ilmweb
3.08K subscribers
503 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘তিনি পৃথিবীকে তোমাদের অধীন করে দিয়েছেন; অতএব, তোমরা তার পথে-প্রান্তরে চল এবং আল্লাহর দেওয়া জীবিকা থেকে আহার কর। তাঁর কাছেই (প্রত্যাবর্তনের জন্য তোমাদের) পুনরুত্থান (হবে)।’

[ সুরা আল-মুলক, ৬৭ : ১৫ ]

#ilmweb
9👍3
চিন্তার দাসত্ব আকিদাহগত বিপর্যয়। এ এমন এক রোগ, যেখানে উম্মাহ স্বপ্ন দেখা তো দূরের কথা চিন্তাই করতে পারে না। মৌলিক আকিদাহ-শিক্ষায় মজবুতি প্রয়োজন। সাহাবা কিরাম সর্বপ্রথম ইমান শিখেছিলেন। আজ আমাদেরও মূল থেকেই শুরু করতে হবে।

#ilmweb
15
হে ইমানদারগণ! তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা করো না এবং জেনেশুনে নিজেদের আমানতসমূহের খিয়ানত করো না।

[ সুরা আল-আনফাল, ৮ : ২৭ ]

#ilmweb
12👍6
❝সাহাবা কিরাম অবিচ্ছিন্ন এক আকিদাহর ওপরই অনড় ছিলেন। কারণ, তাঁরা ওহির যুগ ও উত্তম সাহচর্য পেয়েছিলেন।❞
_
ইমাম ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ)
[ মিফতাহু দারিস-সাআদাহ : ২/১৪৩ ]

#ilmweb
15
‘আমি কুরআনে এমন বিষয় নাযিল করি যা মুমিনদের জন্য আরোগ্য ও অনুগ্রহ। আর তা জালেমদের শুধু ক্ষতিই বৃদ্ধি করে।’

[ সুরা আল-ইসরা, ১৭ : ৮২ ]

#ilmweb
15👍3
❝কোনাে কোনাে ক্ষেত্রে কুরআনের স্বচ্ছ বর্ণনার ওপর মানুষের বিবেক, চিন্তা ও জ্ঞানেরও ছায়া পড়ে থাকে, যেভাবে স্বচ্ছ ঝরনার ওপর তার তীরে দাঁড়ানাে ঘন বৃক্ষের ছায়া পড়ে থাকে। তারপর তার মাঝে সেই স্বাদ, প্রকৃত রূপ, আল্লাহর কালামের মাধুর্য ও অকৃত্রিমতা অবশিষ্ট থাকে না। আর এটাই হলো মূল প্রাণ, বরং অভিজ্ঞতায় দেখা গেছে, পাঠক কোনাে যোগ্য মেধাবী মানুষের বুঝ ও উপলব্ধি দ্বারা (যার মাধ্যমে সে আগে থেকেই প্রভাবিত) এতটা প্রভাবিত হয়ে পড়ে, যতটা সে কুরআনের মূল কালাম দ্বারা প্রভাবিত হয় না। যেকোনােভাবেই হােক তার অন্তরে অনুভূতিতে এটা স্থির হয়ে বসে পড়ে, কুরআনের শ্রেষ্ঠত্ব সম্মান সৌন্দর্য ও সৌকর্য এই মনীষীর ব্যাখ্যা ছাড়া বোঝাই সম্ভব হতাে না। কমপক্ষে এতটুকু অবশ্যই দেখা যায়, এতে করে মানুষ আল্লাহর কালামকে বিশেষ একজন তাফসিরকার অথবা ব্যাখ্যাকারীর চশমায় দেখতে অভ্যস্ত হয়ে পড়ে।❞
_
সাইয়িদ আবুল হাসান আলি নদবি
[কুরআন অধ্যয়নের মূলনীতি]

#ilmweb
👍4
‘বল, “তিনি পরম করুণাময়; আমরা তাঁর ওপর ইমান এনেছি এবং তাঁর ওপর ভরসা করি। অতএব,  তোমরা অচিরেই জানতে পারবে, কে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে।”’

