ইসতিগফার [পর্ব : ২]
- শাইখ আহমাদ মুসা জিবরিল
আগামীকাল সন্ধ্যা ৭টায় রিলিজ হচ্ছে, ইনশাআল্লাহ।
ইউটিউব লিংক : https://www.youtube.com/watch?v=3fn29O08dJk
- শাইখ আহমাদ মুসা জিবরিল
আগামীকাল সন্ধ্যা ৭টায় রিলিজ হচ্ছে, ইনশাআল্লাহ।
ইউটিউব লিংক : https://www.youtube.com/watch?v=3fn29O08dJk
YouTube
ইসতিগফার [পর্ব : ২] || শাইখ আহমাদ মুসা জিবরিল || ilmweb Publishing
শাইখ আহমাদ মুসা জিবরিলের 'The Causes of Istighfar' লেকচার সিরিজের বাংলা অডিয়ো লেকচার সিরিজ।
_____
►আমাদের ওয়েবসাইট: https://ilmweb.net/
►ফেসবুক- https://www.facebook.com/ilmweb
►ইনস্টাগ্রাম- https://www.instagram.com/ilmweb
►টুইটার- https://www.twitter.com/ilmweb…
_____
►আমাদের ওয়েবসাইট: https://ilmweb.net/
►ফেসবুক- https://www.facebook.com/ilmweb
►ইনস্টাগ্রাম- https://www.instagram.com/ilmweb
►টুইটার- https://www.twitter.com/ilmweb…
তাকলিদ ও মাযহাব
--ড. আহমাদ সামিহ আবদুল ওয়াহহাব
.
হাম্বলি মাযহাবের মুতামাদ (প্রসিদ্ধি ও প্রাধান্যপ্রাপ্তির দিক দিয়ে মাযহাবের শক্তিশালী মত) অনুযায়ী :
১। যিনি আলিম নন, ইজতিহাদি মাসআলায় তার ওপর ওয়াজিব হলো কোনো আলিমের অনুসরণ করা।
২। একটি নির্দিষ্ট মাযহাব মেনে চলা কারও ওপর ওয়াজিব নয়।
৩। সব মাসআলায় নিজ মাযহাবে সীমাবদ্ধ থাকাও কারও ওপর ওয়াজিব নয়।
৪। একজন হাম্বলি আলিমের জন্য ‘আর-রিওয়ায়াহ (ইমাম আহমাদের মত)’ অথবা ‘আল-ওয়াজহ (মাযহাবের আলিমদের মতামত)’—যার তারজিহ (অগ্রাধিকার) দেয়া হয়েছে—এর ভিত্তিতে ফাতওয়া দেয়া জায়িয। এটি মুতামাদ (মাযহাবের নির্ভরযোগ্য মত/অফিসিয়াল অবস্থান) না হলেও জায়িয। আর মুকাল্লিদের জন্য এর অনুসরণও জায়িয।
৫। এ ব্যাপারে মুতামাদ (প্রসিদ্ধি ও প্রাধান্যপ্রাপ্তির দিক দিয়ে মাযহাবের শক্তিশালী মত) হচ্ছে—যদি দুজন আলিম আম (সাধারণ) লোককে দুটো ভিন্ন ফাতওয়া দেন, তবে আম লোক এর যেকোনো একটি পছন্দ করতে পারে; যদিও ইবনু কুদামাহ (রাহিমাহুল্লাহ) বলেছেন, সে যাকে তুলনামূলক বেশি জ্ঞানী ও মুত্তাকি মনে করবে তাঁর মতই গ্রহণ করবে।
.
সম্পূর্ণ আর্টিকেল পড়তে ভিজিট করুন - https://ilmweb.net/তাকলিদ-ও-মাযহাব/
--ড. আহমাদ সামিহ আবদুল ওয়াহহাব
.
হাম্বলি মাযহাবের মুতামাদ (প্রসিদ্ধি ও প্রাধান্যপ্রাপ্তির দিক দিয়ে মাযহাবের শক্তিশালী মত) অনুযায়ী :
১। যিনি আলিম নন, ইজতিহাদি মাসআলায় তার ওপর ওয়াজিব হলো কোনো আলিমের অনুসরণ করা।
২। একটি নির্দিষ্ট মাযহাব মেনে চলা কারও ওপর ওয়াজিব নয়।
৩। সব মাসআলায় নিজ মাযহাবে সীমাবদ্ধ থাকাও কারও ওপর ওয়াজিব নয়।
৪। একজন হাম্বলি আলিমের জন্য ‘আর-রিওয়ায়াহ (ইমাম আহমাদের মত)’ অথবা ‘আল-ওয়াজহ (মাযহাবের আলিমদের মতামত)’—যার তারজিহ (অগ্রাধিকার) দেয়া হয়েছে—এর ভিত্তিতে ফাতওয়া দেয়া জায়িয। এটি মুতামাদ (মাযহাবের নির্ভরযোগ্য মত/অফিসিয়াল অবস্থান) না হলেও জায়িয। আর মুকাল্লিদের জন্য এর অনুসরণও জায়িয।
৫। এ ব্যাপারে মুতামাদ (প্রসিদ্ধি ও প্রাধান্যপ্রাপ্তির দিক দিয়ে মাযহাবের শক্তিশালী মত) হচ্ছে—যদি দুজন আলিম আম (সাধারণ) লোককে দুটো ভিন্ন ফাতওয়া দেন, তবে আম লোক এর যেকোনো একটি পছন্দ করতে পারে; যদিও ইবনু কুদামাহ (রাহিমাহুল্লাহ) বলেছেন, সে যাকে তুলনামূলক বেশি জ্ঞানী ও মুত্তাকি মনে করবে তাঁর মতই গ্রহণ করবে।
.
