ilmweb
3.08K subscribers
502 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
ইবাদতের ক্ষেত্রে ভয়, আশা ও ভালোবাসার পাশাপাশি ইখলাস, ইত্তিবা ও ইহতিসাবও জড়িত। তবে এই তিনটি হলো রুকন। আর ইবাদত বিশুদ্ধ ও কবুলের শর্ত ইত্তিবা ও ইখলাস। আর ইহতিসাব ছাড়া তো কোনো আমলই কবুল হয় না।

#ilmweb
5
‘যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? অথচ তিনি তো সূক্ষ্মদর্শী, মহাবিজ্ঞ।’

[ সুরা আল-মুলক, ৬৭ : ১৪ ]

#ilmweb
12
‘আলিমের রক্ষাকবচ হলো “আমি জানি না” বলা। যদি সে এ রক্ষাকবচ ব্যবহারে গাফেল হয়, তাহলে সে ধ্বংসে নিক্ষিপ্ত হবে।’
__
ইমাম মালিক
[ আয-যাহাবি, সিয়ারু আলামিন নুবালা : ৭/১৬৭ ]

#ilmweb
😢4👍21
‘হে আমার রব! আমাকে প্রজ্ঞা দান কর এবং আমাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত কর।’

[ সুরা আশ-শুআরা, ২৬ : ৮৩ ]

#ilmweb
12
এই দুনিয়ায় বাহ্যত ইলম ও মেধার বিবেচনায় মানুষকে দ্বীনি মূল্যায়ন করা হলেও আল্লাহর কাছে মুত্তাকি বান্দারাই মূল্যবান ও মূল্যায়িত।

#ilmweb
22🔥1
‘তিনিই আল্লাহ, যিনি ব্যতীত কোন ইলাহ নেই। তিনি গোপন ও প্রকাশ্য (সকল) বস্তু সম্বন্ধে জানেন। তিনি পরম করুণাময়, অসীম দয়ালু।’

[ সুরা আল-হাশর, ৫৯ : ২২ ]

#ilmweb
14
‘দুনিয়ার চাওয়া-পাওয়ার ভীড়ে কখন যে মৃত্যু এসে যায়, কোনো চিন্তাই আমাদের নেই।’

#ilmweb
😢53👍1
‘তোমাদের মধ্যে যে কথা গোপন করে আর যে তা প্রকাশ করে এবং যে রাতে লুকিয়ে থাকে আর যে দিনে অবাধে বিচরণ করে (তাঁর কাছে) সবাই সমান।’

[ সুরা আর-রাদ, ১৩ : ১০ ]

#ilmweb
5
‘মহান আল্লাহকে ভয় করাটাই দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণের মূল।’
___
ইমাম ইবনু তাইমিয়াহ (রাহিমাহুল্লাহ)
[ জামিয়ুল মাসায়িল : ৯/১৭৯ ]

#ilmweb
👍83
‘পৃথিবীতে পরস্পর সংলগ্ন ভূখণ্ড, আঙ্গুরের বাগান, শস্যক্ষেত্র এবং একাধিক শিরবিশিষ্ট ও এক শিরবিশিষ্ট খেজুরগাছ আছে যা একই পানি দ্বারা সিঞ্চিত হয়; তবে ফলের স্বাদে আমি এগুলোর কতককে কতকের চেয়ে উৎকৃষ্ট করে থাকি। এর মধ্যে বুদ্ধিমান লোকদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে।’

[ সুরা আর-রাদ, ১৩ : ৪ ]

#ilmweb
5
‘নির্জনবাসের যুগে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোনো শ্রেষ্ঠ তরিকা আছে বলে আমার জানা নেই, যার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয়।’
___
ইমাম মুহাম্মাদ ইবনু আবদিল ওয়াহহাব (রাহিমাহুল্লাহ)
[ মুওয়াল্লাফাতিহি : ৬/২৮৮ ]

#ilmweb
5
‘তোমরা জমিনে কিংবা আসমানে আল্লাহকে অক্ষম করতে পারবে না (তাঁর শাস্তি থেকে পালাতে পারবে না)। আর আল্লাহ ছাড়া তোমাদের কোন অভিভাবক কিংবা সাহায্যকারী নেই।’

[ সুরা আল-আনকাবুত, ২৯ : ২২ ]

#ilmweb
👍3
‘তাওহিদ (লা ইলাহা ইল্লাল্লাহ) ইমানের মূল। এটি সেই বাক্য যা জান্নাতি ও জাহান্নামিদের বিভক্ত করেছে। তাওহিদ জান্নাতের ক্রয়মূল্য; তাওহিদ ছাড়া কারও ইসলাম শুদ্ধ হয় না।’
___
ইমাম ইবনু তাইমিয়াহ (রাহিমাহুল্লাহ)
[ মাজমুয়ুল ফাতাওয়া : ২৪/২৩৫ ]

#ilmweb
6👍1
নারী-পুরুষের সালাতে পার্থক্য : হাদিসতাত্ত্বিক পর্যালোচনা
~ উসতায শাইখুল ইসলাম
.
পুরুষ ও মহিলার সালাতে পার্থক্য আছে কি নেই, তা বহুল আলোচিত একটি মাসআলা। শরিয়াহ যেসব বিধানে নারী-পুরুষের জন্য যে ধরনের পার্থক্য করে দিয়েছে, সেসব ক্ষেত্রে সে অনুপাতেই পার্থক্য বজায় রাখতে হবে। আর যে ক্ষেত্রে কোনো পার্থক্য করেনি, সেখানে নিজ থেকে পার্থক্য করা যাবে না। নারী-পুরুষের সালাতের পার্থক্য থাকা-না-থাকা সাধারণত দুই ধরনের হয় :

