb
11🔥1
‘তোমাদের ইলাহ এক ইলাহ। তিনি ছাড়া অন্য কোন ইলাহ নেই। তিনি করুণাময়, দয়ালু।’

[ সুরা আল-বাকারা, ২ : ১৬৩ ]

#ilmweb
10
আলো আর অন্ধকার এক হতে পারে না। সত্য ও মিথ্যা এক হতে পারে না। তেমনি তাওহিদ ও শিরক কিংবা ইমান ও কুফর এক হতে পারে না।

#ilmweb
8👍4
‘হে ইমানদারগণ! তোমরা যদি কাফিরদের আনুগত্য কর তাহলে তারা তোমাদেরকে পেছনের দিকে ফিরিয়ে দেবে। ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে।’

[ সুরা আলি ইমরান, ২ : ১৪৯ ]

#ilmweb
7👍2😢1
বাতিল লোকদের বিরুদ্ধে আপনার কৃতকাজ ও কথায় ইখলাসের ঘাটতি — আপনার জন্য আফসোসের কারণ হবে যখন আপনি এর পরিণামের সম্মুখীন হবেন।
কেননা আপনার জন্য না আল্লাহর পক্ষ থেকে পুরষ্কার (আযর) প্রাপ্তির নিশ্চয়তা রয়েছে আর না আপনি নিজেকে মন্দ থেকে বাঁচাতে সক্ষম হয়েছেন।

-----
ড. ইয়াদ কুনাইবি হাফিযাহুল্লাহ
[ সূত্র : Dr. Eyad Qunaibi | English ]

#ilmweb
👍5😢2🔥1
‘কাফিররা যেন মনে না করে, আমি তাদেরকে যে অবকাশ দিচ্ছি তা তাদের জন্য ভাল। আমি তো তাদেরকে অবকাশ দিচ্ছি যাতে তারা পাপের পরিমাণ বৃদ্ধি করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি।’

[ সুরা আলি ইমরান, ৩ : ১৭৮ ]

#ilmweb
👍105😢2
‘গুনাহের কারণে অন্তরে হাহাকার ও একাকিত্ববোধ জন্ম নেয়। হারাম ভক্ষণ আর জুলুম-নির্যাতনে কলুষিত অন্তর আল্লাহর ব্যাপারে কোনো ভালো ধারণা রাখতে সক্ষম হয় না।’

___
ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ
[সূত্র : আল জাওয়াবুল কাফি (বাংলা সংস্করণ) ]

#ilmweb
😢14👍1
‘(স্মরণ করো) যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরায় উঠাবেন এবং তারা যা করতো তাদেরকে তা জানিয়ে দেবেন। আল্লাহ তার হিসাব রেখেছেন, যদিও তারা তা ভুলে গিয়েছে। আল্লাহ সব কিছুরই সাক্ষী।’

[ সুরা আল-মুজাদালাহ, ৫৮ : ৬ ]

#ilmweb
😢63
‘সেই ব্যক্তিই আপনার ভাই যে আপনাকে উপদেশ দেয়, আপনাকে স্মরণ করে এবং আপনাকে সতর্ক করে, সে নয় যে আপনাকে অবজ্ঞা করে, আপনার থেকে দূরে সরে যায় এবং শুধুমাত্র আপনার প্রশংসা করে।’

___
ইমাম ইবনু বায রাহিমাহুল্লাহ
[ সূত্র : মাযমু’ আল-ফাতওয়া, ১৪/১২১ ]
[ Pearls of Iman থেকে অনুবাদকৃত ]

#ilmweb
8👍1
কী মহান সেই মানবসত্তা, যার ভালোবাসা আল্লাহ তাঁর উম্মাতের মাঝে বপন করে দিয়েছেন। এমন ভালোবাসার নজির অন্য কোনো উম্মাহ দেখাতে পারেনি। এই ভালোবাসাই ইমান, এই ভালোবাসাই নাজাতের উসিলা।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

#ilmweb
13
‘জালিমরা যা কিছু করছে সে ব্যাপারে আল্লাহকে কখনও বেখবর মনে করো না।’

[ সুরা আল-ইবরাহিম, ১৪ : ৪২ ]

#ilmweb
11
জাবির ইবনু আবদুল্লাহ আনসারি (রাদিয়াল্লহু আনহু) থেকে বর্ণিত। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ

“তোমরা আলিমদের ওপর বাহাদুরি প্রকাশের জন্য, নির্বোধদের সাথে ঝগড়া-বিতর্ক করার জন্য এবং জনসমাবেশে বড়ত্ব প্রকাশ করার জন্য (দ্বীনি) ইলম শিক্ষা করো না। যে ব্যাক্তি এরূপ করবে, তার জন্য রয়েছে আগুন আর আগুন।”
___
সুনান ইবনু মাজাহ, হাদিস নং : ২৫৩, ২৫৪; হাদিসের মান : সহিহ লিগায়রিহি।

#ilmweb
6👍1
আশা-প্রত্যাশার প্রশস্ততা কমে গেলে অপ্রাপ্তির দুঃখও ঘুচে যায়। দুনিয়ার অপ্রাপ্তি আখিরাতে অফুরান কল্যাণ বয়ে আনে। কেবল দরকার তাকদিরের প্রতি মজবুত ইমান।

#ilmweb
12🔥1
‘হে মানুষ! পৃথিবীর মধ্যে যা কিছু আছে তা হতে হালাল ও পবিত্র জিনিসসমূহ খাও; আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু।’

[ সুরা আল-বাকারা, ২ : ১৬৮ ]

#ilmweb
10
'সর্বশেষ দ্বীন টিকিয়ে রাখার দায়িত্ব কোনো আবাবিল পাখিকে দেয়া হয়নি—না মশাকে, আর না সমুদ্রের পানিকে।'
_______
মুহতারাম উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ)
16👍6🔥1😢1
Media is too big
VIEW IN TELEGRAM
গাজায় মুসলিম-নির্যাতন : ইমান রক্ষা করুন
— শাইখ ড. উসমান আল-খামিস
12👍2
নির্যাতিত মুসলিমদের নিয়ে কথা বলার সময় কি ঠোঁট এতটুকু কাঁপে না! এ কেমন শরিয়াহর শিক্ষা, এ কেমন আকিদাহর চর্চা, এ কোন তাওহিদ! যে তাওহিদে উম্মাহবোধ নেই, সেই তাওহিদের সারবত্তাই বা কী!

#ilmweb
😢19👍6
‘তোমাদের আত্মীয়-স্বজন ও সন্তান-সন্ততি কেয়ামতের দিন তোমাদের কোন উপকারে আসবে না। তিনি (আল্লাহ) তোমাদের মধ্যে ফয়সালা করবেন। তোমরা যা করো, আল্লাহ তা দেখতে পান।’

[ সুরা আল-মুমতাহিনা, ৬০ : ৩ ]

#ilmweb
8😢1
ইমাম ইবনু উসাইমিনের ছাত্র শাইখ হামাদ আল-উসমান (হাফিযাহুল্লাহ) বলেন—ভাইয়েরা, আল্লাহর কসম, সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি, যে কোনো মুসলিমকে ইহুদির বিরুদ্ধে যুদ্ধ করতে দেখলে তাঁকে অপমান করে।

#ilmweb
🔥143👍2