ilmweb
3.08K subscribers
502 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘বান্দা যদি কোনো পাহাড় সরাতে আদিষ্ট হয় আর যদি সে কাজে আল্লাহর ওপর যথার্থ ভরসা করতে পারে, তবে সে পাহাড়ও সরিয়ে দিতে পারবে।’
____
ইমাম ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ)
[ মাদারিজুস সালিকীন- ২/১১৩ ]

#ilmweb
9
‘তিনিই তাঁর বান্দার প্রতি সুস্পষ্ট আয়াতসমূহ নাযিল করেন, তোমাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে আনার জন্য। আর নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অতি দয়ালু, পরম করুণাময়।’

[ সুরা আল-হাদীদ, ৫৭ : ৯ ]


#ilmweb
8
সত্যপন্থী উলামা কিরামের সান্নিধ্য ও নির্দেশনা ছাড়া চলা ইসলামি জ্ঞানের বিপরীত বিষয়। এ সান্নিধ্য ও নির্দেশনার রূপ ভিন্ন হলেও তা অপরিহার্য।


#ilmweb
4
‘হে ইমানদারগণ! মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়ের তীর এগুলো বস্তুত শয়তানের এক একটি ঘৃণ্য কাজ; অতএব, এসব থেকে দূরে থাক, যাতে তোমরা সফল হতে পার।’

[ সুরা আল-মায়িদাহ, ৫ : ৯০ ]


#ilmweb
🔥8👍4
‘নিজেদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার পক্ষ থেকে কল্যাণ চাইলে,  লোকদের সম্পর্কে সুধারণা করো।’
____
ইমাম আশ-শাফিয়ি রাহিমাহুল্লাহ
[ মাজমুয়ু শারহিল মুহাযাব, ১ : ১৩ ]

#ilmweb
13👍2🔥1
‘ইমানহীন বেশির ভাগ মানুষের মধ্যে থাকে এক ধরনের আত্মপূজা। নিজের জ্ঞান ও মেধার ওপর থাকে বাড়াবাড়ি রকমের ভরসা-বিশ্বাস। নিজের বুঝ-বুদ্ধির বাইরের সবকিছুকে অস্বীকার ও অস্বীকৃতি জানানোর প্রবণতা। এটাই অহঙ্কার ও দাম্ভিকতা। আত্মপ্রশংসা ও চিন্তা-ভাবনার সংকীর্ণতা এবং দৃষ্টিভঙ্গির নীচতা ও হীনতার প্রমাণ। এটাই সে প্রাথমিক রোগ, যা বস্তুবাদের গভীরে প্রথমে শেকড় গাড়ে। এরপর তা বস্তুবাদের সকল লক্ষ্য ও উদ্দেশ্য এবং কথা ও কাজে প্রকাশ পেতে থাকে। আর এটা এমনই এক রোগ, যার মধ্যে রয়েছে যাবতীয় ভ্রষ্টতা ও অনিষ্টতা এবং সব ধরনের অন্যায়, অনাচার ও পাপাচারের জড় ও শেকড়।’

____

সাইয়িদ আবুল হাসান আলি নদবি (রাহিমাহুল্লাহ)
[ সূত্র: মাআরেকায়ে ইমান ও মাদ্দিয়াত (বাংলা সংস্করণ) ]

#ilmweb
3👍3
‘আর তোমরা এমন একটি দিনকে ভয় কর যেদিন কেউ কারও কাজে আসবে না, কারও কোন সুপারিশ গৃহীত হবে না, কারও থেকে কোন বিনিময় গ্রহণ করা হবে না এবং তাদেরকে (পাপীদেরকে) কোন সাহায্য করা হবে না।’

[ সুরা আল-বাকারা, ২ : ৪৮ ]


#ilmweb
5😢5
‘সৌভাগ্যবান ব্যক্তি সালাফদের আদর্শ, মতামত ও আকিদাহ আঁকড়ে ধরার পাশাপাশি দ্বীনের নামে পরবর্তীদের নব-আবিষ্কৃত বিষয় (বিদআত) থেকেও দূরে থাকে।’
____
ইমাম মালিক (রাহিমাহুল্লাহ)
[ ইবনু হাজার আসকালানি, ফাতহুল বারি : ১৩/২৫৩ ]

#ilmweb
14😢1
‘বল, “তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে কান, চোখ ও অন্তর দিয়েছেন। তোমরা কমই কৃতজ্ঞতা প্রকাশ কর।”’

[ সুরা আল- মুলক, ৬৭ : ২৩ ]