[ সুরা আল-মুলক, ৬৭ : ২৯ ]

#ilmweb
9
Media is too big
VIEW IN TELEGRAM
নির্দিষ্ট মাযহাব অনুসরণের হুকুম
— শাইখ ড. উসমান আল-খামিস
🥰81
‘আমলের উৎস ও বীজ হচ্ছে অন্তরের গোপনীয়তা। আর এই গোপনীয়তার নুর যাহিরকে নুরানি করে, সাজিয়ে তোলে এবং সুশোভিত করে। অন্তরে আল্লাহর ভয় না-থাকলে অঙ্গপ্রত্যঙ্গে এর প্রতিফলন ঘটে না। আর অন্তরে ইলাহি রোশনি না-থাকলে যাহির (প্রকাশ্য) নববি আদবের সৌন্দর্যে আলোকিত হয় না।’

___
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি

@ইলমওয়েব পাবলিশিং

#ilmweb
16
দেশে দেশে কাফিরদের অবাধ ঘোরাঘুরি যেন তোমাকে বিভ্রান্ত না করে। (এটা তো) স্বল্পকালীন উপভোগমাত্র। পরবর্তীতে তাদের (শেষ) ঠিকানা হবে জাহান্নাম। এবং এটি অতি নিকৃষ্ট বিশ্রামস্থল!

[ সুরা আলি ইমরান, ৩ : ১৯৬-১৯৭ ]

#ilmweb
17👍5
‘আপনার হৃদয়ের গভীরে তাওহিদ (আল্লাহর একত্ববাদে বিশ্বাস) স্থাপন করুন, আপনার সত্তায় একে খোদাই করে ফেলুন, তারপর আপনার চারপাশে দৃষ্টি নিক্ষেপ করুন — কেবল তখনই আপনি সব কিছুর প্রকৃত মূল্য উপলব্ধি করতে সক্ষম হবেন।’

---
আহমাদ সামির
[ সূত্র : ড. ইয়াদ কুনাইবি হাফিযাহুল্লাহর পোস্ট থেকে ]

#ilmweb
20👍2
‘দুনিয়া উপার্জনের জন্য যত দুঃখ করবেন, আখিরাতের চিন্তা ততই আপনার অন্তর থেকে বেরিয়ে যাবে।’
____
মালিক ইবনু দিনার
[ ইবনুল জাওযি, আত্মার পরিচর্যা, পৃষ্ঠা : ৭৮ ]

#ilmweb
😢16💯3
‘বল, “সত্য এসে গেছে আর মিথ্যা বিলুপ্ত হয়েছে। মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই কথা।”’

[ সুরা আল-ইসরা, ১৭ : ৮১ ]

#ilmweb
12🔥5💯2👍1
ইসলাম এমন আলিম দ্বারা সংরক্ষিত হবে না যিনি সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার দায়িত্ব পরিত্যাগ করে মানুষকে ঐচ্ছিক আমল যেমন, যিকির ও নৈতিক উপদেশ দেয়ায় নিজেকে ব্যস্ত রেখেছেন। আল্লাহ তার ওপরে তাঁর দ্বীন সংরক্ষণের দায়িত্ব ন্যস্ত করেছেন; অথচ তিনি এর (দ্বীনের) জানালাগুলো সংরক্ষণ করলেন আর দরজাগুলো খোলা রেখে দিলেন।

----
শাইখ আবদুল আযিয আত-তারিফি
[ সূত্র :  Sheikh Abdul Aziz al-Tarifi (ফেইসবুক পেইজ) ]

#ilmweb
17
যে আল্লাহর সাক্ষাৎ আশা করে সে জেনে রাখুক, আল্লাহর নির্ধারিত সময় অবশ্যই আসবে। তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন।

[ সুরা আল-আনকাবুত, ২৯ : ৫ ]

