‘পৃথিবীতে পরস্পর সংলগ্ন ভূখণ্ড, আঙ্গুরের বাগান, শস্যক্ষেত্র এবং একাধিক শিরবিশিষ্ট ও এক শিরবিশিষ্ট খেজুরগাছ আছে যা একই পানি দ্বারা সিঞ্চিত হয়; তবে ফলের স্বাদে আমি এগুলোর কতককে কতকের চেয়ে উৎকৃষ্ট করে থাকি। এর মধ্যে বুদ্ধিমান লোকদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে।’
[ সুরা আর-রাদ, ১৩ : ৪ ]
#ilmweb
[ সুরা আর-রাদ, ১৩ : ৪ ]
#ilmweb
❤5
নারী-পুরুষের সালাতে পার্থক্য : হাদিসতাত্ত্বিক পর্যালোচনা
~ উসতায শাইখুল ইসলাম
.
পুরুষ ও মহিলার সালাতে পার্থক্য আছে কি নেই, তা বহুল আলোচিত একটি মাসআলা। শরিয়াহ যেসব বিধানে নারী-পুরুষের জন্য যে ধরনের পার্থক্য করে দিয়েছে, সেসব ক্ষেত্রে সে অনুপাতেই পার্থক্য বজায় রাখতে হবে। আর যে ক্ষেত্রে কোনো পার্থক্য করেনি, সেখানে নিজ থেকে পার্থক্য করা যাবে না। নারী-পুরুষের সালাতের পার্থক্য থাকা-না-থাকা সাধারণত দুই ধরনের হয় :
১. বিধানগত
২. পদ্ধতিগত
.
সম্পূর্ণ আর্টিকেল পড়তে ভিজিট করুন : https://ilmweb.net/নারী-পুরুষের-সালাত/
~ উসতায শাইখুল ইসলাম
.
পুরুষ ও মহিলার সালাতে পার্থক্য আছে কি নেই, তা বহুল আলোচিত একটি মাসআলা। শরিয়াহ যেসব বিধানে নারী-পুরুষের জন্য যে ধরনের পার্থক্য করে দিয়েছে, সেসব ক্ষেত্রে সে অনুপাতেই পার্থক্য বজায় রাখতে হবে। আর যে ক্ষেত্রে কোনো পার্থক্য করেনি, সেখানে নিজ থেকে পার্থক্য করা যাবে না। নারী-পুরুষের সালাতের পার্থক্য থাকা-না-থাকা সাধারণত দুই ধরনের হয় :
১. বিধানগত
২. পদ্ধতিগত
.
সম্পূর্ণ আর্টিকেল পড়তে ভিজিট করুন : https://ilmweb.net/নারী-পুরুষের-সালাত/
❤5👍5🥰2🤣1
যে ভূমি পূর্বপুরুষদের রক্তে রঞ্জিত, সে ভূমি রক্তস্নাত হবেই। আল্লাহ, তুমি আকসার মুক্তি দাও, তুমি আকসাবাসীকে রক্ষা করো। বিশুদ্ধ তাওহিদ ও সুন্নাহর পতাকাতলে উম্মাহকে ঐক্যবদ্ধ করো। আল্লাহ তোমার শরিয়াতকে যারা ভালোবাসে, তুমিও তাদের ভালোবাসো।
ও আল্লাহ, সালাহউদ্দীন আইয়ুবির সন্তানদের জন্য তুমিই যথেষ্ট হয়ে যাও।
#ilmweb
ও আল্লাহ, সালাহউদ্দীন আইয়ুবির সন্তানদের জন্য তুমিই যথেষ্ট হয়ে যাও।
#ilmweb
❤23
‘প্রতিটি সভ্যতা-বিনির্মাণে, সমাজগঠনে আকিদাহ-বিশ্বাসই কাজ করেছে। মানুষ তার বিশ্বাস নিয়ে কথা বলতে চায়, একে সবার মাঝে ছড়িয়ে দিতে চায়, একে বিজয়ী করতে চায়, এই-ই মানুষের স্বভাবধর্ম। আপনি ইউরোপ রেনেসাঁর দিকে তাকান, ওখানেও এক নির্দিষ্ট বিশ্বাসই কাজ করেছে। রুশবিপ্লব দেখুন, ওখানেও তাই। মানবসভ্যতাকে তার আকিদাহ-বিশ্বাস থেকে ভিন্ন করা মানে স্বাভাবিক সত্যকে এড়িয়ে যাওয়া; আর একে গুরুত্বহীন মনে করা মানে পুরো বাস্তবতাকে অস্বীকার করা। বদরের দিকে তাকান, এক নির্দিষ্ট বিশ্বাসই আগামী পৃথিবীর মানচিত্র এঁকে দিয়েছিল। পরবর্তীকালে এই আকিদাহর কারণেই আমরা দেখেছি ইয়ারমুকের প্রান্তর, চিত্র দেখেছি কাদেসিয়ার। ফলে ইসলাম তৎকালীন দুটো বিরাট সভ্যতাধারীদের ওপর বিজয় লাভ করে। পারস্য ও রোমান সাম্রাজ্যের মতো দাপুটে সভ্যতার অধিকারী এই আকিদাহর কাছেই পরাজিত হয়েছিল, শক্তির কাছে মাথানত করেছিল এবং ইসলামের স্বয়ং বিপুলতা ও সমৃদ্ধি দেখে মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আত্মসমর্পণ করে। ইতিহাস এরই সাক্ষ্য দেয়।
ইসলামি ইতিহাসের ঘটনাপরিক্রমা আমাদের বুঝতে শেখায়, কোনো সভ্যতা বা মতাদর্শকে পরাজিত করতে হলে এরচেয়েও সমৃদ্ধ ও রুহানি আকিদাহ হাজির করা জরুরি। আর এও বাস্তব যে, নিছক তত্বগত আলোচনা ও চিন্তাজগতে দাপিয়ে বেড়িয়ে কোনো মতাদর্শ ও আকিদাহকে পরাজিত করা যায় না; বরং সভ্যতা কিংবা মতাদর্শ যেমন শক্তির বলয়ে পুষ্ট হয়, বেড়ে ওঠে, ঠিক তেমনি একে শক্তি দিয়েই প্রতিহত করতে হয়, চূর্ণ করে দিতে হয়। গোটা ইসলামি ইতিহাস তাই-ই বলে।’
#ilmweb
ইসলামি ইতিহাসের ঘটনাপরিক্রমা আমাদের বুঝতে শেখায়, কোনো সভ্যতা বা মতাদর্শকে পরাজিত করতে হলে এরচেয়েও সমৃদ্ধ ও রুহানি আকিদাহ হাজির করা জরুরি। আর এও বাস্তব যে, নিছক তত্বগত আলোচনা ও চিন্তাজগতে দাপিয়ে বেড়িয়ে কোনো মতাদর্শ ও আকিদাহকে পরাজিত করা যায় না; বরং সভ্যতা কিংবা মতাদর্শ যেমন শক্তির বলয়ে পুষ্ট হয়, বেড়ে ওঠে, ঠিক তেমনি একে শক্তি দিয়েই প্রতিহত করতে হয়, চূর্ণ করে দিতে হয়। গোটা ইসলামি ইতিহাস তাই-ই বলে।’
#ilmweb
❤5👍1