পাঠক অনুভূতি ২/১
.
দ্বীন সম্পর্কে জানার একদম শুরুর দিকে যখন বিভিন্ন ওয়েবসাইট, কিছু পুস্তিকা/ম্যাগাজিনের সফট কপি আর ইউটিউবই অবলম্বন ছিলো, তখন থেকেই শাইখ আসিম আল-মাক্বদিসি হাফিযাহুল্লাহ-র লিখার সাথে পরিচয়। সেসময় কারো লিখা পড়ার পর প্রথম কাজ ছিলো তার সম্পর্কে গুগল করে তার পক্ষে-বিপক্ষের লিখা পড়া। ব্যক্তি সম্পর্কে অভিযোগ ও তার খন্ডন ভালোই দেখা হতো।তারপর ইউটিউবে সার্চ দিয়েও করা হতো একই কাজ। আল্লাহর অসীম অনুগ্রহে আল্লাহ সঠিক পথ চিনিয়েছেন না বললে অকৃতজ্ঞ জালিমদের অন্তর্ভুক্ত হওয়া সুনিশ্চিত যদিও বান্দা হিসেবে বরাবরই আমি পাপী বান্দাদের অন্তর্ভুক্ত। অনলাইনে পাওয়া শাইখ আসিম আল-মাকদিসি ওরফে আবু মুহাম্মাদ আল-মাকদিসির বাংলা/ইংরেজিতে অনুদিত প্রায় সব ফাইলই বলা যায় পড়া হলেও আরবি লেকচার আর ফাইল সবই ছিলো অধরা। পরে সেগুলো পড়ার বা শোনার চেষ্টা আর করা হয়নি। বহুদিন পর ইলমওয়েবের উসিলায় আল্লাহ আবারও শাইখের লেকচার, লিখনি সামনে আনতে শুরু করলেন। আর এবারতো ঈদের উপর শুক্রবার হিসেবে থাকলো লেকচারের অনুবাদ ও একবারে বই!
ইলমওয়েব থেকে অনূদিত শাইখ আসিম আল-মাকদিসি / শাইখ আসিম আল-বারকাওয়ির বই ‘আমাদের আকিদাহ’।
শুরুতেই আসি বইয়ের ভূমিকা নিয়ে। বলা যেতে পারে সেসময় গুগল,ইউটিউব ইত্যাদি ইত্যাদির মাধ্যমে শাইখের বিরুদ্ধে যেসকল অভিযোগ আর অভিযোগের খন্ডন পড়েছি, বইয়ের শুরুতেই শাইখ অল্প কিছুকথায় সেসব তুলে ধরেছেন। আর এত অসাধারণভাবে তুলে ধরেছেন যে পড়ার পর আর কোনো প্রশ্ন থাকাকে "অন্তরের অন্ধত্ব" বলা ভুল হবে হবে না হয়তো।
আকিদাহ নিজে শেখার জন্য হোক কিংবা কাউকে দাওয়াহ দেওয়ার প্রয়োজনে হোক, খুব স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তাক্বদির আর কুফর নিয়ে। “আমাদের আকিদাহ”বইয়ে এই দুই টপিক অত্যন্ত চমৎকারভাবে উঠে এসেছে।
.
দ্বীন সম্পর্কে জানার একদম শুরুর দিকে যখন বিভিন্ন ওয়েবসাইট, কিছু পুস্তিকা/ম্যাগাজিনের সফট কপি আর ইউটিউবই অবলম্বন ছিলো, তখন থেকেই শাইখ আসিম আল-মাক্বদিসি হাফিযাহুল্লাহ-র লিখার সাথে পরিচয়। সেসময় কারো লিখা পড়ার পর প্রথম কাজ ছিলো তার সম্পর্কে গুগল করে তার পক্ষে-বিপক্ষের লিখা পড়া। ব্যক্তি সম্পর্কে অভিযোগ ও তার খন্ডন ভালোই দেখা হতো।তারপর ইউটিউবে সার্চ দিয়েও করা হতো একই কাজ। আল্লাহর অসীম অনুগ্রহে আল্লাহ সঠিক পথ চিনিয়েছেন না বললে অকৃতজ্ঞ জালিমদের অন্তর্ভুক্ত হওয়া সুনিশ্চিত যদিও বান্দা হিসেবে বরাবরই আমি পাপী বান্দাদের অন্তর্ভুক্ত। অনলাইনে পাওয়া শাইখ আসিম আল-মাকদিসি ওরফে আবু মুহাম্মাদ আল-মাকদিসির বাংলা/ইংরেজিতে অনুদিত প্রায় সব ফাইলই বলা যায় পড়া হলেও আরবি লেকচার আর ফাইল সবই ছিলো অধরা। পরে সেগুলো পড়ার বা শোনার চেষ্টা আর করা হয়নি। বহুদিন পর ইলমওয়েবের উসিলায় আল্লাহ আবারও শাইখের লেকচার, লিখনি সামনে আনতে শুরু করলেন। আর এবারতো ঈদের উপর শুক্রবার হিসেবে থাকলো লেকচারের অনুবাদ ও একবারে বই!
