ilmweb
2.98K subscribers
451 photos
36 videos
195 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘তোমাদের মধ্যে যেন এমন একটি দল থাকে যারা কল্যাণের দিকে ডাকবে এবং ভাল কাজ করতে আদেশ দিবে ও খারাপ কাজ করতে নিষেধ করবে। এরাই সফলকাম।’

[ সুরা আলি-ইমরান,  ৩ : ১০৪ ]

#ilmweb
'আকিদাহর সাথে সম্পর্কহীন আমলের কোনো মূল্যই নেই।'
____
শাইখ ড. আবদুল্লাহ আযযাম
[ আকিদাহর পরিশুদ্ধি ]
‘নিশ্চয়ই তোমার রব মানুষের প্রতি অনুগ্রহশীল; কিন্তু তাদের অধিকাংশ কৃতজ্ঞতা প্রকাশ করে না।’

[ সুরা আন-নামল,  ২৭ : ৭৩ ]

#ilmweb
‘মানুষ মুসিবত গুণে রাখে আর নিয়ামত ভুলে যায়।’
____
ইমাম ইবনু তাইমিয়াহ
[ মাজমুয়ুল ফাতাওয়া : ২০/১৪৯ ]
‘আল্লাহ মানুষের জন্য (তাঁর) অনুগ্রহ থেকে যা খুলে দেন তা কেউ ধরে রাখতে পারে না, আবার তিনি যা ধরে রাখেন তারপর তা কেউ খুলে দিতে পারে না। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’

[ সুরা ফাতির, ৩৫ : ২ ]

#ilmweb
❝আমার ভাইয়েরা, আমরা এ জন্য অস্ত্রধারণ করিনি যে, যেন এক দুষ্কৃতকারী নুসাইরি তাগূত অপসারিত হয়ে আরেক নিকৃষ্ট সেক্যুলার তাগূত প্রতিস্থাপিত হয়।❞
___
শাইখ ড. সামি আল-উরাইদি (হাফিযাহুল্লাহ)

#ilmweb
‘জাহান্নামের অধিবাসীরা আর জান্নাতের অধিবাসীরা সমান নয়। জান্নাতের অধিবাসীরাই সফলকাম।’

[ সুরা আল-হাশর, ৫৯ : ২০ ]

#ilmweb
‘বান্দা থেকে আল্লাহর মুখ ফিরিয়ে নেওয়ার নিদর্শন হলো, অনর্থক কাজে তার ব্যস্ততা বেড়ে যাওয়া।’
___
ইমাম হাসান আল-বাসরি
[ জামিয়ুল উলুম ওয়াল হিকাম : ১/২৯৪ ]
‘আর মানুষের মধ্যে কিছু এমন আছে, যারা বলে, আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি অথচ তারা মুমিন নয়।’

[ সুরা আল-বাকারাহ,  ২ : ৮ ]

#ilmweb
'মূর্খের সাহচর্যে কোনো কল্যাণ নেই। সে সাহায্য করতে চাইলেও শেষে বিপদ ডেকে আনে।'
___
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি

প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
#ilmweb
‘আমাদের জাতির এই লোকেরা তাঁর পরিবর্তে বহু ইলাহ গ্রহণ করেছে, তারা তাদের ইলাহদের ব্যাপারে সুস্পষ্ট দলীল প্রমাণ পেশ করে না কেন? তার থেকে বড় যালিম আর কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে?’

[ সুরা আল-কাহফ, ১৮ : ১৫ ]

#ilmweb
দয়িফ হাদিস বর্ণনার বিধান
— উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ) || ilmweb Publishing

ইউটিউব : https://youtu.be/O_HaWwUZxxM
[১]
বই : কিশোর তাওহিদ শিক্ষা ['মিম্বারুত তাওহিদ' সংকলিত]

— পুনঃসংকলন, সংযোজন ও বিন্যাস : তাইব হোসেন
নিরীক্ষণ : উসতায শাইখুল ইসলাম

[২]
বই : মুক্তিপথের খোঁজে
— শাইখ আহমাদ মুসা জিবরিল

নতুন বছরের শুরুতেই আসছে, ইনশাআল্লাহ ...
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
‘ইবরাহিম ইয়াহুদি ছিল না, নাসারাও (খ্রিষ্টান) ছিল না; বরং সে ছিল একনিষ্ঠ মুসলিম। আর সে মুশরিকদেরও অন্তর্ভুক্ত ছিল না।’

[ সুরা আলি-ইমরান, ৩ : ৬৭ ]

#ilmweb
❝এই আকিদাহর কারণেই উম্মাহর প্রথম প্রজন্ম―সাহাবা কিরাম―আত্মিকভাবে আখিরাতে বাস করতেন, যদিও তাঁদের দেহ দুনিয়ার জীবনে ঘুরে বেড়াত।❞
____
শাইখ ড. আবদুল্লাহ আযযাম
[ আকিদাহর পরিশুদ্ধি ]
দরবারি হবেন না
— শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ) || ilmweb Publishing

ইউটিউব : https://youtu.be/s7DOIckrZSg
‘যারা ইমান আনে ও সৎকাজ করে আমি তাদের অপরাধসমূহ মার্জনা করে দিব এবং তারা যে (ভাল) কাজ করত তার উৎকৃষ্টতম প্রতিদান দিব।’

[ সুরা আল-আনকাবুত,  ২৯ : ৭ ]

#ilmweb
‘নিশ্চয়ই এই কুরআন সর্বাধিক সঠিক পথ দেখায় এবং সৎকর্মশীল মুমিনদেরকে এই সুসংবাদ দেয় যে, তাদের জন্য বড় পুরষ্কার রয়েছে।’

[ সুরা আল-ইসরা, ১৭ : ৯ ]

#ilmweb
মুসলিম শিশুদের শেখাতে হবে, আমাদের দ্বীন অন্য কোনো আদর্শ বা বিশ্বাসের মতো নয়। আমাদের দ্বীন কুফর-শিরকের বরাবর নয়। আমাদের দ্বীন ও তাওহিদকে সকল কিছুর ওপর বিজয়ী এবং কর্তৃত্ব করার জন্য পাঠানো হয়েছে।
___
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই — মুক্তিপথের খোঁজে

প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব