‘ইমানহীন বেশির ভাগ মানুষের মধ্যে থাকে এক ধরনের আত্মপূজা। নিজের জ্ঞান ও মেধার ওপর থাকে বাড়াবাড়ি রকমের ভরসা-বিশ্বাস। নিজের বুঝ-বুদ্ধির বাইরের সবকিছুকে অস্বীকার ও অস্বীকৃতি জানানোর প্রবণতা। এটাই অহঙ্কার ও দাম্ভিকতা। আত্মপ্রশংসা ও চিন্তা-ভাবনার সংকীর্ণতা এবং দৃষ্টিভঙ্গির নীচতা ও হীনতার প্রমাণ। এটাই সে প্রাথমিক রোগ, যা বস্তুবাদের গভীরে প্রথমে শেকড় গাড়ে। এরপর তা বস্তুবাদের সকল লক্ষ্য ও উদ্দেশ্য এবং কথা ও কাজে প্রকাশ পেতে থাকে। আর এটা এমনই এক রোগ, যার মধ্যে রয়েছে যাবতীয় ভ্রষ্টতা ও অনিষ্টতা এবং সব ধরনের অন্যায়, অনাচার ও পাপাচারের জড় ও শেকড়।’
____
সাইয়িদ আবুল হাসান আলি নদবি (রাহিমাহুল্লাহ)
[ সূত্র: মাআরেকায়ে ইমান ও মাদ্দিয়াত (বাংলা সংস্করণ) ]
#ilmweb
____
সাইয়িদ আবুল হাসান আলি নদবি (রাহিমাহুল্লাহ)
[ সূত্র: মাআরেকায়ে ইমান ও মাদ্দিয়াত (বাংলা সংস্করণ) ]
#ilmweb
❤3👍3
আনাস (রাদিয়াল্লহু আনহু)'র সূত্রে বর্ণিত। তিনি বলেন, ‘আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তি সালাত আদায় করে এই বলে দুআ করতে লাগলেন যে—
‘হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি। আপনিই তো সকল প্রশংসার মালিক, আপনি ছাড়া কোন ইলাহ নেই। আপনি দয়াশীল। আপনিই আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা! হে মহান সম্রাট ও সবোর্চ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী।’
এই দুআ শুনে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ ব্যক্তি ইসমে আযম দ্বারা দুআ করেছে, যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তাঁর নিকট চাওয়া হলে তিনি দান করেন।
_
সুনানু আবি দাউদ, হাদিস নং : ১৪৯৫; নাসাই, হাদিস নং : ১২৯৯; হাদিসটি সহিহ।
#ilmweb
‘হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি। আপনিই তো সকল প্রশংসার মালিক, আপনি ছাড়া কোন ইলাহ নেই। আপনি দয়াশীল। আপনিই আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা! হে মহান সম্রাট ও সবোর্চ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী।’
এই দুআ শুনে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ ব্যক্তি ইসমে আযম দ্বারা দুআ করেছে, যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তাঁর নিকট চাওয়া হলে তিনি দান করেন।
_
সুনানু আবি দাউদ, হাদিস নং : ১৪৯৫; নাসাই, হাদিস নং : ১২৯৯; হাদিসটি সহিহ।
#ilmweb
❤11😁1