#ilmweb
12
আলিমদের মর্যাদা
— ইমাম ইবনুল কাইয়িম
.
আল্লাহ বলেন,

شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ وَالْمَلَائِكَةُ وَأُولُو الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ ۚ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ

‘স্বয়ং আল্লাহ সাক্ষ্য দেন, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই; মালায়িকাহ ও জ্ঞানীরাও একই সাক্ষ্য দেন। তিনি ন্যায়নীতির ওপর প্রতিষ্ঠিত। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাবান। [সুরা আলি ইমরান, ৩ : ১৮]

এই আয়াতে ইলম ও আলিমদের মর্যাদা ফুটে উঠেছে। একটু লক্ষ করলে আমরা এই আয়াতে নিচের বিষয়গুলো দেখতে পাব,

১. আল্লাহ নিজ তাওহিদের সাক্ষ্য দেয়ার জন্য সমগ্র সৃষ্টির ওপর আলিমদের বেছে নিয়েছেন।

২. আল্লাহ আলিমদের সম্মানিত করেছেন এই মর্মে যে, তিনি নিজে সাক্ষ্য দিয়েছেন, সাথে আলিমদেরকেও সাক্ষী করেছেন।

৩. আল্লাহ মালাকদের সাথে আলিমদের সাক্ষ্যের কথা উল্লেখ করে আলিমদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন।
.
সম্পূর্ণ আর্টিকেল পড়তে ভিজিট করুন - https://ilmweb.net/আলিমদের-মর্যাদা/
9
😢14
তার চেয়ে বড় জালেম আর কে আছে, যাকে তার রবের নিদর্শনসমূহ স্মরণ করিয়ে দেওয়ার পর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়? অপরাধীদেরকে আমি অবশ্যই শাস্তি দেবো।

[ সুরা আস-সাজদাহ, ৩২ : ২২ ]

#ilmweb
😢22
বিভ্রান্ত ও পথভ্রষ্ট লোকেরা সুপরিকল্পিতভাবে ইসলামের পবিত্রতার ওপর ক্রমাগত আক্রমণ করে আপনাকে আবেগাপ্লুত করে তোলে যাতে শেষ পর্যন্ত আপনি বিরক্ত অনুভব করেন, নিরাশ হয়ে হাল ছেড়ে দেন এবং তাদের কাজের বিরোধিতা করা বন্ধ করে দেন। এভাবেই, সত্য মিথ্যা আর মিথ্যা সত্যের রূপ নেয়।

অতএব, তাদের এই পরিকল্পনা উপলব্ধি করুন এবং তাদেরকে কখনোই সফল হতে দিবেন না!

আমরা এমন এক সাগরে আছি যেখানে আমাদেরকে ক্রমাগত এর ঢেউয়ের সাথে লড়াই করতে হবে এবং একটা সেকেন্ডের জন্যও থেমে যাওয়া যাবে না। কেননা থামার অর্থই হলো ডুবে যাওয়া! আমরা থেমে যাই না যতক্ষণ না আমরা এর তীরে পৌঁছে যাই। আর এ তীর হলো আখিরাত।

হে ইমানদারগণ! তোমরা ধৈর্য ধর, ধৈর্যের সাথে (শত্রুর) মোকাবিলা কর এবং সর্বদা সতর্কাবস্থায় থাক। আর আল্লাহকে ভয় কর, যাতে তোমরা সফলকাম হতে পার।

[ সুরা আলি ইমরান, ৩ : ২০০ ]

---
ড. ইয়াদ কুনাইবি হাফিযাহুল্লাহ
[ সূত্র : Dr. Eyad Qunaibi | English ]

#ilmweb
12😢2👍1
‘বল, “সকল প্রশংসা আল্লাহর জন্য এবং শান্তি বর্ষিত হোক তাঁর মনোনীত বান্দাদের ওপর। শ্রেষ্ঠ কি আল্লাহ, না তারা যাদেরকে ওরা (আল্লাহর) শরিক সাব্যস্ত করে?”’

[ সুরা আন-নামল, ২৯ : ৫৯ ]

#ilmweb
11