#ilmweb
13😢6👍1
‘হয় হক নয়তো সবর উপেক্ষিত হবার ফলে ফিতনা সংঘটিত হয়।’
__
ইমাম ইবনু তাইমিয়াহ (রাহিমাহুল্লাহ)
[ আল-ইসতিকামাহ : ১/৩৯ ]


#ilmweb
👍4👌2
‘বল, “তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ, যারা সত্যকে প্রত্যাখ্যান করেছিল তাদের কেমন পরিণতি হয়েছিল।”’

[ সুরা আল-আন'আম, ৬ : ১১ ]

#ilmweb
😢92
‘তাওহিদই অন্তর ও মনের সর্বপ্রথম পরিশুদ্ধকারী।’
____
ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ
[ ইগাসাতুল লাহফান মিন মাসায়িদিশ শাইতান : ১/১০৮ ]

#ilmweb
10🔥2
পাশ্চাত্যবাদ শেখার আগে মৌলিক আকিদাহপাঠ বেশি জরুরি। মৌলিক দ্বীনশিক্ষায় বেশি গুরুত্ব দিন। আর এ ধরনের পাঠ বুঝতেও দ্বীনের মৌলিক আকিদাহ ও মেজাজ ধারণ করা আবশ্যক।

#ilmweb
7👍6
‘আর আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য কর। নিজেদের মধ্যে বিবাদ করবে না। যদি তা কর তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের শক্তিও চলে যাবে। আর ধৈর্যধারণ কর। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’

[ সুরা আল-আনফাল, ৮ : ৪৬ ]

#ilmweb
11
‘হে পাপী, আমরা তো সবাই পাপী, তোমার পাপ কাজ যেন আল্লাহর রহমতের ব্যাপারে তোমাকে নিরাশ না-করে। তোমার মতো এমন কতজনকেই না এই দিনগুলোতে আগুন থেকে মুক্তি দেয়া হয়!’
___
ইমাম ইবনু রজব (রাহিমাহুল্লাহ)
[ লাতায়িফুল মাআরিফ ]


#ilmweb
9
‘হে আসমান ও জমিনের স্রষ্টা! ইহকাল ও পরকালে তুমিই আমার অভিভাবক। তুমি আমাকে মুসলিম (তোমার প্রতি অনুগত) হিসেবে মৃত্যু দিও এবং সৎ লোকদের সাথে মিলিত কর।’

[ সুরা আল-ইউসুফ, ১২ : ১০১ ]

#ilmweb
14
অভ্যাস, প্রয়োজন ও রুচিকে দ্বীনদারিতার মাপকাঠি বানানো বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। এ থেকে সাবধান হওয়া জরুরি। প্রতিটি কথা ও কাজের ব্যাপারে ভারসাম্য রক্ষা করতে পারাটাই দ্বীনি সৌন্দর্যের বহিঃপ্রকাশ।


#ilmweb
👍43
আনাস (রাদিয়াল্লহু আনহু)'র সূত্রে বর্ণিত। তিনি বলেন, ‘আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তি সালাত আদায় করে এই বলে দুআ করতে লাগলেন যে—

‘হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি। আপনিই তো সকল প্রশংসার মালিক, আপনি ছাড়া কোন ইলাহ নেই। আপনি দয়াশীল। আপনিই আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা! হে মহান সম্রাট ও সবোর্চ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী।’

এই দুআ শুনে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ ব্যক্তি ইসমে আযম দ্বারা দুআ করেছে, যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তাঁর নিকট চাওয়া হলে তিনি দান করেন।
_
সুনানু আবি দাউদ, হাদিস নং : ১৪৯৫; নাসাই, হাদিস নং : ১২৯৯; হাদিসটি সহিহ।

#ilmweb
11😁1
‘বল, “প্রকৃতপক্ষে তিনিই একমাত্র ইলাহ। আর তোমরা (আল্লাহর সাথে) যা কিছু শরিক কর তার সাথে আমার কোন সম্পর্ক নেই।”’

[ সুরা আল-আনআম, ৬ : ১৯ ]

#ilmweb
7
‘খুশুবিহীন সালাত দীর্ঘ হলেও তার চেয়ে ওই সালাত উত্তম, যা অপেক্ষাকৃত কম দীর্ঘ কিন্তু খুশুর সাথে আদায় করা হয়েছে।’
__
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই — রমাদান : জিজ্ঞাসা ও জবাব
@ইলমওয়েব পাবলিশিং

#ilmweb
7