১. বিধানগত
২. পদ্ধতিগত
.
সম্পূর্ণ আর্টিকেল পড়তে ভিজিট করুন : https://ilmweb.net/নারী-পুরুষের-সালাত/
5👍5🥰2🤣1
যে ভূমি পূর্বপুরুষদের রক্তে রঞ্জিত, সে ভূমি রক্তস্নাত হবেই। আল্লাহ, তুমি আকসার মুক্তি দাও, তুমি আকসাবাসীকে রক্ষা করো। বিশুদ্ধ তাওহিদ ও সুন্নাহর পতাকাতলে উম্মাহকে ঐক্যবদ্ধ করো। আল্লাহ তোমার শরিয়াতকে যারা ভালোবাসে, তুমিও তাদের ভালোবাসো।

ও আল্লাহ, সালাহউদ্দীন আইয়ুবির সন্তানদের জন্য তুমিই যথেষ্ট হয়ে যাও।

#ilmweb
23
‘আল্লাহর মসজিদসমূহের রক্ষণাবেক্ষণ তো তারা করবে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, সালাত কায়িম করে, যাকাত আদায় করে এবং শুধু আল্লাহকেই ভয় করে। আসলে এরাই সঠিক পথে রয়েছে।’

[ সুরা আত-তাওবা, ৯ : ১৮ ]

#ilmweb
16
‘প্রতিটি সভ্যতা-বিনির্মাণে, সমাজগঠনে আকিদাহ-বিশ্বাসই কাজ করেছে। মানুষ তার বিশ্বাস নিয়ে কথা বলতে চায়, একে সবার মাঝে ছড়িয়ে দিতে চায়, একে বিজয়ী করতে চায়, এই-ই মানুষের স্বভাবধর্ম। আপনি ইউরোপ রেনেসাঁর দিকে তাকান, ওখানেও এক নির্দিষ্ট বিশ্বাসই কাজ করেছে। রুশবিপ্লব দেখুন, ওখানেও তাই। মানবসভ্যতাকে তার আকিদাহ-বিশ্বাস থেকে ভিন্ন করা মানে স্বাভাবিক সত্যকে এড়িয়ে যাওয়া; আর একে গুরুত্বহীন মনে করা মানে পুরো বাস্তবতাকে অস্বীকার করা। বদরের দিকে তাকান, এক নির্দিষ্ট বিশ্বাসই আগামী পৃথিবীর মানচিত্র এঁকে দিয়েছিল। পরবর্তীকালে এই আকিদাহর কারণেই আমরা দেখেছি ইয়ারমুকের প্রান্তর, চিত্র দেখেছি কাদেসিয়ার। ফলে ইসলাম তৎকালীন দুটো বিরাট সভ্যতাধারীদের ওপর বিজয় লাভ করে। পারস্য ও রোমান সাম্রাজ্যের মতো দাপুটে সভ্যতার অধিকারী এই আকিদাহর কাছেই পরাজিত হয়েছিল, শক্তির কাছে মাথানত করেছিল এবং ইসলামের স্বয়ং বিপুলতা ও সমৃদ্ধি দেখে মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আত্মসমর্পণ করে। ইতিহাস এরই সাক্ষ্য দেয়।

ইসলামি ইতিহাসের ঘটনাপরিক্রমা আমাদের বুঝতে শেখায়, কোনো সভ্যতা বা মতাদর্শকে পরাজিত করতে হলে এরচেয়েও সমৃদ্ধ ও রুহানি আকিদাহ হাজির করা জরুরি। আর এও বাস্তব যে, নিছক তত্বগত আলোচনা ও চিন্তাজগতে দাপিয়ে বেড়িয়ে কোনো মতাদর্শ ও আকিদাহকে পরাজিত করা যায় না; বরং সভ্যতা কিংবা মতাদর্শ যেমন শক্তির বলয়ে পুষ্ট হয়, বেড়ে ওঠে, ঠিক তেমনি একে শক্তি দিয়েই প্রতিহত করতে হয়, চূর্ণ করে দিতে হয়। গোটা ইসলামি ইতিহাস তাই-ই বলে।’

#ilmweb
5👍1
‘যাকে তার মন্দ কাজ শোভনীয় করে দেখানো হয় এবং সে নিজেও তাকে ভাল মনে করে সে কি (তার সমান যে সঠিক পথে আছে)? নিশ্চয়ই আল্লাহ যাকে চান বিপথগামী করেন এবং যাকে চান সঠিক পথ দেখান।’

[ সুরা আল-ফাতির, ৩৫ : ৮ ]

#ilmweb
7👍2
একমাত্র আল্লাহর ওপর ভরসা ও মুখাপেক্ষিতাই মুমিনের জন্য যথেষ্ট। মুমিন এতেই অবিচলতা ও প্রশান্তি খুঁজে পায়।

#ilmweb
15👍3
‘করুণাময় আল্লাহ ছাড়া এমন কোনো সৈন্যবাহিনী কি তোমাদের আছে যারা তোমাদের সাহায্য করবে? কাফিররা এক ধোঁকার মধ্যেই আছে।’

[ সুরা আল-মুলক, ৬৭ : ২০ ]

#ilmweb
16