সম্পূর্ণ আর্টিকেল পড়তে ভিজিট করুন - https://ilmweb.net/তাকলিদ-ও-মাযহাব/
🥰4👍3
সাহাবা কিরাম ছিলেন সবচে বেশি যাহিদ ও দুনিয়াত্যাগী। তাঁরা আখিরাতের প্রতি ছিলেন সবচে বেশি আশিক ও আগ্রহী। আল্লাহ তাআলার দরবারে হাজির ও আল্লাহর রাস্তায় শহিদী মৃত্যুর জন্য তাঁরা ছিলেন বড় বেশি উৎসুক ও উৎসাহী। ইমান ও ইসলামের জন্য তাঁরাই ছিলেন সবচে বেশি জাঁনেসার— জীবন উৎসর্গকারী বীর বাহাদুর ছিলেন। তাঁরা ছিলেন আল্লাহর খাঁটি প্রেমিক। হক ও সত্যের জন্য মুজাহাদা করা, সব ধরনের ত্যাগ ও বিসর্জন দেওয়া এবং দ্বীনের জন্য নিজেকে কুরবান করার মিছিলে তাঁরাই ছিলেন অগ্রগামী।
---
সাইয়িদ আবুল হাসান আলি নদবি
[ সূত্র : মাআরেকায়ে ইমান ও মাদ্দিয়াত (বাংলা সংস্করণ) ]
#ilmweb
---
সাইয়িদ আবুল হাসান আলি নদবি
[ সূত্র : মাআরেকায়ে ইমান ও মাদ্দিয়াত (বাংলা সংস্করণ) ]
#ilmweb
❤8🔥2
আমিরুল মুমিনিন মানসুরের প্রতি ইমাম আওযায়ি (রাহিমাহুল্লাহ)-র উপদেশের কিয়দাংশ
‘আমিরুল মুমিনিন, নিজ স্বার্থেই নিজেকে সংযত রাখুন। নিজেকে এমন আমলে ব্যস্ত রাখুন, যা আল্লাহর আযাব থেকে আপনার নিরাপত্তা নিশ্চিত করবে। হে আমিরুল মুমিনিন, আপনার আগে যারা ছিল তাদের কর্তৃত্ব যদি চিরস্থায়ী হতো, তবে তা আপনার পর্যন্ত পৌঁছাত না। তাই পূর্বসূরীদের মতো আপনার কর্তৃত্বও চিরস্থায়ী হবে না। আমিরুল মুমিনিন,
“এ কেমন আমলনামা। এ যে ছোট বড় কোনোকিছুই বাদ দেয়নি, সবই এতে রয়েছে।”[ সুরা আল-কাহাফ, ১৮ : ৪৯ ]
আপনার পিতামহের সূত্রে এই আয়াতের ব্যাপারে বর্ণিত হয়েছে, “ছোট জিনিস”মানে মুচকি হাসি এবং “বড় জিনিস”বলতে অট্টহাসি বোঝানো হয়েছে। তাহলে হাত দ্বারা কৃত আমল এবং জিহ্বা দ্বারা বলা কথার ব্যাপারে কি হবে?’
___
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি
@ইলমওয়েব পাবলিশিং
#ilmweb
‘আমিরুল মুমিনিন, নিজ স্বার্থেই নিজেকে সংযত রাখুন। নিজেকে এমন আমলে ব্যস্ত রাখুন, যা আল্লাহর আযাব থেকে আপনার নিরাপত্তা নিশ্চিত করবে। হে আমিরুল মুমিনিন, আপনার আগে যারা ছিল তাদের কর্তৃত্ব যদি চিরস্থায়ী হতো, তবে তা আপনার পর্যন্ত পৌঁছাত না। তাই পূর্বসূরীদের মতো আপনার কর্তৃত্বও চিরস্থায়ী হবে না। আমিরুল মুমিনিন,
“এ কেমন আমলনামা। এ যে ছোট বড় কোনোকিছুই বাদ দেয়নি, সবই এতে রয়েছে।”[ সুরা আল-কাহাফ, ১৮ : ৪৯ ]
আপনার পিতামহের সূত্রে এই আয়াতের ব্যাপারে বর্ণিত হয়েছে, “ছোট জিনিস”মানে মুচকি হাসি এবং “বড় জিনিস”বলতে অট্টহাসি বোঝানো হয়েছে। তাহলে হাত দ্বারা কৃত আমল এবং জিহ্বা দ্বারা বলা কথার ব্যাপারে কি হবে?’
___
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি
@ইলমওয়েব পাবলিশিং
#ilmweb
😢5👍3