তাওহিদুর রুবুবিয়াহ উলুহিয়াতকে সাব্যস্ত করে। রুবুবিয়াত ও উলুহিয়াতের মাঝে আছে নিবিড় সম্পর্ক। মূলত রুবুবিয়াহ আল্লাহর কাজ। আর উলুহিয়াহ বান্দার কাজ। আল্লাহর রুবুবিয়াহর ওপর ইমানই উলুহিয়াহ চর্চার মূল চালিকাশক্তি। রুবুবিয়াহ মূলত বিশ্বাসের বিষয় আর উলুহিয়াহ সেই বিশ্বাসের ফলাফল। যা বান্দা অন্তর, মুখ ও দৈহিক আমলে প্রকাশ করে।
____
বই : কিশোর তাওহিদ শিক্ষা ['মিম্বারুত তাওহিদ' সংকলিত]
— পুনঃসংকলন, সংযোজন ও বিন্যাস : তাইব হোসেন
নিরীক্ষণ : উসতায শাইখুল ইসলাম
____
বই : কিশোর তাওহিদ শিক্ষা ['মিম্বারুত তাওহিদ' সংকলিত]
— পুনঃসংকলন, সংযোজন ও বিন্যাস : তাইব হোসেন
নিরীক্ষণ : উসতায শাইখুল ইসলাম
‘আকিদাহর মূলনীতি’ বইটি আমরা আরও পরিমার্জিত ও পরিশোধিত নবসংস্করণে আনতে যাচ্ছি। নতুন নাম ও প্রচ্ছদে আসতে যাচ্ছে, ইনশাআল্লাহ।
বই : আকিদাহ তহাবিয়াহ [১]
—শাইখ আহমাদ মুসা জিবরিল
প্রকাশনা বিভাগ, ইলমওয়ে
বই : আকিদাহ তহাবিয়াহ [১]
—শাইখ আহমাদ মুসা জিবরিল
প্রকাশনা বিভাগ, ইলমওয়ে
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন :
‘পাঁচটি বিষয়ের আগেই পাঁচটি জিনিস থেকে সুবিধা লাভ কর—বৃদ্ধ বয়সে উপনীত হবার আগেই যৌবন, অসুস্থতার আগেই সুস্থতা, দরিদ্রতার আগেই স্বচ্ছলতা, ব্যস্ততার আগেই অবসর এবং মৃত্যু আসার আগেই জীবন।’[১]
শাইখ আহমাদ মুসা জিবরিল বলেন : হাদিসটি এ শিক্ষাই দেয়—জীবন, সুস্থতা ও অবসর সময়ের সুবিধাকে আল্লাহর ইবাদতে এমনভাবে কাজে লাগানো, যেন এটিই জীবনের শেষ রমাদান। রমাদান মাস আত্মিক শক্তি পুনর্গঠন করার মাস। এ মাস থেকে একজন কতটুকু উপকার লাভ করবে, সেটি তার ওপরই নির্ভর করে।
.
.
[১] আল-মুসতাদরাক আলাস–সহিহাইন, হাদিস নং: ৮৭৪৬। ইমাম হাকিম হাদিসটিকে বুখারি ও মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ বলেছেন এবং ইমাম যাহাবি তাঁর সাথে ঐকমত্য পোষণ করেছেন। ইমাম আলবানিও একে সহিহ বলেছেন (সহিহুল জামি, হাদিস নং : ১০৭৭)
——
[ সূত্র : বই—রমাদান : জিজ্ঞাসা ও জবাব ]
‘পাঁচটি বিষয়ের আগেই পাঁচটি জিনিস থেকে সুবিধা লাভ কর—বৃদ্ধ বয়সে উপনীত হবার আগেই যৌবন, অসুস্থতার আগেই সুস্থতা, দরিদ্রতার আগেই স্বচ্ছলতা, ব্যস্ততার আগেই অবসর এবং মৃত্যু আসার আগেই জীবন।’[১]
শাইখ আহমাদ মুসা জিবরিল বলেন : হাদিসটি এ শিক্ষাই দেয়—জীবন, সুস্থতা ও অবসর সময়ের সুবিধাকে আল্লাহর ইবাদতে এমনভাবে কাজে লাগানো, যেন এটিই জীবনের শেষ রমাদান। রমাদান মাস আত্মিক শক্তি পুনর্গঠন করার মাস। এ মাস থেকে একজন কতটুকু উপকার লাভ করবে, সেটি তার ওপরই নির্ভর করে।
.
.
[১] আল-মুসতাদরাক আলাস–সহিহাইন, হাদিস নং: ৮৭৪৬। ইমাম হাকিম হাদিসটিকে বুখারি ও মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ বলেছেন এবং ইমাম যাহাবি তাঁর সাথে ঐকমত্য পোষণ করেছেন। ইমাম আলবানিও একে সহিহ বলেছেন (সহিহুল জামি, হাদিস নং : ১০৭৭)
——
[ সূত্র : বই—রমাদান : জিজ্ঞাসা ও জবাব ]