ইলমওয়েব থেকে অনূদিত শাইখ আসিম আল-মাকদিসি / শাইখ আসিম আল-বারকাওয়ির বই ‘আমাদের আকিদাহ’।
শুরুতেই আসি বইয়ের ভূমিকা নিয়ে। বলা যেতে পারে সেসময় গুগল,ইউটিউব ইত্যাদি ইত্যাদির মাধ্যমে শাইখের বিরুদ্ধে যেসকল অভিযোগ আর অভিযোগের খন্ডন পড়েছি, বইয়ের শুরুতেই শাইখ অল্প কিছুকথায় সেসব তুলে ধরেছেন। আর এত অসাধারণভাবে তুলে ধরেছেন যে পড়ার পর আর কোনো প্রশ্ন থাকাকে "অন্তরের অন্ধত্ব" বলা ভুল হবে হবে না হয়তো।
আকিদাহ নিজে শেখার জন্য হোক কিংবা কাউকে দাওয়াহ দেওয়ার প্রয়োজনে হোক, খুব স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তাক্বদির আর কুফর নিয়ে। “আমাদের আকিদাহ”বইয়ে এই দুই টপিক অত্যন্ত চমৎকারভাবে উঠে এসেছে।
পাঠক অনুভূতি - ২/২
বইটার সবচেয়ে আকর্ষণীয় আর একইসাথে অনন্য কিছু দিক হচ্ছে—
★অল্প কথায় আকিদাহ-র মূল বিষয়সমূহের সারনির্যাস এখানে এসেছে,
★তাক্বদির ও কুফর টপিক দু'টো আলাদা করে বারবার উল্লেখ করার মতো,
★প্রতিটা বিষয়ের সাথে সেই বিষয় সম্পর্কে সবচেয়ে সাধারণ ভুল-বিচ্যুতির কারণে বাতিল যেসকল ফিরকা আছে, একেবারে অল্পকথায় বইতে সেগুলোর উল্লেখ রয়েছে।
কলেবরে ছোট হওয়ায় আর জটিল তাত্ত্বিক বিষয় না থাকায় বইটা পড়তে কাউকেই খুব একটা বেগ পেতে হবে না। তবে সংক্ষিপ্ত কিন্ত আরেকটু বিস্তৃত পরিসরে ও প্রত্যেক বিষয়ের কুরআনিক অধিক দলিলাদি জানার জন্য একই প্রকাশনীর শাইখ আহমাদ মূসা জিবরীল হাফিযাহুল্লাহ-র "আকিদার মূলনীতি", যা মূলত আকিদাতুত ত্বহাবিয়ার ব্যাখ্যা, পড়া যেতে পারে। বই পড়ার পাশাপাশি লেকচার শোনা কিংবা কোর্স করা জরুরি। কেননা শাইখ আহমাদ মূসা জিবরীলের লেকচারে শোনা... “কেবল বই-ই যদি কারো শাইখ হয়, তবে তার ভুল-ই হবে বেশি”
____
লিখেছেন : জান্নাতুল মাওয়া
বইটার সবচেয়ে আকর্ষণীয় আর একইসাথে অনন্য কিছু দিক হচ্ছে—
★অল্প কথায় আকিদাহ-র মূল বিষয়সমূহের সারনির্যাস এখানে এসেছে,
★তাক্বদির ও কুফর টপিক দু'টো আলাদা করে বারবার উল্লেখ করার মতো,
★প্রতিটা বিষয়ের সাথে সেই বিষয় সম্পর্কে সবচেয়ে সাধারণ ভুল-বিচ্যুতির কারণে বাতিল যেসকল ফিরকা আছে, একেবারে অল্পকথায় বইতে সেগুলোর উল্লেখ রয়েছে।
কলেবরে ছোট হওয়ায় আর জটিল তাত্ত্বিক বিষয় না থাকায় বইটা পড়তে কাউকেই খুব একটা বেগ পেতে হবে না। তবে সংক্ষিপ্ত কিন্ত আরেকটু বিস্তৃত পরিসরে ও প্রত্যেক বিষয়ের কুরআনিক অধিক দলিলাদি জানার জন্য একই প্রকাশনীর শাইখ আহমাদ মূসা জিবরীল হাফিযাহুল্লাহ-র "আকিদার মূলনীতি", যা মূলত আকিদাতুত ত্বহাবিয়ার ব্যাখ্যা, পড়া যেতে পারে। বই পড়ার পাশাপাশি লেকচার শোনা কিংবা কোর্স করা জরুরি। কেননা শাইখ আহমাদ মূসা জিবরীলের লেকচারে শোনা... “কেবল বই-ই যদি কারো শাইখ হয়, তবে তার ভুল-ই হবে বেশি”
____
লিখেছেন : জান্নাতুল মাওয়া
উমার (রাদিয়াল্লাহু আনহু) বলেছিলেন—‘আগে আদব শেখো, তারপর ইলম।’ সালাফ, উলামা কিরাম ইলমের সাথে আদব-শিষ্টাচার শেখার প্রতি গুরুত্বারোপ করতেন। ইলমের মূল হাকিকতই আসলে চরিত্র ও আদবে। উত্তম আখলাক ও আদব অমূল্য সম্পদ। বক্ষ্যমাণ বইটি মূলত ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি রাহিমাহুল্লাহর 'মুখতাসারু মিনহাজিল কাসিদিন'-এর এক অংশের অনূদিত রূপ। দুয়া করি আল্লাহ যেন সবার চরিত্রশুদ্ধিতে এ বইকে অন্যতম মাধ্যম করেন। এ বই যেন সংশ্লিষ্ট সবার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়।
.
