ilmweb
3.07K subscribers
497 photos
37 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘সে বলল, হে আমার রব! তাহলে আমাকে অবকাশ দিন সে দিন পর্যন্ত, যেদিন তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে।’

[ সুরা আল-হিজর, ১৫ : ৩৬ ]

#ilmweb
👍6
‘তড়িঘড়ি কোনো বিষয়ে ফাতওয়া দেয়া এ যুগের এক বড় মুসিবত।’
____
ইমাম নাসিরুদ্দিন আলবানি
[ সিলসিলাতুল হুদা ওয়ান নুর, ১/৩০৬ ]

#ilmweb
😢6👍1
উমার (রাদিয়াল্লাহু আনহু) বলেছিলেন—‘আগে আদব শেখো, তারপর ইলম।’ সালাফ, উলামা কিরাম ইলমের সাথে আদব-শিষ্টাচার শেখার প্রতি গুরুত্বারোপ করতেন। ইলমের মূল হাকিকতই আসলে চরিত্র ও আদবে। উত্তম আখলাক ও আদব অমূল্য সম্পদ। বক্ষ্যমাণ বইটি মূলত ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি রাহিমাহুল্লাহর 'মুখতাসারু মিনহাজিল কাসিদিন'-এর এক অংশের অনূদিত রূপ। দুয়া করি আল্লাহ যেন সবার চরিত্রশুদ্ধিতে এ বইকে অন্যতম মাধ্যম করেন। এ বই যেন সংশ্লিষ্ট সবার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়।
.
মুখবন্ধ | চরিত্রশুদ্ধি
প্রকাশনা বিভাগ, 
ইলমওয়েব
.
.
বইটি পাইকারি কিংবা খুচরা সংগ্রহ করে যোগাযোগ করুন : সাদুক শপ | ফোন :+৮৮০১৭১১৭৩৪৬৩৮
পেইজ : https://www.facebook.com/sadooqshop
👍73
‘আর তোমার রব ক্ষমাশীল, দয়াময়। তাদের কৃতকর্মের জন্য যদি তিনি তাদেরকে পাকড়াও করতেন, তবে অবশ্যই তাদের ওপর আযাব ত্বরান্বিত করতেন। বরং তাদের জন্য রয়েছে একটি প্রতিশ্রুত সময়, যাকে পাশ কাটিয়ে তারা কোনো আশ্রয়স্থল খুঁজে পাবে না।’

[ সুরা আল-কাহফ, ১৮ : ৫৮ ]

#ilmweb
10👍1
‘যারা আমার নিদর্শনসমূহে বিশ্বাস করে তারা তোমার কাছে এলে তুমি বলবে, ‘তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক।’

[ সুরা আল-আনআম, ৬ : ৫৪ ]

#ilmweb
12👍1
‘তোমরা তোমাদের রবের ক্ষমা ও সেই জান্নাত লাভের চেষ্টা কর যার বিশালতা আসমান ও জমিনের সমান। আর তা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য।’

[ সুরা আলি ইমরান, ৩ : ১৩৩ ]

#ilmweb
🥰15👍1
তিনটি জিনিস যার মাঝে থাকবে, সে পুণ্য লাভ করবে :
১. দান করা। 
২. কষ্টে ধৈর্যধারণ করা। 
৩. উত্তম কথা বলা। 
____
ইমাম ওয়াহাব ইবনু মুনাব্বিহ 
[ সিয়ারু আলামিন নুবালা : ৪/৫৫০ ]

#ilmweb
20👍1
‘যারা আমার নিদর্শনসমূহ অবিশ্বাস করে এবং সেগুলো সম্বন্ধে ঔদ্ধত্য দেখায় তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না; যতক্ষণ না সুঁইয়ের ছিদ্রে উট প্রবেশ করে।  এভাবেই আমি অপরাধীদের শাস্তি দিয়ে থাকি।’

[ সুরা আল-আরাফ, ৭ : ৪০ ]

#ilmweb
😢8👍1
‘যে নিয়ামাত আল্লাহকে ভুলিয়ে দেয় তার চেয়ে বরং ওই বিপদ উত্তম, যা আপনাকে আল্লাহর আরও নিকটবর্তী করে দেবে।’
____
ইমাম ইবনু তাইমিয়াহ 
[ আল-ওয়াবিলুস সায়িব, ১১০ ]
17👍2
মুরসাল হাদিসের বিধান
— উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ) || ilmweb Publishing