মুখবন্ধ | চরিত্রশুদ্ধি
প্রকাশনা বিভাগ,
ইলমওয়েব
.
.
বইটি পাইকারি কিংবা খুচরা সংগ্রহ করে যোগাযোগ করুন : সাদুক শপ | ফোন :+৮৮০১৭১১৭৩৪৬৩৮
পেইজ : https://www.facebook.com/sadooqshop
.
মুখবন্ধ | চরিত্রশুদ্ধি
প্রকাশনা বিভাগ,
ইলমওয়েব
.
.
বইটি পাইকারি কিংবা খুচরা সংগ্রহ করে যোগাযোগ করুন : সাদুক শপ | ফোন :+৮৮০১৭১১৭৩৪৬৩৮
পেইজ : https://www.facebook.com/sadooqshop
মুরসাল হাদিসের বিধান
— উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ) || ilmweb Publishing
ইউটিউব : https://youtu.be/DOA5C8aFXgk
— উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ) || ilmweb Publishing
ইউটিউব : https://youtu.be/DOA5C8aFXgk
প্রাচীন আকিদাহর সাথে বর্তমানের যোগসূত্র। বর্তমানে উদ্ভূত বিভিন্ন আকিদাহর মৌলিক পাঠও এসে গেছে। হাঁ, শাইখ আসিম আল-বারকাওয়ির 'হাযিহি আকিদাতুনা'র অনুবাদ 'আমাদের আকিদাহ'র কথাই বলছি। আহলুস সুন্নাহর মৌলিক আকিদাহ জানার জন্য হলেও বইটি পড়া জরুরি। অতিরিক্ত টীকায় ভারীও করা হয়নি এ বই। ইমান ও আকিদাহ সুরক্ষায় বইটি আবশ্যিক পাঠ্য। আকিদাহ তহাবিয়াহ, ওয়াসিতিয়াহর পর নিঃসন্দেহে এ বইটি যুগোপযোগী। বরং দারস-তাদরিস, হালাকা, পাঠচক্রের জন্য বেশ মানানসই।
.
.
বইটি পাইকারি কিংবা খুচরা সংগ্রহ করতে যোগাযোগ করুন :
Sadooq Shop | ফোন : ০১৭১১৭৩৪৬৩৮
ফেইসবুক পেইজ : https://www.facebook.com/sadooqsh
.
.
বইটি পাইকারি কিংবা খুচরা সংগ্রহ করতে যোগাযোগ করুন :
Sadooq Shop | ফোন : ০১৭১১৭৩৪৬৩৮
ফেইসবুক পেইজ : https://www.facebook.com/sadooqsh
সে (যুলকারনাইন) বলল, ‘এটা আমার রবের অনুগ্রহ। অতঃপর যখন আমার রবের ওয়াদাকৃত সময় আসবে তখন তিনি এটিকে মাটির সাথে মিশিয়ে দেবেন। আর আমার রবের ওয়াদা সত্য।’
[ সুরা আল-কাহফ, ১৮ : ৯৮ ]
[ সুরা আল-কাহফ, ১৮ : ৯৮ ]
৭৩ ফিরকার বাস্তবতা
— ইমাম ইবনু উসাইমিন (রাহিমাহুল্লাহ) || ilmweb Publishing
ইউটিউব : https://youtu.be/zYB7ZWb07Jo
— ইমাম ইবনু উসাইমিন (রাহিমাহুল্লাহ) || ilmweb Publishing
ইউটিউব : https://youtu.be/zYB7ZWb07Jo