ইউটিউব : https://youtu.be/DOA5C8aFXgk
6😱3
প্রাচীন আকিদাহর সাথে বর্তমানের যোগসূত্র। বর্তমানে উদ্ভূত বিভিন্ন আকিদাহর মৌলিক পাঠও এসে গেছে। হাঁ, শাইখ আসিম আল-বারকাওয়ির 'হাযিহি আকিদাতুনা'র অনুবাদ 'আমাদের আকিদাহ'র কথাই বলছি। আহলুস সুন্নাহর মৌলিক আকিদাহ জানার জন্য হলেও বইটি পড়া জরুরি। অতিরিক্ত টীকায় ভারীও করা হয়নি এ বই। ইমান ও আকিদাহ সুরক্ষায় বইটি আবশ্যিক পাঠ্য। আকিদাহ তহাবিয়াহ, ওয়াসিতিয়াহর পর নিঃসন্দেহে এ বইটি যুগোপযোগী। বরং দারস-তাদরিস, হালাকা, পাঠচক্রের জন্য বেশ মানানসই।
.
.
বইটি পাইকারি কিংবা খুচরা সংগ্রহ করতে যোগাযোগ করুন :
Sadooq Shop | ফোন : ০১৭১১৭৩৪৬৩৮
ফেইসবুক পেইজ : https://www.facebook.com/sadooqsh
👍63
উম্মাহর মহীরুহ শাইখ ড. আবদুল্লাহ আযযামের আকিদাহর বই ❝আকিদাহর পরিশুদ্ধি❞ এবার আসছে দ্বিতীয় সংস্করণে, ইনশাআল্লাহ৷ বই প্রেসে ছাপানোর কাজ চলছে। আগামী সপ্তাহেই বাজারে চলে আসবে, ইনশাআল্লাহ।

প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
🔥9👍21❤‍🔥1
সে (যুলকারনাইন) বলল, ‘এটা আমার রবের অনুগ্রহ। অতঃপর যখন আমার রবের ওয়াদাকৃত সময় আসবে তখন তিনি  এটিকে মাটির সাথে মিশিয়ে দেবেন। আর আমার রবের ওয়াদা সত্য।’

[ সুরা আল-কাহফ, ১৮ : ৯৮ ]
13👍2👎1
‘মহান আল্লাহকে ভয় করাটাই দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণের মূল।’
____
ইমাম ইবনু তাইমিয়াহ
[ জামিয়ুল মাসায়িল : ৯/১৭৯ ]
19
৭৩ ফিরকার বাস্তবতা
— ইমাম ইবনু উসাইমিন (রাহিমাহুল্লাহ) || ilmweb Publishing

ইউটিউব : https://youtu.be/zYB7ZWb07Jo
‘অতএব, যারা আমার স্মরণ (কুরআন) থেকে মুখ ফিরিয়ে নেয় এবং পার্থিব জীবন ছাড়া কিছুই চায় না, তাদেরকে পরিহার করে চল।’

[ সুরা আন-নাজম, ৫৩ : ২৯ ]

#ilmweb
17
অবশেষে নাম চূড়ান্ত হলো, আলহামদুলিল্লাহ।

বই : মুক্তিপথের খোঁজে
— শাইখ আহমাদ মুসা জিবরিল

প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
21👍2
আমাদের আকিদাহ
—শাইখ আসিম আল-বারকাওয়ি
.
পাওয়া যাচ্ছে বায়তুল মোকাররম ইসলামি বই মেলায়, পেনফিল্ড পাবলিকেশনের স্টলে। স্টল নং : ২৯
👍87
'হে ইমানদারগণ! তোমরা নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ উঁচু করো না এবং তোমরা নিজেরা পরস্পর যেমন উচ্চস্বরে কথা বল, তাঁর সাথে সেরকম উচ্চস্বরে কথা বলো না। এ আশঙ্কায় যে তোমাদের সকল আমল-নিষ্ফল হয়ে যাবে অথচ তোমরা উপলব্ধিও করতে পারবে না।’

[ সুরা আল-হুজরাত, ৪৯ : ২ ]

#ilmweb
18👍1
‘তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তাহলে তা গণনা করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।’

[ সুরা আন-নাহল, ১৬ : ১৮ ]

#ilmweb
15